Spoken English Club

Spoken English Club If we want to learn English well then we must work on the language.practice makes a man perfect.

06/12/2023

সংখ্যায় বাংলা ব্যাকরণ
১। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
২। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)
৩। ভাষার মৌলিক অংশ – ৪ টি
৪। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
৫। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
৬। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে – ৫০টি
৭। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
৮। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
৯। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি
১০। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি
১১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি
১২। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি
১৩। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
১৪। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
১৫। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
১৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
১৭। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি
১৮। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
১৯। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
২০। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
২১। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
২২। শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি
২৩। স্পর্শ ধ্বনি – ২৫ টি
২৪। কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি (ক, খ, গ, ঘ, ঙ)
২৫। তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)
২৬। মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)
২৭। দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)
২৮। পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)
২৯। নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
৩০। অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)
৩১। তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)
৩২। কম্পনজাত ধ্বনি – ১ টি (র)
৩৩। পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি ( ং ঃ ঁ)
৩৪। বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি
৩৫। তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার । যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
৩৬। ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার
৩৭। কারক কত প্রকার? = ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, সম্প্রদান, অধিকরণ ।
৩৮। সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার । দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রিহি ।
৩৯। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার । যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক ।
৪১। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো – ২ ভাগে বিভক্ত যথা: স্বরধ্বনি (১১টি) , ব্যঞ্জনধ্বনি (৩৯)

06/12/2023

প্রত্যয়পত্র (ইংরেজি: Letter of credit) সংক্ষেপে এলসি হল আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা। অর্থাৎ, আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে আমদানিকারকের ব্যাংক যে পত্র ইস্যু করে তাকে প্রত্যয়পত্র বা এলসি বলে।

05/12/2023

নতুন শিক্ষা কারিকুলাম
০১। সাপ্তাহিক ছুটি ২ দিন।
০২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
০৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
০৪। এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
০৫। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
০৬। হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
০১। - বাংলা
০২। - ইংরেজি
০৩। - গণিত
০৪। - জীবন ও জীবিকা
০৫ - বিজ্ঞান
০৬। - সামাজিক বিজ্ঞান
০৭। - ডিজিটাল প্রযুক্তি
০৮। - ধর্মশিক্ষা
০৯। - ভালো থাকা
১০। - শিল্প ও সংস্কৃতি
২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি
ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

05/12/2023

dummy [ ডামি ]
noun
1) প্রতিরূপ নকল মূর্তি বা কাঠামো; কুশপুত্তলিকা
2) (attributive(ly)) নকল বা মেকি দ্রব্য
3) (কার্ড, বিশেষত ব্রিজ খেলায়) যে হাত পাতা হয় বা নামানো হয়; এমন খেলোয়াড় যার হাত নামানো হয়েছে
4) কোনো ঘটনা ঘটার সময়ে যে ব্যক্তি উপস্থিত থাকে, কিন্তু সক্রিয়ভাবে অংশ নেয় না; সাক্ষিগোপাল
5) (attributive(ly)) dummy run আক্রমণ, প্রদর্শনী ইত্যাদির মহড়া বা অনুশীলন

16/11/2023

1 . I have to go the office = আমাকে অফিসে যেতে হবে
2 . We have to go the office = আমাদেরকে অফিসে যেতে হবে
3 . You have to go the office = তোমাকে অফিসে যেতে হবে
4 . You have to go the office = তোমাদেরকে অফিসে যেতে হবে
5 . He has to go the office = তাকে অফিসে যেতে হবে
6 . She has to go the office = তাকে অফিসে যেতে হবে
7 . Karim has to go the office = করিমকে অফিসে যেতে হবে
8 . Your son has to go the office = তোমার ছেলেকে অফিসে যেতে হবে
9 . My daughter has to go the office = আমার মেয়েকে অফিসে যেতে হবে
10 . They have to go the office = তাদেরকে অফিসে যেতে হবে
11 . All have to go the office = সবাইকে অফিসে যেতে হবে
12 . Everybody has to go the office = প্রত্যেককে অফিসে যেতে হবে
13 . One has to go the office = একজনকে অফিসে যেতে হবে

1. I can go- আমি যেতে পারি।2. Can I go?- আমি কি যেতে পারি?3. I shall go - আমি যাবো।4. Shall I go? -আমি কি যাবো?5. I may ...
03/10/2023

1. I can go- আমি যেতে পারি।
2. Can I go?- আমি কি যেতে পারি?
3. I shall go - আমি যাবো।
4. Shall I go? -আমি কি যাবো?
5. I may go- আমি যেতেও পারি।
6. May I go- আমি কি যেতে পারি?
7. I should go- আমার যাওয়া উচিৎ।
8 Should I go?- আমার কি যাওয়া উচিৎ?
9. I need to go- আমার যাওয়া প্রয়োজন।
10. I ought to go- আমি যেতে বাধ্য।

18/03/2022

👉 প্রতিদিনের কথাবার্তা

Be ready — তৈরী হও।
Come back — ফেরৎ এসো।
Come soon — তাড়াতাড়ি এসো।
Come sure — নিশ্চয় আসবে।
Do not cut jokes — পরিহাস করো না।
Do not delay — দেরি করো না।
Don't worry — চিন্তা করো না।
Do not talk like nonsense — বোকার মতো কথা বলো না।
Don't be late — দেরী করো না।
Don't say anything — কিছুই বলো না।
Drive slowly —আস্তে আস্তে গাড়ী চালাও।
Excuse me!— মাফ করবেন!
Follow me — আমাকে অনুসরন কর।
Go ahead — এগিয়ে যাও।
Go back — ফেরত যাও।
Leave the place -এখান থেকে চলে যাও।
Let him go — তাকে যেতে দাও।
Let me go — আমাকে যেতে দাও।
Let me see — আমাকে দেখতে দাও।
Let me work—আমাকে কাজ করতে দাও
Listen ? — শুনো
Look ahead — সামনে দেখো।
Move a site — একপাশে দাড়াও।
Never forget — কখনো ভুলো যেওনা।
Never mind — কিছু ভাববে না।
Oh come on — একটু বুঝতে চেষ্টা কর।
Please allow me to go — দয়াকরে আমাকে যেতে দিন।
Please come again — দয়াকরে আবার আসবেন।
Please come here — এখানে আসুন।
Please come in — আসুন,আসুন।
Please give me a reply — দয়া করে উত্তর দিন।
Please sign here — দয়া করে এখানে সই করুন।
Please take your seat — বসুন,বসুন।
Please wait — একটু অপেক্ষা করুন।
Please wake him up-তাকে জাগিয়ে দিন।
Take care of him-তার দেখাশোনা করবে।
Think before you speak — ভেবেচিন্তে বলবে।

