Al Quran Recitation By Hasib

Al Quran Recitation  By Hasib As salamu Alykum.I'm Hasib.If you are new in my page please like my videos.Jazakallahu Khairun.�

13/09/2024

১।اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدُ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ।

উচ্চারণ:- আল্লা-হুম্মা স্বাল্লি আলা মুহাম্মাদিঁউঅআলা আ-লি মুহাম্মাদ, কামা স্বাল্লাইতা আলা ইবরা-হীমা অ আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকাহামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউঅ আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা আলা ইবরা-হীমা অ আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ।

অর্থ:- হে আল্লাহ! তুমি হযরত মুহাম্মদ ও তাঁর বংশধরের উপর রহ্‌মত বর্ষণ কর, যেমন তুমি হযরত ইবরাহীম ও তাঁর বংশধরের উপর রহ্‌মত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত।

হে আল্লাহ! তুমি হযরত মুহাম্মদ ও তাঁর বংশধরের উপর বর্কত বর্ষণ কর, যেমন তুমি হযরত ইবরাহীম ও তাঁর বংশধরের উপর বর্কত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত। (বুখারী, মিশকাত ৯১৯নং)

14/07/2024

যেটা তুমি পাওয়ার সেটা তুমি কোনোদিন হারাবা না- মিজানুর রহমান আজহারী

13/07/2024

আল্লাহর নাম 'আল-ফাত্তাহ'-এর উপর বিশ্বাস করে আল্লাহর উপর আমরা আমাদের ইয়াকিন এবং তাওয়াক্কুল সীমাহীন উচ্চতায় নিয়ে যেতে পারি।
কারো পক্ষে যখন সাহায্য করা সম্ভব নয় তখন একমাত্র আল্লাহই সাহায্য করতে পারেন। যখন কারো পক্ষে দান করা সম্ভব নয় তখন একমাত্র আল্লাহই দিতে পারেন। আল্লাহর কাছেই আছে অদৃশ্য জগতের চাবিসমূহ, যা আর কারো কাছে নেই। আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নেই। 'আল-ফাত্তাহ' অর্থাৎ যিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী, আমাদের জন্য একটা উপায় বের করে দিতে পারেন।
তাহলে আল্লাহর নাম 'আল-ফাত্তাহ' আমরা প্রতিটি সমস্যাজনক পরিস্থিতিতে ব্যবহার করতে পারি এবং সকল উদ্বেগজনক পরিস্থিতিতে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অসম্ভবকে সম্ভব করতে পারেন। এবং তিনি প্রতিটি কঠিনকে সহজ করে দিতে পারেন।
সেজন্য আমরা এই দুআর মাধ্যমে আজকের আলোচনার সমাপ্তি টানছি। রাসূলুল্লাহ (স) এর একটি দুআ ছিল:
اللَّهُمَّ لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلا، وَأَنْتَ إِنْ شِئْتَ جَعَلْتَ الْحَزَنَ سَهْلا
[আল্লাহুম্মা, লা সাহলা ইল্লামা জা‘আলতাহূ সাহলান।
ওয়া আনতা ইন শিয়্‌তা জা'আলতাল হাযানা সাহলান।]
অর্থাৎ: "হে আল্লাহ, আপনি যা সহজ করেন তা ছাড়া তো কোনো কিছুই আসলে সহজ নয়। আর আপনি ইচ্ছা করলেই তো সবচেয়ে কঠিনকেও সহজ করে দেন।"
ও আল্লাহ! আমার সমস্যাগুলো, আমার কঠিন বিষয়গুলোকে সহজ করে দিন।
ইনিই হলেন 'ফাত্তাহ' যিনি সকল সুকঠিন বিষয়কে সহজ করে দিতে পারেন। আমি দুআ করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের কঠিন বিষয়গুলোকে সহজ করে দেন, দুঃখ-কষ্ট থেকে যেন আমাদের নিরাপদ রাখেন এবং আমাদের জন্য যেন তাঁর রহমতের দরজা খুলে দেন।
— ড. ইয়াসির ক্বাদী

