Farhana Akter

Farhana Akter Farhana Akter আপনাকে স্বাগতম

আমি (আল্লাহ) কুরআন নাযিল করেছি! এবং অবশ্যই আমি এর রক্ষক!🌺💕🥀" ( সূরা-হিজর-আয়াতঃ- ৯ )🥀💕🌺
04/04/2024

আমি (আল্লাহ) কুরআন নাযিল করেছি! এবং অবশ্যই আমি এর রক্ষক!🌺💕🥀" ( সূরা-হিজর-আয়াতঃ- ৯ )🥀💕🌺

ইফতার অনুষ্ঠান নিষিদ্ধ কিন্তুহোলি উৎসব  চলছে।এই আমাদের রাষ্ট্রীয় রীতি- নীতি!
04/04/2024

ইফতার অনুষ্ঠান নিষিদ্ধ কিন্তু
হোলি উৎসব চলছে।
এই আমাদের রাষ্ট্রীয় রীতি- নীতি!

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ত্ব-হা যিন নুরাঈন অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 'সিরাতুন্নাবী (সাঃ) শি...
03/04/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ, ত্ব-হা যিন নুরাঈন অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 'সিরাতুন্নাবী (সাঃ) শিক্ষা কোর্স ১৪৪৫ হিজরি' সিজন ০১ এর বিজয়ীদের ওমরাহ সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে এপ্রিলের শেষ সপ্তাহে।

অনেকেই ত্ব-হা যিন নুরাঈন পরিবার এবং বিজয়ীদের ওমরাহ সফর সঙ্গী হতে চেয়েছিলেন। ইনশাআল্লাহ, আপনাদের সুযোগ থাকছে ত্ব-হা যিন নূরাঈন পরিবারের অংশ হয়ে উস্তায আবু ত্ব-হা মুহাম্মদ আদনান এবং বিজয়ীদের সফরসঙ্গী হয়ে পবিত্র ওমরাহ করতে।

ওমরাহ প্যাকেজের মূল্যঃ ১৩০০০০ টাকা মাত্র।

আগ্রহী ভাই-বোনদের অতি দ্রুততার সাথে আমাদের নিন্মোক্ত নম্বরে যোগাযোগের জন্য বলা হলোঃ

+880 1911-224131

[বিঃ দ্রঃ দ্বীনি বোনদের জন্য মাহরাম থাকা বাধ্যতামূলক।]

02/04/2024
সূরা আত-তাকভীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রত্যক্ষ সকল প্রমাণ বর্ণনা করার পরে মানুষদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে ব...
02/04/2024

সূরা আত-তাকভীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রত্যক্ষ সকল প্রমাণ বর্ণনা করার পরে মানুষদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেছেন—

“সুতরাং, তোমরা কোথায় যাচ্ছ?”[১]

রব হিশেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, জীবনবিধান হিশেবে ইসলামের পরিপূর্ণতা এবং মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নুবুওয়াতের ব্যাপারে আমাদের অন্তরে বিন্দুমাত্রও সন্দেহ থাকার কথা নয়। হৃদয়ের গভীর থেকে আমরা সেগুলোকে বিশ্বাস করি। কিন্তু অন্তরে বিশ্বাস করলেও, জীবনে সেসবের মর্মকে ধারণ করতে পেরেছি কি?

আমাদের সামনে সবকিছুই ঝরনার স্বচ্ছ পানির মতো স্পষ্ট, কিন্তু আমাদের যে জীবনবোধ ও জীবনপ্রক্রিয়া, আল্লাহর দ্বীনের স্বীকৃতি কি তাতে আদৌ প্রতিফলিত হচ্ছে?

ঈমানের প্রতিটা বিষয়ে আমাদের অটুট বিশ্বাস, কিন্তু আমাদের জীবন ডুবে আছে চরম উদাসীনতায়! আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাস আমাদেরকে তাঁর দ্বীনের প্রতি অনুরক্ত করে তুলতে পারে না। আমরা নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা আমাদেরকে ফজরের সালাতের জন্য জাগাতে পারে না। কিয়ামাত দিবসে আমাদের পূর্ণ আস্থা, কিন্তু সেই দিনটার ভয়াবহতা আমাদের হৃদয়ে তৈরি করে না ভয়ের কাঁপুনি। আমরা সব জানি এবং বুঝি কিন্তু পালন করার ব্যাপারে আমাদের কোথায় যেন রাজ্যের অনীহা।

সূরা আত-তাকভীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রশ্নটা মানবজাতির উদ্দেশে ছুড়েছেন, সেটা যদি আমি নিজের দিকে টেনে আনি, এর প্রাসঙ্গিকতা কোথায় গিয়ে দাঁড়াবে? একবার ভাবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উদ্দেশ্য করে বলছেন—“সুতরাং, কোথায় যাচ্ছ?”