09/02/2022

পবিত্র কোরআনের ১০০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা:
০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩ঃ১৫৯)
০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩ঃ১৩৪)।
০৩. অন্যের সাথে ভালো ব্যবহার করুন। (০৪ঃ ৩৬)
০৪. অহংকার করবেন না। (০৭ঃ ১৩)
০৫. অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন (০৭ঃ ১৯৯)
০৬. লোকদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন। (২০ঃ ৪৪)
০৭. উচ্চস্বরে কথা বলবেন না। (৩১ঃ ১৯)
০৮. অন্যকে উপহাস করবেন না (৪৯ঃ ১১)
০৯. পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭ঃ ২৩)
১০. পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭ঃ ২৩)
১১. অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪ঃ ৫৮)
১২. ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২ঃ ২৮২)
১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২ঃ ১৭০)
১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (২ঃ ২৮০)
১৫. কখনো সুদের সাথে জড়িত হবেন না। (০২ঃ ২৭৫)
১৬. কখনো ঘুষের সাথে জড়িতে হবেন না। (০২ঃ১৮৮)
১৭. প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। (০২.১৭৭)
১৮. আস্থা রাখুন (০২ঃ ২৮৩)
১৯. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না। (২:৪২)
২০. ইনসাফের সাথে বিচার করবেন। (০৪ঃ ৫৮)
২১. ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান। (০৪: ১৩৫)
২২. মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করুন। (০৪ঃ ০৭)
২৩. মহিলাদের উত্তরাধিকারের অধিকার আদায় করুন। (০৪ঃ ০৭)
২৪. এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। (০৪.১০)
২৫. এতিমদের রক্ষা করুন। (০২.২২০)
২৬. অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না। (০৪ঃ ২৯)
২৭. মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। (৪৯ঃ ০৯)
২৮. সন্দেহ এড়িয়ে চলুন। (৪৯ঃ ১২)
২৯. গুপ্তচরবৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না। (৪৯ঃ ১২)
৩০. আল্লাহর বিধানুসারে বিচার করুন। (০৫ঃ ৪৫)
৩১. সাদাকাতে সম্পদ ব্যয় করুন। (৫৭ঃ০৭)
৩২.দরিদ্রকে খাবার খাওয়ান। (১০৭ঃ ০৩)
৩৩. অভাবীকে অভাব পূরুনের উপায় বাতলে দিন। (০২ঃ ২৭৩)
৩৪. অপব্যয় করবেন না। (১৭ঃ ২৯)
৩৫. খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না। (০২ঃ ২৬৪)
৩৬. অতিথিকে সম্মান করুন। (৫১ঃ ২৬)
৩৭. কেবলমাত্র নিজে আমল করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যকে আমল করার আদেশ দিবেন। (০২ঃ৪৪)
৩৮. কাউকে গালাগালি করবেন না। (০২ঃ ৬০)
৩৯. লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না। (০২ঃ ১৪৪)
৪০. কেবল তাদের সাথেই লড়াই করুন, যারা আপনার সাথে লড়াই করে (০২ঃ ১৯০)
৪১. যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন। (০২ঃ ১৯১)
৪২. যুদ্ধেংদেহী হবেন না। (০৮ঃ১৫)
৪৩. দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবেন না। (০২ঃ ২৫৬)
৪৪. সকল নবির উপর ঈমান আনুন। (২: ২৮৫)
৪৫. স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন না। (০২ঃ ২২২)
৪৬. আপনার শিশুকে পূর্ণ দুবছর বুকের দুধ খাওয়ান। (০২ঃ ২৩৩)
৪৭. অননুমোদিত উপায়ে যৌন মিলন করবেন না। (১৭ঃ ৩২)
৪৮. যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন। (০২ঃ ২৪৭)
৪৯. কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপিয়ে দিবেন না। (০২ঃ ২৮৬)
৫০. বিভক্তি উসকে দিবেন না। (০৩ঃ ১০৩)
৫১. মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন (৩: ১৯১)
৫২. আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরষ্কার পাবেন; তাই আমল করুন। (৩: ১৯৫)
৫৩. 'মাহরাম' আত্মীয়কে বিবাহ করবেন না। (০৪ঃ ২৩)
৫৪. পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন। (০৪ঃ ৩৪)
৫৫. কৃপণ হবেন না । (০৪ঃ ৩৭)
৫৬. অন্তরে পরশ্রীকাতরতা পুষে রাখবেন না। (০৪ঃ ৫৪)
৫৭. একে অপরকে হত্যা করবেন না। (০৪ঃ ৯২)
৫৮. প্রতারণার পক্ষে ওকালতি করবেন না। (০৪ঃ ১০৫)
৫৯. পাপ কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করবেন না। (০৫ঃ০২)
৬০. সৎ কাজে সহযোগিতা করুন। (০৫ঃ ০২)
৬১. সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনোকিছু সত্য বলে গ্রহণ করবেন না। ( ০৬ঃ ১১৬)
৬২. ন্যায়বিচার করুন। (০৫ঃ ০৮)
৬৩. অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। (০৫ঃ ৩৮)
৬৪. পাপ ও বেআইনী কাজের বিরুদ্ধে লড়াই করুন (০৫ঃ ৬৩)
৬৫. মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকুন। (০৫ঃ ০৩)
৬৬. মাদক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন (৫:৯০)
৬৭. জুয়া খেলবেন না। (০৫ঃ ৯০)
৬৮. অন্য ধর্মের দেবদেবীদের অবমাননা করবেন না। (০৬ঃ ১০৮)
৬৯. ক্রেতাকে ঠকানোর উদ্দ্যেশ্যে মাপে কম দিবেন না। (০৬ঃ ১৫২)
৭০. খান এবং পান করুন; তবে অপচয় করবেন না। (০৭ঃ ৩১)
৭১. নামাজের সময় ভালো পোশাক পরিধান করুন। (০৭ঃ ৩১)
৭২. আশ্রয়প্রার্থীকে সুরক্ষা দিন, সহযোগিতা করুন। (০৯ঃ ০৬)
৭৩. বিশুদ্ধতাকে আঁকড়ে ধরুন। (০৯ঃ ১০৮)
৭৪. আল্লাহর রহমতের আশা কখনই পরিত্যাগ করবেন না। (১২ঃ ৮৭)
৭৫. অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন। ( ১৬ঃ ১১৯)
৭৬. মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন হিকমা ও উত্তমভাবে। (১৬ঃ ১২৫)
৭৭. অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না, বিশ্বাস করুন। (১৭ঃ ১৫)
৭৮. দারিদ্র্যের ভয়ে আপনার বাচ্চাদের হত্যা করবেন না। (১৭ঃ ৩১)
৭৯. যে বিষয়ে জ্ঞান আপনার জ্ঞান নাই, সে বিষয়ে কারও পিছু লাগবেন না। (১৭ঃ ৩৬)
৮০. নিরর্থক কাজ থেকে দূরে থাকুন। (২৩ঃ ০৩)
৮১. অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না। (২৪ঃ ২৭)
৮২. যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস রাখুন। (২৪:৫৫)
৮৩. জমিনে নম্রভাবে চলাফেরা করুন। (২৫ঃ ৬৩)
৮৪. পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না। (২৮ঃ ৭৭)
৮৫. আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবেন না। (২৮ঃ ৮৮)
৮৬. সমকামিতার ঘৃণ্য কাজে লিপ্ত হবেন না। (২৯ঃ ২৯)
৮৭. সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে বাধা দিন। (৩১ঃ ১৭)
৮৮. জমিনের উপর দম্ভভরে ঘুরে বেড়াবেন না। (৩১ঃ ১৮)
৮৯. মহিলারা তাদের জাকজমকপূর্ণ পোষাক প্রদর্শন করে বেড়াবে না। (৩৩ঃ ৩৩)
৯০. আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, বিশ্বাস রাখুন। (৩৯ঃ ৫৩)
৯১. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। (৩৯ঃ ৫৩)
৯২. ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন। (৪১ঃ ৩৪)
৯৩. পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন। (৪২ঃ ১৩)
৯৪. সর্বোত্তম মানুষ হওয়ার লড়াই করুন। (৪৯ঃ ১৩)
৯৫. বৈরাগ্যবাদী হবেন না। ( ৫৭ঃ ২৭)
৯৬. জ্ঞান অন্বেষণে ব্যাপৃত হোন। ( ৫৮ঃ ১১)
৯৭. অমুসলিমদের সাথে সদয় এবং নিরপেক্ষ আচরণ করুন। (৬০ঃ ০৮)
৯৮. লোভ থেকে নিজেকে বাঁচান। (৬৪ঃ ১৬)
৯৯. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। (৭৩ঃ ২০)
১০০. ভিক্ষুককে ফিরিয়ে দিবেন না। (৯৩ঃ ১০)

