Rajib's Reverb

Rajib's Reverb I am a video creator.I can recreate the most remarkable incidents of your life.please do the follow my page.

09/03/2024

দেশীয় পণ্য ব্যাবহার করুন ভারতীয় পন্য বর্জন করুন আপনিও বাঁচবেন দেশও বাঁচবে।
ভারতীয় কিছু পণ্যেরর তালিকা:
১. রূপচাঁদা সয়াবিন তেল ( Adani গ্রুপের পণ্য এটি)
২. Lucy Olive Oil
৩.Meizan সয়াবিন তেল
৪. Fortune Oil
৫. King Sunflower Oil
বিকল্প:
১. তীর সয়াবিন তেল
২. Ambassador Olive Oil
৩. Imperial Olive Oil
৪.Olitalia Olive Oil
এখানে আরও ২৬ টিরও বেশি ভারতীয় পণ্যের তালিকা এখানে দেওয়া হয়েছে।কারও PDf/Word ফাইল লাগলে বলতে পারেন।
(1) Dabur
(2) Vatika
(3) Himaloya
4) Veet
(5) Indian Colgate
(6) Meswak Tooth paste
(7) zatak perfume
(😎 Set Wet perfume
(9) Nataraj Pencil
(10) Asian Paints
(11) Fevicol
(12) Raymond
(13) Amul
(14) Ultra tech cement
(15) Perfect Plus cement
(16) Ujala
(17) Saffola Gold Oil
(18) Dala Vanaspati
(19) Parachute Coconut oil
(20) Hero Bike ,Cycle
(21) Hawkins pressure cooker, Prestige Pressure cooker
(22) Kurkure Chips, Lays Chips
(23) Indian Sharee, Dress etc
(24) Sun Pharma Medicine
(25) Indian Tv, Youtube Chanel,Fb Page
(26) ভরতীয় পেঁয়াজ,রসুন

পোস্টটির গায়ে চাপ দিয়ে ধরে কপি করে আপনার আইডিতে পোস্ট করুন গ্রুপে পোস্ট করুন ছড়িয়ে দেন সর্বত্র।

24/02/2024

সাকিবের মেয়ের সাথে তামিমের ছেলের বিয়ে দিয়ে দুজনকে বেয়াই বানিয়ে আত্মীয়তার সম্পর্ক করে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে দেওয়া হোক, ঘটক রাখা হোক:- মেহেদী হাসান মিরাজ কে! 😍

বানীতে: একজন ক্রিকেট ভক্ত!

15/02/2024

The sinner will suffer in the long run.

07/02/2024

Follow to Follow

06/02/2024

পাখিদের কোনো ধরনের খাবার দেয়ার চেষ্টা করবেন না।
#সেন্টমার্টিন #কক্সবাজার

03/02/2024

GOOD NIGHT

03/02/2024

ক্ষমা করা শক্তিশালী মানুষের পরিচয়

03/02/2024

আলহামদুলিল্লাহ

Messi.....
30/01/2024

Messi.....

30/01/2024

"এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি"
__রবি ঠাকুর

জুতার দাম জিগাইয়া যেন জুতার বারি। #ভাভাগো ভাভা
26/01/2024

জুতার দাম জিগাইয়া যেন জুতার বারি।
#ভাভাগো ভাভা

26/01/2024

26/01/2024

আসসালামু আলাইকুম
সবাইকে জুমা মোবারক

25/01/2024

Follow to follow

 #ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কি যুদ্ধে মোড় নেবে?বিশ্ব যখন ইসরায়েল-গাজা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তপ্ত,...
19/01/2024

#ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কি যুদ্ধে মোড় নেবে?

