RT Sowrov

RT Sowrov I'am freelancer at digital marketer. Ken I help you. I'am experts Facebook, canva, etc.

  পূর্বের কন্টেন্ট এ আমরা জেনেছি ফেইসবুক মার্কেটিং কি এবং তার প্রকারভেদ  সম্পর্কে তার মধ্যে একটি ছিল ফ্রি ফেইসবুক মার্কে...
06/09/2024


পূর্বের কন্টেন্ট এ আমরা জেনেছি ফেইসবুক মার্কেটিং কি এবং তার প্রকারভেদ সম্পর্কে তার মধ্যে একটি ছিল ফ্রি ফেইসবুক মার্কেটিং আর এ ফ্রি ফেইসবুক মার্কেটিং এর আরো কিছু আইডিয়া হলো :
◽লাইভ ভিডিও এবং ইভেন্ট তৈরি করা।
◽সার্ভিসের সাথে মানানসই ওয়েবিনার চালু।
◽ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্কিং ইভেন্টে যাওয়া।
◽সোশ্যাল মিডিয়া কন্টেস্ট ও গিভ্যাওয়ের আয়োজন করা
◽কাস্টমার রেফারেল প্রোগ্রাম চালু।

📳মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং? 🤔___এটা কেমনে কিহ_ অললাইনে কাজ করে ইনকাম করা যায়! তাও ফোন দিয়ে, এটা কখনো সম্ভব  আমরা যা মনে ...
24/12/2023

📳মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং? 🤔

___এটা কেমনে কিহ_ অললাইনে কাজ করে ইনকাম করা যায়! তাও ফোন দিয়ে, এটা কখনো সম্ভব আমরা যা মনে করি 🙄

আমার নিজে ফ্রিল্যান্সিং জগৎতে মোবাইল দিয়েই যাত্রাটা শুরু করচি 😐
অবাক হওয়ার কিছুই নাই!

সত্যিই যাত্রাটা শুরু হয়েছিল মোবাইল দিয়ে।

যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন। হয়তো বা এক্ষেত্রে আপনি কিছু সুযোগ সুবিধা কম পাবেন কিন্তু মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করা সম্ভব। এইযে আপনি এখন যে কন্টেন্ট টা পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়। ইনশাআল্লাহ ফোন দিয়ে কাজ করে অফিসের রেফারেন্স এ এমপ্লয় হিসাবে কাজ করতাচি।
_ইনশাআল্লাহ দোয়া করবেন সফলতা আনতে পারি এবং আপনি পারবেন আমার থেকে ভালো করতে যদি আপনি চেষ্টা করেন ??❤️




 #ফাইভারের_নতুন_আপডেটঃ ফাইবার প্রফাইলের ডিসপ্লে নাম পরিবর্তন ।আপনার হয়ত সবাই ইতিমধ্যে ফাইবার প্রোফাইলে আপডেট নোটিফিকেশন ...
05/09/2023

#ফাইভারের_নতুন_আপডেটঃ ফাইবার প্রফাইলের ডিসপ্লে নাম পরিবর্তন ।
আপনার হয়ত সবাই ইতিমধ্যে ফাইবার প্রোফাইলে আপডেট নোটিফিকেশন পেয়ে গেছেন যে, এখন থেকে আপনার প্রফাইলে আপনার নাম ডিসপ্লে করতে হবে। এটা সবার জন্য বাধ্যতামূলক আর এটা সবাইকেই সেটাপ করতে হবে। যারা যারা স্ক্রিনশটের মত নোটিফিকেশন পেয়েছেন, তারা তাতে ক্লিক করে ডিসপ্লে নাম পরিবর্তন করতে পারবেন। এছাড়া আপনি আপনার প্রফাইলে গিয়ে নিচের ছবির মত প্রফাইল পিকচারের নিচে পেন্সিল আইকনে ক্লিক করেও ডিসপ্লে নাম সেটাপ করতে পারবেন।
এখন থেকে আপনার ইউজার নামের পরিবর্তে ডিসপ্লে নাম বায়ারের সামনে আসবে, ফলে আপনার প্রফাইলের গ্রহনযগতা আরো অনেক বেশি বাড়বে। উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন আপনার ইউজার নাম https://www.facebook.com/rt.sowrov.3 বায়ার এই নামেই হয়ত আপনাকে ডাকত। কিন্তু এখন আপনার প্রফাইল নাম হবে MD Abidur Rahan এর সংক্ষিপ্ত রূপ। বায়ার এখন এই নামেই আপনাকে ডাকবে। Fiverr নামের প্রথম অংশ এবং পরের অংশের প্রথম অক্ষর দিয়ে প্রফাইল নাম দিতে রিকমেন্ড করছে। তবে চাইলে আপনি একটু এদিক সেদিক করে সুন্দর করে আপনার প্রফাইল নাম দিতে পারবেন। তবে অবশ্যই তা ফাইভারের রুলসের মধ্যে হতে হবে। বিস্তারিত জানতে প্রথম কমেন্টের লিংক চেক করুন।
তাই দেরি না করে আপনার প্রফাইল নাম কি হবে তা আগে ঠিক করে ফেলুন, এর পরে তা চেঞ্জ করে ফেলুন। আমার মতে এটা ফাইভারের খুব ভাল একটা উদ্যোগ। ইউজার নাম থেকে এখন আমরা নিজ নামে বায়ারের সাথে পরিচিত হব, এতে বায়ারের সাথে আমাদের রিলেশন আরো মজবুত হবে, আমাদের ফাইভার প্রফাইলের গ্রহনযোগ্যতা আরো বাড়বে।
ধন্যবাদ!

