Lopa's dream

Lopa's dream আমি খুব সাধারণ একটা মানুষ, সাধারণভাবে জীবনযাপন করি।
(6)

19/11/2023
পৃথিবীর কাছে তুমি শুধু একজন, কিন্তু তোমার পরিবারের কাছে তুমি পুরো পৃথিবী
16/11/2023

পৃথিবীর কাছে তুমি শুধু একজন, কিন্তু তোমার পরিবারের কাছে তুমি পুরো পৃথিবী

আমিই শুধু রইনু বাকি।যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি॥     আমার ব'লে ছিল যারা   আর তো তারা দেয় না সাড়া--     কোথায়...
29/10/2023

আমিই শুধু রইনু বাকি।
যা ছিল তা গেল চলে,
রইল যা তা কেবল ফাঁকি॥

আমার ব'লে ছিল যারা
আর তো তারা দেয় না সাড়া--
কোথায় তারা, কোথায় তারা,
কেঁদে কেঁদে কারে ডাকি॥

বল্‌ দেখি মা শুধাই তোরে--
আমার কিছু রাখলি নে রে,
আমি কেবল আমায় নিয়ে
কোন্‌ প্রাণেতে বেঁচে থাকি॥

❤️❤️❤️❤️রবিন্দ্রনাথ ঠাকুর ❤️❤️❤️❤️

04/09/2023

অনেক দিন তোমাদের সাথে কথা হয় না🥹। হঠাৎ করে অনেকটাই ব্যস্ত হয়ে পরেছি😓।

কেমন আছো সবাই???

10/08/2023
09/08/2023

বৃষ্টি তো খুবই ভালো লাগে তবে যদি বাড়িতে বসে মজার মজার খাবার রান্না করে খাওয়া যায়। কিন্তু বৃষ্টিতে বাহিরে যেতে আপনাদের কার কেমন লাগে?

সামান্য দুই’শ টাকার নোট, কিন্তু আসমান-সমান ভালোবাসা…এই পোস্টের মাধ্যমে সম্মানিত মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার ছেল...
09/08/2023

সামান্য দুই’শ টাকার নোট, কিন্তু আসমান-সমান ভালোবাসা…

এই পোস্টের মাধ্যমে সম্মানিত মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, ছেলের স্ত্রীকে ছেলের স্ত্রী হিসেবেই দেখুন। আপনি তার মুরব্বী হতে পারেন, কিন্তু গার্ডিয়ান নন। তার গার্ডিয়ান আপনার ছেলে। তাদেরকে তাদের মত ছেড়ে দিন, তাদের সাংসারিক ব্যাপারে নাক গলানোর অধীকার আপনার নেই। আপনার অনেক টাকা থাকতে পারে, কিন্তু শেষ বয়সে টাকার চেয়ে আপনার বেশী প্রয়োজন কেয়ার। সেই কেয়ারটা শেষ বয়সে পুত্রবধূর কাছ থেকে নিবেন, নাকি রহিম কেয়ারটেকার আর রহিমা বুয়ার কাছ থেকে নিবেন, সেটা নির্ধারণ করে দিবে আপনার পুত্রবধূর প্রতি আপনার ব্যবহার…

মাসখানিক আগে আমরা কয়েক বন্ধু বউ-বাচ্চা সহ বিকালে ঘুরতে পতেঙ্গা গেলাম। ঘুরাফিরার পর খেতে বসেছি, সাথে আড্ডাও জমে উঠেছে। হঠাৎ খেয়াল করলাম, এক বন্ধুর ওয়াইফ বাসায় ফেরার জন্য উতলা হয়ে উঠেছেন। বন্ধু-বন্ধুপত্নীর পীড়াপীড়িতে শেষপর্যন্ত উঠে শহরের দিকে রওয়ানা হতেই হলো। ফেরার পথে গাড়ীতে বসে রহস্য উদঘাটন করা গেলো। বাসায় ফিরতে দেরী করলে বন্ধুর বাবা-মা খুব ঝামেলা করেন…

গতকাল বিকালে এক বন্ধুকে স্ত্রীসহ বাসায় দাওয়াত দিলাম। বন্ধু জবাব দিলো “আজকে সম্ভব না রে। সকালে ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। লম্বা সিরিয়ালের জন্য ফিরতে দেরী হইছে। তাতেই আব্বাম্মা কথা শুনাইছে। এখন আবার বের হলে গ্যান্জাম বেঁধে যাবে। এইসব গ্যান্জাম থেকে বাঁচতে ওয়াইফ নিয়ে ঢাকায় চলে যাচ্ছি। বাবা-মা’র এইসব খোঁচাখোঁচি আর ভালো লাগে না। মাসখানিক আগে বউ বাপের বাড়ী গেছিলো দেখে এই মাসে আমার আপন শালার বিয়েতে আমার বউকে যাইতে দেয় নাই আব্বাম্মা। কেমনটা লাগে বল ?”

