Iqbal Hasan

Iqbal Hasan ভরসা শুধু আল্লাহর উপর

03/04/2024

নগ্নতা ছিল আল্লাহ তায়ালার পক্ষ থেকে মানুষের উপর আজাব।
আর তারা এটাকে বলে,
স্বাধীনতা

16/11/2023

দুনিয়ার আলো দেখার পূর্বে মাতৃগর্ভের আঁধারে যিনি আপনার জিম্মাদার ছিলেন। দুনিয়ার মায়া কাটিয়ে অন্ধকার কবরে শায়িত হলেও আপনার রক্ষক হিসেবে তিনিই থাকবেন। ব্যাস আপনি শুধু এই চোখ ধাঁধানো আলোকিত দুনিয়ায় একনিষ্ঠ ভাবে তাঁর হয়ে যান।
আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠতে পারলে দুনিয়া ও আখিরাতে আমাদের কোনো কিছুর অভাব হবেনা।ইন শা আল্লাহ

07/03/2023

মনের কল্পনা আর চোখের জিনা যদি প্রকাশ পেত ; তবে হয়তো বোঝা যেত-
মানুষ হিসেবে আমরা কতটা নিকৃষ্ট!

~আদিব সালেহ

07/03/2023

Clean your heart with Istighfar.
~ Astagfirullah
ইস্তিগফারের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করুন।
~ আস্তাগফিরুল্লাহ

22/12/2022

তোমারা শুক্রবারকে ভয় করো।

কারণ কোনো এক শুক্রবারে কিয়ামত হবে।

–হযরত মুহাম্মদ(সাঃ)

28/10/2022

সবার শেষ ঠিকানা হোক জান্নাত🖤

28/10/2022

__হালাল অল্প হলেও সুন্দর...🌻

Send a message to learn more

28/10/2022

সবচেয়ে বোকা প্রাণী হলো মানুষ, দুনিয়া এক মিছেমায়া তারপর ও আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি

28/10/2022

- নামায পড়তেই থাকুন!!🥰🤲🏻
- হতা'শ হবেন না, বিশ্বাস রাখুন, আল্লাহ্ এক সময় সব ক'ষ্ট দূর করে দিবেন!❤️

- ইনশাআল্লাহ🌼

ভোগের স্থান জান্নাত, দুনিয়া নয়। -হাসান আল বাসরী রহঃ
16/10/2022

ভোগের স্থান জান্নাত, দুনিয়া নয়।
-হাসান আল বাসরী রহঃ

একদিন নবি করিম সাঃ সাহাবিদের সামনে বললেন, নিঃসঙ্গ একাকী মানুষগুলো এগিয়ে গেলো। সাহাবিগণ প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাঃ...
14/10/2022

একদিন নবি করিম সাঃ সাহাবিদের সামনে বললেন, নিঃসঙ্গ একাকী মানুষগুলো এগিয়ে গেলো। সাহাবিগণ প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাঃ! একাকী মানুষ কারা? তিনি বলেন, আল্লাহর বেশি বেশি যিকরকারীগণ।
-মুসলিম, আস-সহিহঃ ৪/২০৬২

তুমি ভরসা করো আল্লাহর উপর কর্ম সম্পাদনে আল্লাহ`ই যথেষ্ট। -সূরা আল-আহযাব, আয়াতঃ ০৩
14/10/2022

তুমি ভরসা করো আল্লাহর উপর কর্ম সম্পাদনে আল্লাহ`ই যথেষ্ট।
-সূরা আল-আহযাব, আয়াতঃ ০৩

আল্লাহ আমার রবএই রবই আমার সব
14/10/2022

আল্লাহ আমার রব
এই রবই আমার সব

যে ব্যক্তি তার নিজের দোষ-ত্রুটিগুলো দেখতে পায়না সে একটা বোকা। — ইয়াস বিন মুয়াবিয়াহ
14/10/2022

যে ব্যক্তি তার নিজের দোষ-ত্রুটিগুলো দেখতে পায়না
সে একটা বোকা।
— ইয়াস বিন মুয়াবিয়াহ

পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।— হযরত আলী (রাঃ)
13/10/2022

পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।
— হযরত আলী (রাঃ)

"চোখের যেনা"🙂🌸বর্তমানে চোখের যেনার নতুন নাম করণ করা হয়েছে "ক্রাশ"(নাউজুবিল্লা)।চোখের যেনা সব থেকে বড় যেনা।😢একবার যদি অনি...
09/10/2022