বিশ্ব যখন ইসরায়েল-গাজা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তপ্ত, এইসময় নতুন করেন ইরান-পাকিস্তান দ্বন্দ্বের সূত্রপাত ঘটে মঙ্গলবার, অর্থাৎ ১৬ই জানুয়ারি।

সেদিন রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী এক শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। সেই হামলায় পাকিস্তানে দুই শিশুর মৃত্যু এবং তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

ইরানের দাবি, পাকিস্তান ভিত্তিক সুন্নি জঙ্গি গোষ্ঠী জাইশ আল-আদলকে লক্ষ্য করেই তারা এই হামলা চালিয়েছে। এই গোষ্ঠীটি পাকিস্তান-ইরান সীমান্তে সক্রিয়, যারা সবসময় ইরানের সরকারের বিরোধিতা করে।

এখানে, ‘জাইশ আল-আদল’ অর্থ হচ্ছে ‘ন্যায়বিচার ও সমতার পক্ষে যোদ্ধা’। এরা নিজেদেরকে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ‘সুন্নি অধিকার রক্ষক’ হিসেবে বর্ণনা করে থাকে
এই নিয়ে গত কিছুদিনের মধ্যে তৃতীয় দেশ হিসেবে ইরানের হামলার শিকার হলো পাকিস্তান। এর আগে ইরান সোমবার ইরাকে ইসরাইলি 'গোয়েন্দা সংস্থার দপ্তর' ও সিরিয়ায় আইএস এর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

তবে ঐ হামলার দু’দিন পর, অর্থাৎ গত ১৮ই জানুয়ারি নিজেদের ভূ-খণ্ডে ইরানের হামলার বিপরীতে দেশটিতে 'প্রতিশোধমূলক' পাল্টা রকেট ও ড্রোন হামলা হামলা চালিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটি।

কার কেমন সামরিক শক্তি?

এই দুই দেশের সীমান্তে বহু বছর ধরে এই ধরনের সংঘাতের ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বের এমন উত্তাল অবস্থার মাঝে এরা নিজেদের মাঝে আবার কোনও যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা।

আর যদি এরা নিজদের মাঝে যুদ্ধ বাঁধিয়ে দেয়ও, সেক্ষেত্রে সামরিক শক্তির দিক থেকে কোন দেশ কতটা এগিয়ে?

পশ্চিমা বিশ্ব মনে করে, সামরিক শক্তির দিক দিয়ে ইরান অনেক এগিয়ে। এমনকি, দেশটির যুদ্ধ সরঞ্জাম চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ও ব্যবহার করা হচ্ছে বলে তাদের ধারণা।

এদিকে, গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৪ সালের সর্বশেষ হিসেব অনুযায়ী, সামরিক শক্তির দিক থেকে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে পাকিস্তানের স্থান নবম। অন্যদিকে, ইরানের অবস্থান ১৪তম।

৬০টির বেশি উপাদান নিয়ে এই তালিকাটি তৈরি করা হয়েছে। এতে ভৌগোলিক, অর্থনৈতিক, স্থানীয় শিল্প, প্রাকৃতিক সম্পদ, কর্মক্ষমতা এবং প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের দেশের মর্যাদার বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়েছে।
সৈন্য সংখ্যা
সৈন্য সংখ্যার দিক থেকে ইরানের চেয়ে অনেক বেশি এগিয়ে পাকিস্তান।

পাকিস্তানে সামরিক বাহিনীর সর্বমোট সদস্য হলো ১৭ লাখ। এর মাঝে সক্রিয় সেনা সদস্য সাড়ে ছয় লাখ এবং রিজার্ভে আছে সাড়ে পাঁচ লাখ। এছাড়া আধা-সামরিক বাহিনীর সদস্য আছে পাঁচ লাখ।

অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর সদস্য হচ্ছে প্রায় ১২ লাখ। এর মাঝে সক্রিয় আছে ছয় লাখ ১০ হাজার এবং রিজার্ভে আছে প্রায় সাড়ে তিন লাখ। আধা-সামরিক বাহিনীর সদস্য দুই লাখের বেশি ।

ইরান ও পাকিস্তান, এই দুই দেশের প্রতিরক্ষা বাজেটে বড় পার্থক্য রয়েছে। ইরানের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের চেয়ে বেশি।

ইরানের প্রতিরক্ষা বাজেট ৯৯৫ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ডলার। এই র‍্যাংকিংয়ের দেশগুলোর মাঝে দেশটি ৩৩তম অবস্থানে রয়েছে।

অন্যদিকে, জনসংখ্যার দিক থেকে প্রথম সারির হলেও পাকিস্তানের প্রতিরক্ষায় বরাদ্দ রয়েছে ৬৩৪ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ৬৮৯ ডলার। এক্ষেত্রে দেশটির অবস্থান ৪৭তম।

