Md Maksuder Rahman Abid

Md Maksuder Rahman Abid Hey,,You!! Don't impresse to see my timeline, I'm a simple guye who can keep smile in all situation

05/12/2023

বন্ধু একটা তোর,আর একটা আমার😅😅

25/11/2023

আমি ২০১৫ সাল পর্যন্ত ভারত হারলে বাংলাদেশকে🇧🇩 কখনও উৎসব করতে দেখিনি, ট্রল করতে দেখিনি,,, এমনকি এদেশে পাকিস্তান🇵🇰 সমর্থনকারীরাও কখনও ভারত🇮🇳 হারলে উৎসব করতে দেখিনি,,,

কিন্তু এখন কেন করছে? আমরা ঢিলের বদলে কি পাথর ছুড়ছি? আপনারা বলেছেন এর কারণ ধর্ম! আমি বলব নাহ! মোটেও তা নয়,,, এদেশে একসময় দেশের ৭০ ভাগ লোক ভারতীয়🇮🇳 ক্রিকেট টিমকে সমর্থন করতো,,, এখন করে না কেন? এর কারণ, পলিটিকাল,,,, এর কারণ কর্তৃত্ববাদ, এর কারণ অবহেলা, এর কারণ বঞ্চনা। আমরা আপনার দেশে যায় সত্য,,, তার জন্য আপনারা আমাদের কাছ থেকে অর্থ নেন, ফ্রি না! বাণিজ্যিক স্বার্থ্য। আপনারা বলেছেন পেয়াজের কথা! এটাও বাণিজ্যিক স্বার্থে। বিপুল অর্থ মুনাফা পান। এমনি এমনি দেন না আমাদেরকে! 🙄

আপনারা বলেছেন আপনারা বাংলাদেশ সৃষ্টি করেছেন! ভুল,,, সৃষ্টি করেণ স্রষ্টা! মানুষের কি কোন ক্ষমতা আছে স্রষ্টার সমকক্ষ হওয়া? আপনারা আমাদের সাহায্য করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ! কিন্তু তার পিছনেও কি আপনাদের রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল না? আপনাদের চির শত্রু পাকিস্তানকে🇵🇰 দুর্বল করতেই বাংলাদেশকে🇧🇩 সাহায্য করেছিলেন! এটা বললে কি ভুল বলা হবে? আপনারা যদি বন্ধুই হতেন তবে তিস্তার জল না দিয়ে আমাদেরকে শুকিয়ে মারতেন না! বন্যার দিনে ডুবিয়ে দিতেন না! আপনারা বলেছেন আমরা তাজমহল দেখতে যায়! আপনারা আমাদের ফ্রি দেখান না! বিপুল বৈদেশিক মুদ্রা💵💷কি অর্জন করেন না এদেশের ভ্রমণ পিপাসুদের থেকে? আপনাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক! দুই দেশ দুদেশে বাণিজ্য করে! আমরা আপনাদের প্রতিবেশি দেশ! আমরা ভাল খেলি না,,, মনে করতে পারেন কি আপনারা আমাদের আপনাদের দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ডেকেছেন? ডাকেন না কারণ আপনারা আমাদের তাচ্ছিল্য করেন। পছন্দ করেন না। 😒