Today's the best picture  ❤🥀😍 Beautiful ❤🥀😍 
31/07/2023

Today's the best picture ❤🥀😍
Beautiful ❤🥀😍







- ভাইয়া তোর ফোনে একটা মেয়ে ফোন করছিলো!- তুই আমার ফোন ধরছিলি ক্যান?- টাকার জন্য!- মানে?- মানে, এখন তুই আমাকে ৫শ টাকা দিবি...
31/07/2023

- ভাইয়া তোর ফোনে একটা মেয়ে ফোন করছিলো!
- তুই আমার ফোন ধরছিলি ক্যান?
- টাকার জন্য!
- মানে?
- মানে, এখন তুই আমাকে ৫শ টাকা দিবি! নাহলে আব্বুর কাছে সব বলে দিব!
আমি রাগে বললাম, "যাহ্ যাহ্... যা বলার বলে দে.."
--- আব্বুওও......!
- এইইই দাঁড়া বোন।
- তাহলে টাকা দাও....!
- তিন'শ দিই?
- ভাইয়া...!
- কি?
- তুমি এতো কিপটা কেন? নিজের বোনকেই তো দিচ্ছো, তাই না?
- ওরে আমার আদরিরে।
মানছুরাকে টাকা দিয়ে বাসা থেকে বের হচ্ছি! এমন সময় মুনালিশা ফোন দিয়ে বলে উঠলো, - "রিফাত তোমার বোন এমন কেন?"
আমি অবাক হয়ে বললাম, - কেমন?
--- "সরকার গরিবের ব্যবসাতেও ট্যাক্স বসায় আর তোমার বোন আমাদের প্রেমে!"
আমি পুনরায় অবাক হলাম!!!
মুনালিশা বললো, - "মানছুরা বলেছে, প্রেম করতে হলে প্রতিমাসে তাকে ২হাজার টাকা করে ভ্যাট দিতে হবে!"
-
-
আমার বোন 'মানছুরা' অত্যান্ত ভালো একটি মেয়ে। তাকে আমি কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি। তার লেখাপড়া আর টিউশ ফি সব আমরাই দেই। কিন্তু ও অতিরিক্ত এতো টাকা দিয়ে কি করে...!
প্রতিমাসে ও আমার থেকেই প্রায় ৩/৪ হাজার টাকা চেয়ে নেয়।
ভাবনার পরিশেষে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল মানছুরা কলেজের ক্লাস শেষে টাকা নিয়ে কোথায় যায় সেটা আমি লক্ষ করবো অর্থাৎ লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করবো।
দুপুর ১টা ৩০মিনিট। আমি এক ফ্রেন্ডের মোটর বাইক নিয়ে মানছুরার কলেজ গেটের সামনে চলে গেলাম। দেখি আমার বোন একটা অটোতে উঠে কোথায় জানি যাচ্ছে। পিছন পিছন আমিও গেলাম।
কিছুক্ষন যাওয়ার পর দেখলাম, মানছুরা অটো থেকে নেমে একটা স্কুলগেটের ভিতরে ডুকলো। ১০মিনিট পর সেই স্কুলগেট থেকে বের হয়ে ৮বৎসর বয়সী ২টা পিচ্চি মানছুরাকে বিদায় জানাচ্ছে। তারা দুইজনেই আমার বোনটিকে জড়িয়ে ধরেছিলো।
মানছুরা চলে যাওয়ার পর আমি তড়িঘড়ি করে পিচ্চি দুটির সামনে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম, - "এইমাত্র যে মেয়েটি তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সে তোমাদের কি হয়?"
মেয়েটি বললো, - বোন!
আরেকজনকে জিজ্ঞেস করলাম, - "তাকে কিভাবে চিনো?"
ছেলেটি বলতে লাগলো, - "আমাদের মা মরে যাওয়ার পর আমরা কিছু খেতে পাইতাম না। দুই ভাইবোন মিলে স্টেশনে, বাজারে মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাইতাম। একদিন মানছুরা আপুর কাছে খাবার চাওয়ার পর উনি আমাদের সম্পর্কে সব জানলেন এবং এই স্কুলে (হাতে দেখিয়ে) ভর্তি করিয়ে দিলেন! এখন আমরা এই স্কুলের হোস্টেলেই থাকি আর পড়াশোনা করি। মানছুরা আপু প্রতিমাসে এসে আমাদের আদর করে, স্কুলের বেতন আর খাওয়ার বিল দিয়ে যায়।
এই আপুই আমাদের মা বাবা। আমাদের সব।
কিন্তু আপনি কে?
- আমি তোমাদের এই আপুটির হতভাগা ভাই।
বাসায় এসে মানছুরাকে ডাক দিলাম।
- মানছুরা.......!
- বল ভাইয়া।
- তোর পালিত পিচ্চি দুটির মতো আমাকে একটু জড়িয়ে ধরবি বোন?
আমার চোখে জল আর আমার বোনের মুখে অশ্রুসিক্ত মৃদ্যুহাসি!
এরই নাম মায়ের জাতি