রশিদ ভাইয়ের পেজ থেকে কপি রাইট

ব্রেকিং নিউজ,,সাইকেল শোরুম, শত্রুজিৎপুর কলেজ রোড, কৃষি ব্যাংকের সামনে। আপনাদের পছন্দমত এবং সুলভ মূল্যে পাবেন।01718773786
30/12/2021

ব্রেকিং নিউজ,,
সাইকেল শোরুম, শত্রুজিৎপুর কলেজ রোড, কৃষি ব্যাংকের সামনে। আপনাদের পছন্দমত এবং সুলভ মূল্যে পাবেন।01718773786

✪ আমি যেতে চাই - I would like to go.✪ আমি তার সাথে দেখা করতে চাই - I would like to meet him.✪ আমি আপনাকে ধন্যবাদ জানাতে ...
09/12/2021

✪ আমি যেতে চাই - I would like to go.
✪ আমি তার সাথে দেখা করতে চাই - I would like to meet him.
✪ আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই - I would like to thank you.
✪ আমি কেনাকাটা করতে চাই I would like to shop
✪ আমি নিজেকে ব্যাখা করতে চাই - I would like to explain myself.
✪ আমি একজন শিক্ষক হতে চাই - I would like to become a teacher.
✪ আমি আপনাকে প্রায়ই দেখতে চাই - I would like to see you more often.
✪ আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই - I would like to meet the manager.

স্পোকেন ইংলিশ এর প্রতিটি বিষয়ে দক্ষতা বাড়ান মুনজেরিন শহীদ এর সাথে স্পোকেন ইংলিশ অনলাইন কোর্সটিতে ভর্তি হয়ে।

1. I can go- আমি যেতে পারি।2. Can I go?- আমি কি যেতে পারি?3. I shall go - আমি যাবো।4. Shall I go? -আমি কি যাবো?5. I may ...
08/12/2021

1. I can go- আমি যেতে পারি।
2. Can I go?- আমি কি যেতে পারি?
3. I shall go - আমি যাবো।
4. Shall I go? -আমি কি যাবো?
5. I may go- আমি যেতেও পারি।
6. May I go- আমি কি যেতে পারি?
7. I should go- আমার যাওয়া উচিৎ।
8 Should I go?- আমার কি যাওয়া উচিৎ?
9. I need to go- আমার যাওয়া প্রয়োজন।
10. I ought to go- আমি যেতে বাধ্য।

স্পোকেন ইংলিশ এর প্রতিটি বিষয়ে দক্ষতা বাড়ান মুনজেরিন শহীদ এর সাথে স্পোকেন ইংলিশ অনলাইন কোর্সটিতে ভর্তি হয়ে।

08/12/2021

🌹"বিসমিল্লাহির রহমানির রহিম"🌹

🌿 Eastward = পূর্বদিকে
💕 Westward = পশ্চিম দিকে

🌿 Southward =দক্ষিণ দিকে
🌹 Northward = উত্তর দিকে

🌿 Rightward = ডানদিকে
💕 Leftward = বামদিকে

🌿 Forward = সামনের দিকে
🌹 Backward = পিছনের দিকে.

