Limon Mahmud

Limon Mahmud সুন্দর আচরণও আপনার এক প্রকার সঞ্চয়।
যা কখনও কখনও অর্থের চেয়েও বেশি উপকারে আসে...
(12)

13/10/2024

আমার বলতে কিছু পাইলাম না, না কেউ আমার হইলো, না আমি কারোর হইলাম🥀🥀

নৌকাতে পাল নাইগরুটানা হাল নাই খড়ে ছাউয়া চাল নাই, নাই আজ হারিকেন ও নাই কেরোসিন সবকিছু যেন আজ হাওয়ায় বিলীন।মাটে-ঘাটে খ...
12/10/2024

নৌকাতে পাল নাই
গরুটানা হাল নাই
খড়ে ছাউয়া চাল নাই,
নাই আজ হারিকেন ও নাই কেরোসিন
সবকিছু যেন আজ হাওয়ায় বিলীন।

মাটে-ঘাটে খেলা নাই
বৈশাখী মেলা নাই
ঠেলা গাড়ি ঠেলা নাই
নেই সেই চির চেনা জারি সারি গান
এই কথা মনে হলে কেঁদে ওঠে প্রাণ ।

কাঠের ঐ ঢেঁকি নাই
চিঠি লেখা-লেখি নাই
আধুলি ও সিকি নাই
নেই সেই রুমাল আর নেই কারুকাজ
হারানোর শোকে তাই চোখে জল আজ।

রাতে বর যাওয়া নেই
পাটি পেতে খাওয়া নেই
বিয়ে গীত গাওয়া নাই
নেই মাটি কলস আর নেই তার জল
সে ব্যথায় চোখ দুটি করে টলমল।

শিয়ালের ডাক নাই
শকুনের ঝাঁক নাই
হুক্কা তামাক নাই
নাই সেই গরুগাড়ি লাঙ্গল আর মই
মন বলে আহা সব কই গেল কই!

মাটির ঐ হাড়ি নাই
বেয়ারিংয়ের গাড়ি নাই
নন্দিনি শাড়ি নাই
নাই সেই স্মৃতি মাখা ইকোনো কলম
ভাবতেই হায় হায় যায় যায় দম ।

কূপের ঐ পানি নাই
কুলুদের ঘানি নাই
সেই মেজবানি নাই
পাটের ঐ শিকাটা ও নাই আজকাল
"নাই "ঝড়ে জীবন আজ বড় নাজেহাল।

কবাডি হাডুডু নাই
কুতকুত ও লুডু নাই
ভিউকার্ডে ফটো নাই
নাই সেই জলে ভাসা কসকো সাবান
মনে হলে বুকে বাজে বিরহের গান ।

লোকে লোকে মিল নাই
বিল যেন বিল নাই
পাটা আর শীল নাই
চুড়ি আর ফিতা দিয়ে নাই সেই সাজ
নাই নাই করে শেষ আগের সমাজ।

নাই নাই
ফেরদৌস আহমেদ

12/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

বাবার স্মৃতি -ফেরদৌস আহমেদ বাবা নেই নেই তারে হারানোর ভীতিআছে শুধু ব্যাথা ভরা তার কিছু স্মৃতি।দিন নেই রাত নেই স্মৃতিরা তা...
11/10/2024

