MSUS ভালো ভিডিও পেতে পেজে লাইক করে পাসে থাকুন

17/01/2024

তুমি হয়তো আমার ভাগ্যেই ছিলে না,
তাই আর তোমাকে পাওয়া হলো না😢💔

17/01/2024

কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো,
তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃ'ত্যুর চেয়ে ক'ঠিন মনে হবে.

16/01/2024

সৌন্দর্যের আলাদা কোন রং নেই
আল্লাহ সৃষ্টি সব কিছুই সুন্দর-!”🖤

16/01/2024

জোর করে কারো কাছে সময় পাওয়া যায় না, সময় দেওয়ার ইচ্ছে থাকলে, সে এমনিতেই দিবে..!🤍

25/08/2023

Allahu Akbar 🥰

আসসালামু আলাইকুম, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী সাহেব মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ...
14/08/2023

আসসালামু আলাইকুম, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী সাহেব মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সবাই তার মাগফিরাতের জন্য দুয়া করবেন।
🥲🥲🥲🥲🥲😢😥😥

07/08/2023

17/07/2023

বিড়ালের মত ৫০০ বছর বেঁচে থেকে লাভ নেই, সিংহের মত একঘন্টা বাঁচতে চাই! আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী!

28/06/2023

Eid ul Ajha Namaj.

Bangladesh Cricket
28/06/2023

Bangladesh Cricket

27/06/2023

Korbani /Eid Song/Priyotoma /Shakib Khan 🇧🇩

30/05/2023
08/07/2022

'লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক' ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান
----------------

07/07/2022

⭕ তিনবার সূরা ইখলাস পাঠ= এক বার কোরআন পাঠ করার সমান।

⭕চার বার সূরা কাফিরুন পাঠ = এক খতম কোরআন পাঠ করার সমান।

⭕ফরয নামাজের পর আয়াতুল কুরসি পাঠ = মৃত্য ছাড়া জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে না।

⭕ ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করলে = একজন ফেরেশতা সারারাত পাহাড়া দিবে।

⭕ ঘুমানোর সময় সূরা কাফিরুন পাঠ করা = শিরিক থেকে মুক্ত।

⭕রাতে সূরা মুলক পাঠ = কবরের আযাব থেকে মুক্তি।

⭕জামাতে নামাজ আদায় = ২৫/২৭ গুন বেশি সওয়াব।

⭕রমজান মাসে উমরা = হজ্বের সমতুল্য!

⭕জানাযার নামাজ আদায় করা = ১ কীরাত সওয়াব ( ১ কীরাত হল উহুদ পাহাড়ের সমান।

⭕ জানাযার নামাজ আদায় করা + দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত থাকা = ২ কীরাত সওয়াব।

⭕উযু করে নামাজের উদ্দেশ্য মসজিদে রওনা করা = প্রতি কদমের বিনিময়ে একটি গুনাহ মাপ ও একটি মর্যাদা বৃদ্ধি।

(সূত্র : বুখারী ৬৪৮,৭৯৯,৫০১৫।আবু দাউদ ৫০৫৫। তিরমিযী ৯৩১,২৮৯৩)

🔘আল্লাহ তায়ালা আমাদের আমল করা তৌফিক দান করুন।

06/07/2022

আসসালামু আলাইকুম
রাসুল ﷺ বলেনঃ মানুষের মাঝ থেকে যখন সুন্নাত উঠে যাবে এবং সুন্নাতের উপর টিকতে পারবে না। তখন যে ব্যক্তি সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে সে ৫০ জন শহীদের মর্যাদা (সওয়াব) লাভ করবে। এই হাদীছ ছহীহ।
(তাবারানী কাবীর হা/১০৩৯৪; সনদ সহীহ, সিলসিলা সহীহাহ হা/৪৯৪; সহীহুল জামে; হা/২২৩৪।)

06/07/2022

'চোখ নিয়ন্ত্রণ করা ব্যতীত
পাপ নিয়ন্ত্রণ করা অসম্ভব।'
...ইমাম গজ্জালী (রহঃ)

06/07/2022

আর,মাএ,কয়েকদিন,,?আসছে,সবার,খুশির,দিন,,?সমায়,নাই,আর,বেশি,দিন,,?কাপড়,চোপড়,কেনে,নিন,,?গরিব,দুঃখির,খবর,নিন,,?দাওয়াত,দিলাম,অগ্রিম,,?(ঈদ,মোবারক)? ঈদ. ** EID MOBARUK **

05/07/2022

কিয়ামতের মাঠে প্রতি হাজারে ৯৯৯ জন হবে জাহান্নামী, আর ১ জন হবে জান্নাতি।

(সহীহ বুখারী-৪৭৪১)

