TasNim Hasiba

TasNim Hasiba Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TasNim Hasiba, Digital creator, Magura.

19/08/2024

দুইদিন আগে সারজিসকে বিয়ে করতে চাওয়া আপুরা এখন আবার সেই Army অফিসারকে বিয়ে করতে চায়।🙂🙂😑😑

মানুষের জীবন খুবই অদ্ভুত।  কত মিল🙂 দিপীকা পাডুকোন  যখন রনবীর কাপুরের সাথে প্রেমে ছিলেন  এই নায়িকা অতি আবেগে তার ঘাড়ে  রন...
11/08/2024

মানুষের জীবন খুবই অদ্ভুত। কত মিল🙂

দিপীকা পাডুকোন যখন রনবীর কাপুরের সাথে প্রেমে ছিলেন এই নায়িকা অতি আবেগে তার ঘাড়ে রনবীরের নামে ট্যাটু পযর্ন্ত একেঁছিল। রনবীর কাপুরের ভালোবাসায় এই নায়িকা এতটা ডুবে গেয়েছিল যে ,সে রনবীরের জন্য অনেক ভালো ভালো ছবি করার অফার পর্যন্ত ফিরিয়ে দিয়েছিল সে সময়টায়।

অতঃপর রনবীর দিপীকার সাথে সম্পর্ক থাকা অবস্থাতেই জড়িয়ে পরে অন্য একজন জনপ্রিয় নায়িকার সাথে। কারন সে তার স্বভাবে অটল ছিল ,তাই প্রকৃত ভালোবাসার টানও তাকে লয়্যাল করতে পারেনি। আর ওই সময় ঘটনাটা জানার পর দিপীকা সম্পূর্ণ ভে*ঙ্গে পড়েছিলেন মানসিকভাবে হয়ত বা দিপীকার জীবনে অনেক মানুষ এসেছিল, কিন্তু রনবীর কাপুরকে সে মন থেকে ভালোবেসে ছিলেন।

ওই সময়ে এক ইন্টারভিউতে আমি দিপীকা কে বলতে শুনেছি যে দিপীকা নাকি ১৬ ঘন্টা ঘুমের ঔ*ষু*ধ খেয়ে বিছানায় পরে থাকতো। নিজেকে পরিবর্তন করতে তার অনেক ক*ষ্ট ও য*ন্ত্র*না সহ্য করতে হয়েছে। বিভিন্ন মানসিক ডাঃ এর কাছে যেতে হয়েছে কারন একজন মানুষ যখন আরেকটা মানুষকে মন থেকে ভালোবাসে ও ঘর বাঁধার স্বপ্ন দেখে তার চিটিং সে মেনে নিতে পারে না।

পরবর্তীতে তার জীবনে অনেক গুলো জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি এসেছে। তিনি অনেক পুরস্কৃত ও হয়েছিলেন কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করে। তার ও দিন ফিরেছে। তার জীবনে ওই ভেঙ্গে পরা সময়টায় কেউ এসেছিলো।কারন প্রকৃতি সমতা পছন্দ করে তাই তার জীবনে সৃষ্টিকর্তা এনে দিয়েছিলেন রনবীর সিং কে। রনবীর সিং তাকে এতটাই ভালোবাসা দিয়ে তার মনের ক্ষ*ত সারিয়ে দিয়েছিলেন যে তার পরিনতি আমরা এখন দেখতে পারি। তারা সুখী দম্পতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দিপীকাকে রনবীর এতটাই ভালোবাসে দিপীকা তাই তার পুরানো প্রেমকে ভুলতে বা*ধ্য হয়েছিলেন।

আমি বলবো কারো জন্য পৃথিবী থেমে থাকেনা, আমরা ভালোবাসতে ভুল করি কিন্তু ভালোবাসা কখনও ভুল হতে পারেনা। কেউ আপনার মূল্য না বুঝলে তার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ করুন, কেউ চলে গেলে আফসোস করার কিছু নেই কারন যে আপনার জন্য পারফেক্ট রাইট ওয়ান সে আসবেই। সে শুধু আপনার জীবনে আসবেই না আপনাকে প্রচন্ড ভালোবেসে আগলে রাখবে সমস্ত কিছুর থেকে।

Every girl love this type of possesiveness ❤️

~মাসুমা ইসলাম নদী

11/08/2024

আমি শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়া যত শত্রু বানাইছি, আপনি মা'রামারি কইরাও ততগুলা শত্রু বানাইতে পারবেন না! 😭
তাও লেখালেখি বন্ধ হয়না😓

ভাই আপনারা এভাবে সবকিছু নিয়েন না😑 এগুলো আমাগের টাকায় করা। আবার বাজেট করে বানাতি গিলি মেলা টাকা ট্যাকক্স লাগবেনে🫢
05/08/2024

ভাই আপনারা এভাবে সবকিছু নিয়েন না😑 এগুলো আমাগের টাকায় করা। আবার বাজেট করে বানাতি গিলি মেলা টাকা ট্যাকক্স লাগবেনে🫢

🥱
05/06/2024

🥱

24/05/2024

আমার মা🤧
07/05/2024

আমার মা🤧

এতদিন কুকুর বিড়াল কে রাতের আধারে ঘুরে খাবার দিয়েছি আমরা দুজন,  সেভাবে শো অফ করার চেস্টা করিনি। কারণ এগুলো মন থেকে ভালোবা...
02/05/2024