"চোখের যেনা"🙂🌸

বর্তমানে চোখের যেনার নতুন নাম করণ করা হয়েছে "ক্রাশ"(নাউজুবিল্লা)।

চোখের যেনা সব থেকে বড় যেনা।😢

একবার যদি অনিচ্ছাকৃতভাবে কারো দিকে নজর পরে যায় তাহলে সে গুণাহ্ ক্ষমা করা হবে,কিন্তু ২য় বার আবার যদি ইচ্ছাকৃতভাবে নজর দেয়া হয় সেটা হয়ে যাবে চোখের যেনা।🙂

★ইবান বুরাইদা ( রাঃ) হতে বর্ণিত।হয়রত আলী (রাঃ)কে নবীজি করিম (সাঃ)বলেছেন, ‘হে আলী! (হঠাৎ) দৃষ্টি পড়ে যাওয়ার পর আবার দ্বিতীয়বার তাকিয়ো না। কারণ, (হঠাৎ অনিচ্ছাকৃত পড়ে যাওয়া) প্রথম দৃষ্টি তোমাকে ক্ষমা করা হবে, কিন্তু দ্বিতীয় দৃষ্টি ক্ষমা করা হবে না। (তিরমিজি: ২৭৭৭)

একবার নিচের এই ছবিটির জায়গায় নিজেকে কল্পনা করে দেখুনতো,একটু ভয় অনুভব কি হচ্ছে না??

আচ্ছা কল্পনা করতে যদি না পারেন তাহলে একটি পিন নিয়ে হাতে একটু গুতো দিয়ে দেখুন তো কেমন ব্যাথা অনুভব হয়,তারপর এই ছবিটায় নিজেকে কল্পনা করে দেখুন।

আসলে ছবিটাতো মানুষের তৈরি মানুষের ধারণা কিন্তু চোখের যিনার শাস্তি যে এর থেকেও কত বেশি ভয়ঙ্কর তা আমাদের মত মানুষের চিন্তার ও বাহিরে।

★আর চোখের যিনা যে কত নিকৃষ্ট কত ঘৃণীত তা যদি আমরা বুঝতাম তাহলে হয়তো কখনো কোনো পর-পুরুষ বা পর-নারীর দিকে আমরা চোখ তুলেও তাকাতাম না।

আমরা এতোটাই নিচে নেমে গিয়েছে যে আমরা এখন এই চোখের যিনাকেও হালাল বানিয়ে ফেলার চেষ্টা করছি আর তাই এখন এর নতুন নাম করণ করে ফেলেছি "ক্রাশ"(নাউজুবিল্লাহ)।

বর্তমানে তরুন-তরুণীদের মুখের বুলি হয়ে গেছে অমুক সেলিব্রিটি আমার ক্রাস অমুক ছেলে বা মেয়ে আমার ক্রাস,কথাগুলো এখন আমাদের জন্য খুবই স্বাভাবিক হয়ে গেছে।
আর খুব স্বাভাবিক ভাবেই আমরা আল্লাহর বলা হারাম কে হালাল ভেবে মেনে নিচ্ছি ;
কিভাবে আমরা আল্লাহ্‌র এতটা অবাধ্য হতে পারছি??

সবশেষে কি তার কাছেই আমাদের ফিরে যেতে হবেনা?

তখন কি জবাব দিবো আল্লাহর কাছে?কি নিয়ে দাঁড়াবো তার সামনে?
একবারও কি এটা ভেবে দেখেছি??

চোখ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অন্যান্য নেয়ামতে মধ্যে একটি।আমরা কি আল্লাহর নেয়ামত সঠিক ব্যবহার করছি?

সবশেষে বলবো আল্লাহ আমাদের সবাইকে সঠিক টা বুঝার তৌফিক দান করুক,শয়তানের এসব ধোঁকা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক আমিন ❤️

03/10/2022

ইসলামে মূর্তিপূজা এক ভয়ঙ্কর অপরাধ৷ অতএব কোন মুসলমান পূজাকে "উইশ" করতে পারেনা৷
পূজায় শুভেচ্ছা জানানো হারাম,স্পষ্ট কুফুরী৷

27/09/2022

I've just reached 600 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

26/09/2022



- 📖 𝐀𝐥-Q𝐮𝐫𝐚𝐧 📖

🦋◎⃝- পুরো মুসলিম জাতির অক্সিজেন'!!-🌸✨🖤

রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে (অশালীন ভাষায়) সম্বোধন করে, তখন তারা...
06/09/2022

রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে (অশালীন ভাষায়) সম্বোধন করে, তখন তারা বলে, ‘সালাম’। আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে। (সূরা ফুরকান : ৬৩-৬৪)


06/09/2022

বেপর্দা কোনো ছবিতে "মাশা আল্লাহ" শব্দটা লিখবেন না! কারণ "মাশা আল্লাহ" শব্দের অর্থ আল্লাহ যেমন চেয়েছেন! আর একটা বেপর্দা ছবিতে 'মাশা আল্লাহ' লিখে কি বুঝাতে চান!! যে আল্লাহ চেয়েছেন মেয়েটা বেপর্দা ভাবে চলুক! (নাউজুবিল্লাহ)

হে আমাদের রব! আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ ক্ষমা করো এবং আমাদেরকে আগুনের আজাব থেকে বাঁচাও। (সূরা আলে ইমরান : ১৬)
04/09/2022

হে আমাদের রব! আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ ক্ষমা করো এবং আমাদেরকে আগুনের আজাব থেকে বাঁচাও। (সূরা আলে ইমরান : ১৬)


 #আসতাগফিরুল্লাহ😭😭এসব মনে পড়লে খুব বেশিই ভয় লাগে।কিয়ামতের মাঠে যখন নিজের অঙ্গ গুলো এভাবেইনিজের বিরুদ্ধে সাক্ষী দিবে ; اَ...
04/09/2022

#আসতাগফিরুল্লাহ😭😭
এসব মনে পড়লে খুব বেশিই ভয় লাগে।
কিয়ামতের মাঠে যখন নিজের অঙ্গ গুলো এভাবেই
নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে ;
اَلۡیَوۡمَ نَخۡتِمُ عَلٰۤی اَفۡوَاہِہِمۡ وَتُکَلِّمُنَاۤ اَیۡدِیۡہِمۡ وَتَشۡہَدُ اَرۡجُلُہُمۡ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ
"আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দেব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে এবং তোমাদের পা, তোমাদের কৃতকর্মের সাক্ষী দিবে।"
(সূরা ইয়াসিন, আয়াত নং-৬৫)

আল্লাহ তাআলা আমাদেরকে এসব অঙ্গ-প্রত্যঙ্গের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন…
-আমিন!!!

মুমিন তো ঐসব লোক, যারা বলে, হে আমাদের রব! আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে আগুনের আজাব থেকে বাঁচাও। এস...
03/09/2022

মুমিন তো ঐসব লোক, যারা বলে, হে আমাদের রব! আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে আগুনের আজাব থেকে বাঁচাও। এসব লোক ধৈর্যশীল, সত্যপন্থী, অনুগত, দানশীল ও শেষরাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনাকারী। (সূরা আলে ইমরান : ১৬-১৭)

03/09/2022

মুমিন তো ঐসব লোক, যারা বলে, হে আমাদের রব! আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে আগুনের আজাব থেকে বাঁচাও। এসব লোক ধৈর্যশীল, সত্যপন্থী, অনুগত, দানশীল ও শেষরাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনাকারী। (সূরা আলে ইমরান : ১৬-১৭)


03/09/2022

আমি বোরকা পড়ি বা টপস এন্ড জিন্স পড়ি আমার হাজবেন্ড আমাকে কখনোই কিছু বলে না! ও আমার কিংবা আমি ওর ব্যক্তিগত পছন্দে কখনোই ইন্টারফেয়ার করি না! আমরা দুনিয়ার সবচেয়ে Understanding, Perfect, Happy Couple. 🥀

Sorry To Say,
আপনার এবং আপনার হাজবেন্ড এর মতো বলদ দুনিয়াতে আর একটাও নাই রে বোইন!
ইচ্ছা মতো জামাকাপড় পড়ার রাইট থাকলেই যদি দুনিয়ার সবচেয়ে Happy Understanding Couple হওয়া যাইতো, তাহলে Western Country গুলোতে জীবনেও কোনো ডিভোর্স হইতো নাহ!

আপনি পর্দা করতেছেন না এটার জন্য যেমন আপনি শাস্তি পাবেন, তেমনি এই ব্যপারে যে So Called ফ্রিডম আপনাকে আপনার হাজবেন্ড দিচ্ছে তিনিও তার জন্য শাস্তি পাবেন!
এমন হাজবেন্ড কে ইসলামে "দাইয়ুস" বলে!