গল্পঃ আর্দশ বোন!!

যারা এখনো আমার পেজে ফলো না করে গল্প পড়ছেন তারা এখনোই আমার পেজে ফলো করে রাখুন🥀❤️

_amin🥀❤️
31/07/2023

_amin🥀❤️

হিরো_আলম পরিচিতিআশরাফুল আলম জন্ম ২০ জানুয়ারী ১৯৮৫, হিরো_আলম তার ইউটিউব চ্যানেলের 1.5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়ে...
30/07/2023

হিরো_আলম

পরিচিতি
আশরাফুল আলম জন্ম ২০ জানুয়ারী ১৯৮৫, হিরো_আলম তার ইউটিউব চ্যানেলের 1.5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

হিরো_আলমের_কমতি হিরো আলম দেখতে হিরোদের সুদর্শন নন,তেমন শিক্ষিত নন,গানের কন্ঠ সুন্দর না, উচ্চারন সঠিক নয়,অভিনয় ভালো না,আরো এমন কমতি আছে হিরো আলমের।

শিক্ষনীয়_বিষয়
হিরো আলমের এতো কমতি থাকার পরেও চোখ ভরা স্বপ্ন ও বুক ভরা সাহস নিয়ে,জীবনে তিনি যা হতে চেয়েছেন বুক চিতিয়ে সেই "স্বপ্ন" সবার সামনে বলেছেন স্বপ্নকে বাস্তব করার জন্য প্রাণপন চেষ্ঠা করে যাচ্ছেন। হিরো আলম এতো কমতি থাকার পরেও যদি সে তার স্বপ্ন পূরনের পথে এগিয়ে যেতে পারে তাহলে আপনি আমি পারবো না কেনো?
একবার চিন্তা করে দেখেন।

যে যাই বলুক,হিরো আলমের এই তীব্র ইচ্ছা শক্তিকে সম্মান করা তার এই ইচ্ছা শক্তি থেকে অনেক কিছু শিখার আছে🥀❤️

 ুরুষের_আত্মকাহিনী #       ছেলেরা মাসে ১০,০০০ টাকা বেতনেও চাকরি করে!      বাবা ও মায়ের ওষুধের জন্য ১০০০ টাকা,বউয়ের জন্...
27/07/2023

ুরুষের_আত্মকাহিনী #

ছেলেরা মাসে ১০,০০০ টাকা বেতনেও চাকরি করে!
বাবা ও মায়ের ওষুধের জন্য ১০০০ টাকা,
বউয়ের জন্য ১০০০ টাকা,
ফ্যামিলি চালানোর জন্য ৬৫০০ টাকা,
ছেলেমেয়ের জন্য ১০০০ টাকা খরচ করেও
দিব্যি ৫০০ টাকায় মাস চালিয়ে নিতে জানে।

