Md Jony Hossen

Md Jony Hossen আমার নাম Md jony Hossen. বাসা কুষ্টিয়া মিরপুর সবাই সাপোর্ট করে পাশে থাকুন ধন্যবাদ my officials page✅
(227)

19/11/2023

শুভ কামনা রইলো প্রিয় টিম Australia,, 🇦🇺🤙
Win by 6 wickets Australia ❤️❤️

18/11/2023

🤲আল্লাহর ৯৯ টি নাম ! ( বাংলা অর্থ সহ)
১। ইয়া আল্লাহু (আল্লাহ)
২। ইয়া রহমানু (হে দয়ালু)
৩। ইয়া রহীমু (হে দয়াবান)
৪। ইয়া মালিকু (হে বাদশাহ)
৫। ইয়া ক্বুদ্দূসু (হে পবিত্রতম)
৬। ইয়া সালামু (হে শান্তি দাতা)
৭। ইয়া মুমিনু (হে নিরাপত্তা প্রদানকারী)
৮। ইয়া মুহাইমিনু (হে রক্ষকারী)
৯। ইয়া আজীজু (হে বিজয়ী)
১০।ইয়া জাব্বারু (হে পরাক্রমশালি)
১১। ইয়া মুতাকাব্বিরু (হে বড়ত্ব ও মহীমার অধিকারী)
১২। ইয়া খালিক্বু (হে সৃষ্টিকর্তা)
১৩। ইয়া বারিয়ু (হে প্রাণ দানকারী)
১৪। ইয়া মুছওয়্যিরু (হে আকৃতি দাতা)
১৫। ইয়া গাফ্ফারু (হে ক্ষমাশীল)
১৬। ইয়া কাহহারু (হে মহাশাস্তি দাতা)
১৭। ইয়া ওয়াহহাবু (হে অতিশয় দাতা)
১৮। ইয়া রাজ্জাকু (হে রিজিক দাতা)
১৯। ইয়া ফাত্তাহু (হে বিজয় দাতা)
২০। ইয়া আলীমু (হে সর্বজ্ঞাতা)
২১। ইয়া কবিদ্বু (হে রিযিক সংকোচনকারী)
২২। ইয়া বাসিতু (রিযিক প্রশস্তকারী)
২৩। ইয়া খফিদ্বু (হে পতনকারী)
২৪। ইয়া রাফিউ (হে উন্নতি প্রদানকারী)
২৫। ইয়া মুইয্যু (হে সম্মান দাতা)
২৬। ইয়া মুযিললু (হে অপমান অপদস্তকারী)
২৭। ইয়া সামীউ (হে সর্বশ্রোতা)
২৮। ইয়া বাছীরু (হে সর্বদর্শী)
২৯। ইয়া হাকামু (হে আদেশদাতা)
৩০। ইয়া আদলু (হে ন্যায় বিচারক)
৩১। ইয়া লাত্বীফু (হে সুক্ষ্মদর্শী)
৩২। ইয়া খবীরু (হে সর্বজ্ঞানী)
৩৩। ইয়া হালীমু (হে ধৈর্যশীল)
৩৪। ইয়া আযীমু (হে মহাসম্মানী)
৩৫। ইয়া গাফূরু (হে ক্ষমাশীল)
৩৬। ইয়া শাকূরু (হে মূল্যায়ণকারী)
৩৭। ইয়া আলিয়্যু (হে সর্বোচ্চ)
৩৮। ইয়া কাবীরু (হে অতি মহান)
৩৯। ইয়া হাফীজু (হে মহা রক্ষক)
৪০। ইয়া মুকীতু (হে অন্নদানকারী)
৪১। ইয়া হাসীবু (হে হিসাব পরীক্ষাকারী)
৪২। ইয়া জালীলু (হে মহিমান্বিত)
৪৩। ইয়া কারীমু (হে অনুগ্রহকারী)
৪৪। ইয়া রকীবু (হে নিরীক্ষণকারী)
৪৫। ইয়া মুজীবু (হে ডাকে সাড়াদানকারী)
৪৬। ইয়া ওয়া-ছি·উ (হে অসীম)
৪৭। ইয়া হাকীমু (হে প্রজ্ঞাবান)
৪৮। ইয়া ওয়াদূদ (হে শ্রেষ্ঠ বন্ধু)
৪৯। ইয়া মাজীদু (হে গৌরবমণ্ডিত)
৫০। ইয়া বা-ইছু (হে মৃতকে জীবনদানকারী)
৫১। ইয়া শাহীদু (হে সর্বত্র বিদ্যমান)
৫২। ইয়া হাকক্বু (হে সত্য প্রকাশক)
৫৩। ইয়া ওয়াকীল (হে কার্যসম্পাদনকারী)
৫৪। ইয়া কাওয়িয়্যূ (হে মহাশক্তিমান)
৫৫। ইয়া মাতীনু (হে অটল)
৫৬। ইয়া ওয়ালিয়্যূ (হে অভিভাবক)
৫৭। ইয়া হামীদু (হে প্রশংসিত)
৫৮। ইয়া মুহছিয়ু (হে হিসাব রক্ষক)
৫৯। ইয়া মুবদিউ (হে প্রথম সৃষ্টিকারী)
৬০। ইয়া মুঈদু (হে পুনরায় সৃষ্টিকারী)
৬১। ইয়া মুহয়ী (হে জীব

