Kazi Mahidi Hassan Talab

Kazi Mahidi Hassan Talab “তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় । ”
— হযরত আলী (রাঃ)

21/12/2024

আজ ২০ ডিসেম্বর সকালে শরিফুলকে হত্যাকারীরা ফের মাগুরা,সিংড়া খাড়া পাড়ায় হামলা চালায় তখন খাড়া পাড়ার লোকজন প্রতিরোধ করতে গেলে শুরু হয় উভয় পক্ষের সংঘর্ষ।
ভিডিও

21/12/2024

কিছু বলার ভাষা নাই,😭😭😭

13/12/2024
12/12/2024

এয়ারপোর্টে মানুষ কান্না করে। কারণ যে মানুষটা যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। যে আসে, সে আর আগের মানুষটা থাকে না।

তেমনি ঘর একবার ছেড়ে দিলে, তা আর কোনোদিন ঘর থাকে না। যতোবারই সেখানে ফিরে যাওয়া হয় না কেন, সেখানে অতিথি হয়েই থাকতে হয়। নিজের সেই ঘরে আর কখনো ফেরা হয় না...! 🙂

11/10/2024

এই যে আমি নিজের সাথে যুদ্ধ করতে করতে বিলীন হয়ে যাচ্ছি । সে কথা কাকে বলবো?

10/10/2024

রাসূল (সঃ) বলেছেন, "শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পুজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে।"

-সুনানে ইবনে মাজাহ (৩৯৫২)
খলিফাতুল মুসলিমিন উমর (রঃ) বলেন, "তোমরা মুশরিকদের (মূর্তি পুজাকারীদের) উৎসবের সময় সেখানে যেও না। কেননা, তাদের উপর আল্লাহর গযব বর্ষিত হয়।"

-সুনানুল কুবরা, (বায়হাকীঃ ১৮২৮৮)

ইচ্ছে করে হারিয়ে যাই আবার ছেলেবেলাতেআবার গিয়ে মেতে উঠি ছোট্টবেলার খেলাতে।ইচ্ছে করে আবার আমি গাঙ্গে গিয়ে নৌকাবাইহারিয়...
30/09/2024

ইচ্ছে করে হারিয়ে যাই আবার ছেলেবেলাতে
আবার গিয়ে মেতে উঠি ছোট্টবেলার খেলাতে।

ইচ্ছে করে আবার আমি গাঙ্গে গিয়ে নৌকাবাই
হারিয়ে যাওয়া পুতুলটারে আবার এনে বউ সাজাই।

সাত সকালে সবাই মিলে আবার গিয়ে ফুল তুলি
ফাঁদ পাতিয়া ধরি বনের ময়না টিয়া বুলবুলি।

ইচ্ছে করে আবার গিয়ে ঘুড়ির সুতায় ধার লাগাই
ইচ্ছে করে আবার গিয়ে বৃষ্টি ভিজে আম কুড়াই।

ইচ্ছে করে আবার গিয়ে সবাই মিলে স্কুল পালাই
আবার গিয়ে কঞ্চি দিয়ে লাঙ্গল জোয়ান মই বানাই।

ইচ্ছে করে গাড়ি বানাই তাল সুপারির ডাল দিয়ে
পুতুল খেলার ঘর বাঁধি সেই কলাপাতার চাল দিয়ে।

ইচ্ছে করে আবার গিয়ে শাপলা তুলি দল বেঁধে
সবাই মিলে নাচি পায়ে শাপলা ডাটার মল বেঁধে।

ইচ্ছে করে গাঙ্গে আবার বড়শি ফেলি জালটানি
ইচ্ছে করে মায়ের মধুর সেই বকা সেই গাল শুনি।

আজকে আমি হারিয়ে যাব সেই সে মধুর শৈশবে
আর কে যাবি আমার সাথে আয় রে তোরা আয় সবে।

স্মৃতি

28/09/2024

ছোটবেলার সেই ছন্দ ! 🫠🫠🫠

দুইটাই ভাতের হোটেল,পার্থক্য শুধু হারুনের ভাতের হোটেল থেকে ফিরে আসলেওদেশের মেধাবী সন্তানদের হোটেল থেকে ফিরে আসা যায় না 😭😭
19/09/2024

দুইটাই ভাতের হোটেল,
পার্থক্য শুধু হারুনের ভাতের হোটেল থেকে ফিরে আসলেও
দেশের মেধাবী সন্তানদের হোটেল থেকে ফিরে আসা যায় না 😭😭

17/09/2024

বৃষ্টি ভেজা এলাকা 😍😍😍

27/08/2024

সাগর পাড়ের সৌন্দর্য্য

27/08/2024

ওই যে যারা একটু 'কম কম' চায়, যারা 'অল্পতেই' খুশি হয়ে যায়, যাদের 'আশা' টা খুব বেশি না,যাদের কে একটু ভালোবাসা দিলেই 'গলে' যায়, সেইসব মানুষরা 'অল্প' টুকুও পায় না! কি কপাল!

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। বিকেল সাড়...
03/08/2024

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন নাহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।
Source-Dailystar bangla

Address

Magura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Mahidi Hassan Talab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Mahidi Hassan Talab:

Videos

Share