বাবার স্মৃতি
-ফেরদৌস আহমেদ

বাবা নেই নেই তারে হারানোর ভীতি
আছে শুধু ব্যাথা ভরা তার কিছু স্মৃতি।

দিন নেই রাত নেই স্মৃতিরা তাহার
আসে যায় তুলে দেয় বুকে হাহাকার।

স্মৃতি হয়ে চোখে এসে সেই চেনা মুখ
বেদনার জলে ভরে দিয়ে যায় চোখ।

হাতে নিলে রেখে যাওয়া তার বইটাকে
বই থেকে তার ঘ্রান লাগে এসে নাকে।

কোলে চড়ে বড় হওয়া সে কোলের ঘ্রাণে
ব্যথা ভরা শিহরণ জেগে ওঠে প্রাণে।

রেখে যাওয়া বাবার ঐ চশমার কাঁচে
তাকালেই দেখি যেন বাবা চেয়ে আছে।

আচমকা হারানো সে প্রিয় মুখ দেখে
আখি জল রোধ করি দুই হাতে ঢেকে।

তটিনির ঘাটে কভু স্নান দিতে গেলে
ভেসে উঠে সেই মুখ তটিনির জলে।

চেয়ে দেখি বাবা নেই চারদিক খালি
কিনারায় বসে কাঁদি আমি আর বালি।

হাল দিতে ক্ষেতে নেই বল*দ আর গা*ই
হালে ওরা হাঁটে না কো বাবা নেই তাই।

আলে বসে কাঁদি আমি ছেড়ে দিয়ে হাল
চোখ মুছে দিতে ওরা চাটে মোর গাল।

হাঁচি দিলে শুনি যেন বলে কেউ ডাকি
কাছে আয় ,দেখি খোকা জ্বর হলো না কি?

পিছু ফিরে চেয়ে দেখি কোথা নেই কেহ
শূন্যতা শিহরণে কেঁপে উঠে দেহ।

#বাবা #বাবারস্মৃতি #বাবাছেলে

11/10/2024

কিশোরগঞ্জের পাগলা মসজিদে জুম্মার নামাজে হাজার হাজার মানুষের উপস্থিতি 🤲❤️

11/10/2024

জুম্মা মোবারক

ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জ

11/10/2024

তুই ছাড়া সবই অন্ধকার, তুই ছাড়া সবই অর্থহীন, তুই ছাড়া জীবন বাচেঁ শুধু, শূন্য এক প্রান্তহীন

স্বাধীন বাংলাদেশের প্রথম (১৯৭২) এক টাকার কাগজি মুদ্রা, আজই প্রথম দেখলাম। আগে কে কে দেখছেন???
10/10/2024

স্বাধীন বাংলাদেশের প্রথম (১৯৭২) এক টাকার কাগজি মুদ্রা, আজই প্রথম দেখলাম।
আগে কে কে দেখছেন???

09/10/2024

08/10/2024
08/10/2024

সম্মান দিলে সম্মান মেলে কষ্ট দিলেই কষ্ট।

কইরে আমার ছোট্ট বেলার    হারিয়ে যাওয়া সুখ,আয়রে তোরে জ*ড়িয়ে ধ*রে        ঠান্ডা করি বুক।কইরে আমার রঙিন সুতা    কাটের ...
06/10/2024

কইরে আমার ছোট্ট বেলার
হারিয়ে যাওয়া সুখ,
আয়রে তোরে জ*ড়িয়ে ধ*রে
ঠান্ডা করি বুক।

কইরে আমার রঙিন সুতা
কাটের নাটাই কই!
কইরে ঘুড়ি আয়রে তোদের
একটু হাতে লই।

ছোট্ট বেলার সাধের লাটিম
কোথায় গেলি বল!
আয়রে কাছে দে মুছে দে
স্মৃতির নোনাজল।

পুতুল খেলার সঙ্গীরা সব
কোথায় গেলি ভাই!
চড়ুইভাতি রান্না করে
আয়রে সবাই খাই।

কোথায় আমার ঝড়ের দিনের
কুড়িয়ে খাওয়া আম
আয়না তোদের একটু কুড়াই
বৃষ্টিরা কই নাম।

কোথায় আমার বাঁশের ধনুক
পাটের শোলার তীর,
আয়রে তোদের একটু ছুড়ে
মনটা করি স্থির।

আমার শখের ছাগল ছানা
সুন্দরী তুই কই,
আয়রে তোরে চরাই মাঠে
একটু রাখাল হই।

কাঁঠাল খেজুর সিমের বিচি
কোথায় তোরা গেলি
আয়না কাছে তোদের দিয়ে
জোড় না বেজোড় খেলি।

