Juma Akther 905

Juma Akther 905 "ডুবে গেলে আবার উঠতে হবে সূর্য শিখিয়েছে। "��
(2)

03/04/2024

হে অন্তরসমূহের পরিবর্তনকারী,স্থির রাখুন আমার হৃদয়কে আপনার দ্বীনের উপর আমিন 🤲🖤🌸

27/03/2024

আলহামদুলিল্লাহ
কোন দুআ কবুল হওয়ার জন্য নিয়মিত ধৈর্য ধরে "লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ" পড়ুন।ইনশাআল্লাহ খালি হাতে ফিরবেন না।♥

26/03/2024

যার চরিত্র নিয়ে মহান আল্লাহ তালা প্রসংশা করে ছিলেন।
তিনি হলেন হযরত মুহাম্মদ(সা:)❤️
🥀🙂আলহামদুলিল্লাহ 🙂🥀

--সব চেয়ে কাছের বলতে আমি আল্লাহকেই বুঝি...! 🥀🥰--যাকে সুখে-দুঃখে সব সময় কাছে পাওয়া যায়...। 💖🥰--- ★আলহামদুলিল্লাহ ★--
25/03/2024

--সব চেয়ে কাছের বলতে আমি আল্লাহকেই বুঝি...! 🥀🥰

--যাকে সুখে-দুঃখে সব সময় কাছে পাওয়া যায়...। 💖🥰
--- ★আলহামদুলিল্লাহ ★--

আসসালামু আলাইকুম 🌹💐💐🍁🥀🥀ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেসব জিকিরে আল্লাহতায়ালা সন্তুষ্ট হনজিকির মানে আল্লাহতায়ালার স...
24/03/2024

আসসালামু আলাইকুম 🌹💐💐
🍁🥀🥀ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

যেসব জিকিরে আল্লাহতায়ালা সন্তুষ্ট হন
জিকির মানে আল্লাহতায়ালার স্মরণ। আল্লাহর জিকির সবচেয়ে বড় ও সর্বোত্তম ইবাদত; কেননা, আল্লাহতায়ালার স্মরণই হচ্ছে যাবতীয় ইবাদতের প্রধান ও অন্যতম লক্ষ্য।

এ প্রসঙ্গে আল্লাহতায়ালা কোরআনে কারিমে ইরশাদ করেন, ‘আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা কর আল্লাহ তা জানেন।
’ -সূরা আনকাবুত: ৪৫

পবিত্র কোরআনে কারিমের অন্যত্র আল্লাহতায়ালা আরও ইরশাদ করেন, ‘এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী- এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। ’ -সূরা আহজাব: ৩৫

তাই মুসলমান হিসেবে আমাদের উচিৎ বেশি বেশি আল্লাহতায়ালার জিকির করা।

জিকির বিষয়ে অভিজ্ঞ আলেমরা বলেছেন, নিম্নে উল্লেখিত জিকিরগুলো নিয়মিত আদায় করলে মৃত্যুর পর জান্নাতপ্রাপ্তি ও আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন সহজ হয়।

জিকিরগুলো হলো-
এক. প্রতিদিন ১০০ বার করে ‘সুবহানাল্লাহ’ পাঠ করলে ১ হাজার সওয়াব লেখা হয় এবং ১ হাজার গুনাহ ক্ষমা করা হয়।
-সহিহ মুসলিম: ৪/২০৭৩

দুই. ‘আলহামদুলিল্লাহ’র জিকির মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটা সর্বোত্তম দোয়া। - তিরমিজি: ৫/৪৬২ ও ইবনে মাজা: ২/১২৪৯

তিন. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সর্বোত্তম জিকির। -তিরমিজি: ৫/৪৬২ ও ইবনে মাযা: ২/১২৪৯

চার. ‘সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ; ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার’ এই বাক্যগুলো আল্লাহতায়ালার নিকট অধিক প্রিয় এবং নবী করিম (সা.) বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের তুলনায় আমার নিকট অধিক প্রিয়। -সহিহ মুসলিম: ৩/১৬৮৫ ও ৪/২০৭২

পাঁচ. যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ (সগিরা) গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। -সহিহ বোখারি: ৭/১৬৮

ছয়. নবী করিম (সা.) বলেন, ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লিল আজিম’ এই কালেমাগুলো উচ্চারণে খুব সহজ, মিজানের পাল্লায় ভারী ও দয়াময় আল্লাহতায়ালার নিকট অতি প্রিয় । -সহিহ বোখারি: ৭/১৬৮