03/11/2023

১৫ বছরের মেয়েকে বিয়ে দিলে বাধা দেওয়ার মানুষের অভাব নেই, ৩০ বছরের মেয়েটির বিয়ে না হলে দেখার মতো কেউ নেই!

02/11/2023

- ছ্যাঁকা খেয়েছেন সেটা বড় কথা না...!! 🙂
প্রেমে অংশগ্রহন করতে পেরেছেন সেটাই বড় কথা..!! 🐸

01/11/2023

🌿যে হাত দিয়ে মোবাইল চা'লা'চ্ছেন🖤
ওই হাত দিয়ে একটা বার
🌿আল্লাহর প্রশংসা করে জা'ন.।।🖤
আলহামদুলিল্লাহ💝

31/10/2023

Follow to follow everyone Md Jony Hossen

31/10/2023

'যখন আমি page 🤣 খুলি 😂
তখন আমার আবেগ কাজ করছে বি'বেক কাজ করে নাই।

25/10/2023

স্বামীঃ এটা কি ডাল বানিয়েছো?
না আছে লবণ
না আছে মরিচ। 😒
একটা মসলাও ঠিক মতো দাওনি।
সিরিয়াল দেখতে দেখতে রান্না করলে এমনই হয়

স্ত্রীঃ খু*ন্তি দেখেছো!! 😡😡
আগে মোবাইলটা সাইডে রাখো।
তখন থেকে দেখছি মোবাইলের দিকে তাকিয়ে পানির গ্লাসে রুটি ঢু*বি'য়ে ঢু*বি'য়ে খাচ্ছো। 🤣
আবার বড় বড় লেকচার। 🤨

24/10/2023

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করলেন বাংলাদেশ দলের অবহেলিত ক্রিকেটার মাহামুদুল্লাহ রিয়াদ।
Mahmudullah Riyad

24/10/2023

হেরেছে বাংলাদেশ ঠিকই,
কিন্তু আজ মাহমুদউল্লাহ জিতেছে।❤️
Mahmudullah Riyad

পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ, মধ্যবিত্ত হয়ে জন্মানোশুধু স্বপ্নই আছে পূর্ণতা নেই।
24/10/2023

পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ, মধ্যবিত্ত হয়ে জন্মানো
শুধু স্বপ্নই আছে পূর্ণতা নেই।

20/10/2023

বাজারে বিশাল একটা ইলিশ মাছ দেখেই সেটা সঙ্গে সঙ্গে কিনে ফেললো শরিফ। বাড়িতে এসে সমবয়সী চাচাতো বোন ফাতিমার কাছে বললো,

- ভালো করে রান্না করবা, গরম ভাত দিয়ে খাবো। কতদিন ধরে তাজা ইলিশ মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করে তোমাকে বোঝাতে পারবো না।

- ফাতিমা বললো, তুমি এখনই এখান থেকে চলে যাও শরিফ ভাই। বাবা গোয়ালঘর থেকে এসে তোমাকে দেখতে পেলে বাড়ি মাথায় তুলবে।

শরিফের মুখটা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। তার মনেই ছিল না বড় কাকার সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছে বহুদিন। বছর তিনেক আগে তার মা-বাবা মারা গেল। শরিফ আগে থেকেই ঢাকায় থাকতো, কিন্তু তার মা-বাবা মারা গেলেও পারিবারিক সম্পর্ক আর ভালো হলো না।

শ্রাবণ মাসের তুমুল বৃষ্টি হচ্ছে কদিন ধরে। শরিফ আজ চারদিন হলো শহর থেকে এসেছে। বিকেলে বাজারে গিয়ে বড় মাছটা পেয়ে নিয়ে এসেছিল। তাড়াতাড়ি করে নিজের ঘরের সামনে গেল, বাড়ির কুকুরটা ভিজে একাকার হয়ে গেছে। ইলিশ মাছটা তার মুখের কাছে ফেলে দিয়ে শরিফ গামছা নিয়ে ভিতরে চলে গেল।