04/07/2022

🖤🌹 --

- ''"পরহেজগার বন্ধু ছাড়া"… 🗣
... অন্য সকল বন্ধু কিয়ামতের দিন..!
💔 .. শত্রু হয়ে যাবে..!! 😔🥺

___________(আয- যুখরুফ ৬৭)

আল্লাহ তুমি হেফাজত করিও,
30/06/2022

আল্লাহ তুমি হেফাজত করিও,

30/06/2022

🌻اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
⋆⃝𝄞﷽আগামি ১০জুলাই ২০২২রোজ রবিবার।
👉 পবিত্র ঈদুল আযহা 💝
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।🥰💖
🥀🌺 ঈদ মোবারক সবাইকে 🍀🥰💖

❤❤ইসলামের ইতিহাস ❤❤

30/06/2022

🔲 প্রশ্ন: জানাযার নামাযে উপস্থিত হওয়ার জন্য নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধবকে সংবাদ দেয়া কি নিষিদ্ধ ‘নাঈ’ তথা ঘটা করে মৃত্যু সংবাদ প্রচারের অন্তর্ভুক্ত হবে? নাকি তা বৈধ?

▪️উত্তর: এধরণের সংবাদ প্রদান বৈধ। এজন্য নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নাজাশীর মৃত্যু দিনে তার মৃত্যুর কথা ঘোষণা করেন।[1] তাছাড়া মসজিদে নববীর ঝাড়-র কাজে নিয়োজিত মহিলাটি মৃত্যু বরণ করলে ছাহাবীগণ তাঁকে না জানিয়েই দাফন করে দেয়। তখন তিনি ছাহাবীদেরকে বলেন, “কেন তোমরা আমাকে জানালে না?” অতএব মুছল্লী বৃদ্ধির লক্ষ্যে মৃত্যু সংবাদ প্রদান করতে কোন দোষ নেই। কেননা এর উদাহরণ হাদীছে পাওয়া যায়। অনুরূপভাবে জানাযা নামাযে উপস্থিত হওয়ার জন্য নিকটাত্মীয় ও শুভাকাংখীদেরকে সংবাদ দেয়াতেও কোন দোষ নেই।*

[1] বুখারী, অধ্যায়ঃ জানাযা, অনুচ্ছেদঃ মৃতের পরিবারকে তার মৃত্যু সংবাদ পরিবেশন করা। মুসলিম, অধ্যায়ঃ জানাযা, অনুচ্ছেদঃ জানাযায় তাকবীর দেয়া।

* কিন্তু যে বিষয় নিষিদ্ধ তা হচ্ছে, ঘটা করে মৃত্যু সংবাদ প্রচার করা। এর জন্য অর্থ ব্যায় করে মাইকিং করা বা রেডিও, টিভিতে মৃত্যু সংবাদ প্রচার করা। কেননা হুজায়ফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নাবী (সাঃ) মৃত্যু সংবাদ পরিবেশন করতে নিষেধ করেছেন (তিরমিজী) তিনি আরও বলেন তোমরা মৃত্যু সংবাদ প্রচার করা থেকে সাবধান! কেননা মৃত্যু সংবাদ প্রচার করা জাহেলিয়াতের রীতি (তিরমিজি - অধ্যায়ঃ জানাযা)[1]

❝যে শ্রেণীর প্রচার জাহেলী যুগে ছিল। জাহেলী যুগে উঁচু মিনারে দাঁড়িয়ে ঘোষণা করা হত। ৪৬৮ (আলবানী) সুতরাং মাইকে ঘোষণা করা উক্ত শ্রেণীভুক্ত।(দ্বীনি প্রশ্নোত্তর)❞

▬▬▬◄❖►▬▬▬
[1]উত্তর প্রদানে:
[শায়েখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন]
[গ্রন্থঃ ফতোয়া আরকানুল ইসলাম]

ইনশাআল্লাহ একদিন সারা বিশ্বে কালিমার পতাকা উত্তোলন হবে।
14/06/2022

ইনশাআল্লাহ একদিন সারা বিশ্বে কালিমার পতাকা উত্তোলন হবে।

আমরা যেন কেউ মিথ্যা কথা না বলি।
11/06/2022

আমরা যেন কেউ মিথ্যা কথা না বলি।

Insaallah
01/06/2022

Insaallah

Address

Goral Kaligonj Lalmonirhat
Lalmonirhat
LALMONIRHATRANGPURDIVISON

Alerts

Be the first to know and let us send you an email when MSUS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MSUS:

Videos

Share

Category



You may also like