Crazy Alal

Crazy Alal The owner of this page is always at the service of the people. Follow the page and stay tuned, thank you all আমি একজন প্রবাসী

Big shout out to my newest top fans! 💎 নিঝুম রাতের পরীDrop a comment to welcome them to our community,
14/09/2024

Big shout out to my newest top fans! 💎 নিঝুম রাতের পরী

Drop a comment to welcome them to our community,

13/09/2024

কুতকুতি ভাবি খবর পার্ট টু

12/09/2024

হাসিনার কান্না আর ডঃ ইউনুস স্যারের কান্না অনেকটাই পার্থক্য।

10/09/2024

নতুন জাতীয় সংগীত।

09/09/2024

funny 🤣

মাজার ভাঙ্গার উপকারিতা, সড়ক দুর্ঘটনায় জামাতের ৫ জন নিহত !!সিরাজগঞ্জের তাড়াশ থানার নওগাঁয় ইউনিয়ন ভাটরা গ্রামের, হান্ডি...
08/09/2024

মাজার ভাঙ্গার উপকারিতা, সড়ক দুর্ঘটনায় জামাতের ৫ জন নিহত !!

সিরাজগঞ্জের তাড়াশ থানার নওগাঁয় ইউনিয়ন ভাটরা গ্রামের, হান্ডিয়াল কলেজের প্রভাষক 🔴 জামাতের সভাপতি মো: নুরুজ্জামান, হাজী জাহাঙ্গীর, মুহাম্মদ হবিবার, মো: ঝাউল প্রামানিক এবং তার ছোট ভাই মো: মজিদ প্রামানিক। আজ রবিবার সকাল ১১:৩০ টায় সিরাজগঞ্জ থেকে আসার পথে নলকা এলাকায় সিএনজি ও প্রাইভেট কার সংঘর্ষে নিহত হয়েছেন।

🔴 (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) 🔴

৫ জনের মধ্যে ২ জনের সাথে আমার নওগাঁ মাজার শরীফে দেখা হয়েছিলো ১০ মিনিট একসাথে

ঘটনা ১০০% সত্য - আমার বাড়ি থেকে
১৭ কি.মি দূরে এই ঘটনা ঘটেছে 🙏,(কপি পোস্ট)

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❤️ আরো যাও মাজার ভাংতে

06/09/2024

morobbi

01/09/2024

যারা বলেছিলে তারা ইংরেজী পারে না তাদের জন্য এই বিডিও।

01/09/2024

তখন সুশিল সমাজ কুথায় ছিলে একজন শিক্ষক কে জুর করে যয় বাংলা বলানো হয়েছে।

29/08/2024

ইংরেজিতে কথা না বলায় যারা হাসি ঠাট্টা করছে।তাদের মাথায় গুবর বরা। ইংরেজিতে কথা না বলে তারা দেশের মাতৃভাষাকে কতোটা উপরে নিয়ে গেছে।এই মুর্খরা তা বুঝবে না।

29/08/2024

আসসালামুয়ালাইকুম

28/08/2024

আওয়ামিলীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। চাঁদাবাজি আর দখলদারিত্বের পুরনো প্যাটার্ন অনুসরণ করলে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হতে সময় লাগবে না।

28/08/2024

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হারুন অর রশীদ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। এর আগে ছিলেন ডিএমপির গোয়েন্দাপ্রধান। গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ছিলেন। চাকরির জীবনে যেখানে হাত দিয়েছেন ‘সোনা’ ফলেছে। তার বিত্তীয় সাফল্য সিনেমার গল্পকেও হার মানায়। সম্পদে সাবেক আইজিপি বেনজীর আহমেদকেও ছাড়িয়ে গেছেন তিনি। রাজধানীর উত্তরা, গাজীপুর, আশুলিয়া ও কক্সবাজারের টেকনাফে অঢেল সম্পদের মালিক তিনি। বেশ কয়েকটি হোটেল ও রিসোর্টের কর্ণধার সাবেক এই ডিবি প্রধান।

28/08/2024

সালমান এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা-‘গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল। তখন হয়নি কেন?’ উত্তরে সালমান বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে ঝুঝাতে পেরেছিলাম যে, আমরা আমেরিকার পক্ষেই আছি।

বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল। না হলে তখনই আমাদের পতন হয়ে যেত।’

27/08/2024

জুনিয়র সাকিব এর বিকাশের টাকা ছিনতাই ‌।পরেরটা ইতিহাস।
#জুনিয়র_সাকিব

🔴 এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে ১. ফ্রি টেলিফোন। ২. ফ্রি ওয়াইফাই।৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস...
27/08/2024

🔴 এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে
১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।
কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পরলো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনার কাহিনী ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।
আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। স্যালুট জানাই ডক্টর মুহম্মদ ইউনুস স্যার।

Address

Kulaura
3100

Alerts

Be the first to know and let us send you an email when Crazy Alal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share