কোথায় আমার খড়কুটাতে
পুটলি বাঁধা বল
আয়রে তোরে একটু খেলি
চলরে মাঠে চল।

ছোট্ট বেলার বড়শি সুতা
কোথায় গেলি ভাই
চল না স্মৃতির পানান বিলে
মাছ ধরিতে যাই।

কোথায় আমার ছোট্ট সোনা
ময়না পাখির ছা
ফড়িং ধরতে আয় না রে যাই
দুরের কোন গাঁ।

কইরে আমার আমন ক্ষেতের
পোকায় কাটা ধান
আয়রে তোরে আঁচল ভরে
কুড়িয়ে জুরাই প্রাণ।

তিন বেয়ারিং এর কাঠের গাড়ি
কোথায় গেলি তুই
আয়না তোরে একটুখানি
হৃদয় দিয়ে ছুঁই।

ছোট্ট বেলার নাটাই ঘুড়ি
লাটিম পুতুল বল
দেখনা চেয়ে কেমনে আমার
ঝরছে আঁখি জল।

যেদিন তোদের ছেড়ে এলাম
শূন্য করে বুক
সেদিন থেকে আর কোনদিন
শুকায়নি দুই চোখ।

উঠতে কাঁদি বসতে কাঁদি
কাঁদছি অনর্গল
তোদের মত আসে না কেউ
মুছতে আঁখি জল।

এ সংসারের সবাই পাষাণ
পাষান এ সংসার
এদের দহন এদের পিড়ন
সয়না প্রাণে আর।

ছোট্ট বেলার দিনগুলি মোর
ধরছি তোদের পা
আবার তোরা তোদের কাছে
আমায় নিয়ে যা।

ছেড়ে দে সেই নাটাই ঘুড়ি
বল পুতুলের ভিড়ে
বাকি জীবন থাকব সেথায়
আসব না আর ফিরে।

শিরোনাম :-শৈশব স্মৃতি
লেখায়:- ফেরদৌস আহমেদ।
বই :-কালের চিত্র
ছবি-সংগৃহীত

আলহামদুলিল্লাহ
05/10/2024

আলহামদুলিল্লাহ

ইচ্ছে করে হারিয়ে যাই আবার ছেলেবেলাতেআবার গিয়ে মেতে উঠি ছোট্টবেলার খেলাতে।ইচ্ছে করে আবার আমি গাঙ্গে গিয়ে নৌকাবাইহারিয়...
03/10/2024

ইচ্ছে করে হারিয়ে যাই আবার ছেলেবেলাতে
আবার গিয়ে মেতে উঠি ছোট্টবেলার খেলাতে।

ইচ্ছে করে আবার আমি গাঙ্গে গিয়ে নৌকাবাই
হারিয়ে যাওয়া পুতুলটারে আবার এনে বউ সাজাই।

সাত সকালে সবাই মিলে আবার গিয়ে ফুল তুলি
ফাঁদ পাতিয়া ধরি বনের ময়না টিয়া বুলবুলি।

ইচ্ছে করে আবার গিয়ে ঘুড়ির সুতায় ধার লাগাই
ইচ্ছে করে আবার গিয়ে বৃষ্টি ভিজে আম কুড়াই।

ইচ্ছে করে আবার গিয়ে সবাই মিলে স্কুল পালাই
আবার গিয়ে কঞ্চি দিয়ে লাঙ্গল জোয়ান মই বানাই।

ইচ্ছে করে গাড়ি বানাই তাল সুপারির ডাল দিয়ে
পুতুল খেলার ঘর বাঁধি সেই কলাপাতার চাল দিয়ে।

ইচ্ছে করে আবার গিয়ে শাপলা তুলি দল বেঁধে
সবাই মিলে নাচি পায়ে শাপলা ডাটার মল বেঁধে।

ইচ্ছে করে গাঙ্গে আবার বড়শি ফেলি জালটানি
ইচ্ছে করে মায়ের মধুর সেই বকা সেই গাল শুনি।

আজকে আমি হারিয়ে যাব সেই সে মধুর শৈশবে
আর কে যাবি আমার সাথে আয় রে তোরা আয় সবে।

স্মৃতির কান্না
ফেরদৌস আহাম্মদ

কোথায় গেলো সোনার সময় সোনার মানুষ কই!কোথায় গেলো লাঙ্গল জোয়াল কোথায় গেল মই?কোথায় গেলো গ*রুর গাড়ি কোথায় গ*রুর হাল?ক...
03/10/2024

কোথায় গেলো সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেলো লাঙ্গল জোয়াল কোথায় গেল মই?
কোথায় গেলো গ*রুর গাড়ি কোথায় গ*রুর হাল?
কোথায় গেলো রংবেরঙের ডিঙি নায়ের পাল?