13/07/2024
11/07/2024

ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, গুনাহ বা পাপকাজ ত্যাগ করার উপকারীতা:

(১) সৌন্দর্য বৃদ্ধি পায়।
(২) মানুষের অন্তরে মর্যাদা লাভ হয়।
(৩) পূর্বে লোকেরা ক্ষতি করে থাকলে লোকদের কাছ থেকে সাহায্য এবং নিরাপত্তা।
(৪) লোকেরা যদি গীবত করে থাকে, তাহলে তার সম্মান রক্ষা পায়।
(৫) আল্লাহ তার দুয়া কবুল করেন।
(৬) আল্লাহ তাআ’লার নৈকট্য।
(৭) ফেরেশতাদের নৈকট্য।
(৮) মানুষ ও জিনদের মধ্য থেকে যারা শয়তান তারা দূরে সরে যায়।
(৯) লোকেরা তাকে সাহায্য করার জন্য, তার চাহিদা পূরণ করার জন্যে এবং তার সাহচর্য ও ভালোবাসা পাওয়ার জন্য প্রতিযোগীতা করবে।
(১০) সে মৃত্যুকে ভয় করবেনা, বরং আল্লাহ তাআ’লার সাথে সাক্ষাত লাভের জন্য ও তাঁর কাছ থেকে পুরষ্কার পাওয়ার জন্যে আগ্রহী হবে।
(১১) এই দুনিয়া তার দৃষ্টিতে তুচ্ছ মনে হবে এবং পরকালকে অনেক মূল্যবান মনে করবে।
(১২) পরকালে অনেক বড় রাজত্ব ও মর্যাদা পাওয়ার জন্যে চেষ্টা করবে।
(১৩) আল্লাহর আনুগত্যের স্বাদ ফিরে পাবে।
(১৪) ঈমানের মিষ্টতা অনুভব করবে।
(১৫) আরশ বহনকারী ফেরেশতা ও আরশের চারপাশে আল্লাহর প্রশংসাকারী ফেরেশতাদের দুয়া লাভ করবে।
(১৬) কেরামান কাতেবীন দুইজন ফেরেশতা তার উপরে খুশি থাকবে এবং তারা তার জন্যে দুয়া করবে।
(১৭) জ্ঞান, বুদ্ধি ও ঈমান বৃদ্ধি পাবে।
(১৮) আল্লাহর ভালোবাসা অর্জিত হবে।
(১৯) আল্লাহর সাথে সাক্ষাত কামনা করবে।
(২০) তওবাহ করে পবিত্র জীবন-যাপনের উপরে সন্তুষ্ট থাকবে।
(২১) আল্লাহ তাকে এমন সুখ ও শান্তি দান করবেন, যা সে যখন পাপ কাজে লিপ্ত ছিলো তা থেকে বঞ্চিত ছিলো।

[আল-ফাওয়ায়েদ, পৃষ্ঠা: ২৫৫]

08/11/2023

Never underestimate the power of prayer.
A short prayer can change your life forever.

জুম্মা মোবারক ❤️❤️
06/10/2023

জুম্মা মোবারক ❤️❤️

03/10/2023

ভুমিকম্প হলে যে দোয়া পড়বেন

উচ্চারণ: বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর`রু মা`আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি`ই ওয়াহুয়া সামি`য়ুল আলিম।

24/09/2023

কুনজর থেকে বাঁচার দোয়া-

আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।
অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

21/09/2023

ঘুম থেকে নামাজ উত্তম🖤
ফজরের পরের সময়টা দিনের সবচেয়ে উত্তম সময় 🥰
জুমা মোবারক

21/09/2023

Surah Fajr🖤

Address

Lakshmipur
3700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Quran Recitation By Hasib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Lakshmipur

Show All