আমার বিবাহিত জীবন প্রায় চার বছর হতে চললো। আমি আমার আব্বাম্মার সাথেই বউ-বাচ্চা নিয়ে থাকি। বিগত চার বছরে আমার আম্মা বাসায় থাকা অবস্থায় আমার আব্বা কখনই আমার ওয়াইফকে ভাত-নাস্তা দিতে বলেননি। আমার আম্মা না থাকলে আমার বোনদেরকে বলেন, আমার ওয়াইফকে পারতপক্ষে বলেন না। আমার ওয়াইফের ভাষ্যমতে, আম্মা ভাত-নাস্তা দেওয়াটাই আমার আব্বা পছন্দ করেন। আমার ওয়াইফ কখন বাবার বাসায় যাচ্ছে-আসছে, সেসবে আব্বাম্মা কখনও কথা বলেন না। আজকে সকালে আমার ওয়াইফের পরীক্ষা ছিলো। টেবিলের উপর এই দুই’শ টাকার নোটটা রাখা। আমার আব্বা অফিসে যাওয়ার আগে নিজের মেয়েদের পাশাপাশি পুত্রবধূর জন্যও যাতায়াত খরচ রেখে গিয়েছেন…

মুরব্বীরা যখন বলেন “ছেলের বউটা ভালো না। কথা শুনে না, শশুর-শাশুড়ীর খেদমত করে না” আমি তখন মনে মনে হাসি আর বলি “ভালোবাসা মুফতে পাওয়া যায় না। আদায় করে নিতে হয়”

📝 Jarer Nadwi

দারুচিনি দ্বীপ সিনেমায় শুভ্রের বাপ যখন শুভ্রকে লিডারশিপ শেখাচ্ছিল- তখন খুব মূল্যবান একটা ইনসাইট দেয়। শুভ্ররা ঘুরতে যাবে।...
03/08/2023

দারুচিনি দ্বীপ সিনেমায় শুভ্রের বাপ যখন শুভ্রকে লিডারশিপ শেখাচ্ছিল- তখন খুব মূল্যবান একটা ইনসাইট দেয়।
শুভ্ররা ঘুরতে যাবে। শুভ্রের বাপ বুদ্ধি দেয়- 'যখন সবাই স্টেশনে টিকেট কাটতে যাবে, টিকেটের বাজেট নিয়ে আলোচনা হবে, তখন তুমি ওদেরকে একটা ফার্স্ট ক্লাস বগি অফার করবে। সবাই তোমার উপর খুশি হয়ে যাবে। একই সাথে দলের উপর তোমার সূক্ষ্ম কর্তৃত্ব প্রকাশ পাবে।
কিন্তু ট্রেনে খাবার দাবারের জন্য তুমি একটা পয়সাও খরচ করবে না। সামান্য চাও যদি খেতে হয়, চেষ্টা করবে অন্য কেউ যেন বিল দিয়ে দেয়।'
শুভ্র প্রশ্ন করে- 'আমি প্রথম শ্রেণীর ফুল বগি বুক করতে পারি কিন্তু সামান্য চায়ের বিল দিতে পারি না?'
শুভ্রের বাপ বলে- 'না তুমি পার না। কারণ যে মুহূর্তে তুমি সব টাকা দেয়া শুরু করবে তখন থেকে তোমাকে সকলে মনে করবে একটা দুগ্ধবতী গাভী। যাকে যখন ইচ্ছে দোয়ানো যায়।
তোমাকে বন্ধুদের বোঝাতে হবে যে তুমি চাইলেই টাকা খরচ করতে পারো, কিন্তু কখন খরচটা করবে ব্যাপারটা তোমার মুডের উপর নির্ভর করে।'
আমার মনে হয়- এই ইনসাইট শুধু টাকার ক্ষেত্রে না, আরও অনেক ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে যেসব মানুষগুলো একটু সহানুভূতিশীল হয়ে কাজ কর্ম করার চেষ্টা করে।
দেখা যায়- যে মানুষ কনসিডার করছে সে সারাজীবন ধরেই কনসিডার করছে। যে মানুষ কোনো একটা সিচুয়েশনে কম্প্রোমাইজ করছে তার উপর গোটা সারাউন্ডিং এর আশা থাকে যে সে তাবত সিচুয়েশনে কম্প্রোমাইজ করে যাবে। মেনে নিবে। পরিস্থিতি সামলাবে। স্যাক্রিফাইস করবে।
বিকজ হি অর শি ইজ দ্য কনসিডারেট ওয়ান। দুগ্ধবতী গাভীর মতো।
কনসিডারেট হওয়ার মূল সমস্যা হল মানুষ বুঝে যায় যে লোকটা কনসিডারেট। দুগ্ধবতী গাভী হতে না চাইলে এটা কখনও মানুষরে বুঝতে দেয়া যাবে না।

