29/08/2023
এই শহরে মেয়ে হয়ে জন্মানো অনেকটা অভিশাপের মতো। একটা মেয়ে চাইলেই এই শহরে গভীর রাতে শূন্য রাস্তায় চলতে পারেনা। পুরুষ নামক কিছু নরপশুর ভয়ে। একটা মেয়ে সব সময় অসহায়, চলতে-ফিরতে, উঠতে-বসতে।
একটা মেয়ে কখনো নিজের ইচ্ছে মতো জীবন পরিচালনা করতে পারেনা। ইচ্ছে থাকলেও এই শহর তাদের আটকে দিবে। প্রত্যেকটা মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে।
কখনো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ভালোবাসার মানুষের কাছে, কখনো সমাজের কাছে, কখনো নিজের ইচ্ছের কাছে।
আসলে মেয়েদের চাওয়া-পাওয়া গুলো চার দেয়ালে বন্ধি করে রাখতে হয়। চাইলেই সে চার দেয়ালের বাহিরে আসতে পারেনা। কখনো তারা মুখে প্রকাশ করবেনা,অন্তারের চাপা দুঃখ গুলো।
এই শহরে মেয়েদের স্বপ্ন-আশা করাটাও একটা অভিশাপ। এই শহর তাদের কখনো মুক্ত হতে দেয় না। বন্ধি খাঁচায় পাখির ন্যায় আটকে রাখে।
মেয়েদের জীবনটা এই যেন এক গোলক ধাঁধাঁ, মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ।
খুব কম মেয়েই পারে নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে।
এই শহরেটা যে মেয়েদের স্বপ্ন ভাঙার শহর।