দুদেশেই দুদেশের ক্রিকেট একটা আবেগের নাম,,, আমরা এখন একে অপরের আবেগ নিয়ে খেলছি। অনুভুতি নিয়ে খেলছি। দুদেশের শত্রুতার পেছনে দুদেশের মিডিয়া যেমন দায়ী ঠিক তেমনি দায়ী সমর্থকরা তার চেয়েও বেশি দায়ী আপনাদের কর্তৃত্ববাদ। তবুও দিন শেষে দেখা যাবে তামিমের বন্ধু রহিত একে অপরকে উপহার🎁 বিনিময় করছে, কুশল বিনিময় করছে! মিরাজ কোহেলি উপহার 🎁🎀বিনিময় করছে! আর আমরা সমমর্থকরা মারামারি করে মরছি, একে অপরকে গালাগাল দিয়ে মরছি! ভাল থাকবেন,,, ভালবাসুন ভালবাসা পাবেন,,, বাঙ্গালীরা ভালোবাসা পেয়েছে অথচ ভালবাসা দেয়নি এমন অকৃতজ্ঞ বাঙ্গালীরা নয়! ভালবাসাকে পায়ে ঠেলা বাংলাদেশের বাঙ্গালীদের চরিত্রে নেই। এ বাঙ্গালী অতিথী পরায়ন! এ বাঙ্গালী ভালবাসার প্রতিদান দিতে জানে। এ দেশে ফুটবল⚽ জনপ্রিয়! বাঙ্গালীরা🇧🇩 ভাল খেলে না! ভাল না খেললেও আর্জেন্টাইনরা🇦🇷 ঠিকই বুঝে গেছে এ দেশের সমর্থকরা নিঃস্বার্থ ভালবাসতে জানে। বুঝে গেছে ব্রাজিলিয়ানরা!🇧🇷 খেলা পাগল জাতী আমরা! ধর্মের কথা বলেছিলেন দেখুন আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কিন্তু মুসলিম রাষ্ট নয়, অথচ কোটি কোটি সমর্থক তাদের এদেশে। তারা জিতলে যেন জিতে যায় বাংলাদেশ! ধর্ম দিয়ে দেশ কিংবা খেলাকে কখোনই বিচার করা উচিত নয়। বাংলার বাঙ্গালী সেটা করেও না।❤️

ধন্যবাদ। 👍

বিশ্বকাপ জয়ের পরেও বোধহয় এত দ্রুত ফেসবুকে স্ট্যাটাস দেন নাই মেসি। সেখানে মারাকানায় ব্রাজিলের বিপক্ষে জয়ের পর সোস্যাল ...
22/11/2023

বিশ্বকাপ জয়ের পরেও বোধহয় এত দ্রুত ফেসবুকে স্ট্যাটাস দেন নাই মেসি। সেখানে মারাকানায় ব্রাজিলের বিপক্ষে জয়ের পর সোস্যাল মিডিয়ায় শুধুমাত্র যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেটাই না, গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের উপরে অত্যাচারের বিপক্ষে প্রতিবাদও করেছে।

সাধারণত খেলোয়ারদের এইসব সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় না। কিন্তু মাঠের খেলায় নেতৃত্ব দেয়ার সাথে সাথে, মাঠের বাইরের বিষয় নিয়েও ইদানিং প্রায়ই মুখ খুলছেন মেসি। চিরায়ত চুপচাপ মেসি তার গুড বয় ইমেজ ভেঙ্গে, এখন শরীরী ভাষা এবং বাচনভঙ্গি দুই জায়গাতেই অনেক বেশি এক্সপ্রেসিভ।খেলা ছাড়িয়ে লিডারশিপের জায়গাতেও মেসি অনন্য।

Brazil fans rooting for Messi. A player bigger than the rivalry 🤝
22/11/2023

Brazil fans rooting for Messi.

A player bigger than the rivalry 🤝

Brazil vs. Argentina: ▪️ 42 fouls (Brazil 26, Argentina 16) ▪️ Three yellow cards (all Brazil) ▪️ One red card (Brazil) ...
22/11/2023

Brazil vs. Argentina:

▪️ 42 fouls (Brazil 26, Argentina 16)
▪️ Three yellow cards (all Brazil)
▪️ One red card (Brazil) 🙃

29/10/2023

বাংলাদেশ আর ইংল্যান্ডকে ১০০ রানের টার্গেট দিলেও জিততে পারবে না।
Bangladesh 🤝 England