- Shadman Zahin

03/08/2023
02/08/2023

বেকারির মত মজাদার খাবার যখন ঘরে তৈরি পেস্ট্রি শিটে তখন আর কি লাগে।










ঘরে তৈরি ডালডা রেসিপি https://fb.watch/mahjtAYUVE/?mibextid=Nif5oz

31/07/2023
31/07/2023

ব্যতিক্রম কোন ঘটনা আমাকে এতো আনন্দ দিলো?
সবসময় ব্যতিক্রমকে আমি স্বাগতম জানায়।






30/07/2023

এক বন্ধু কেঁদে কেঁদে বলছিল,আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলে ছিলাম,সেদিন সে শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে ছিল। থাপ্পড়ের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্ত বিন্দু জমে গেছিল। নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার, কোন প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যায়নি।

বরং আরো কঠোর হয়েছিলাম।তার পর থেকে দেখলাম আমার সমস্ত কাজ কর্ম বেশ গুছিয়ে করতো। কোনো কাজের আর ঝামেলা ছিল না।তখন বুঝে ছিলাম নারী জাতিকে মাথাতে নয় পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম। এক সময় দেখলাম, আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই, প্রয়োজন ছাড়া কথা বলে না, কোনো আবেগ আর দেখায় না। যা বলি বিনা বাক্যে করে দেয়। মাঝে মধ্যে মনে হতো যেন এখন রোবট নিয়ে বাস করছি। ওর হাসি মাখা মুখটা ভুলে গেছিলাম। এক রাতে দেখি স্ত্রী পাশে নেই, আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে।

কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর ও আসছে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই। বাইরে বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে,বাজে তখন ৩:২৫মিনিট। হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছে। খানিক ক্ষন আড়াল থেকে দেখলাম। মোনাজাতের সময় সেজদাহ হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলতো বড্ড বিরক্ত লাগতো। কিন্তু এই নামাজে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিলো। পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল।

আমি আর দাঁড়াতে পারলাম না। চলে আসলাম ঘরে । শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিলো যে এমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিলে আমি তাকে বলি , কোথায় যাচ্ছো? সে ভীতু চোখে বলে,এই সময় তো চা খাও,আমি এখনি চা করে আনছি। আরে চা লাগবে না এখন , তুমি আমার পাশে বসো একটু। আমার কথায় সে কিছু ক্ষন বোকার মত চেয়ে রইল তার পর বাধ্য মেয়ের মত আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম। তোমার কি কোন অভিযোগ আছে আমার প্রতি??

এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে 'থাকলো কিছুক্ষন, হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছি। অন্য দিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল,অভিযোগ আর কোনো মানুষের কাছে বলিনা। যা অভিযোগ তা সব আল্লাহর কাছে পেশ করি। কারন কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দিবেন আর না ঠিক করার হলে বদলে দিবেন। সব কিছু তার হাতেই। তাই কারো প্রতি আমার অভিযোগ,রাগ ক্ষোভ কিছুই নেই। তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করছিলে যে কাঁদছিলে তুমি? সে আমার দিকে তাকিয়ে বলল, একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর জন্য দুআ করে করে কাঁদতাম,
প্রতিটি মোনাজাতে। এখন ও ঠিক সেই ভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে।

আমার স্ত্রীর এই কথা টা সেদিন আমার কলিজা ছেদ করেছিল। একটা সুক্ষ্ম ব্যাথা অনুভব করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই। আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল। আমি বুঝে ছিলাম নারী কে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না।

(সংগৃহীত ও পরিমার্জিত)

গল্পটা পরার পর মনে হয় আমি অনেক কস্ট পাচ্ছি মেয়েটার জন্য।

29/07/2023

মামা- ভাগ্নী দুইজনের সফলতায় আমাদের আনন্দের সীমা নেই। এবারের পরীক্ষায় তারা দু'জনেই গোল্ডেন এ+ পেয়েছে আলহামদুলিল্লাহ ❤️। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন এই সফলতা জীবনের প্রতিটি ক্ষেত্রে ধরে রাখতে পারে।










আলহামদুলিল্লাহ ❤️আলহামদুলিল্লাহ❤️আমাদের একমাত্র মেয়ে এসএসসি ২০২৩ এ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।সবাই আমার মেয়ের জন্য দোয়া ...
28/07/2023

আলহামদুলিল্লাহ ❤️আলহামদুলিল্লাহ❤️

আমাদের একমাত্র মেয়ে এসএসসি ২০২৩ এ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।

সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?যত্ন!কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।কেউ তার কথা শোনবে সেই যত্ন। প্র...
26/07/2023

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?
যত্ন!
কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।
কেউ তার কথা শোনবে সেই যত্ন।
প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন।

এতসব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পাড় করে দেয়!
ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ!
এই আগ্রহকে কী যেন বলে?
বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের।
মায়া!
নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম "মায়া"।
অথচ তার জন্যই কারো মায়া হয়না!
কেমন অদ্ভুত না ব্যাপারটা?