🌿 Inward = ভিতরের দিকে
💕 Outward = বাহিরের দিকে

🌿 Upward = উপরের দিকে.
🌹 Downward = নিচের দিকে/ নিম্নগামী

🌿 Down ward = নিচের দিকে / নিম্নগামী
💕 Front ward = সামনের দিকে

🌿 Come backward = ফিরে এসো।
🌹 Go straight forward= সোজা সামনের দিকে চলো

* মানুষকে ভালোবাসতে শেখোLearn to love people.*মানুষকে সম্মান করতে শেখোLearn to respect people.* মানুষকে শ্রদ্ধা করতে শেখ...
08/12/2021

* মানুষকে ভালোবাসতে শেখো
Learn to love people.
*মানুষকে সম্মান করতে শেখো
Learn to respect people.
* মানুষকে শ্রদ্ধা করতে শেখো
Learn to esteem people.
* মানুষকে সাহায্য করতে শেখো
Learn to help people.
* মানুষকে খাওয়াতে শেখো
Learn to feed people.
* মানুষকে দান করতে শেখো
Learn to donate to people.
*মানুষের সাথে চলতে শেখো
Learn to walk with people.
* মানুষের সাথে কথা বলতে শেখো
Learn to talk to people

স্পোকেন ইংলিশ এর প্রতিটি বিষয়ে দক্ষতা বাড়ান মুনজেরিন শহীদ এর সাথে স্পোকেন ইংলিশ অনলাইন কোর্সটিতে ভর্তি হয়ে।

★RULE : 1It’s bad to + verb- এটা----খারাপIt is bad to say.... এটা বলা খারাপ।It is bad to see.... এটা দেখা খারাপ।It is ba...
08/12/2021

★RULE : 1
It’s bad to + verb- এটা----খারাপ

It is bad to say.... এটা বলা খারাপ।
It is bad to see.... এটা দেখা খারাপ।
It is bad to listen.... এটা শুনা খারাপ।

★RULE: 2
Something to + verb( কিছু---আছে)

Something to do.... কিছু করার আছে।
Something to say.... কিছু বলার আছে।
Something to eat....কিছু খাওয়ার আছে।

★RULE: 3
Let's notএর ব্যবহার

Let's not do it....চলো আমরা এটা না করি
Let's not see it.... চলো আমরা এটা না দেখি।
Let's not eat it.... চলো আমরা এটা না খাই।
Let's not watch television....চলো টিভি না দেখি

★RULE: 4
It is time to + verb- এখন সময়

It is time to eat.... এখন খাওয়ার সময় হয়েছে।
It is time to go.... এখন যাওয়ার সময় হয়েছে।
It is time to recite.... এখন তেলাওয়াতের সময় হয়েছে।

স্পোকেন ইংলিশ এর প্রতিটি বিষয়ে দক্ষতা বাড়ান মুনজেরিন শহীদ এর সাথে স্পোকেন ইংলিশ অনলাইন কোর্সটিতে ভর্তি হয়ে।

ইংলিশে কথা বলা শেখার জন্য ৩৩০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দ…1) Aurora(অরোরা) – মেরুপ্রভা2) Anchor (এ্যা ঙ্কর) – নোঙ্গর3) An...
08/12/2021

ইংলিশে কথা বলা শেখার জন্য ৩৩০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দ…

