BSB Abdul Mannan

BSB Abdul Mannan Hi,I'm Abdul Mannan. I'm a social worker and a businessman.I need yours support.Stay connected. �

11/02/2024
29/12/2023

সহানুভূতিশীল হওঃ

যখন তুমি কারো সঙ্গে দুঃখ ভাগ করে নাও তখন দুজনের দুঃখ দুঃখই কম হয়;
যখন সুখ ভাগ করে নাও তখন সুখ বেড়ে যায়

❤️❤️
24/12/2023

❤️❤️

📣 (বিসিক ৩য় ব্যাচ ভর্তি চলছে) শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স। প্রশিক্ষণ শুরু হবে ১৪ জানুয়ারি ২০২৪ ইং থেকে ১৮ জা...
24/12/2023

📣 (বিসিক ৩য় ব্যাচ ভর্তি চলছে)
শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স।

প্রশিক্ষণ শুরু হবে ১৪ জানুয়ারি ২০২৪ ইং থেকে ১৮ জানুয়ারী ২০২৪ ইং পর্যন্ত।
সকাল ১০টা - দুপুর ২টা পর্যন্ত, ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স।

👉 আপনি কেন এই প্রশিক্ষণ নিবেন❓
১. একজন সফল উদ্যোক্তা হওয়ার সকল গুণাবলী অর্জন করতে পারবেন।
২. প্রশিক্ষণ শেষে একটি সরকারি সনদপত্র পাবেন।
৩. বিসিকের নিজস্ব তহবিল হতে ঋণ প্রাপ্তির সুযোগ।
৪. অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ প্রাপ্তিতে সহায়তা।
৫. বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক মেলায় অংশ গ্রহণের সুযোগ।
৬. বিসিক অনলাই মার্কেটে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণন সুবিধা।
৭. সহজে শিল্প নিবন্ধন প্রাপ্তি।

√√গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স।

যারা এখনো কোনো উদ্যোগ শুরু করেন নাই, বা মাত্র শুরু করেছেন - উদ্যোক্তা হয়েছেন।

বিসিক নিয়ে এলো আপনার জন্য একটি চমৎকার আয়োজন। ৫ দিনের ট্রেনিং নিয়ে আপনিও হয়ে যান একজন দক্ষ ও অভিজ্ঞ উদ্যোক্তা। তাই আর দেরি না করে এখনি রেজিস্ট্রেশন করে ফেলুন।

আবেদন গ্রহণ চলছে (আসন সংখ্যা ২৫)
আবেদনের শেষ দিন ১৩ জানুয়ারি ২০২৪

√√প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ossbscic.gov.bd ওয়েবসাইটের এর মাধ্যমে আবেদন করতে হবে।

★আবেদন সংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগঃ Rakib Uddin স্যার
☎️ 01732854682, 01967476586

💢 স্থান: বিসিক জেলা কার্যালয় লক্ষ্মীপুর।
🥰 (ফি বাবদ-২২৫/- নেওয়া হয়)

প্রয়োজনীয়তাঃ
ক. ০১ (এক) কপি পাসপোর্ট সাইজ ছবি
খ. ০১ (এক) কপি এনআইডি(NID)/জন্ম সনদের ফটোকপি
গ. ০১ (এক) কপি সর্বশেষ একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি
(নূন্যতম ৮ম শ্রেণী পাশ)।

