Songsar Jibon

Songsar Jibon Alhamdulillah For Everything❤️❤️❤️

23/09/2023

03/09/2023

বিয়ের পর মেয়েদের নিজের একটা পার্সোনাল রুম হবে,পার্সোনাল একটা বাথরুম হবে,।কোনো কাজে বাধা থাকবেনা,যা ইচ্ছা রান্না করবে,যখন যেটা খাইতে মন চায় খাবে,ঘরে না থাকলে হাসবেন্ড কে বলবে নিয়া আসবে।যখন ইচ্ছা ঘুমাবে যখন ইচ্ছা উঠবে।যখন ইচ্ছা মোবাইল টিপবে। কারো বকা শুনতে হবেনা। একটুমন খারাপ হলেই বেলকুনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে। যখন খুশি আবার ছাদে গিয়ে সময় কাটাবে।

এটাই প্রতিটা মেয়ের স্বপ্ন🌼

এই শহরে মেয়ে হয়ে জন্মানো অনেকটা অভিশাপের মতো। একটা মেয়ে চাইলেই এই শহরে গভীর রাতে শূন্য রাস্তায় চলতে পারেনা। পুরুষ নামক ক...
29/08/2023

এই শহরে মেয়ে হয়ে জন্মানো অনেকটা অভিশাপের মতো। একটা মেয়ে চাইলেই এই শহরে গভীর রাতে শূন্য রাস্তায় চলতে পারেনা। পুরুষ নামক কিছু নরপশুর ভয়ে। একটা মেয়ে সব সময় অসহায়, চলতে-ফিরতে, উঠতে-বসতে।

একটা মেয়ে কখনো নিজের ইচ্ছে মতো জীবন পরিচালনা করতে পারেনা। ইচ্ছে থাকলেও এই শহর তাদের আটকে দিবে। প্রত্যেকটা মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে।

কখনো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ভালোবাসার মানুষের কাছে, কখনো সমাজের কাছে, কখনো নিজের ইচ্ছের কাছে।

আসলে মেয়েদের চাওয়া-পাওয়া গুলো চার দেয়ালে বন্ধি করে রাখতে হয়। চাইলেই সে চার দেয়ালের বাহিরে আসতে পারেনা। কখনো তারা মুখে প্রকাশ করবেনা,অন্তারের চাপা দুঃখ গুলো।

এই শহরে মেয়েদের স্বপ্ন-আশা করাটাও একটা অভিশাপ। এই শহর তাদের কখনো মুক্ত হতে দেয় না। বন্ধি খাঁচায় পাখির ন্যায় আটকে রাখে।

মেয়েদের জীবনটা এই যেন এক গোলক ধাঁধাঁ, মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ।
খুব কম মেয়েই পারে নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে।

এই শহরেটা যে মেয়েদের স্বপ্ন ভাঙার শহর।

মুখের কথা...সব সময়ই সই নিও না মনে।রাগের মাথায় অনেক কিছু কই-রাগ শেষে তোমারি রই!
21/08/2023

মুখের কথা...
সব সময়ই সই নিও না মনে।
রাগের মাথায় অনেক কিছু কই-
রাগ শেষে তোমারি রই!

20/08/2023
20/08/2023

যতটুকু ভালোবাসি; ততটুকুই তুমি,
স্পর্শেই স্বস্তি ভীষণ, জ্বর নামানামি।
যত দূরে শরীর থাকে; তত কাছে মন,
দূরের মানুষ দূরুত্বেও, কাছের ভীষণ!

Address

Lakshmipur, Sadar
Lakshmipur
3700

Alerts

Be the first to know and let us send you an email when Songsar Jibon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Songsar Jibon:

Share

Category

Nearby media companies