1) Aurora(অরোরা) – মেরুপ্রভা

2) Anchor (এ্যা ঙ্কর) – নোঙ্গর

3) Antimony (এ্যান্টিমোনি) – সুরমা

4) Arsenic (আর্সেনিক) – সেঁকোবিষ

5) Admire (এ্যাডমায়ার) – প্রসংসা করা

6) Allot (এ্যালট) – বরাদ্দ করা

7) Astral(এ্যাস্ট্রাল) – তারকাসন্ধীয়

8) Aggression(এ্যাগরেশন) – জবর দখল।

9) Armour (আর্মার) – বর্ম

10) Author (অথার) – গ্রন্থকার

11) Atmosphere (অ্যাটমোস্ফেয়ার) – বায়ুমন্ডল

12) Appetite (এ্যাপেটাইট) – রুচি

13) Befall (বিফল) – ঘটা

14) Butcher(বাচার) – কসাই

15) Beaten paddy(বিটেন প্যাডি) – চিড়া

16) Ban(ব্যান) – প্রতিবন্ধ

17) Banish(ব্যানিশ) – তাড়ানো

18) Blister(বিস্টার) – ফোস্কা

19) Bargain(বার্গেইন) – চুক্তি করা

20) Bait(বেইট) – টোপ

21) Battle(ব্যাটেল) – যুদ্ধ

22) Brook (ব্রুক) – ছোট নদী

23) Beckon(বেকন) – হাত দিয়ে ইশারা করা

24) Bow (বো) – ঝুঁকা

25) Bribe(ব্রাইব) – ঘুষ

26) Bury(বারি) – কবরস্থ করা

27) Bend(বেন্ড) – নোয়ানো

28) Claim(ক্লেইম) – দাবী

29) Commodity (কমোডিটি) – পণ্য

30) Compensation (কম্পেনসেশন) – ক্ষতিপূরণ

31) Clutch(ক্লাচ) – আঁকড়িয়ে ধরা

32) Chide (চাইড) – তিরস্কার করা

33) Cast(কাস্ট) – নিক্ষেপ করা

34) Cassia(ক্যাসিয়া) – তেজপাতা

35) Cumin seed(কিউমিনসিড) – জিরা

36) Coriander seed(করিয়ান্ডারসিড) – ধনিয়া

37) Cinnamon (সিনামন) – দারচিনি

38) Currant (কারেন্ট) – কিসমিস

39) Comment(কমেন্ট) – মন্তব্য

40) Comedy (কমেডি) – মিলনান্ত

41) Condolence(কনডোলেন্স) – সমবেদনা

42) Condemn(কনডেম) – নিন্দাকরা

43) Chase(চেজ) – তাড়াকরা

44) Consent (কনসেন্ট) – সুতি

45) Collapse (কলাপ্স) – ধ্বসেপড়া

46) Dynasty(ডিন্যাসটি)- রাজবংশ

47) Dogma (ডগমা) – মতবাদ

48) Divine(ডিভাইন) – স্বর্গীয়

49) Dowry(ডাউরি) – পন

50) Drench(ড্রেঞ্চ) – ভিজানো

51) Densorotinous(ডেন্সোরোটিনাস) – আক্কেল দাঁত

52) Dwell(ডোয়েল) – বাস করা

53) Dispute (ডিসপিউট) – ঝগড়া করা

54) Danger (ডেনজার) – বিপদ

55) Diversity (ডাইভারসিটি) – পার্থক্য

56) Damsel (ড্যামসেল) – অবিবাহিত মেয়ে

57) Damage (ড্যামেজ) – আঘাত

58) Dappled (ড্যাপেলড্) – নানা রঙে রঙিন

59) Delicious (ডেলিশিয়াস) – মজাদার

60) Defend (ডিফেন্ড) – আত্মরক্ষা করা

61) Delete (ডিলেট) – মুছে ফেলা

62) Destroy (ডিস্ট্রয়) – ধ্বংস করা

63) Dawn (ডন) – ভোর

64) Dwelling (ডোয়েলিং) – বাসগৃহ

65) Enviously (এনভিয়াসলি) – ঈর্ষান্বিতভাবে

66) Ephemeral (এফিমেরাল) – অবিনশ্বর

67) Eu**ch (ইউনাক) – খাজা

68) Exchange (এক্সচেন্জ) – বদল

69) Element (এলেমেন্ট) – উপাদান

70) Excavate (এক্সক্যাভেট) – খনন করা

71) Echo (ইকো) – প্রতিধ্বনি

72) Eligible (এলিজিবল) – নির্বাচনের যোগ্য

73) Entity (এনটিটি) – সত্তা

74) Erase (ইরেজ) – মুছে ফেলা

75) Epitaph (এপিট্যাফ) – স্মৃতিস্তম্ভের উপর ক্ষোদিত লিপি

76) Elect (ইলেক্ট) – বাছাই করা

77) Edible (এডিবল) – খাওয়ার যোগ্য

78) Embarrass (এমব্যারাস) – অপ্রিতীকর অবস্থা

79) Evoke (এভোক) – ধরে রাখা

80) Envy (ইনভে) – হিংসা

81) Fabric (ফ্যাবরিক) – কাপড়

82) Fin (ফিন) – মাছের ডানা

83) Flesh (ফ্লেশ) – মাংস

84) Famine (ফ্যামিন) – দূর্ভিক্ষ

85) Familiar (ফ্যামিলিয়ার) – চেনা

86) Flee (ফ্লি) – পালিয়ে যাওয়া

87) Float (ফ্লোট) – ভাসা

88) Fog (ফগ) – কুয়াশা

89) Fragment (ফ্র্যাগমেন্ট) – ভাঙ্গা অংশ

90) Fortune (ফরচ্নু) – ভাগ্য

91) Fury (ফিউরি) – ক্রোধ

92) Flicker (ফ্লিকার) – অসমভাবে জলন্ত

93) Garland (গারল্যান্ড) – ফুলের মালা

94) Gnat (ন্যাট) – কীট

95) Gruel (গ্রুয়েল) – ভাতের ফেন

96) Glamour (গামার) – সোন্দর্য

97) Gossip (গসিপ) – গল্প করা

98) Gnarled (নার্ল্ড) – বাঁকানো

99) Goblet (গবলেট) – হাতল ছাড়া বড় এক ধরনের গাস

100) Grotto (গ্রোটো) – গুহা

101) Gust (গাস্ট) – জোরে ধাক্কা

102) Gambler (গ্যামব্লার) – জুয়াড়ী

103) Generous (জেনেরাস) – দয়াবান

104) Garret (গ্যারেট) – চিলেকোঠা

105) Goldsmith (গোডস্মিথ) – স্বর্ণকার

106) Hawk (হক) – বাজপাখী

107) Hymn (হীম) – স্ত্রোতি

108) Helot (হিলট) – ক্রীতদাস

109) Hasten (হেসন) – তাড়াতাড়ি

110) Heinous (হেনাস) – ভয়ানক

111) Hail (হেইল) – বর্ষন

112) Hemisphere (হেমিস্ফেয়ার) – অর্ধগোলক

113) Harass (হ্যারেস) – বিরক্ত করা

114) Hornet (হর্নেট) – ভিমরুল

115) Hollow (হলোউ) – ফাঁপা

116) Hamper (হ্যমপার) – ক্ষতি

117) Harbor (হারবোর) – বন্দর

118) Haste (হেষ্ট) – দ্রুত

119) Hammock (হ্যামক) – এক ধরনের ঝুলন্ত বিছানা

120) Hue (হিউ) – রং

