Rabeya's WORLD

Rabeya's WORLD Welcome to my digital universe!
(3)

30/09/2024

ভেবেছিলাম পড়তে বসব, এখনো ভাবছি...🙂

29/09/2024

Expectations can ruin our life

কিছু বিষাদ হোক পাখি ...🐦
29/09/2024

কিছু বিষাদ হোক পাখি ...🐦

27/09/2024

চুলে বেনী করে দেওয়া, ফুল গুঁজে দেওয়ার লোক জীবনে আসতে আসতে চুল'ই শেষ হয়ে যাচ্ছে🙂

যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে  দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতোখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, ...
26/09/2024

যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম।
কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতোখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই সে জানিতে পারিল না।

~শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

22/09/2024

কিচ্ছু সামলাইতে ইচ্ছা করে না আমার! আমি টায়ার্ড ক্লান্ত ভীষণ । আমারে কেউ সামলাক। 🙂

22/09/2024

ফোন টিপি আর একটু পরপর দীর্ঘশ্বাস ছেড়ে বলি-এতো বড় সিলেবাস কেমনে শেষ করমু!

21/09/2024

I get jealous when i see my fvrt reacters on someone else post😐

19/09/2024

মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয়, তবে ধরে নেবেন, আপনিও বেঁচে নাই।

©ইমতিয়াজ মাহমুদ

18/09/2024

পৃথিবীতে সঠিক মানুষ নির্বাচন করা কঠিন; কারো জীবনে সঠিক মানুষ হতে পারাটাও সহজ কোন বিষয় নয়!

আমরা ভুল মানুষের কথা ভেবে কষ্ট পাই, কারো জীবনে ভুল মানুষ হওয়াতে আমাদের আক্ষেপ কাজ করেনা; আমরা তখন নিজের পক্ষে যুক্তি দাঁড় করিয়ে ফেলি!

16/09/2024

i hate myself being a slow learner.💔

15/09/2024

কখনো হাল ছাড়বেন না, ধৈর্য্য ধরুন। দেখবেন হাল'ই আপনাকে ছেড়ে চলে গেছে!

13/09/2024

কবে পাবো মুক্তি এই 'বিচ্ছিরি' মন খারাপ থেকে? 💔

Marry me I have 53 followers on my Instagram 😬
12/09/2024

Marry me

I have 53 followers on my Instagram 😬

11/09/2024

শাপলা ফুল,পদ্মফুল,কাশফুল,ঘাসফুল সবকিছুর সিজন যাবে আর আমি তাকিয়ে থাকবো।

10/09/2024

জীবন তখনই সুন্দর ছিলো, যখন বুঝতাম চাঁদ আমাদের সাথেই হাঁটে.!🥺

09/09/2024

পুরনো ক্যালেন্ডারের মতো অহেতুক ঝুলে আছি পৃথিবীর দেয়ালে।🦋💔

08/09/2024

মাথার ওপর ছায়া থাকলেই মানুষ তাকে নির্ভরতার প্রতীক ভাবে। ছাদ ভাবে। খোলা জায়গায় দাঁড়িয়ে ওপরে তাকালে যে অসীম শূন্যতা দেখা যায় তাকে আকাশ ভাবে। কেউ একজন এক্টু হেসে কথা বলুক, এক কাপ কফির বাহানায় দু-দণ্ড পাশাপাশি বসুক অমনি তাকে প্রিয়জন ভেবে বসে।

অথচ মানুষ বুঝতে পারে না, এ থাকা চিরস্থায়ী থাকা নয়। ভোরের স্নিগ্ধ আলো জানালা ভেদ করে রোজ বিছানার যে-পাশটায় চোখ বুলোয় রাতে সেই একই জায়গায় চাঁদ এসে দাঁড়ায়।

তাই বলে রোদের উত্তাপ কিংবা চাঁদের আলো কেউ কি কারও আপন হয়?

তোমারে অনেকেই চাইবে। তুমি তারে নিও , যে তোমারে চাওয়ার আগে তোমার দুঃখের ভাগ চায়, নিঃসঙ্গতার ভাগ চায়। 🤍
07/09/2024

তোমারে অনেকেই চাইবে। তুমি তারে নিও , যে তোমারে চাওয়ার আগে তোমার দুঃখের ভাগ চায়, নিঃসঙ্গতার ভাগ চায়। 🤍

06/09/2024

Allah, I'm still waiting for your beautiful plan for me.❤️

04/09/2024

❝অ'সুন্দর মেয়ে হবার সবচেয়ে বড় সমস্যা কি জানেন?
একটা অ'সুন্দর মেয়ে যদি কাউকে পছন্দ করে সে তা জানাবার সাহস পায় না। মনের মধ্যে চেপে রাখতে হয়।❞

📓 দিনের শেষে
___ হুমায়ূন আহমেদ

03/09/2024

কেউ মনে হয় আমার নামে “ش” লিখেছে তাই আমার চোখ থেকে ঘুম উড়ে গেছে।

02/09/2024

Address

Lakshmipur
Lakshmipur
3720

Alerts

Be the first to know and let us send you an email when Rabeya's WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabeya's WORLD:

Videos

Share


Other Digital creator in Lakshmipur

Show All