লেখা:তৃধা আনিকা

26/07/2023

গরুর চর্বি দিয়ে তৈরি অসাধারণ একটা রেসিপি। যা দেখার পরে আর কখনও চর্বি ফেলতে ইচ্ছে করবে না।






23/07/2023

মেয়ের অনেক দিনের চাওয়া আজকে করলাম বেকড পাস্তা ❤️❤️






.





আজকে আমি অনেক Happy. আমার পেইজে 1k পূর্ণ হল।অনেকের জন্যে এটা অতি সামান্য কিন্তু আমার কাছে অনেক কিছু। একটু একটু করে আমার ...
23/07/2023

আজকে আমি অনেক Happy. আমার পেইজে 1k পূর্ণ হল।অনেকের জন্যে এটা অতি সামান্য কিন্তু আমার কাছে অনেক কিছু। একটু একটু করে আমার পেইজ টা হাটতে শিখছে।আমি সেই পেইজের অনার হয়ে অনেক খুশি। এভাবেই পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে ❤️

21/07/2023

যারা ভাবেন ছুটির দিন মানে চাকরিজীবীদের শুধুই রেস্ট আর রেস্ট। তাদের জন্য আজকের ভিডিও।









আলহামদুলিল্লাহ স্টার সেট আপ চলে আসছে।সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আশা করি এই ভাবেই পাশে থাকবেন ❤️❤️
18/07/2023

আলহামদুলিল্লাহ স্টার সেট আপ চলে আসছে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।
আশা করি এই ভাবেই পাশে থাকবেন ❤️❤️

18/07/2023

গরীবের কাচ্চি বিরিয়ানি রেসিপি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে।












😱😱😱
18/07/2023

😱😱😱

16/07/2023

😋

15/07/2023

আজকে দুপুরের রান্নাবান্না ❤️দুপুরে বিরিয়ানি রান্নার প্লান কেন ভেস্তে গেলো।








I've just reached 800 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
13/07/2023

I've just reached 800 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

10/07/2023

আজকে বিকালে হঠাৎ করেই মিঠু ঘাস খাচ্ছে। তাহলে কি মিঠু গরু হয়ে গেল?

সন্ধ্যার নাস্তায় আজকে করলাম চিকেন মমো।
আমি কিভাবে চিকেন মমো করি?




10/07/2023

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?

হঠাৎ করেই বাসা শিফট করার জন্য বেশ কিছুদিন হলো আমার পেজে সময় দিতে পারছি না।

আশা করছি খুব তাড়াতাড়ি আবার কন্টিনিউ করতে পারবো। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ❤️

28/06/2023

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

এমন ভালোবাসা পেতে কার না ভালো লাগে❤️❤️
20/06/2023

এমন ভালোবাসা পেতে কার না ভালো লাগে❤️❤️

I've just reached 700 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
19/06/2023

I've just reached 700 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

19/06/2023

রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে ২য় দিনে আমরা কি কি দেখলাম আর কি খাওয়া করলাম?

https://fb.watch/lgakdUdp-m/?mibextid=Nif5oz







12/06/2023

ছেলের পরীক্ষার মধ্যেই ছেলেকে রেখে ঘুরতে গেলাম কেন?
আজকে আপনাদেরকে দেখাবো আমরা রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে কেন গেলাম আর কোথায় থাকলাম কি খেলাম।

এই প্রোগ্রামটা ছিল এনসিটিএফ এর। আর আস্থা যেহেতু এনসিটিএফ মাগুরার সভাপতি তাই আমাদের এখানে যাওয়া। বাকিটা ভিডিওতে দেখতে পাবেন।





I've just reached 600 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
09/06/2023

I've just reached 600 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

09/06/2023

ছেলেকে একা রেখে কোথায় গেলাম আমরা সবাই?

গতকাল ৮জুন ছিল আমাদের বিবাহ বার্ষিকী। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমৃত্যু সুখে দুঃখে একসাথে থাকতে পারি।

এই ভিডিওর বাকি অংশ আসছে।




waterfront resort

Address

Magura

Telephone

+8801755337166

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lopa's dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lopa's dream:

Videos

Share


Other Digital creator in Magura

Show All

You may also like