121) Harmony (হারমোনি) – একতান

122) Husky (হাসকি) – কর্কশ

123) Hysteria (হিসটেরিয়া) – উত্তেজনা

124) Hood (হুড) – সাপের ফনা

125) Heel (হিল) – গোড়ালি

126) Heir (এয়ার) – উত্তরাধিকারী

127) Hump (হাম্প) – কুজ

128) Horizon (হরিজন) – দিক চক্রবাল

129) Heaven (হ্যাভেন) – স্বর্গ

130) Hell (হেল) – নরক

131) Holiness (হলিনেস) – পবিত্রতা

132) Inspiration (ইনশপিরেশন) – প্রেরনা

133) Imitate (ইমিটেট) – অনুকরন করা

134) Idol (আইডল) – মূর্তি

135) Iguana (ইগুয়ানা) – এক ধরনের গেছো টিকটিকি

136) Immense (ইম্মেন্স) – বিরাট

137) Itch (ইচ) – চুলকানি

138) Ivy (আইভি) – এক ধরনের সবুজ পরগাছা

139) Intensely (ইনটেন্সলি) – তীব্রভাবে

140) Juvenile (জুভেনাইল) – অল্পবয়সী

141) Jot (জট) – তাড়াতাড়ি লেখা

142) Jockey (জোকি) – ঘোড়সওয়ার

143) Jaw (জও) – চোয়াল

144) K**b (নব) – হাতল

145) Knot (নট) – জট

146) Knock (নক) – টোকা দেওয়া

147) Kinsfolk (কিনসফোক) – আত্ত্বীয়

148) Lap (ল্যাপ) – কোল

149) Layer (লেয়ার) – স্তর

150) Larva (লার্ভা) – সদ্যজাত পোকামাকড়

151) Legend (লেজেন্ড) – পুরানো কাহিনী

152) Luminate(লুমিনেট) – আলো ছড়ানো

153) Limit (লিমিট) – সীমা

154) Livid (লিভিড) – নীলাভ রং

155) Lure (লিউর) – টোপ

156) Luxury (লাক্সারী) – অপ্রয়োজনীয় বিলাস দ্রব্য

157) Loyal (লয়াল) – বিশ্বাসী

158) Lynx (লিংক্স) – ব্যগ্রশ্রেনীর একধরনের পশু

160) Middleman (মিডলম্যান) – ঘটক

161) Monument (মনুমেন্ট) – মিনার

162) Meteor (মিটিওর) – উল্কা

163) Mansion (ম্যানশন) – বৃহদাকার বাড়ি

164) Mare (মেয়ার) – ঘোটকী

165) Meditation (মেডিটেশন) – ধ্যান

166) Mason (ম্যাশন) – রাজমিস্ত্রী

167) Molasses (মোলাসিস) – গুড়

168) Moustache (মোস্ট্যাচ) – গোঁফ

169) Mercy (মারসি) – দয়া

170) Modern (মর্ডান) – আধুনিক

171) Motive (মোটিভ) – কারন

172) Mute (মিউট) – শব্দহীনতা

173) Mutton (মাটন) – ভেড়ার মাংস

174) Mutter (মাটার) – আস্তে কথা বলা/ বিড়বিড় করা

175) Nod (নড) – মাথা নাড়ানো

176) Nook (নুক) – কোনা

177) Novel (নোভেল) – উপন্যাস

178) Notify (নোটিফাই) – জানানো

179) Noxious(নোক্সিয়াস) – ক্ষতিকর

180) Nocturnal (নকটারনাল) – নিশাচর

181) Native (নেটিভ) – নিজদেশীয়

182) Neglect (নেগলেক্ট) – অবহেলা করা

183) Nature (ন্যাচার) – প্রকৃতি

184) Naval (ন্যাভাল) – নাভি

185) Nostrils(নোসট্রিল্স) – নাকের ছিদ্র

186) Novelist(নভেলিষ্ট) – ঔপন্যাসিক

187) Oath(ওথ) – শপথ

188) Oasis(ওয়াসিস) – মরুদ্যান

189) Odour (ওডোর) – গন্ধ

190) Optimist (অপটিমিষ্ট) – আশাবাদি

191) Oral (ওরাল) – মৌখিক

192) Overthrow(ওভারথ্রো) – পরাজিত করা

193) Octagon(ওক্টাগন) – আট বাহু বিশিষ্ট আক…তি

194) Provoke (প্রোভোক) – কুপিত

195) Presage (প্রিসেজ) – পূর্বাভাস দেয়া

196) Petal (পেটাল) – ফুলের পাপড়ি

197) Purchase (পারচেস) – কেনা কাটা

198) Purification (পিউরিফিকেশন) – শুদ্ধি করণ

199) Palate(প্যালেট) – তাল

200) Pore (পেয়ার) – লোমকূপ

201) Pus (পাস) – পুঁজ

202) Pleader (পিডার) – উকিল

203) Plan (প্ল্যান) – পরিকল্পনা

204) Phantom (ফ্যান্টম) – ছায়ামূর্তি

205) Praise (প্রেইস) – প্রশংসা করা

206) Pseudo (সিউডো) – ছদ্ম

207) Partake (পারটেক) – অংশ নেয়া

208) Plait (প্লেইট) – চুলের বেণী

209) Philosopher (ফিলোসোফার) – দার্শনিক

210) Portrait (পোট্রেইট) – ছবি

211) Precious (প্রেশিয়াস) – মূল্যবান

212) Petrify (পেটরিফাই) – পাথরে পরিণত করা

213) Purity(পিউরিটি) – পবিত্রতা

214) Qualm (কুয়াম) – নিজ সম্পর্কে সন্দেহ

215) Quote (কুয়োট) – বর্ণনা করা

216) Quench (কুয়েঞ্চ) – পিপাসা মেটানো

217) Quicksand (কুয়িকস্যান্ড) – চোরাবালি

218) Quixotic (কুইকসোটিক) – উঞগ¢ট

219) Quit (কুইট) – ত্যাগ করা

220) Quotient (কোশেন্ট) – ভাগফল

221) Raiment (রেমেন্ট) – পরিচ্ছদ

222) Raft(র্যাফট) – নৌকা

223) Render (রেন্ডার) – সমার্পন করা

224) Remedy (রেমেডি) – প্রতিকারক

225) Rouge (রোউগ) – শয়তান

226) Risky (রিস্কি) – ঝুঁকিপূর্ণ

227) Row (রোউ) – নৌকা চালান

228) Rapid (র্যাপিড) – দ্রুত

229) Radiate (রেডিয়েট) – আলো ছড়ানো

230) Rage (রেইজ) – রাগ

231) Realm (রিয়েল্ম) – জায়গা

232) Relax (রিল্যাক্স) – আরাম করা

233) Remove (রিমুভ) – সরানো

234) Rhapsody (র্যাপসোডি) – সুর

235) Rumour (রিউমার) – গুজব

236) Roam (রোম) – ঘুরে বেড়ানো

237) Ribbon (রিবন) – ফিতা

238) Rib (রিব) – পাজর

239) Sheepish (শিপিশ) – ভিতু

240) Slay (স্লেই) – হত্যাকারী

241) Sociable (সোসিয়েবল) – মিশুক

