শুভশ্রীতনু পাল

শুভশ্রীতনু পাল ༆᭄̲̲̲̞̎̎͢༊সত্যম শিবম সুন্দরম ༆̲̲̲͢

proud of my religion

জয় শ্রী রাম ����

বৃটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি এমন এক মেয়েকে বিয়ে করছে যে পুরাপুরি শ্বেতাঙ্গ না- মিশ্র রক্ত, বয়সে প্রিন্সের থেকে তিন বছ...
29/05/2024

বৃটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি এমন এক মেয়েকে বিয়ে করছে যে পুরাপুরি শ্বেতাঙ্গ না- মিশ্র রক্ত, বয়সে প্রিন্সের থেকে তিন বছরের বড়, তার আগে একবার বিয়ে হয়ে ডিভোর্সও হইছিলো।
কিন্তু বৃটিশ মিডিয়ার অনেক হাহাকার সত্যেও এসব ব্যাপারগুলো তাদের বিয়েতে কোন বাঁধা হতে পারে নাই কারণ এসব কোনটাই মেয়েটার "দোষ" না, তারা একে অপরকে ভালোবাসে- এটাই বড় কথা!
আর আমাদের দেশের কিছু ছেলেরা নিজেরা যাই হোক আর সারাজীবন যাই করুক বিয়ের সময় এমন মেয়ে খুঁজে যে একই সাথে

১. "ফর্সা"সুন্দরী হতেই হবে😆

২.প্রচন্ড ধার্মিকও হতে হবে😆

৩.উচ্চশিক্ষিত হতে হবে কিন্তু চাকরিও করতে পারবে না😆 আবার টাকা ও ইনকাম করতে হবে :3

৪.মেয়ের এক বস্তা গুন অবশ্যই থাকতে হবে।সেলাই,পার্লার এর কাজ, ননদ দের মেহেদি লাগিয়ে দেয়া বিবিধ।😎

৫.পয়সাওয়ালার লাডলি মেয়ে হতে হবে কিন্তু কামলার মত কাম করতে হবে।

৬.অনেক ভালো ফ্যামিলি থেকে আসতে হবে আবার বিয়ের পর "মজাদার" রান্নাও করতে হবে😆

৭.পান থেকে চুন খসলেই একগাদা কথা হজম করার মত ধৈর্য থাকতে হবে।

৮. এক কথায় মেয়েকে একই সাথে মাদার তেরেসা, সিদ্দিকা কবির, ঐশ্যরিয়া রায় হতে হবে... :D

উনারা কোন হরিদাশ পালের রাজপুত্র সেটা জিজ্ঞেস করবেন না। এতে বদনাম,বেয়াদপি,কলংক ইত্যাদি শব্দ কাধে নিতে হতে হবে।

16/05/2024

আমার একটা বদ অভ্যাস অইলো, একজরাত আমার খুত খুত খরে🙂

ধরো, আমি টান টান খরি বিছনা চাদর বিছাইছি,এরমাঝে কেউ আইয়া বইয়া সামান্য খুচ খরিলিছে, অখন ইখুচ যত সময় আগর লাকান টান টান খরছি না, অত সময় আমার জানো শান্তি ফাইনা। অলা জুতা এখান যদি উল্টাইল থাকে তেও ইকান সুজা না খরা অবধি অশান্তি খরে😕
আলনার সব কাপড় টিকটাক, এরমাঝে কেউ আরকটা কাপড় টানদি নিলে যে একটু আউলে, অখানউ আমার খুত খুত খরে। সারা ঘর হুরিয়া গেছি,এরমাঝে সামান্য পানর ডেংগাও যদি কেউ ফালায়,তাও না হুরলে বুঝি আমার জানর মাঝে অলা অসহ্য লাগে 🙂
আমার এক্সট্রা কুনু কামই নাই,আমি হারাদিন অলা খুত খুত খরতেই থাকি, আর চিল্লাইতে থাকি, কিতা চিল্লাই ইতা খইতাম ফারিনা🙁 হখলে খইন ভালায় খাচরা অইলে হুরবেনে, বেশি আউলিলে টিক খরবে নে, আমিও মনে মনে খই আর ইতা খরতাম নায়, কিন্তু অউ এক কথা আমি জানো শান্তি ফাইনা!একটা জিনিস টিকটাক যেগা থাকি এক ইঞ্চি হরলেই আমার অশান্তি শুরু অইজায়!
ইদানীং আমার গেছে ইটাতো একটা রোগ মনে অইরো🤦‍♀️

