TassLock Lakshmipur

TassLock Lakshmipur ❤️🥰
(1)

ট্যাসলকের ইতিহাসের সবচাইতে আপডেট ডিভাইস TASSLOCK GHOST LED 🧟‍♂️😋Tasslock Ghost - Radar Technology 2024 - Motorcycle Secu...
07/12/2024

ট্যাসলকের ইতিহাসের সবচাইতে আপডেট ডিভাইস TASSLOCK GHOST LED 🧟‍♂️😋

Tasslock Ghost - Radar Technology 2024 - Motorcycle Security

Updates:

* TFT LCD Display
* Double layer security
* Radar 360 detection
* New interactive animated display
* Radar Detection LED Blinker added
* Fast Chaging
* C Type USB charging
* 20% Extended Range
* 45+ Days Standby
* Color animated Display
* Zero % Bike Battery Consumption
* Slim design
* Made in Taiwan
* Simple Press touch style keypad
* Stylish Curvy Display cover
*** GPS TRACKER ADD ON

Price: 3999 bdt ( free install + 1 year warranty)
Limited Stock

For order call now : 01765-685766

www.tasslock.com

চুরি চিন্তাই অসম্ভব লাগিয়ে ফেলুন TassLock Gps TassLock Lakshmipurwww.tasslock.com
01/12/2024

চুরি চিন্তাই অসম্ভব লাগিয়ে ফেলুন TassLock Gps
TassLock Lakshmipur
www.tasslock.com

আসসালামুয়ালাইকুম ট্যাসলক এর সকল গ্রাহক ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে সার্ভার আপডেট জনিত কাজ চলাতে জিপিএস এর গ্রাহক ভ...
20/11/2024

আসসালামুয়ালাইকুম ট্যাসলক এর সকল গ্রাহক ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে সার্ভার আপডেট জনিত কাজ চলাতে জিপিএস এর গ্রাহক ভাইদের কিছুটা ভোগান্তি হওয়াতে আন্তরিকভাবে দুঃখিত।