242) Solemn (সোলেম) – গম্ভীর

243) Suckle (সাকেল) – স্তন্য পান করানো

244) Swell (সয়েল) – স্ফীত হওয়া

245) Slink (স্লিঙ্ক) – সরে পড়া

246) Stride (স্ট্রাইড) – লম্বা পা ফেলে চলা

247) Shrub (শ্রাব) – গুল্ম

248) Severe (সীভিয়র) – প্রখর

249) Serpent (সার্পেন্ট) – সাপ

250) Solicitude (সলিসিটিউড) – উদ্বেগ

251) Solitary (সলিটারি) – নির্জন

252) Shallow (শ্যালও) – অগভীর

253) Starve (স্টার্ভ) – উপবাস করা

254) Sore (সোর) – ব্রণ

255) Saffron (স্যাফরন) – জাফরাণ

256) Sigh (শাই) – দীর্ঘ শ্বাস ফেলা

257) Spice (স্পাইস) – মসলা

258) Sieve (সীভ) – চালুনি

259) Sight (সাইট) – দৃশ্য

260) Slaughter (স্লটার) – জবাই করা

261) Shrine (শ্রিন) – পবিত্র কোন স্থান

262) Stale (স্টেল) – বাসি

263) Stink (স্টিংক) – দূর্গন্ধ ছড়ানো

264) Seethe (সিথ) – সিদ্ধ হতে থাকা

265) Savage (স্যাভেজ) – বণ্য

266) Sapphire (স্যাফায়ার) – নীলা পাথর

267) Scent (সেন্ট) – গন্ধ

268) Scrub (স্ক্রাব) – ঘষে ঘষে মুছা

269) Sanctuary (স্যাংকচুয়েরী) – পবিত্র স্হান

270) Shadow (শ্যাডো) – ছায়া

271) Shiver (শিভার) – কাঁপা

272) Solid (সলিড) – কঠিন

273) Sphere (স্ফেয়ার) – গোলক

274) Sojourn (সোজান) – প্রবাসবাস করা

275) Suspense (সাসপেন্স) – দুশ্চিন্তা

276) Syrup (সিরাপ) – ফলের রস

277) Sombre (সোম্বার) – শোকঘন

278) Twilight (টুইলাইট) – গোধুলি

279) Thrive (থ্রাইভ) – সতেজ হয়ে ওঠা

280) Trim (ট্রিম) – সাজানো

281) Trivial (ট্রিভিয়াল) – অধম

282) Troublesome (ট্রাবলসাম) – ঝামেলাকর

283) Twinkle (টুইঙ্কেল) – ঝিকমিক করা

284) Trio (ট্রাইও) – শিক্ষানবীশ

285) Tolarate (টোলারেট) – সহ্য করা

286) Talent (ট্যালেন্ট) – প্রতিভা

287) Twig (টুইগ) – গাছের ডাল

288) Twist (টুইস্ট) – বাঁকানো

289) Trash (ট্র্যাশ) – আবর্জনা

290) Tomb (টম) – কবর

291) Terminate (টার্মিনেট) – ধবংস করা

292) Tatter (ট্যাটার) – নষ্ট হয়ে যাওয়া

293) Triumph (ট্রায়াম্প) – বিজয়ী

294) Turban (টারবান) – পাগড়ি

295) Udder (আডার) – পশুর স্তন

296) Ultra (আলট্রা) – অতি

297) Utter (আটার) – উচ্চারন

298) Unworthy (আনওর্দি) – অযোগ্য

299) Ultimate (আলটিমেট) – শেষ

300) Ulcer (আলসার) – ক্ষত

301) Vague (ভেগ) – অস্পষ্ট

302) Valid (ভ্যালিড) – গহণযোগ্য

303) Vessel (ভেসেল) – পাত্র

304) Vehicle (ভিহিকল) – যান

305) Vanity (ভ্যানিটি) – মিথ্যাগর্ব

306) Value (ভ্যালু) – মূল্য

307) Voyage (ভয়েজ) – ভ্রমণ

308) Vulture (ভালচার) – শকুন

309) Weave (উইভ) – বোনা

310) Wring (রিং) – মোচড়ানো

311) Widow (উইডোউ) – বিধবা

312) Wander (ওয়ান্ডার) – উদ্দেশ্যহীণভাবে ঘোরা

313) Wig (উইগ) – পরচুলা

314) Whirl (উইর্ল) – ঘুরা

315) Woe (ঔ) – দুঃখ

316) Wrist(রিষ্ট) – কব্জি

317) Wry (রাই) – বক্র

318) Xenophobia (জেনোফোবিয়া) – বিদেশীদের প্রতি ঘৃণা

319) Xylophone (জাইলোফোন) – এক ধরনের বাদ্যযন্ত্র

320) Xanthic (জ্যানথিক) – পিতবর্ণ

321) Xylography (জাইলোগ্র্যাফি)- কাঠে খোদাই করা বিদ্যা

322) Yawn (এয়ান) – হই তোলা

323) Yarn ইয়ার্ন) – সুতা

324) Yolk (ইয়োক) – ডিমের কুসুম

325) Yelp (ইয়েলপ) – চিৎকার করা

326) Zodiac (জোডিয়াক) – রাশিচক্র

327) Zoom (জুম) – অত্যন্ত দ্রত বেগে চলা

328) Zeal (জিয়েল) – অগ্রহ

329) Zig-Zag (জিগ জাগ) – আঁকাবাঁকা

330) Zest (জেস্ট) –

স্পোকেন ইংলিশ এর প্রতিটি বিষয়ে দক্ষতা বাড়ান মুনজেরিন শহীদ এর সাথে স্পোকেন ইংলিশ অনলাইন কোর্সটিতে ভর্তি হয়ে।

21/11/2021

Spoken rule-18

Able to (কিছু করতে সমর্থ হওয়া/না হওয়া)

Structure: Sub + able to + verb (base form)+ ext.

✪ আমি করতে পারবো – I will be able to do
✪ আমি আসতে পারবো – I will be able to come
✪ আমি যেতে পারবো – I will be able to go
✪ আমি আসতে পারবো না – I won’t be able to come
✪ আমি যেতে পারবো না – I won’t be able to go
✪ আমি কাজটি করতে পারবো – I will be able to do the work
✪ আমি কাজটি করতে পারবো না – I won’t be able to do the work
✪ তুমি কি করতে পারবে? – will you be able to do?
✪ তুমি কি করতে পারবে না? – Won’t you be able to do?



Spoken rule-19

(am to….is to ) করতে হয়…….যেতে হয়……..
Structure: Sub + am to + verb (base form)

✪ আমাকে করতে হয়- I am to do.
✪ আমাকে যেতে হয়- I am to go.
✪ তাকে করতে হয়- He is to do.
✪ জনিকে করতে হয়- Jony is to do.
✪ আমাকে কাজটি করতে হয় – I am to do the work.
✪ আমাকে বাসে যেতে হয়- I am to go by bus.
✪ ছেলেটিকে আমার সাহায্য করতে হয়- I am to help the boy.



