23/08/2024
আপনারা কি ভাবে দেখতেছেন জানিনা
আমি চোখের সামনে একটা দেশকে বদলে যাইতে দেখতেছি!
আমি কোনদিন ভাবতেও পারিনাই বাংলাদেশে
ম্যাট্রিকে ফেইল করা / কোন রকমে পাশ করা , চাকরি বাকরি নিয়ে মাথা না ঘামানো,
একটা অদ্ভুত সাহসী মেয়ে পুলিশের গুলির সামনে মাথা উচু করে দাড়ায়া বলবে কোটায় আমার কিছু যায় আসেনা, কোটা দিয়ে আমি কি করমু,
কিন্তু ওরা আমার ভাইরে মারলো কেন এই জবাব দিতে হবে!
কোনদিন ভাবিনাই কোন একদিন এই দেশে
পুরা শহরের সবাই মিলে হৈ রৈ করে
রাত জেগে ডাকাত ধরতে বইসা থাকবে!
কারো বাসায় ডাকাত পরলে সবাই মিলে এইভাবে ছুইটা যাবে!
ফেনীর বন্যার কথা শুনে
ক্লাস ফাইভের বাচ্চাটাও তার জমানো টাকা বের করে দিবে সাহায্য করার জন্য!
যার যা আছে, তা নিয়েই দৌড়ে যাবে বন্যা আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য!
আমি বাংলাদেশকে কোনদিন
এইরকম শক্ত, ত্যাগী,
যে কোন প্রয়োজনে মানুষের পাশে দাড়ানোর জন্য প্রস্তুত এইরকম ভয়ংকর ইউনাইটেড দেখিনাই!
কোথায় যেন একটা ভয় কেটে গেছে মানুষের।
সত্য ইমোশন প্রকাশ করবার একটা স্বাধীনতা যেন এসেছে মনে!
সবকিছু দেখে মনে হচ্ছে,
বহুদূর যাবে বলে প্রস্তুত হচ্ছে একটা দেশ।।