#খুব

13/05/2024

Newsfeed দেখে মনে হচ্ছে একমাত্র আমি আমার মা কে ভালোবাসি না।

05/05/2024

দোকানদারে ১১০০কওয়া ফরে আম্মায় ৩০০কইলে আম্মারো শরম করে না, দোকানদারেও শরম পায় না তে আমি অতো শরম পাই কেনে লাগে কফতে তারার কান্দা থাকি হরিয়া আইতাম আর নায় মাটি ফাখ অইযিতো আর আমি হামাইযিতাম😰

ই সাইন্স বুঝলাম না মনো হয় সাইন্স লইয়া ফড়ছি না করি যেরা সাইন্স লইয়া ফড়ছো আমারে বুঝাইয়া দিও😒

#রাণী_এলিজাবেথ👰‍♀️

04/05/2024

মেকাপের বাংলা শব্দ যদি কেউ কোন ছেলে আমাকে জিজ্ঞাসা করে আমি বলবো ঠক -
এজন্যেই বলব একটা এবড়ো থেবড়ো মোটামুটি চেহারার মেয়েকে মেকাপ ঠিকঠাক সুন্দরী বলে রিপ্রেজেন্ট করে ।

মেকাপের কন্টরিং নাকটা সার্প করে ডাবল চেইন লুকায় , চোখের লেন্স চোখটা মায়াবী করে , চোখের ঘন পাপড়ী চোখটাকে প্রশস্ত করে । লিপষ্টিক ঠোঁটেকে আবেদময়ী করে তোলে ।

আমি বলব মেকাপের এই পুরো নাটকটাকে দেখে যদি কোন মেয়েকে কোন পুরুষ পছন্দ করে তাকে , বলবো সে ঠকে যাওয়াকে পছন্দ করলো ।আসলে মেয়েদের প্রেমে পড়তে হয় রান্না ঘরের বাসন মাজা ও কাপড় কাচার পর তার মুখের ঘেমে যাওয়ার লুক দেখে ।মেয়েটির ঘরে ফেরার সময় ক্লান্ত মুখ দেখে ।মেয়ের রেগে যাওয়া চেহারা দেখে । আর মেয়েটির বাচ্চামী স্বভাব দেখে ।

আর মেয়েদের প্রেমে পড়তে হয় তার বিতর্ক করার মানসিকতা দেখে । মেয়েদের প্রেমে পড়তে হয় তার জ্ঞান চর্চার অভ্যাস দেখে । তার হাতে রান্না খেয়ে তার কেয়ার করার অভ্যাস দেখে সে মেয়ের প্রেমের পড়তে হয় তুমুল ভাবে । মেয়েদের প্রেমে পড়তে হয় তার আগলে রাখার মানসিকতা দেখে ।

তারপর যদি সে মেয়েটির মেকাপ করে নিজেকে ফিট ও হিট রাখার ক্ষমতা থাকে ! তা বোনাস তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন টাইপ মেয়ের কোন ছেলে যদি তার প্রেমে পড়ে আর সে ছেলে জীবনেও ঠকবে না ।

-

04/05/2024

"সবাই তো থেকে যায়...
তুমি না হয় চলে যেও প্রিয় !!" 🫠

17/04/2024
17/04/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.



fans
শুভশ্রী পাল তন্নী

17/04/2024

শুভশ্রী পাল তন্নী, Sopen Pall, SP Sudip

আসলেই
17/04/2024

আসলেই

Shout out to my newest followers! Excited to have you onboard! Ablaze Boy Imran, Shuvo Rojot, Shamir Mondol, Dipto Dev, ...
17/04/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Ablaze Boy Imran, Shuvo Rojot, Shamir Mondol, Dipto Dev, Prodip Sing Chotri, Tapas Kumar, Rojot Paul, বিজয় দাস বিজয়, Noyon Das, Sk Biswas, Sopen Pall
fans

14/04/2024

fans শুভশ্রী পাল তন্নী

14/04/2024

শুভশ্রী পাল তন্নী

Address

Kulaura Moulvibazar
Kulaura
3251

Website

Alerts

Be the first to know and let us send you an email when শুভশ্রীতনু পাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শুভশ্রীতনু পাল:

Videos

Share

MGH MUNNA

শুধুমাত্র বিনোদন দেওয়ায় এই পেজের কাজ