কোথায় গেলো মাটির কলস সেই কলসীর জল,
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেলো বল?

শকু*নরা সব কোথায় গেলো কোথায় গেলো কা'ক?
কোথায় গেল শি*য়াল মামার হুক্কাহুয়া ডাক?

কোথায় গেলো শিল আর পাটা পাটার বাটা ঝাল,
কোথায় গেলো কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল?

কোথায় গেলো পালকি চলার হুনহুনাহুন সুর,
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর!

কোথায় গেলো রাত্রি জেগে চিঠি লেখার দিন,
কোথায় গেলো হারিকেন আর কোথায় কেরোসিন?

কোথায় গেলো গ*রুর টানা আঁখ মা'রানোর কল,
কোথায় গেলো গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেলো ভাই?
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।

কোথায় গেলো কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ,
কোথায় গেলো হাত রুমালের সুতার কারুকাজ?

কোথায় গেলো মাটির কূপের মিষ্টি স্বাদের জল,
কোথায় গেলো ডাল মা'রানোর শিলার যাঁতাকল?

কোথায় গেলো ক*লুর ব*লদ বন্ধ যাহার চোখ,
কোথায় গেলো হুক্কা তামাক হুক্কা টানার লোক।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্য'থা পাই,
যখন দেখি কোরআন শিখার মকতবও আর নাই।

হারানো দিনের স্মৃতি
কবি ফেরদৌস আহমেদ
ছবি :-সংগৃহীত।

03/10/2024

দীর্ঘ রাত ঘুমিয়ে
সুন্দর একটি সকাল পেয়েছেন এর জন্য
আলহামদুলিল্লাহ 🥀🌸

"মোদের দেশে রাখালের চলবহুত আগেই শেষ,আমার গাঁয়ে আজো পাবেরাখাল রাজার বেশ।গরুর গাড়ির পথচারীযদিও আর নাই,রাখাল বেশে সোনার দেশ...
30/09/2024

"মোদের দেশে রাখালের চল
বহুত আগেই শেষ,
আমার গাঁয়ে আজো পাবে
রাখাল রাজার বেশ।

গরুর গাড়ির পথচারী
যদিও আর নাই,
রাখাল বেশে সোনার দেশে
অতীত খুঁজে পাই।

সকাল হলে একক দলে
ছুটছে ভেড়ার পা*ল,
ফিরবে ঘরে দিনের পরে
যখন সন্ধ্যাকাল।

বড্ড আপন দিবস যাপন
আমার সোনার গাঁয়,
রংপুর থেকে লালমনিতে
মধ্য গোপালরায়।

কাকিনা তে জন্ম আমার
নয়াদিঘীর পাড়,
সাক্ষাৎ করে যেতেই পারো
ইচ্ছে আছে যার।

বিল দেখাবো চিল দেখাবো
দেখবে খোলা মাঠ,
ইচ্ছে হলে নাইতে যেও
নয়াদিঘীর ঘাট।

দিঘীর পাড়ে বাঁশের ঝাড়ে
আমার ছোট্ট ডেরা,
তাঁরই পাশে নিত্য আসে
মেহের মামার ভেড়া।

আমার গাঁয়ে
আমি,আব্দুল কুদ্দুস রবি

কত কিছু হারিয়ে গেল যুগের তালে তালেএসব কথা মনে হলে চোখ ভরে যায় জলে।মক্তবটা কে শেষ করিল সকাল বেলার স্কুলবিভিন্ন স্টাইল ক...
29/09/2024