আর নবীজি বলে গেছেন, "দাইয়ুস কখনো জান্নাতে যাবে না!"

So, Just grow Up.

(আজাইরা Facebook Writer এর ননসেন্স টাইপের পোস্ট পড়ে Perfect Couple এর এসব ফালতু Standard নিয়ে Fantasy করা বাদ দেন!)
©️

তোমার প্রতি যে কিতাব ওহি করা হয়েছে, তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত ...
30/08/2022

তোমার প্রতি যে কিতাব ওহি করা হয়েছে, তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন।
(সূরা আনকাবুত : ৪৫)


👉 দাড়ি রাখার উপকারিতাঃ-১/ ✓দাড়ি রাখলে আল্লাহ ও তার রাসুল(সঃ) খুশি হন।২/✓ দাড়ি রাখার দ্বারা সকল নবীগনের সাদৃশ্য গ্রহণ করা...
29/08/2022

👉 দাড়ি রাখার উপকারিতাঃ-

১/ ✓দাড়ি রাখলে আল্লাহ ও তার রাসুল(সঃ) খুশি হন।
২/✓ দাড়ি রাখার দ্বারা সকল নবীগনের সাদৃশ্য গ্রহণ করা হয়।
৩/✓ দাড়ি রাখলে নবীজির শাফায়াত লাভ হবে।
৪/ ✓দাড়ি রাখলে কবরের আজাব মাফ হবে।
৫/✓ দাড়ি রাখলে প্রতি মানুষের ধারণা ভালো থেকে এবং সে মানুষের দোয়া পায়।
৬/✓ অপরিচিত স্থানে দাড়িওয়ালা মুসলমান মার গেলে,মুসলমান চিনার জন্য উলঙ্গ করে খাতনা দেখতে হয়না।
৭/.✓ দাড়িতে চেহারার সৌন্দর্য্য বাড়ে।
৮/.✓ কিয়ামতের অন্ধকারের মুমিনের দাড়ি নূরে পরিণত হবে।
৯/✓.ঈমান- আমল ঠিক থাকলে দাড়িওয়ালা ব্যক্তি ও ওলির সাথে সূক্ষৎ ও হাশর হবে।
১০/.✓ দাড়ি রাখলে অনেক পাপ থেকে বেঁচে থাকা যায়।
১১/.✓ দাড়ি ইসলামী সভ্যতার অন্যতম প্রতীক।
১২/.✓ দাড়ি রাখলে মুনকার-নাকীরের সুয়াওল জাওয়াব সহজ হয়।
১৩/.✓ লম্বা দাড়ি স্বাস্হের ক্ষতিরর জীবানু
গুলোকে গলা ও সিনাতে পোঁছতে দেয় না।
১৪/.✓ দাড়ি গলাকে শীত ও গরমের বিরুপ প্রতিক্রিয়া থেকে মুক্ত রাকে।
১৫/.✓ দাড়ি উস্তিত্ব যৌন শক্তিকে বৃদ্ধি করে যা ডাক্তার দ্বারা প্রমাণিত।
১৬/.✓ দাড়ি রাখলে পাইরিয়ার মত মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
১৭/.✓ দাড়ি রাখলে সেভ কারার অনর্থক সময় ও অর্থ অপচয় থেকে বাঁচা যায়।
১৮/.✓ দাড়ি দ্বারা গুণাহে জারিয়া থেকে রক্ষা পাওয়া যায়।
১৯/.✓ দাড়ি রাখার দ্বারা শারিরীক সৌন্দর্য বৃদ্ধি পায়।
২০/.✓ দাড়িতে ক্ষুর বা ব্লেড লাগালে চোখের,রগের উপর আঘাত লাগে ফলে চোখের জ্যেতি কমে যায় এবং মুখের চামড়া শক্ত হয়ে যায়। তাই দাড়ি রাখলে এই ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

∆বুখারি ১৩৫৬.
∆মুসলিম ২২৪২ ∆নাসাঈ ৩৫৪

আল্লাহ পাক সকল পুরুষ মুসলমান ভাই কে দাড়ি রাখার তৌফিক দান করুন আমিন।
✍️✍️✍️✍️

Address

Kishoreganj

Telephone

+8801302420762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqbal Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies



You may also like