আসলেই তো! আমি আসলে কোথায় যাচ্ছি? কোন সে অন্ধকারের দিকে আমার নিরন্তর ছুটে চলা? আলোর সমস্ত আয়োজন আমার চেনা, কিন্তু কেন অন্ধকারকে আমি জীবনের গন্তব্য করে নিয়েছি? জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যের সমস্ত রাস্তা আমার সম্মুখে খোলা আছে, কিন্তু সেই চিরচেনা পথে কেন আমি বাড়াতে পারি না পা?

আল্লাহ সুবহানাহু ওয়া তাআয়ালা প্রশ্ন করেছেন—কোথায় যাচ্ছ? কিন্তু, আল্লাহকে ছেড়ে আমি আসলে কোথায় যাব? তিনি ছাড়া আমার আর কে আছে আপন? কোন সে পথ যা আমাকে দিতে পারে মুক্তির আনন্দ আর স্বাধীনতার স্বাদ?

আল্লাহকে বাদ দিয়ে যে পথের দিকে আমার নিরন্তর ছুটে চলা, সেই পথের শেষে আছে নিঃসীম অন্ধকার। সেই পথের গন্তব্য-বিন্দুতে আছে প্রজ্জ্বলিত আগুন যা তিনি তৈরি করেছেন পথভোলা, অবাধ্য আর অহংকারীদের জন্য। সিদ্ধান্ত আমার—আমি কি আলোর দিকে যাত্রা করব, নাকি হারাব অতল এক অন্ধকারে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে হবে—‘আসলে, আমি কোথায় যাচ্ছি?’

রেফারেন্স: [১] সূরা তাকভীর, ৮১ : ২০।

( এই অংশটি আমার লিখিত ‘হায়াতের দিন ফুরোলে’ বইয়ের ‘সুতরাং, কোথায় যাচ্ছ’ অধ্যায় থেকে নেওয়া।)

রমজানের লাস্ট  ১০ দিন এই আমল করতে কেউ ভুল করবেন না ইনশাআল্লাহ।  হজরত আয়েশা (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-কে জি...
31/03/2024

রমজানের লাস্ট ১০ দিন এই আমল করতে কেউ ভুল করবেন না ইনশাআল্লাহ।

হজরত আয়েশা (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! আপনি বলে দিন যদি আমি জানতে পারি যে, শবেকদর কোন রাতে হবে, তাতে আমি কী বলব? রাসুল (সা.) বললেন- তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আননি।’ (অর্থ) হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাস। অতএব, আমাকে ক্ষমা করো। (তিরমিজি

__নতুন শাড়িতে পুরাতন বউ 😃🤪শাড়ি যতই পাল্টাও ঘরে আর তুলবো না,,তালাক দিছি তো দিছি!✅
30/03/2024

__নতুন শাড়িতে পুরাতন বউ 😃🤪
শাড়ি যতই পাল্টাও ঘরে আর তুলবো না,,
তালাক দিছি তো দিছি!✅

ছোট্ট এই মেয়েটির জীবন-দর্শনে অভিভূত হলাম। গত রোববার আগুন লেগে বনানীর বস্তি পুড়ে যায়। সব হারিয়ে বস্তিবাসী যখন বিলাপ করছে,...
26/03/2024

ছোট্ট এই মেয়েটির জীবন-দর্শনে অভিভূত হলাম।

গত রোববার আগুন লেগে বনানীর বস্তি পুড়ে যায়। সব হারিয়ে বস্তিবাসী যখন বিলাপ করছে, তখন সেই বস্তিতে বেড়ে ওঠা এই মেয়েটির মুখে উজ্জ্বল হাসি। কারণ জিজ্ঞেস করতেই সে বলে, ‘সবকিছু পুইড়্যা যাগ গা, আমার মা তো আছে!’

মায়ের প্রতি ভালোবাসার পাশাপাশি মেয়েটি ভিন্ন এক শিক্ষা রেখে গেল আমাদের জন্য। কৃতজ্ঞতার শিক্ষা। যা নেই তার প্রতি নজর না দিয়ে যা আছে তা নিয়ে ভালো থাকার শিক্ষা।

এই পৃথিবীতে আমরা কেউই সম্পূর্ণ নই। আমাদের প্রত্যেকেরই না পাওয়ার বেদনা আছে, হারানোর ব্যথা আছে। কিন্তু হিসাব করলে দেখা যাবে, না পাওয়ার বেদনার চেয়ে আমাদের পাওয়ার পাল্লাটাই ভারী। তারপরও পাওয়া জিনিসের জন্য রবের শুকরিয়া আদায় না করে আমরা মেতে থাকি না পাওয়ার অভিযোগ নিয়ে।

যে মানুষটা জুতা কিনতে অক্ষম, তার জুতা-বিষয়ে অভিযোগের শেষ নেই। কিন্তু তিনি কি কখনো ভেবে দেখেন, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যাদের জুতা পরার পা-টাই নেই!

