তুমি আমায় সত্যি ভালোবাসছো কিনা সেটা আমি জানি তবে আমি সত্যি তোমাকে ভালোবাসছি
তুমি আমায় সত্যি ভালোবাসছো কিনা সেটা আমি জানি তবে আমি সত্যি তোমাকে ভালোবাসছি 💔💔
শত কষ্টের পরেও মুখে একফোটা হাঁসি দেওয়ার নামই পুরুষ মানুষ😅💔🥲
শত কষ্টের পরেও মুখে একফোটা হাঁসি দেওয়ার নামই পুরুষ মানুষ😅💔🥲
আমায় ছেড়ে গিয়ে তো তুমি অনেক সুখেই আছো মনে হয় তাই আমিও তোমার স্মৃতি ভুলে থাকতে চাই
আমায় ছেড়ে গিয়ে তো তুমি অনেক সুখেই আছো মনে হয় তাই আমিও তোমার স্মৃতি ভুলে থাকতে চাই নতুন বছর নতুন করে শুরু করতে চাই।
তারপর আমায় ছেড়ে তুমি কতটুকু ভালো আছো। একদিন কইও আমারে.!💔😅
তারপর আমায় ছেড়ে তুমি কতটুকু ভালো আছো। একদিন কইও আমারে.!💔😅
তুমি আমার শেষ নিঃশ্বাস হয়ে থেকো "মা"❤️🌺🥀
মা আমার জান্নাত আল্লাহ তুমি আমার মাকে সুস্থ রাখিও❤️🌺🥀
শিশির ভেজা সকালে সূর্য উঠার আগে প্রকৃতি কতই না সুন্দর।
শিশির ভেজা সকালে সূর্য উঠার আগে প্রকৃতি কতই না সুন্দর।
কিছু মেয়েদের এমন মিথ্যা ভালোবাসায় শেষ হয়ে যায় একটা ছেলের জীবন ছেড়ে যাবো না বলে ছেড়ে যায় আমার প্রিয় মানুষটাও আমাকে এভাবে বলছে শূণ্য পকেট থেকে আমার পাশে থাকবে সারাজীবন কিন্তু আজ সে আমাক ছেড়ে টাকাওয়ালা অন্য আরেকজনকে নিয়ে সুখে আছে।
তুমিও চাও নি আমরা এক হয় আর দোষ দিয়েছো ভাগ্যের মিথ্যা আশ্বাস দিছো আর যেদিন বলছো তোমার সাথে যোগাযোগ না করতে সেদিনই আমায় মেরে ফেলেছো🥲🥲
প্রত্যেক মেয়ের বাবা মা এরকম মেয়েরাও এমন হয় টাকাওয়ালা ছেলেকেই বিয়ে করে
তুমি বেঈমানি করলে ও পরিশ্রম কখনো বেঈমানি করবে না পরিশ্রম করেই একদিন আমি সফল হয়ে দেখিয়ে দিবো ইনশাআল্লাহ।