28/10/2023

BNP লোকজনদের বলছি, এসব সমাবেশ না করে ক্রিকেটারদের বাড়িঘর ভাঙচুর করেন। তাহলে দেশের মানুষ খুশি হবে এবং আপনাদের জনপ্রিয়তাও বাড়বে। 😁

12/10/2023

ভালো ছেলেরা প্রেম করে না..!💔

25/09/2023

sabbir 😔😔 বাংলাদেশের একমাত্র প্লেয়ার যে বিরাট কোহলিকে টক্কর দিছিল ,

এনামুল , যে কিনা বাবর আজমের সাথে under 19 খেলেছে , বাবর আজম থেকে আগাই ছিলো ,😔😔

নাছির হোসেন ,টিমের সব জায়গায় ফিট ছিলো 🤨

সৌম্য ব্যাটিং, বয় পেতো যে কোনো দলের বলার ,🤨

ইমরুল টিমের ওপেনার দের ফিনিসিং ব্যাটসম্যান 😔
কই এরা , নেই কারণ বোর্ড কর্মকর্তারা শেষ করে দিলো তাদের লাইফ

06/09/2023

নিজেকে তুমি ব্যস্ত করে দাও দেখবে তুমি
অনেক সুখি🍁

06/09/2023

কিছু স্মৃতি এতোটাই জঘন্যতম হয়, মানুষের স্মৃতিশক্তি ধীরেধীরে দুর্বল করে দেয়।

05/09/2023

প্রতিটা মানুষের বোধহয় দুইটা গল্প থাকে একটা যা সবাই দেখে অপরটা ভেতরে চেপে রাখে।

05/09/2023

দূরত্ব কিছু না গুরুত্ব থাকলে, সব সম্পর্কই
সুন্দর..!!❤️

04/09/2023

কবিতার ভিড়ে কবিতায় ফুরিয়ে যাচ্ছে কথা” সব কিছু আস্থির ঠিকঠাক শুধু বিসন্নতা...!

04/09/2023

পেতেই হবে এমন কোনো কথা নয়, অনেক কিছু দূর থেকেও সুন্দর...❤️

04/09/2023

কয়দিন BTS,কয়দিন China, কয়দিন Dybala,
এরা নাকি আবার এক পুরুষ আসক্ত!

01/09/2023

মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব,আনন্দ,কিছু'ই ভালো লাগে নাহ ।

01/09/2023

ছোটোবেলায় ২০ টাকা খরচা হলে বাড়িতে ৪০ টাকা বলতাম.!
আর এখন বড়ো হয়ে কোথাও ঘুরতে গিয়ে ২০০০ টাকা খরচা হলে বাড়িতে ২০০ টাকা বলতে হয়.😒

01/09/2023

মেয়েদের সম্পর্কে কি বলবো।

তারা গাঁজাখোরের সাথে প্রেম করবে,মারা খাবে

তারপরও আমার মতো ভালো ছেলে তাদের চোখে পরবে না

01/09/2023

জীবন টা ফানুসের মতো... সবাই উড়তে দেখে”কেউ পুড়তে দেখে না..🌸

31/08/2023

প্রতেকটা মধ্যবিত্ত পরিবারের ছেলের একটাই চিন্তা কবে প্রতিষ্ঠিত হবো.!!😌

30/08/2023

লং ওয়াক টু ফ্রিডম

জন্মাই এবং ফুরাই খাই-দাই-ঘুমাই

জীবন থেকে পদোন্নতি পেয়ে

মৃত্যুর দিকে আগাই ।

এগোতে এগোতে বেসুরো গলায় ‘লাইফ ইজ বিউটিফুল' গান গাই ।

30/08/2023

অন্যের পছন্দের দাম দিতে দিতে একটা সময়ে” এসে মানুষ নিজেই নিজের অপছন্দ হয়ে যায়..!