কত কিছু হারিয়ে গেল যুগের তালে তালে
এসব কথা মনে হলে চোখ ভরে যায় জলে।

মক্তবটা কে শেষ করিল সকাল বেলার স্কুল
বিভিন্ন স্টাইল কাইড়া নিলো ছেলে মেয়ের চুল।

ঘরের শান্তি নষ্ট করলো অবৈধ প্রেম প্রীতি
লজ্জা শরম পুইড়া খাইলো পশ্চিমা সংস্কৃতি।

খাবারের স্বাদ পরল চাপা ফরমালিনের তলে
খাঁটি দুধের স্বাদটা চুষে খাইলো মরার জলে।

ফ্রী ফায়ার আর পাবজি মিলে দিছে এমন ঠেলা
হারিয়ে গেছে নাটাই ঘুড়ি মাঠের খেলাধুলা।

মোবাইল ফোনে কাইড়া নিলো লোকের হাতের বই
কলের লাঙ্গল ধ্বংস করলো লাঙ্গল জোয়াল মই।

উন্নত জাত কাইড়া নিল লাল চালের সেই ধান
ডিসকো ডিজে খাইলো গিলে মুর্শিদি বাউল গান।

ভিন্ন ভাষা বাংলাটারে করছে এমন জব্দ
তাদের চাপে মইরা গেল বাংলার অনেক শব্দ।

দালানকোঠা খাইলো দেশের খড়ের মায়া নীড়
ঈমান খাইল দলাদলি কইরা আলেম পীর।

গাঁয়ের লোকের শহুরে ভাব খাইলো পাড়া গাঁ
মানবতা খাইলো যে কে পাই না খুঁজে তা।

মেয়ে লোকের চাকরি খেলো শিশুর মুখের দুধ
গরিবদেরকে খাইলো চুষে পাপিষ্ঠ ঘুষ সুদ।

স্টার জলসা হাট বাজারে নিল ঘরের বিবি
গায়ের লোকের আড্ডা নিলো টং দোকানে টিভি।

যৌতুক এসে কাইড়া নিলো হাজার নারীর বর
বৃদ্ধাশ্রম টা ভেঙ্গে দিলো মুরুব্বীদের ঘর।

যান্ত্রিকতা সমাজটারে করছে এমন ভাই
সমাজের আর কোন কিছুই আগের মত নাই।

এ কাল সে কাল
-ফেরদৌস আহমেদ

#কবিতা

27/09/2024

বিদ্যুৎ বিলের কারচুপি বন্ধ করতে হবে, ৫০, ৭৫, ১০০, ৫০০ ইউনিট হলেও প্রতি ইউনিটের দাম সমান করতে হবে, সবার সার্থে পোস্টটি করুন।

কত কিছু হারিয়ে গেল যুগের তালে তালেএসব কথা মনে হলে চোখ ভরে যায় জলে।মক্তবটা কে শেষ করিল সকাল বেলার স্কুলবিভিন্ন স্টাইল ক...
27/09/2024