সাত. যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিমি ওয়াবিহামদিহি’ পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতি) খেজুর গাছ রোপন করা হবে । -তিরমিজি: ৫/৫১১

আট. নবী করিম (সা.) বলেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ’ হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন। -সহিহ বোখারি: ১১/২১৩

নয়. নবী করিম (সা.) বলেন, ‘সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ’- এই কালেমাগুলো হচ্ছে অবশিষ্ট নেকআমলসমূহ। -আহমাদ: ৫১৩

দশ. হজরত নবী করিম (সা.) বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহতায়ালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন। ইসলামি স্কলারদের অভিমত হলো, ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পাঠ করলেই দরুদ পাঠের বরকত পাওয়া যাবে।

নবী করিম (সা.) আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। -আত-তারগিব ওয়াত তারহিব: ১/২৭৩

ওপরে বর্ণিত ফজিলত ও প্রতিশ্রুত পুরস্কারসমূহ অর্জন করার অভীষ্ট লক্ষ্যে প্রত্যেক মুসলমানের উচিত উল্লেখিত জিকিরসমূহ নিয়মিত আদায় পড়া, আল্লাহ আমাকেসহ সবাইকে বুঝার তৌফিক দান করুণ আমিন 🤲🙂🥀

23/03/2024

কুরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে
🙂সুবহানাল্লাহ 🤲💚🙂

21/03/2024

“কেয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে, তারা হলেন ঐসব ব্যাক্তি, যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করেন”।

____আলহামদুলিল্লাহ!!'

📓[মিশকাতুল-২৩০৮]

19/03/2024

–আল্লাহর উপর বিশ্বাস রাখুন...
হতে পারে এই রমজানেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আর আল্লাহ আপনার দু'আ গুলো কবুল করে নিবে এবং আপনার চাওয়া গুলো পূর্ণতা পাবে..।🌸
___ ইনশাআল্লাহ♥🙂

18/03/2024

যে কেউ আল্লাহকে ভয় করে। আল্লাহ তার জন্য কোন না কোন পথ বের করে দিবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিযিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না।(সুরা তালাক ২,৩)

তাওবা
18/03/2024

তাওবা

18/03/2024

--বিচ্ছেদ হোক পাপের সাথে!
--সম্পর্ক হোক রবের সাথে!

🌺 আমিন 🤲🥀

17/03/2024

আজকে একটা লেখা পড়েছি, "আল্লাহ দিতে দেরিও করেন না, তাড়াতাড়িও করেন না, আল্লাহ সঠিক সময়ে দেন।"

অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাইনা; তখন এই লেখাটা আমাকে প্রচন্ড অনুপ্রেরণা দেয়। আল্লাহ হয়তো একদিন দিবেন। সঠিক সময়েই দিবেন।

ইনশাআল্লাহ!🤍

17/03/2024

❝ জান্নাতে 'রাইয়্যান’ নামক একটি দরজা আছে কিয়ামতের দিন এ দরজা দিয়ে শুধু রোজাপালন কারী জান্নাতে প্রবেশ করবে❞
সুবহানাল্লাহ্ ♥

(মুসলিম ১১৫৮)

(সংগৃহীত)

17/03/2024

আগামী বছর রমজান মাস পাবো কি না জানি না-!
মাবুদগো..!!❤️❤️

এই রমজানের উছিলায় আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন আমিন!!🤲🙂🥀

11/03/2024

আসসালামু আলাইকুম,

বিশ্বের সকল মুসলিম ভাই ও বোনদের জানাই "রমজান মোবারক"। 🌙🖤❤🙂🥀

09/03/2024

রাসূল (সাঃ) বলেছেন-!!
আমি জাহান্নামে মহিলাদের অনেক রকমের আযাব এ ভুগতে দেখেছি!
তার মধ্যে একজনকে চুলের সাথে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে যার মগজ খুলে খুলে ঝরছে
তার পাপ ছিল সে পর পুরুষের সামনে মাথার চুল ঢেকে রাখতো না!!! আস্তাগফিরুলআল্লাহ

(আর কাবায়ের, পৃঃ ১৭৭)

Address

Sylhet
Kulaura

Telephone

+8801747314073

Website

Alerts

Be the first to know and let us send you an email when Juma Akther 905 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share