18/08/2023

বেডি আটকায় অর্থে💸
বেডা আটকায় গর্তে....!

are you welcome👍

12/08/2023

বুঝলাম না ব্যাপারটা ডার্বি খেয়ে এত সুন্দর মেয়ে কিভাবে পটালো আর এদিকে আমি বেনসন খেয়েও কাউকে পটাতে পারিনা 🤣🤣🤣

11/04/2023

অর্থ যেখানে শূন্য সেখানে আবার কিসের ভালোবাসার গল্প

অর্থ শূন্য মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না.!💔

31/10/2022

হাতে টাকা নাই ফিউচার 'গোল' নাই_ পড়ালেখার প্রতি সিরিয়াসনেস নাই বেষ্ট ফ্রেন্ড নাই, ভালোবাসার মানুষ নাই জ্বালানোর মতো মানুষ নাই_ঘুরতে যাওয়ার জন্য টাকা নাই.....

এতো কিছু নাই_সেইটা নিয়েও চিন্তা নাই!

নাই আর নাই...😌

23/10/2022

পরীক্ষার আগে স্কুলে গিয়ে দেখি,🧐 মেয়েরা গল্প করতেছে...!!
~
সুমাইয়া বলছে আমার ৫ মাস!! 🙊
~
মিম বলছে আমার ৮ মাস!!😕
~
এর মধ্যে তানিয়া এসে বলছে আমার তো পুরাই ১০ মাস চলছে!!"🥴
~
এ কথা শুনে আমি তো আবাক....😮😲
কি বেপার বিয়ে হয়নি, অথচ কার কয় মাস নিয়ে ব্যস্ত,,,🤔
~
কিছুক্ষণ পর★*★
সাদিয়া দৌড়ে এসে বলতেছে,,,🏃‍♂️
আমার তো ১১মাস...!!🙀
~
এই কথা শুনে আমি তো বে/হুঁ/ শ....😣
~
৩ দিন পর হাসপাতালে হুঁশ ফেরার পর,,, বন্ধুদের কাছে শুনলাম,তাদের নাকি।
~
স্কুল এর বেতন বাকি....../😹😹

10/10/2022

"একটা ছেলে যদি তোমাকে পছন্দ করে 🥀

" তবে তার ফিলিংস" নিয়ে ভাবো🥀🍂

নিজেকে নায়িকা ভেবো না💔🍂

10/10/2022

আমার স্বাদ আছে স্বাধ্য নাই.!💔
দামি জিনিস ঠিকি দেখি.!🥀
কিন্তু দেখেও না দেখার ভ্যান করি..!🖤

আমি হাসিও ভেবে কাঁদিও ভেবে..🤔
কেনো জানেন, আমি একজন মধ্যে বৃত্ত💔

#উক্তি_মুশফিক_ফারহান 💔

08/10/2022

-তাকে আমি ঘৃনাতে রাখি না, প্রার্থনাতেও না! যে ছেড়ে গেছে,সে সমস্ত অধিকারের গল্প মুছে দিয়েই ছেড়ে গেছে!সে আমার কেউ নাহ্

07/10/2022

৮০টা বর্ণের মধ্যে যেদিন নিজেকে প্রকাশ করতে পারবো!
সেদিন না হয় নিজেকে নিয়ে লিখবো!✍️

07/10/2022

Jindagi ko yo laamo yatra timro mitho

saath sangai kataauney man xa...
💔😇😍
timi saath dinxauni hai?

