25/11/2023
আমি ২০১৫ সাল পর্যন্ত ভারত হারলে বাংলাদেশকে🇧🇩 কখনও উৎসব করতে দেখিনি, ট্রল করতে দেখিনি,,, এমনকি এদেশে পাকিস্তান🇵🇰 সমর্থনকারীরাও কখনও ভারত🇮🇳 হারলে উৎসব করতে দেখিনি,,,
কিন্তু এখন কেন করছে? আমরা ঢিলের বদলে কি পাথর ছুড়ছি? আপনারা বলেছেন এর কারণ ধর্ম! আমি বলব নাহ! মোটেও তা নয়,,, এদেশে একসময় দেশের ৭০ ভাগ লোক ভারতীয়🇮🇳 ক্রিকেট টিমকে সমর্থন করতো,,, এখন করে না কেন? এর কারণ, পলিটিকাল,,,, এর কারণ কর্তৃত্ববাদ, এর কারণ অবহেলা, এর কারণ বঞ্চনা। আমরা আপনার দেশে যায় সত্য,,, তার জন্য আপনারা আমাদের কাছ থেকে অর্থ নেন, ফ্রি না! বাণিজ্যিক স্বার্থ্য। আপনারা বলেছেন পেয়াজের কথা! এটাও বাণিজ্যিক স্বার্থে। বিপুল অর্থ মুনাফা পান। এমনি এমনি দেন না আমাদেরকে! 🙄
আপনারা বলেছেন আপনারা বাংলাদেশ সৃষ্টি করেছেন! ভুল,,, সৃষ্টি করেণ স্রষ্টা! মানুষের কি কোন ক্ষমতা আছে স্রষ্টার সমকক্ষ হওয়া? আপনারা আমাদের সাহায্য করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ! কিন্তু তার পিছনেও কি আপনাদের রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল না? আপনাদের চির শত্রু পাকিস্তানকে🇵🇰 দুর্বল করতেই বাংলাদেশকে🇧🇩 সাহায্য করেছিলেন! এটা বললে কি ভুল বলা হবে? আপনারা যদি বন্ধুই হতেন তবে তিস্তার জল না দিয়ে আমাদেরকে শুকিয়ে মারতেন না! বন্যার দিনে ডুবিয়ে দিতেন না! আপনারা বলেছেন আমরা তাজমহল দেখতে যায়! আপনারা আমাদের ফ্রি দেখান না! বিপুল বৈদেশিক মুদ্রা💵💷কি অর্জন করেন না এদেশের ভ্রমণ পিপাসুদের থেকে? আপনাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক! দুই দেশ দুদেশে বাণিজ্য করে! আমরা আপনাদের প্রতিবেশি দেশ! আমরা ভাল খেলি না,,, মনে করতে পারেন কি আপনারা আমাদের আপনাদের দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ডেকেছেন? ডাকেন না কারণ আপনারা আমাদের তাচ্ছিল্য করেন। পছন্দ করেন না। 😒
দুদেশেই দুদেশের ক্রিকেট একটা আবেগের নাম,,, আমরা এখন একে অপরের আবেগ নিয়ে খেলছি। অনুভুতি নিয়ে খেলছি। দুদেশের শত্রুতার পেছনে দুদেশের মিডিয়া যেমন দায়ী ঠিক তেমনি দায়ী সমর্থকরা তার চেয়েও বেশি দায়ী আপনাদের কর্তৃত্ববাদ। তবুও দিন শেষে দেখা যাবে তামিমের বন্ধু রহিত একে অপরকে উপহার🎁 বিনিময় করছে, কুশল বিনিময় করছে! মিরাজ কোহেলি উপহার 🎁🎀বিনিময় করছে! আর আমরা সমমর্থকরা মারামারি করে মরছি, একে অপরকে গালাগাল দিয়ে মরছি! ভাল থাকবেন,,, ভালবাসুন ভালবাসা পাবেন,,, বাঙ্গালীরা ভালোবাসা পেয়েছে অথচ ভালবাসা দেয়নি এমন অকৃতজ্ঞ বাঙ্গালীরা নয়! ভালবাসাকে পায়ে ঠেলা বাংলাদেশের বাঙ্গালীদের চরিত্রে নেই। এ বাঙ্গালী অতিথী পরায়ন! এ বাঙ্গালী ভালবাসার প্রতিদান দিতে জানে। এ দেশে ফুটবল⚽ জনপ্রিয়! বাঙ্গালীরা🇧🇩 ভাল খেলে না! ভাল না খেললেও আর্জেন্টাইনরা🇦🇷 ঠিকই বুঝে গেছে এ দেশের সমর্থকরা নিঃস্বার্থ ভালবাসতে জানে। বুঝে গেছে ব্রাজিলিয়ানরা!🇧🇷 খেলা পাগল জাতী আমরা! ধর্মের কথা বলেছিলেন দেখুন আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কিন্তু মুসলিম রাষ্ট নয়, অথচ কোটি কোটি সমর্থক তাদের এদেশে। তারা জিতলে যেন জিতে যায় বাংলাদেশ! ধর্ম দিয়ে দেশ কিংবা খেলাকে কখোনই বিচার করা উচিত নয়। বাংলার বাঙ্গালী সেটা করেও না।❤️
ধন্যবাদ। 👍