কত কিছু হারিয়ে গেল যুগের তালে তালে
এসব কথা মনে হলে চোখ ভরে যায় জলে।

মক্তবটা কে শেষ করিল সকাল বেলার স্কুল
বিভিন্ন স্টাইল কাইড়া নিলো ছেলে মেয়ের চুল।

ঘরের শান্তি নষ্ট করলো অবৈধ প্রেম প্রীতি
লজ্জা শরম পুইড়া খাইলো পশ্চিমা সংস্কৃতি।

খাবারের স্বাদ পরল চাপা ফরমালিনের তলে
খাঁটি দুধের স্বাদটা চুষে খাইলো মরার জলে।

ফ্রী ফায়ার আর পাবজি মিলে দিছে এমন ঠেলা
হারিয়ে গেছে নাটাই ঘুড়ি মাঠের খেলাধুলা।

মোবাইল ফোনে কাইড়া নিলো লোকের হাতের বই
কলের লাঙ্গল ধ্বংস করলো লাঙ্গল জোয়াল মই।

উন্নত জাত কাইড়া নিল লাল চালের সেই ধান
ডিসকো ডিজে খাইলো গিলে মুর্শিদি বাউল গান।

ভিন্ন ভাষা বাংলাটারে করছে এমন জব্দ
তাদের চাপে মইরা গেল বাংলার অনেক শব্দ।

দালানকোঠা খাইলো দেশের খড়ের মায়া নীড়
ঈমান খাইল দলাদলি কইরা আলেম পীর।

গাঁয়ের লোকের শহুরে ভাব খাইলো পাড়া গাঁ
মানবতা খাইলো যে কে পাই না খুঁজে তা।

মেয়ে লোকের চাকরি খেলো শিশুর মুখের দুধ
গরিবদেরকে খাইলো চুষে পাপিষ্ঠ ঘুষ সুদ।

স্টার জলসা হাট বাজারে নিল ঘরের বিবি
গায়ের লোকের আড্ডা নিলো টং দোকানে টিভি।

যৌতুক এসে কাইড়া নিলো হাজার নারীর বর
বৃদ্ধাশ্রম টা ভেঙ্গে দিলো মুরুব্বীদের ঘর।

যান্ত্রিকতা সমাজটারে করছে এমন ভাই
সমাজের আর কোন কিছুই আগের মত নাই।

এ কাল সে কাল
ফেরদৌস আহমেদ

বালিখোলা,করিমগঞ্জ, কিশোরগঞ্জছবি: ২৪-০৯-২০২০ ইং তারিখে তোলা।
26/09/2024

বালিখোলা,করিমগঞ্জ, কিশোরগঞ্জ
ছবি: ২৪-০৯-২০২০ ইং তারিখে তোলা।

আমি নাহয় সব দ'হনে এমনি করে জ্ব'লবো গো,মনের যতো ক'ষ্ট শত প্রভুর কাছে বলবো তো!অকারণেই তোমরা যারা দিচ্ছো শুধু লা'ঞ্ছ'না,অব...
25/09/2024

আমি নাহয় সব দ'হনে এমনি করে জ্ব'লবো গো,
মনের যতো ক'ষ্ট শত প্রভুর কাছে বলবো তো!
অকারণেই তোমরা যারা দিচ্ছো শুধু লা'ঞ্ছ'না,
অবলীলায় হয়তো তাতে রবের হুকুম মানছো না!

ক্ষমতা আর স্বার্থ লাভে করেছো যার মানহা'নি,
এই ক্ষমতা করবে কভু শত জ্বা'লার আমদানি!
মা'জ'লুমেরা আ'ঘা'ত সয়ে করলে কভু প্রার্থনা,
মাথায় রেখো সে ফরিয়াদ প্রভুর কাছে ব্য'র্থ না!

বিশ্বাসটা অগাধ বলে প্র'তা'র'ণায় পু'ড়'ছি তো,
প্র'তা'র'ণার দাগা বুকেই মুচকি হেসে ঘুরছিও!
মনে আমার তবুও ভাই এক সিন্ধু আনন্দ,
"ঠ'কাইনি তো কাউকে কভু" এ খুশিটাই অনন্ত!

উপায় হারা হবে যখন বাধ্য হয়ে ঠ'কে যাও,
আপনজনের ধোঁ'কার জ্বা'লা অশ্রুভেজা চোখে নাও!
অকারণেই কাউকে কভু রেখো না ভাই যা'ত'নায়,
হৃদয় ভরে রেখো কেবল সবার শুভ কামনায়!

এ জীবনের আয়ুর শেষে পরকালের ময়দানে,
সবার আগে শা'স্তি পাবে হক কাড়ে যে শ'য়'তানে!
হাজার ব্য'থা সামলে নেবো কাউকে ক্ষ'তো করবো না,
এমন কেহ রয়েছেন কী জগৎ ছেড়ে ম'রবো না?

হয়তো আমি এই জগতে অমর হয়ে থাকবো না,
বিদায় কালে কারোর মনে ক্ষো'ভের জ্বা'লা রাখবো না!
মানুষ যারা কথায় কাজে লোকের ক্ষ'তি ভাবেন না,
মনে রাখুন, কর্মে যেন জ'ন্তু হয়ে যাবেন না!

লু'কিয়ে রাখা ব্য'থা
আব্দুল কুদ্দুস রবি

Address

Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when Limon Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Limon Mahmud:

Videos

Share