🍁ট্রেনিং এ যা আলোচনা করা হবেঃ
১. শিল্পোদ্যোক্তার গুণাবলী বিশ্লেষণ ও নিরুপণ ।
২. উদ্যোক্তার যোগ্যতা যাচাই অনুশীলন ও সফল উদ্যোক্তার অভিজ্ঞতা বর্ণনা ।
৩. শিল্পায়নে SME এর ভূমিকা, SME শিল্প স্থাপনে বিসিক ও সরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধাদি এবং রেজিষ্ট্রেশন, ভ্যাট, ট্যাক্স ইত্যাদি সম্পর্কে ধারণা ।
৪. নতুন ব্যবসায়িক ধারণা চিহ্নিতকরণ।
৫. ম্যাক্রো স্ক্রিনিং, মাইক্রো স্ক্রিনিং ও SWOT বিশ্লেষণ ।
৬. প্রকল্পের কারিগরি দিক বিশ্লেষণ ও পণ্যের গুণগত মান নির্ণয় ।
৭. উৎপাদন ব্যবস্থাপনা অনুশীলন, উৎপাদন ব্যবস্থাপনা পরিকল্পনা বিশ্লেষণ ও ওয়ার্কসপ ।
৮. বিপণন পরিকল্পনা বিশ্লেষণ ও ওয়ার্কসপ ।
৯. বিপণন ব্যবস্থাপনা অনুশীলন ।
১০. বিসিক থেকে আর্থিক সুবিধা গ্রহণ, বিনিত ঋণ, বঙ্গবন্ধুর যুব ঋণ ও ঋণ প্রণোদনা প্যাকেজ ঋণ গ্রহণের নীতিমালা ।
১১. সংগঠন ও ব্যবস্থাপনা পরিকল্পনার উপর ওয়ার্কসপ।
১২. বিজনেস প্ল্যান ও বঙ্গবন্ধু যুবঋণ বিষয়ে আলোচনা।
১৩. প্রকল্পের আর্থিক দিক নিরুপণ, লাভ লোকসান হিসাব, স্থায়ী ও চলতি মূলধণ নির্ধারণ ও আর্থিক অনুপাত বিশ্লেষণ।
১৪. আর্থিক পরিকল্পনার উপর ওয়ার্কসপ ও প্রকল্প প্রস্তাবের আর্থিক বিশ্লেষণ।
১৫. শিল্প পরিকল্পনা প্রস্তুতকরণ ও সমাপ্তকরণ ।
১৬. ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতকরণ ও সমাপ্তকরণ।
১৭. প্রকল্প প্রস্তাব উপস্থাপন।

★ উদ্যেগে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র NBMEGF এর লক্ষ্মীপুর জেলা টিম।

বিসিক ট্রেনিং এ যারা যুক্ত হতে চান কমেন্টে নাম মোবাইল নাম্বার দিন আমি যুক্ত করে নিবো।

আহবানে, BSB Abdul Mannan
উদ্যোক্তাঃ

14/12/2023

গ্রামের সে গোয়ালঘর

24/10/2023

❤️❤️❤️

18/08/2023
অনুকূল বাতাসে  পাল তুলে চলা।
23/07/2023

অনুকূল বাতাসে পাল তুলে চলা।

11/07/2023

অভিনন্দন

বিপরীতে অসম্মান।
11/07/2023

বিপরীতে অসম্মান।

11/07/2023

আলহামদুলিল্লাহ গত রমজানের কর্মসূচির ভিডিও
এরশাদুল উম্মাহ আদর্শ ছাত্র ও যুব সংগঠন এর ভলন্টিয়ার ভাই ও সহযোদ্ধাদের নিয়ে।

International chef  day 2023
10/07/2023

International chef day 2023

রক্ষক  হতে এসেছি ✋
10/07/2023

রক্ষক হতে এসেছি ✋

10/07/2023

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ২৫ বছর বয়সী যুবক আলিফ মাহমুদ আদিব। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে ঘর থেকে বের হয়েছেন হেঁটে মক্কা গিয়ে পবিত্র হজ পালন করতে

বিস্তারিত : https://www.somoynews.tv/news/2023-07-10/OF9KMM68

Cafe-21
10/07/2023

Cafe-21

Address

Ramgoti, Kamalnagar
Lakshmipur
3137

Telephone

+8801760902577

Website

Alerts

Be the first to know and let us send you an email when BSB Abdul Mannan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BSB Abdul Mannan:

Videos

Share

Category