খুব দ্রুতই সার্ভার আপডেট হয়ে যাবে।

ধন্যবাদ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন : +8801681090909

Website : www.tasslock.com

19/11/2024

#লক্ষ্মীপুর #মোটরসাইকেলচুরি #চিনতাই #চুরি চুরি হওয়ার পর মোটরসাইকেল খুজছেন!? এমন হলে কেমন হয়! চোর ডাকাত বা ছিনতাইকারী যদি চুরিই করতে না পারে বাইক ? এবং বাইক চুরি অসম্ভব হয় তা ও আবার এসব সুযোগ সুবিধা পাবেন সম্পূর্ণ ফ্রী মাসিক চার্জ ছাড়া ।⛔বিস্তারিত ভিডিওতে.....👇✅লক্ষ্মীপুর সদর ✅রামগঞ্জ ✅রায়পুর ✅চন্দ্রগঞ্জ✅রামগতি ✅কমলনগরে সকল উপজেলা থানায় অর্ডারের ৬ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়। মোবাইল:- (ফাহিম) 01765685766 (ফুয়াদ) 01870166012WORLD’S FIRST ANTI JAMMER GPS SECURITYপৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোন মোবাইল দিয়ে ইন্টারনেট সংযোগ ছাড়া অথবা ইন্টারনেট সংযোগ সহ মোটরবাইক লক আনলক এবং ইঞ্জিন বন্ধ ও চালু করতে পারবেন। গাড়ী/বাইকের মূল চাবি দিয়ে, ঘাড় থেকে বাইপাস করে, ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করেও গাড়ী/ বাইক চালু করা যাবে না। গাড়ী/বাইক কোন ভাবেই স্টার্ট করা যাবে না। এবং Gps এর রেঞ্জ সাড়া পৃথিবী জুরে। এমনকি লক খুলে ফেল্লেও বাইক বা গাড়ি স্টার্ট করা যাবে না ।Key Features:* Automatic Lock Sensor - বাইকের চাবি বন্ধ করার সাথে সাথেই মোটরসাইকেল অটোমেটিক ইঞ্জিন লক হয়ে যাবে । আপনার বাইকে/গাড়ীতে কেউ টাচ করলে বা মাস্টার কি দিয়ে চালু করার চেষ্টা করলে বাইকে অ্যালার্ম বাজবে এবং আপনার মোবাইলে কল চলে আসবে এবং সফ্টওয়ারে এলার্ম চলে আসবে। এবং বাইক স্টার্ট হবে না।* All in One - একই এ্যপলিকেশন বা কম্পিউটার থেকে আপনার অসংখ্য বাইক একই সাথে দেখতে পারবেন ।* Two way Alarm - COMBO এর সাথে দেয়া হবে ২ টি রিমোট সেন্সর । এর মধ্যে মেইন রিমোটটি অটোমেটিক ভাবে বাইকের ইঞ্জিন লক করে দেয়, বাইক টি কেউ চুরির চেষ্টা করলে রিমোটে কল এবং ভাইব্রেশন হবে এবং মোবাইলেও কল এবং নোটিফিকেশন আসবে ।* Notification Light - মেইন রিমোটে সবসময় নোটিফিকেশন লাইট জ্বলবে ।* Long Lasting AAA - আপনার মেইন রিমোটের ব্যাটারি কমপক্ষে ৫/৬ মাস যাবে ব্যবহার সাপেক্ষে । আর ব্যাপআপ রিমোট ১ বছর চার্য থাকে ।* No chance - কেউ যদি বাইক পার্ক করে অযথা স্টার্ট দিয়ে বসে থাকে তাহলে খুব সহজেই বাসায় বসে বুঝতে পারবেন ।* Anti cut - আপনার বাইক ব্যাটারির লাইন খুলে ফেল্লে বা TassLock খুলে ফেল্লে আপনার মোবাইলে কল চলে আসবে এবং বাইক স্টার্ট হবে না।* Distance Lock - ডাকাত বা ছিনতাইকারীর কবলে পড়লে সে যদি আপনার সবকিছু নিয়ে যায় এমনকি আপনার সকল মোবাইল ফোন, বাইকের চাবি, রিমোট সেন্সর এবং বাইক নিয়েও পালিয়ে যায় তারপরেও আপনি গাড়ী লোকেশন ট্র্যাক করতে পারবেন এবং বাইকের ইঞ্জিন বন্ধ করতে পারবেন।* Mute Silent - মসজিদে বা মিটিংয়ে আপনি আপনার বাইক সাইলেন্ট করতে পারবেন, মানে বাইকে কেউ টাচ করলে বাইকে কোন প্রকার এলার্ম বাজবে না শুধু মোবাইলে কল আসবে ।* Auto Sleep Mode - বাইকের ব্যাটরির উপর কোন চাপ পড়ে না* কারন আমাদের TASS GPS এ Auto Sleep Mode রয়েছে । যা ৩ মিনিট পর অটোমেটিক ঘুমিয়ে পড়ে । সোফ্টওয়ারে লগ ইন, বা গাড়িতে টাচ, বা স্টার্ট দেয়ার চেষ্টা বা কেউ চুরির চেষ্টা করলে Gps , AUTOMATIC জেগে যাবে ।* Live Tracking - একসাথে একাধিক মোটরসাইকেলের LIVE TRACKING মোবাইল বা কম্পিউটার দিয়ে করতে পারবেন ।* Shutdown - আপনি চাইলে কোন মোবাইল ফোন ছাড়াও চলন্ত বাইকের ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন ।* Anti Hijack -ছিনতাইকারী যদি আপনার বাইক থেকে লক জিপিএস খুলে ফেলে তাহলে অটো সেন্সরের কারনে বাইক সয়ংক্রীয় ভাবে বন্ধ হবে।*Record Save-সারাদিন আপনার বাইক কোথায় কোথায় গিয়েছে এবং কতবার কোথায় থেমেছে কতক্ষন থেমেছে সকল কিছু রেকর্ড হয়ে থাকবে Gps এ এবং যেকোন সময় তা জানতে পারবেন।* Safety First-নিরাপত্তার স্বার্থে বাইক বন্ধ করার সাথে সাথেই ইঞ্জিন লক হয়ে যাবে ।* Smart Unlock - মোটরবাইক রিমোট দিয়ে আনলক না করা পর্যন্ত বাইক চালু বা স্টার্ট হবে না ।এবং Radbe Remort এ রিমোট বাইকের কাছে আসলে অটো আনলক হয়ে যাবে।* Admin Panel- Gps Tracker তে নির্দিষ্ট এডমিন দেওয়া যাবে, যাতে করে এডমিন ছাড়া কারো কাছে কল না যায়। এবং ব্যকআপ হিসেবে আরো চারজন কে ইমারজেন্সি মুডে রাখা যাবে । যদি আপনার ফোন বিজি বা বন্ধ থাকে তাহলে ইমারজেন্সি নম্বরে কল যাবে ।*Password-পাসওয়ার্ডের মাধ্যমে নিরাপত্তা বর্ধিত করা যায়।* Tiny Size - Radbe Elid Remort and Combo Remort এর সাইজ ছোট (লাইটারের সমান সাইজ) তাই যেকোন জায়গায় লুকিয়ে রাখা যায়।* Anti Accident - বাইক যখন মোবাইল থেকে লক করে দিবেন তখন গাড়িটির স্পিড প্রথমে কমতে কমতে ২০ কি:মি: এ চলে আসবে তার পর ইঞ্জিন পুরোপুরি লক হয়ে যাবে । কারন ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে গেলে এক্সিডেন্ট হতে পারে ।* Notify - পৃথিবীর যেখানেই আপনি থাকুন না কেন বাইক চুরি করার চেষ্টা করলে আপনি নোটিফিকেশন,মোবাইলে কল ও এলার্ম পাবেন, বাইক এলার্ম বেজে উঠবে যা সম্পুর্ন ফ্রী ।* Speed - আপনার পরিচিত কেউ যদি আপনার বাইক নিয়ে যায় তার গতি ও লোকেশন লাইভ দেখতে পারবেন।* Geo Fence - আপনার ড্রাইভার, সন্তান বা কেউ আপনার বাইক নিয়ে যদি গন্তব্য স্থানের বাহিরে কোথাও যায় তাহলে সাথে সাথে জানতে পারবেন। এটাকে Geo Fence বলে ।* Full Control - আপনার ড্রাইভার, সন্তান বা কেউ আপনার বাইক নিয়ে যদি বেশি গতিতে বাইক চালায় তাহলে সাথে সাথে এলার্ম পাবেন এবং কত বেশি গতিতে চালিয়েছে তা জানতে পারবেন। পরবর্তীতে তাকে ফোন করে বলতে পারবেন এই! আস্তে চালাও আমি কিন্তু সব দেখতে পাচ্ছি।* Portable - এ বিল্ট ইন ব্যাটারি সংযোক্ত করা আছে তাই বাইকের মুল ব্যাটারি ছাড়াও সে আলাদা অনেক সময় ব্যাকআপ দিবে এবং পোর্টেবল হিসেবে অন্যান্ন ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এমকি একাধিক গাড়ি বা বাইকের লোকেশন ট্রাক করতে পারবেন একটি TASSLock দিয়ে । সেই ক্ষেত্রে আপনার বর্তমান বাইক লক সিস্টেম এ্যকটিভ থাকবেএবং আরো অনেক কিছুTasslock Combo and Nexa Elid is a very unique security for All types of motorcycles along with GPS-GSM-LBS-AUTOMATIC LOCK-UNLock LIVE TRACKING - IMMOBILIZER -All Products Price:- ✅Radbe Elid Display Remort :- 4000 tk ✅ Old Combo Remort+Gps :-4999 Tk✅ New Combo:- 5500 tk✅Car Gps Voice:-4500 tk ✅Bike Gps :-4000tk✅Radbe Elid+Gps+Nexa Elid:-6999 tk Including Install+1 Year warranty 3 Years Service Warranty Please check for details www.tasslock.com