Spoken Rule-20

Had better (বড়ং…..)

Structure: Sub + had better + verb (base form)+ Ext.

✪ তুমি বড়ং আগামীকাল যেও
You had better go tomorrow

✪ আমরা বড়ং হাটতে বেরোই
We had better go for walk.
✪ টিপুর বড়ং খেলতে যাওয়া উচিত
Tipu had better go for play
✪ রফিকের বড়ং কাজটি করা উচিত
Rafiq had better to the work
✪ তোমার বড়ং উকিলের সাথে পরামর্শ করা উচিত
You had better consult a lawyer.

21/11/2021

Spoken Rule- 15

Having a hard time – কঠিন মনে হওয়া।
Structure: Sub + having a hard time + (verb+ing) + Extention.

Example:

✪ I’m having a hard time spending with you- তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে।

✪ I’m having a hard time explaining the issue- তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে।

✪ I’m having a hard time finding the right answer- সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে।



Spoken Rule-16

I’m dying to + (verb)

Example:

✪ I am dying to have your love = তোমার ভালবাসা পেতে আমি কাতর হয়ে আছি।

✪ I’m dying to express my feelings = আমার অনুভুতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি।

✪ I’m dying to take a cup of coffee = এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না।

✪ I’m dying to search for a new job = একটি নতুন চাকুরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি।



Spoken Rule-17

Supposed to…..(হওয়ার কথা…. করার কথা)
Structure: Sub + am, is, are, was, were + supposed to+ verb1+ ext.

Example:
✪ আমার তার সঙ্গে দেখা করার কথা।
I’m supposed to meet him.
✪ আমার বাড়ির কাজ করার কথা।
I am supposed to do homework.
✪ তোমার আমাকে ফোন করার কথা ছিল ।
You were supposed to call me over the phone.
✪ এখানে এটা থাকার কথা নয়।
It’s not supposed to be here.
✪ আমার কিছু পান করার কথা না।
I’m not supposed to drink anything.
✪ আমাদের কি করার কথা?
What are we supposed to do?

21/11/2021

Spoken Rule-13

Spoken rule: What if

What if = (কি হতো যদি…..)
Structure: What if + (subject + verb)
Example:

✪ What if I miss the bus? = কি হতো যদি আমি বাসটি মিস করতাম?
✪ What if someone saw me? = কি হতো যদি আমায় কেউ দেখে ফেলত?
✪ What if I didn’t understand the problem? = কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম?
✪ What if it rains while we are traveling?= কি হবে যদি আমাদের ভ্রমনের কালে বৃষ্টি হয়?

✪ What if I didn’t complete the task? = কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম?

Spoken Rule- 14

It’s high time- ইহাই উপযুক্ত সময়.
Structure : It’s high time to + verb+ extension

✪ এটাই প্রস্তুতি গ্রহণ উপযুক্ত সময়|
It is high time to take preparation
✪ এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়।
it’s high time to solve this problem.
✪ ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়।
It’s high time to learn English.
✪ তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়।
It’s high time to build your carrier.
✪ ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার।
it’s high time to put away our bad habits.

Spoken Rule- 15

21/11/2021

Spoken Rule-11

Keep এর ব্যবহার (করতে থাক, যেতে থাক……)
Structure: Keep + verb(ing)+, Sub+ verb (any form) + Ext.

Example:

✪ লেগে থাক, তুমি জিতবে
Keep staying, you will win

✪ হাসতে থাকো তুমি সুখী হবে
Keep smiling, you’ll be happy.

✪ তুমি যেতে থাকো, আমি পরে আসবো – Keep going, I’ll come later on.

✪ নামাজ পড়তে থাক, সকল সমস্যার সমাধান পাবে
Keep praying, you’ll get solution of all problems.

✪ চেষ্টা করতে থাক, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে
Keep trying you will achieve your aim.

✪ অনুশীলন করতে থাক, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে
keep practicing you’ll speak English fluently



Spoken Rule-12

About to……..

(প্রায় হয়েই গিয়েছিল কিন্তু শেষ মুহুর্তে হয়নি)
Structure: sub+ auxiliary verb+ about to+ verb (base form)+ Ext.

Example:

✪ আমি প্রায় মরে গিয়েছিলাম
I was about to die

✪ আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম।
I was about to fall asleep.

✪ আমি প্রায় পৌছে গিয়েছিলাম
I was about to reach

✪ চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম।
I was about to catch the thief.

✪ আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম
I was about to call you

✪ আমি প্রায় চাকুরিটা পেয়ে গিয়েছিলাম।
I was about to get the job.

21/11/2021

Spoken Rule-9

Used to (করতাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যস্ত বুঝাতে)
Structure: Subject + Used to + Verb (base form) + Ext.

Example
✪ I used to develop websites
আমি ওয়েবসাইট তৈরী করতাম।

✪ I used to live in Canada
আমি কানাডায় বাস করতাম।

✪ I used to go to the park
আমি পার্কে যেতাম।

✪ I used to recite the Holy Quran
আমি পবিত্র কোরআন তেলওয়াত করতাম।



Spoken Rule-10

Let alone = তো দুরের কথা

প্রয়োগক্ষেত্র : কাওকে তাচ্ছিল্ল করে বা অন্য যে বাক্যে “তো দুরের কথা” থাকলে Let alone ব্যবহার হয়

Structure: Subject + verb + easy task + let alone + hard task

Example

✪ তুমি বাঘতো দুরের কথা একটি বিড়ালও মারতে পারবে না
You will not be able to kill a cat let alone tiger

✪ সে লেখাতো দুরের কথা ইংরেজিতে কথাও বলতে পারে না।
He cannot speak English let alone write

✪ আমি মোটরসাইকেল তো দুরের কথা সাইকেলও চালাতে পারিনা
I can’t drive Cycle let alone a Motorcycle

✪ সে পরীক্ষায় প্রথম হওয়া তো দুরের কথা পাশই করতে পারবে না
He will not be able to pass the exam let alone stood first.

Address

Magura

Telephone

+8801623002169

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spoken English Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Spoken English Club:

Share


Other Digital creator in Magura

Show All

You may also like