অনেক বাবা-মাই আমরা সন্তানকে ত্যাগ, ধৈর্য ও কৃতজ্ঞতাবোধ শেখাতে পারি না। বস্তিতে বড় হওয়া ছোট্ট এই মেয়েটির মধ্যে যে ধৈর্য ও কৃতজ্ঞতাবোধের দেখা আমরা পেলাম, অট্টালিকায় বসবাসকারী অনেক মানুষের মধ্যেও তা দেখা যায় না।

বস্তির মেয়েটি পুড়ে ছাই হয়ে যাওয়া সম্পদের জন্য কান্না করেনি। তার মা যে বেঁচে আছে, সেই সুখে সে হেসে উঠেছে। আমাদেরও উচিত, না পাওয়া জিনিসের জন্য হাহুতাশ না করে পাওয়া জিনিসের জন্য রবের শুকরিয়া আদায় করা। তবেই তো আমরা রবের কৃতজ্ঞশীল বান্দা হতে পারব।

তবে হ্যাঁ, ইদানীং আগুন লাগার যে ঘটনা ঘটছে, তা খুবই দুঃখজনক বিষয়। এইসব ঘটনায় একদিকে যেমন প্রচুর সম্পদ নষ্ট হচ্ছে, অপরদিকে ঝরে যাচ্ছে অনেক মূল্যবান প্রাণ। এর সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে অগ্রীম পদক্ষেপ নেয়া উচিত।

অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন, সম্পদ হারিয়েছেন, সবার প্রতি আমাদের সমবেদনা—মহান আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন।

26/03/2024

- মন ছুঁয়ে যাওয়া অসাধারণ ভিডিও.!🥀❤️

- ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধে রইলো 😍

Ntv ইফতার মাহফিল ২০২৪ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টার, চেরাস, কুয়ালালামপুরআয়োজনে: এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া
26/03/2024

Ntv ইফতার মাহফিল ২০২৪
ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টার, চেরাস, কুয়ালালামপুর
আয়োজনে: এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া

বৃষ্টির সময়ের ৬টি সুন্নাহ{১} বৃষ্টির দোয়া পাঠ করা।দোয়াটি হলো- اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا “হে আল্লাহ কল্যাণকর বৃষ্টি দা...
26/03/2024

বৃষ্টির সময়ের ৬টি সুন্নাহ

{১} বৃষ্টির দোয়া পাঠ করা।

দোয়াটি হলো- اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا “হে আল্লাহ কল্যাণকর বৃষ্টি দাও” (বুখারী: ৬৯১)

অতিবৃষ্টি বা ক্ষতিকর বৃষ্টি হলে এই দোয়া পাঠ করা- اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا “হে আল্লাহ আমাদের আশপাশে (জনবসতির বাহিরে) বৃষ্টি দাও, আমাদের উপর নয়।’’ (বুখারী: ৯৩৩)

{২} আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকা।

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝড়ো হাওয়া প্রবাহিত হলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে যেতেন যে, এটি আল্লাহর আযাব কিনা। (সহীহ মুসলিম: ১৯৫৭)

{৩} বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করা।

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, প্রিয়নবী সা. যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, “এ তো আল্লাহর রহমত।” (সহীহ মুসলিম: ১৯৫৭)

{৪} বৃষ্টি-বাদল সংক্রান্ত কুসংস্কার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া।

প্রিয়নবী সা. হাদীসে কুদসীতে বলেন, “যে বলে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হল আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের (শক্তির) প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপনকারী।” (সহীহ মুসলিম: ৮৪৬)

{৫} বৃষ্টির পানি গায়ে লাগানো।

রাসুলুল্লাহ সা. বৃষ্টির পানি গায়ে লাগাতেন। সহীহ মুসলিম: ১৯৫৬

{৬} বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই এ সময়ে দোয়া করা।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “দুই সময়ের দো’আ প্রত্যাখ্যাত হয় না কিংবা কম প্রত্যাখ্যাত হয়। (এক) আযানের সময়। (দুই) বৃষ্টির সময়।” সহীহুল জামে: ৩০৭৮

25/03/2024

খুবই_গুরুত্বপূর্ণ_ওয়াজ...

24/03/2024

উস্তাদ এর নিজের চোখে দেখা ঘটনা বললেন‼️
🎙️ আবু ত্বহা মুহাম্মাদ আদনান হাফিঃ
Abu Toha Muhammad Adnan

#আবু_ত্বহা_আদনান

22/03/2024

শাইখ আঃ এর তিলাওয়াত থেকে ক্বিবস। ডি. #মসজিদ_হারামে #আব্দুল_রহমান_আল-সুদাইস. #রমজান

22/03/2024

এক নিঃ শ্বাসে কারী আসাদের চমৎকার তিলাওয়াত

20/03/2024

মেসওয়াকের ফজিলত। আনিসুর রহমান আশরাফী।
Farhana Akter

Address

Laksham
Laksham

Alerts

Be the first to know and let us send you an email when Farhana Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farhana Akter:

Videos

Share

Category

Nearby media companies