16/10/2024
04/08/2024

মক্কা বিজয়ের দিন ছিল সোমবার

আর আজকেও সোমবার বিজয়ের

অপেক্ষায় আছি....✊✊

31/07/2024

আজকে জুলাইয়ের শেষ দিন, এমন বীভ'ৎ'স জুলাই যেনো আর হাজার বছরেও না আসে...!

05/07/2024

সাইয়েদুল ইস্তেগফার
আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

05/07/2024

রদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামী দিনান ওয়াবি মুহাম্মাদিন (সাঃ) ওয়া নাবিয়্যা
সকাল-সন্ধা পড়তে হবে

Our Tour Squad 🫰🤙🥰
24/06/2024

Our Tour Squad 🫰🤙🥰

বরিশালের লঞ্চে 😎😊বরিশাল টু চাঁদপুর
22/06/2024

বরিশালের লঞ্চে 😎😊
বরিশাল টু চাঁদপুর

পায়রা সেতুপটুয়াখালী,বরিশাল।
22/06/2024

পায়রা সেতু
পটুয়াখালী,বরিশাল।

জনতা বাজার সংলগ্ন নদীর পারে..... 🤙🥰রামগতি,  লক্ষ্মীপুর।
11/06/2024

জনতা বাজার সংলগ্ন নদীর পারে..... 🤙🥰
রামগতি, লক্ষ্মীপুর।

Address

Hazir Hat Kamalnagar
Lakshmipur
3731

Telephone

+8801870166012

Website

Alerts

Be the first to know and let us send you an email when TassLock Lakshmipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TassLock Lakshmipur:

Videos

Share