বাজার থেকে শুনে এসেছে আজ মাঝরাতের দিকে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। শরিফের বাবা ছোট তাই তিনি শরিফের দাদার পুরনো বাড়িতে থাকতেন। তাদের সম্মুখেই নতুন ঘর তুলেছে তার বড় কাকা।

সন্ধ্যা বেলা হাঁস-মুরগি বাঁধার সময় ফাতিমা দেখলো তাদের কুকুরটা একটা আধা খাওয়া ইলিশ মাছ মুখে নিয়ে উঠানে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই দুচোখ দিয়ে তার পানি বেড়িয়ে গেল, মাছটা যে শরিফের কিনে আনা সেটা বুঝতে দেরি হয়নি তার।
শরিফের ইলিশ মাছ দিয়ে গরম ভাত খাবার ইচ্ছেটা এই কুকুরটা কাঁচা মাছ খেয়ে মিটাচ্ছে।
মাগরিবের পরে সেলাই মেশিন নেই বসে আছে ফাতিমা। বিদ্যুৎ নেই সেই সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকে।

রাত আটটার দিকে তার রুমের জানালা ধাক্কার শব্দ শুনে চমকে গেল। বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে। বাতাসে জানালা নড়ছে ভেবে বসে রইল, কিন্তু বারবার ধাক্কা হতেই সে জানালার কাছে গিয়ে বললো,

- কে?

- আমি শরিফ, জানালাটা একটু খোলো।

- আপনি এতো রাতে এখানে কেন?

- সকাল থেকে জ্বর, বিকেলে ভিজে বাজারে গেছিলাম তাই সন্ধ্যা হতে জ্বর আরও বাড়ছে।

- তাহলে ঘর থেকে বাইরে এলেন কেন? বৃষ্টিতে কেন ভিজেন?

- তুমি তো বিকেলে আমাকে তুমি করে ডাকছো কিন্তু এখন আপনি বলো কেন?

- এখন তর্ক করার সময় নেই, আপনি ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন।

- বাতাসে ঘরটা কাঁপছে, কাকারে একটু ডাক দিবা?

- আপনি বাবাকে চিনেন না শরিফ ভাই? ছোটক

13/10/2023

New 1k followers in 1hurs
Md Jony Hossen

12/10/2023

GOOD morning alll friend follow to follow everyone Md Jony Hossen

12/10/2023

একটি ব্রয়লার মুরগি তার দুনিয়ার হায়াতের 😒

চাইতে ফ্রিজে বেশি সময় কাটায় 🙂

04/10/2023

সফলা অর্জন করতে পারলাম না

26/09/2023

FOLLOW to follow everyone
Bangladesh Kushtia TV ツツ

18/09/2023

top prompter page everyone follow to follow
Bangladesh Kushtia TV ツツকলিজাওয়ালা খাঁন সাহেবMK MousumiMd Julhas Uddin Jibonজিএম মানিকLove Is Lifeমো:সেলিম মিয়াMojib Vlogsক্ষনিকের জীবন নুছাইবা জান্নাতMum JassySadiya Sabrin Eva

18/09/2023

🍁 ফেরাউনের এক দাসী ছিল। সে কালেমা পরে গোপনে মুসলমান হয়ে গিয়েছিল। কিন্তু মানুষের ঈমান বেশি সময় গোপন থাকে না। দাসীর ঈমান ফাঁস হয়ে যায়। ফেরাউন তাকে দরবারে তলব করে। দাসীর দুইটি কন্যা সন্তান ছিল ।

একটি দুগ্ধপোষ্য,অপরটি বড়। ফেরাউন তেল সংগ্রহ করায়। কড়াই আনায়। তারপর আগুই জালিয়ে

কড়াইয়ে তেল ঢেলে গরম করতে থাকে।

তেল ফুটতে শুরু করল। ফেরাউন দরবারে বসিয়ে দাসীকে বলল,''পথ দুটি। মূসার খোদাকে অস্বীকার কর অন্যথায়এই ফুটন্ত তেল বরণ করে নাও। আগে

তোমার সন্তান দুটোকে টগবগে তেলে নিক্ষেপ করব,পরে তোমাকেও।মূসার খোদাকে বাদ দিয়ে আমাকে মেনে নেও,আমি তোমার জীবনটা জান্নাতে পরিণত করে দিব। বলো তোমার সিদ্ধান্ত

কি?'' দাসী বলল,''এরা তো আমার দুটি সন্তান মাত্র।যদি আরো সন্তান থাকত,তুমি যদি তাদের সব জনকে ফুটন্ত তেলে নিক্ষেপ।করতে,তবুও আমি ঈমান থেকে একচুল নড়তাম না। তোমার যা করবার করো,আমি যা করেছি ,বুঝে শুনেই করেছি।