24/09/2022

যেখানে ৩০০টাকা দিয়ে বেশ্যা পাওয়া যায় সেখানে ধর্ষণ নামক শব্দটা কেনো?
বাংলাদেশের চিপায়চাপায় খোঁজ নিলে অনেক পতিতা পাওয়া যাবে. টাকা দিয়েই তো সব পাওয়া যায়, তাহলে জোর করে ধর্ষণ আবার হত্যা কেন ভাই??
আমরা বর্তমানে ঠিক এমন পৃথিবীতে বাস করি?
মা-বাবার পরই যেখানে শিক্ষকের জায়গা কিন্তু এখন শিক্ষকের জায়গা হচ্ছে কারাগারে। যিনি জাতি গড়ার কারিগর হওয়া উচিত তার হাতেই আজ জাতি ধ্বংস হচ্ছে। এমন পরিস্হিতি তো কাম্য নয়। আমার শুধু অদিতার হত্যার অভিযুক্ত অদিতার সাবেক কোচিং শিক্ষককে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে যে এভাবে অদিতাকে ওপারে পাঠিয়ে তিনি কি পেয়েছেন, আনন্দ? তবে সেটাতো ইন্টারনেটে একটা ফানি ভিডিও দেখেও পাওয়া যায়। শুধুমাত্র নিজের আক্রোশ মিটাতে এভাবে একটা জিবন শেষ করে দেয়ার কি মানে! তিনি শিক্ষক হওয়ার আগে তো একজন মানুষ। তার এ কর্মকান্ডে তো মানুষ হিসেবে আমরাই লজ্জিত তাহলে একবার শিক্ষক সমাজের কথা ভাবি তো!
সবাই এক হয়না জানি আমরা তবুও এখনতো অভিভাবকরা ভয় পাবে তাদের মেয়েকে শিক্ষকের কাছে পড়াতে। শিক্ষক সবাই যে তার মতো হবে তার কোনো মানে নেই কিন্তু তাও শিক্ষকরাই এখন তার জন্য লজ্জিত কারণ, অদিতার ধর্ষণ এবং হত্যার অভিযোগে রনি নামের ব্যক্তিটি গ্রেপতার হওয়ার পর তার প্রথম পরিচয় তিনি একজন শিক্ষক। যদিও এখন আর তার নামের সাথে শিক্ষক শব্দটি মানায় না। তিনি তো একজন স্বামী ও বটে। তার যে স্ত্রী কে সবাই এতদিন একজন শিক্ষকের বউ হিসেবে সম্মান করতো এখন সেই স্ত্রীর গায়েই সবাই ধর্ষণকারীর বউ হিসেবে তকমা দিবে। সে কি তখন একজন স্ত্রী হিসেবে স্বামীর পাশে থাকবে নাকি একজন নারী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে অদিতা হত্যার বিচার চাইবে সে নিয়েই সংকটে পড়বে। মাত্র ১৪ বছর বয়স তার, এ বয়সে এত নির্মমতার শিকার হবে এটা হয়তো সে কখনোই কল্পনা করেনি। একজন মা ঠিক কতটা অসহায় হলে বলতে পারে যে,"ওরা ধর্ষণ করে আমার মেয়েকে জীবিত রাখতো অন্তত, স্বাভাবিক না হলেও আমিতো আমার মেয়েটাকে পেতাম, মারলো কেনো আমার মেয়েকে"।
যাই হোক, আল্লাহ্ তার জন্মদাত্রীকে এ শোক সহ্য করার মতো সহ্যশক্তি যেনো দেয় আর যতদ্রুত সম্ভব যেনো অদিতার ধর্ষণ ও হত্যার বিচার কার্যকর হয় এটাই প্রশানের প্রতি সাধারণ মানুষের কাম্য। আশা করছি প্রশাসন সাধারণের মানুষকে নিরাশ করবেনা।

20/09/2022

★ ব্যাবহারে বংশের পরিচয় কথাটি ভুল,,,,,

★ ব্যাবহারে ব্যক্তির পরিচয়,,,,,,,

★ কারণ, অনেক ভালো বংশেও কিছু উন্নতমানের কুলাঙ্গারেরও জন্ম হয়,,,,

Address

Laxmipur
Lakshmipur
ALEXANDER

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Maksuder Rahman Abid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Maksuder Rahman Abid:

Videos

Share


Other Digital creator in Lakshmipur

Show All