এতদিন কুকুর বিড়াল কে রাতের আধারে ঘুরে খাবার দিয়েছি আমরা দুজন, সেভাবে শো অফ করার চেস্টা করিনি। কারণ এগুলো মন থেকে ভালোবাসা। তবে এখন ভাবি আমার শো অফ দেখে যদি আরো কিছু মানুষ এগিয়ে আসে তাহলে দুনিয়াটা অনেক বেশি সুন্দর হবে। বিভিন্ন সংস্থা বিভিন্ন মন্ত্রী বড় বড় মানুষেরা যখন এই গরমে গরিব রিক্সাওয়ালা পথচারীদের খাবার পানি দিতে ব্যস্ত তখন আমি আমরা কুকুর বিড়াল দের জন্য সামান্য প্রচেষ্টা করেছি। কারণ কুকুর বিড়ালদের জন্য তেমন কেউ নেই। তারা চেয়েও খেতে পারেনা। মাগুরা শহরে আরো অনেকগুলো স্থান এখনো পানি দেওয়া বাকি। ইনশাআল্লাহ দুদিনের মধ্যে সম্পূর্ণ জায়গাগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা করে দিব। শুধু অনুরোধ আমার ফ্রেন্ডলিস্টে মাগুরার কেউ যদি কখনো এই পাত্রগুলো খালি দেখেন একটু পানি দেওয়ার ব্যবস্থা করবেন। আমি হয়তো প্রতিদিন কাজের ফাকে যেয়ে ওদের পানি দিয়ে আসতে পারবোনা। যতটুকু পারি আমরা দুজনে চেস্টা করে যাবো।
প্রথমে ভেবেছি লোকে কি বলবে। যখন দিতে গেলাম তখন অনেক মানুষ ই এগিয়ে এসেছে উৎসাহ ভালোবাসা নিয়ে। আমার এই ছোট্ট অনেক কিছু হারানো জীবনে এটুকুই চেয়েছিলাম। মানুষের ভালোবাসার পাশাপাশি কুকুর বিড়ালের ভালোবাসা।
আমার সহযোগী Md Rakib Hossain

Hasiba's Pet Family

Inspired from Riderzz

🥺
28/04/2024

🥺

বাঙ্গালি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কনফিউজড জাতি! এরা বৈশাখের এ ৪১ ডিগ্রি ঠাডা পড়া রোদের মধ্যে গাছ লাগাতে চায়। অথচ এখন গাছ লাগ...
24/04/2024

বাঙ্গালি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কনফিউজড জাতি! এরা বৈশাখের এ ৪১ ডিগ্রি ঠাডা পড়া রোদের মধ্যে গাছ লাগাতে চায়। অথচ এখন গাছ লাগালে একটা গাছ ও বাঁচবে না।

আর ২ মাস পর যখন বর্ষাকাল শুরু হবে তখন এরা সবাই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে। কারণ ততদিনে আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে।

তাহলে করনীয় কি?
করনীয় হচ্ছে সময়ের কাজ সময়ে করতে হবে। এখন প্লানিং করবেন কোথায় গাছ লাগাবেন আর কোথা থেকে কিনবেন ইত্যাদি। কিছুদিন পর যখন বর্ষা শুরু হবে তখন সবাই এক যোগে গাছ লাগানো শুরু করবেন।

সময়ের কাজ সময়ে করুন। গাছ লাগান তাপমাত্রা কমান, পরিবেশ বাঁচান।

©️সংগ্রহীত

মানুষ  যে হারে অনলাইনে গাছ লাগাচ্ছে তাতে সিন্ডিকেট করে আবার গাছের দাম না বাড়িয়ে দেই🥱🌱
22/04/2024

মানুষ যে হারে অনলাইনে গাছ লাগাচ্ছে তাতে সিন্ডিকেট করে আবার গাছের দাম না বাড়িয়ে দেই🥱🌱

সবাইকে জুম্মা মুবারক 🌼
09/02/2024

সবাইকে জুম্মা মুবারক 🌼

আমার কাছে না এসে অন্যের বলা মুদ্রার এক পিঠ শুনে যে আমায় ভুল বুঝেছে, আমি তার ভুল ভা'ঙ্গাইনি। ব্যস্ত থাকায় সময় দিতে পারিনি...
08/02/2024

আমার কাছে না এসে অন্যের বলা মুদ্রার এক পিঠ শুনে যে আমায় ভুল বুঝেছে, আমি তার ভুল ভা'ঙ্গাইনি। ব্যস্ত থাকায় সময় দিতে পারিনি বলে যে সকল বন্ধুরা আমায় মিথ্যে বন্ধু ভেবেছে, আমি আর সেখানে বন্ধুত্ব প্রমাণ করতে যাইনি।

কারণে অকারণে যে আমার হাত ছেড়েছে, আমি তাকে আমার জীবনে থাকার আবদার করিনি। যে আমায় আমার মতো বুঝেনি, তার সাথে আমি ঝ'গড়া করিনি!

মানুষ ছেড়েছি, আশা ছেড়েছি, বন্ধুত্ব ছেড়েছি, তবে ব্যক্তিত্ব ছাড়িনি! 🌸

Address

Magura

Website

Alerts

Be the first to know and let us send you an email when TasNim Hasiba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Magura

Show All