মূসা আমার নবী আর আল্লাহ আমার রব। আমি তোমাকে খোদা মানতে রাজি নই।'' ফেরাউন প্রথমে মহিলার বড় সন্তানটিকে তুলে টগবগে

তেলের কড়াইয়ে নিক্ষেপ করে। মুহূত্যমধ্যে

শিশুটি ঝলসে যায়। তারপর দুগ্ধপোষ্য শিশুটিকে কোল থেকে কেড়ে নিয়ে তেলে নিক্ষেপ করে।এই সন্তানটিও ফুটন্ত তেলে সিদ্ধ হয়ে মারা যায়। তবুও দাসী তার ঈমান এ অটল থাকেন।এরপর ফেরাউন মহিলাকে তুলে তেলে নিক্ষেপ করে।

মহিলা অটুট ঈমান নিয়ে মহান আল্লাহর সান্নিধ্যে পৌছে যায়। মি'রাজের রাতে মহানবী (সাঃ) বাইতুল মোকাদ্দাসে দুই রাকাত নামায আদায় করে যখন আকাশের দিকে যাচ্ছিলেন,তখন নিচ থেকে তিনি

জান্নাতের ঘ্রাণ অনুভব করেন।তিনি জিবরাইল (আঃ)কে জিজ্ঞেস করেন,''ভাই জিবরাইল,আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি যে!'' জিবরাইল (আঃ)বললেন,''এই ঘ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে।

সুবহান আল্লাহ!!

14/09/2023

Pakistan target 252.run.sri lanka 253
Win Sri Lanka

14/09/2023

ডিভো'র্সের জন্য স্বামী স্ত্রী কোর্টে!

বিচারকঃ আপনাদের তিন সন্তান কিভাবে ভাগ করবেন? বউ অনেক ভেবে বললেন-ঠিক আছে, আমরা আরেকটা সন্তান নিবো তারপর ডি'ভোর্স করবো!

নয় মাস পর নাকি তাদের জমজ বাচ্চা হয়েছে।🙂

14/09/2023

কে কিসে আটকায় সেটা বড় কথা না..!🙂
আমার প্রশ্ন একটাই..!🤔
সুপার গ্লু কেন তার নিজের বোতলে আটকায় না..!🙄🤷

14/09/2023

দুনিয়ার মায়া ত্যাগ করতে শিখুন একদিন দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে

11/09/2023

Follow to follow everyone
Bangladesh Kushtia TV ツツ

04/09/2023

“চরিত্র রক্ষার জন্য যে বিয়ে করবে সে যদি অভাবীও হয় আমি আল্লাহ নিজে অনুগ্রহ থেকে তাকে অভাব মুক্ত করবো।”

(সূরা নূর : ৩২)

02/09/2023

★ ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে!

★ ফিরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে মুসা (আঃ) যখন সাগরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি জানতেন না, সাগর চিরে পথ তৈরি হবে!

★ গভীর সমূদ্রে মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আঃ) জানতেন না, মাছ তাঁকে হজম করতে না পেরে আবার তীরে ফিরিয়ে দিবে!

★ ইব্রাহীম (আঃ) জানতেন না প্রজ্বলিত আগুন তাঁর জন্য আরামদায়ক হয়ে যাবে!

★ কুরবানী করতে নিয়ে যাওয়ার সময় ইসমাঈল (আঃ) জানতেন না যে, ধারালো ছুরি তাঁকে হত্যা করতে পারবে না।

★ আইয়ুব (আঃ) জানতেন না যে, পোকায় খেয়ে ফেলা শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে!

তাঁরা প্রত্যেকেই নিশ্চিত জানতেন তাঁদের একজন দয়াময় রব আছেন। আর রবের উপর ছিলো তাঁদের প্রত্যেকের পূর্ণ তাওয়াক্কুল। নিশ্চয়ই তিনি (আল্লাহ) বিপদ থেকে রক্ষা করবেন। আর তাই হয়েছিল।

মহান আল্লাহ আমাদেরকেও বিপদের সময় পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে শোকর ও সবর করার তাওফিক দান করুন। আমীন।

01/09/2023

আজ পবিত্র জুমার দিন।
হে আল্লাহ পেরেশানি দূর কর।
বিপদ থেকে উদ্ধার কর।
আমিন।

31/08/2023

আমি খুব অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন যেন তারাতাড়ি সুস্থত হতে পারি
ইনশাআল্লাহ

30/08/2023

🌸💚
–––• শুকরিয়া ঐ রবের প্রতি,
যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান"!
🌸"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌸

Address

Kushtia Mirpur Bheramara, Kushtia Khulna
Kushtia
7030

Alerts

Be the first to know and let us send you an email when Md Jony Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category