মাসে ১০,০০০ টাকা মাইনের ছেলেটা বেতন পেয়ে! বউয়ের কাছে বলতে জানে " ওগো তোমার জন্য
কী আনবো ?
সামান্য বেতন পাওয়া, যে ছেলেটা নিজের পুরনো জুতো বদলাবে ঠিক করেছে , সেই ছেলেটাই মার্কেটে গিয়ে বউ আর ছেলেমেয়ের জন্য জুতো কিনে নিজের ছেঁড়াজুতো সেলাই করে মাসের-পর-মাস পড়তে জানে।
উপোস পেটে কাজে গিয়ে মাকে বলতে জানে আমি
মাছ দিয়ে ভাত খেয়েছি তোমরা খেয়েছো তো ?
১০৩ ডিগ্রি জ্বর নিয়ে কাজে গিয়ে বাবাকে বলে,
" আমি অনেক ভালো আছি।" তোমরা ভালো আছো তো ?
নিজের পকেট ফাঁকা জেনেও বউকে বলে, "একটু
ধৈর্য ধরো সামনের মাসে তোমার জন্য একটা শাড়ি কিনে আনবো।"
ছেলেরা এমনই অনেক অনেক কিছু জানে
সকালবেলা লোকাল বাসে বা ট্রেনে ঝুলে অফিসে যেতে জানে।
লেট হলে বসের ঝাড়ি খেতে জানে। ৭ টার অফিস রাত 10 টা পর্যন্ত করতে জানে।
অফিস থেকে ফিরতে লেট হলে বউয়ের কাছে জবাব দিতে জানে।
অটো ভাড়া বাচিয়ে হেঁটে হেঁটে বাড়ী আসার পথে ছেলেমেয়ের জন্য ব‌ই কিনতেও জানে।

শুধু জানে না প্রকাশ্য চোখের জল ফেলতে।

াম_পুরুষ .. . ...............

জান্নাতের সবচেয়ে নিকট বর্তী আমল হচ্ছে নামাজ(সহীহ মুসলিম --২৬৩)হে আল্লাহ আমাদের সবাই কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান ...
27/07/2023

জান্নাতের সবচেয়ে নিকট বর্তী আমল হচ্ছে নামাজ
(সহীহ মুসলিম --২৬৩)

হে আল্লাহ আমাদের সবাই কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন
আমিন 🤲🤲

__কি ভাবছো ?__ হেরে গেছো ? _মিথ্যা অপবাদের কারণে সবাই তোমাকে নিয়ে হাসছে ! _নামাজ পড়, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা...
26/07/2023

__কি ভাবছো ?
__ হেরে গেছো ?
_মিথ্যা অপবাদের কারণে সবাই তোমাকে নিয়ে হাসছে !
_নামাজ পড়, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো !
_শেষ হাসিটা তুমিই হাসবে!
_ ইনশাআল্লাহ! 🥀🖤

স্যার একটা কথা কমু?-কি বল?-আইজ আমারে সাড়ে ১২ টায় ছুটি দেবেন?-কেন? কি করবি?-বাসায় গিয়া ভাত খামু। পেটে খুব ক্ষিধা।-কেন ...
26/07/2023

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সাড়ে ১২ টায় ছুটি দেবেন?
-কেন? কি করবি?
-বাসায় গিয়া ভাত খামু। পেটে খুব ক্ষিধা।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বী না।
-কেন?
-তরকারি নাই। আর লবণ দিয়া ভাত খাইতে পারি না।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মায় কইছে স্কুল ছুটির পর গেলে কচু রাইন্ধা রাখবে। হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।
মায় খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?

হ্যাঁ যাব। যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।

তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে।

এমন অনেক বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার! সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ গুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন?? তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই।

ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ কিরণমালা,
কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা
দেন। তখন বলি-ভাংতি নাই। মাফ কর।

গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনিজ এ অনেক-ই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না অথচ গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন। তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না।

ঐ গরীব লোক গুলোর অপরাধ কি?

অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।

আসুন আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এদের পাশে দাড়াই। আমাদের টাকা থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি।

আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন।

__Hello     কি Canva দিয়ে কি করা যায়।  Canva হলো এমন একটা ওয়েবসাইট, যেখানে আপনি আপনার মতো করে লোগো তৈরি করতে পারবেন। সো...
26/07/2023

__Hello

কি
Canva দিয়ে কি করা যায়।
Canva হলো এমন একটা ওয়েবসাইট, যেখানে আপনি আপনার মতো করে লোগো তৈরি করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে যতরকম ব্যানার লগো লাগে ইত্যাদি, তৈরি করতে পারব।
Canva design holo... Facebook pick setup, Facebook cover piic setup..... যেকোনো Web site logo..... YouTube channel pick setup YouTube cover pick setup... Karo lagle.. Construct number.....
what's up : 01924896621....
Page :-https://www.facebook.com/profile.php?id=100094605412789&mibextid=ZbWKwL..............

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when RT Sowrov posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share