15/02/2020
ফেসবুকে 'চ-বর্গীয়' লেখা আর 'ব্যাচেলর পয়েন্ট' নাটক দেখে #মারজুক_রাসেল কে যারা চিনেন তাদের জন্য নিম্নোক্ত লিখা👇
💥মারজুক রাসেল (জন্ম: ১৫ই আগস্ট); তিনি একাধারে একজন কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা। ২০০৪ সালে ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ের সূচনা করেছিলেন এবং প্রশংসা পান। সেই থেকে তিনি বহু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এবং অসংখ্য টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন টিভি নাটকের মাধ্যমে, তিনি প্রথম 'মোস্তফা সরওয়ার ফারুকী' পরিচালিত 'আয়না মহল' নাটকে অভিনয় করেন। মারজুক একাধিক সঙ্গীত ভিডিওতে কাজ করেছেন, যেমন ঘুড়ি তুমি কার আকাশে উড়ো (২০১২), স্মৃতি কথা (২০১৭) ইত্যাদি।
💥 মারজুকের লিখা উল্লেখযোগ্য এবং জনপ্রিয় গান 👇
১. গুরু জেমস~ মিরা বাঈ, লেইস ফিতা লেইস, পাখি উড়ে যায়, দে দূরে, রাখে আল্লাহ মারে কে, হাউজি, জাত যায়, কথা, শারাবে সারাব, পত্র দিও, বাইস্কোপের খেলা, তেরো নদী সাত সমুদ্র, হা ডু ডুর প্রভৃতি।
২. প্রয়াত আইয়ুব বাচ্চু~ আমিতো প্রেমে পরি নি, ললনা, তোমার চোখে দেখলে।
৩. পান্থ কানাই~ গোল্লা, ঈশান কোনের বায়ু
৪. আসিফ আকবর~ ও আমার পাগলা ঘোড়ারে, সবার বাংলাদেশ, নারী, ফুঁ, পুড়তে চাইলে, জলকণ্যা, বদলে, তুমি হারিয়ে যাওয়ার সময় সঙ্গে নিও।
৫. হাবিব এবং ন্যান্সি~ বাহির বলে দূরে থাকুক (দ্বিধা)
৬. আরেফিন শুভ এবং ন্যান্সি~ দোলনা
৭. হাসান মাসুদ~ একটি পরীর গল্প, কি কারনে, কোন কে কেনো, ফুল বনমালী, ভেসে যাওয়ার গান, পরিনতি, উল্টো রথে, সে, আজকাল তোমাকে প্রভৃতি।
৮. ফুল তোক্বা (নিজেই গেয়েছেন); এলবাম- শখি তুমি কার
(তার লেখা গানগুলো এদেশের লিজেন্ড মিউজিসিয়ান'রা গেয়েছেন তা উপরেই প্রমাণিত)
💥 মারজুকের বইসমূহঃ মারজুক মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ার সময় কবিতা লিখতে শুরু করেছিলেন। তাঁর প্রথম কবিতা খুলনা থেকে স্থানীয় একটি ম্যাগাজিন "জনবার্তা" এ প্রকাশিত হয়েছিল। তারপরে ধীরে ধীরে বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে ফ্রিল্যান্স লেখা শুরু করেন। তাঁর প্রথম প্রকাশিত কাব্যের শিরোনাম শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ। তারপরে তিনি যথাক্রমে তিনটি কবিতা লিখেছিলেন যথাক্রমে চান্দের বুড়ির বয়স যখন ১৬ (২০০৩), বাঈজি বাড়ি রোড, ছোট্ট কোথায় টেনিস বল। বইসমূহ 👇
ক) শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ (২০০০)
খ) চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (২০০৩)
গ) বাঈজি বাড়ি রোড
ঘ) ছোট্ট কোথায় টেনিস বল(২০০৫)
ঙ) দেহবণ্টন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর (২০২০)
💥 অভিনীত সিনেমাসমূহ: তিনি ২০০৪ সালে 'ব্যাচেলর'
(চলচ্চিত্র) এর মাধ্যমে অভিনয়ের সূচনা করেন; এছাড়াও তিনি সাড়া জাগানো 'মেড ইন বাংলাদেশ' 'রাত্রির যাত্রী', 'দি ডিরেক্টর', 'সাপ লুডু'র মতো সিনেমায়ও অভিনয় করেন।
💥অভিনয়কৃত নাটক সমূহ: কানামাছি, স্বরবর্ণের চোখে, আয়না মহল, হাউজফুল, খসরু+ময়না, ৪২০, বাকী চাহিয়া লজ্জা পাইবেন না, মাই নেইম ইজ জনি, অস্থির প্রেমিক, কবি, মাছ কই; এছাড়া ২০০৫ থেকে ২০১০ সালের দিকে নির্মিত বহু নাটকে মূল কিংবা পার্শ্ব চরিত্রে ছিলেন মারজুক রাসেল।
(এখানে কেবল তুমুল জনপ্রিয় গান আর নাটকের নামগুলোই উল্লেখ আছে)
💥কিছু কথা না বললেই নয় 👇
একটা সময় ছিলো এদেশের মানুষ বই বিমুখী ছিলো তখন 'হুমায়ুন আহমেদ` স্যার বাংলা সাহিত্যের আর্শীবাদ স্বরূপ আসলেন আর বই বিমুখী এই জাতি'কে তিনি বই মুখী করলেন। তিনি যে উপন্যাসের বাজার রমরমা করে দিয়ে গেছেন তার ফল ভোগ করছেন বর্তমান প্রজন্মের লেখকরা💓👏
কিন্তু এদেশে যখন কবিতার বাজার একেবারে যাচ্ছেতাই ঠিক তখন মারজুক রাসেল নামের পাগলাটে স্বভাবের মানুষটা দীর্ঘদিন পর কবিতার বই নিয়ে এসেই
ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছেন। আরো অবাক করা ব্যাপার হচ্ছে এক ঘন্টার মাঝে তার প্রথম মুদ্রনের বই শেষ✌
মানুষ এখন আর কবিতা পড়েনা, কবিতার বই কিনার প্রতি পাঠকদের আগ্রহ নেই এই কথাগুলো মিথ্যে প্রমাণ করতে মারজুক রাসেলদের দরকার আছে। বিশ্বাস করি এই লোকই পারবে কবিতার প্রতি মানুষকে আগ্রহী করতে। কবিতার বই কিনতে পাঠকের আগ্রহ সৃষ্টি করতে। আজকের তরুণ কবি'রা তখন ফল ভোগ করতে পারবে।
💥'মারজুক রাসেল'কে নিয়ে বহুল প্রচলিত একটা উক্তি- "মানুষ চেষ্টা করে মহাপুরুষ হওয়ার, মহাপুরুষ চেষ্টা করে মারজুক রাসেল হওয়ার"💓
✍️ সংকলিত