#যুদ্ধ বিমানের সংখ্যা

ইরানের মোট সামরিক বিমান রয়েছে ৫৫১টি, আর পাকিস্তানের রয়েছে এক হাজার ৪৩৪টি বিমান।

কিন্তু এসবের মধ্যে শুধু যু্দ্ধবিমান ইরানের রয়েছে ১৮৬টি। অন্যদিকে পাকিস্তানের আছে ৩৮৭টি।

ইরানের আক্রমণকারী বা অ্যাটাকিং বিমান রয়েছে ২৩টি। অন্যদিকে, পাকিস্তানের আছে ৯০টি।

তবে পরিবহনের জন্য ইরানের বিমান সংখ্যা বেশি। তাদের রয়েছে ৮৬টি বিমান। কিন্তু পাকিস্তানের আছে ৬০টি।

#হেলিকপ্টার

দুই দেশের সামরিক বাহিনীর কাছেই সাধারণ হেলিকপ্টার রয়েছে। এর মাঝে ইরানের আছে ১২৯টি। কিন্তু পাকিস্তানের কাছে তিনগুণ বেশি, অর্থাৎ ৩৫২টি বিমান রয়েছে।

আক্রমণকারী বা অ্যাটাকিং হেলিকপ্টারের দিক থেকেও পিছিয়ে ইরান। ইরানের মোট আক্রমণকারী হেলিকপ্টার রয়েছে ১৩টি, যেখানে পাকিস্তানের আছে ৫৭টি।
ট্যাংক ও সাঁজোয়া যান
পাকিস্তানের মোট ট্যাংকের সংখ্যা ৩ হাজার ৭৪২টিচ। ইরানের রয়েছে এক হাজার ৯৯৬টি। এরকম বাহন ইরানের রয়েছে ৬৫ হাজার ৭৬৫টি, আর পাকিস্তানের ৫০ হাজার ৫২৩টি।

#আর্টিলারি

গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় স্বয়ংক্রিয় অস্ত্রের দিক বিবেচনায় পাকিস্তান অনেকটা এগিয়ে।

ইরানের সেলফ-প্রোপেলড আর্টিলারি আছে ৫৮০টি, পাকিস্তানের ৭৫২টি। ইরানের টাওড আর্টিলারি (টেনে নিয়ে যাওয়ার কামান) আছে দুই হাজার ৫০টি, পাকিস্তানের তিন হাজার ২৩৮টি।

তবে ইরানের রকেট আর্টিলারি আছে ৭৭৫ টি থাকলেও পাকিস্তানের আছে মাত্র ৬০২টি।
নৌবাহিনীর সরঞ্জাম
ইরানের নৌবাহিনীর কাছে মোট ১০১টি যুদ্ধযান রয়েছে। আর, পাকিস্তানের আছে ১১৪টি।

ইরানের ফ্রিগেট (দ্রুতগামী মাঝারি যুদ্ধজাহাজ) রয়েছে সাতটি, পাকিস্তানের নয়টি।

ইরানের কর্ভেট (ছোট আকারের যুদ্ধজাহাজ) আছে তিনটি, পাকিস্তানের সাতটি।

ইরানের সাবমেরিন বা ডুবোজাহাজ আছে ১৯টি, কিন্তু পাকিস্তানের আছে আটটি।

ইরানের প্যাট্রোল নৌযান (টহল জাহাজ) আছে ২১টি, পাকিস্তানের আছে ৬৯টি।

ইরানের কোনও ডেস্ট্রয়ার না থাকলেও পাকিস্তানের দুইটি ডেস্ট্রয়ার রয়েছে।

ইরানের মাইন যুদ্ধজাহাজ রয়েছে একটি, পাকিস্তানের আছে তিনটি।

এসব যুদ্ধযানের মধ্যে ইরান ও পাকিস্তান, কারও কোনও বিমানবাহী রণতরী নেই।

গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স অনুযায়ী, সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, ও ইতালি।

#পারমাণবিক শক্তি কার আছে?

সুইডেন-ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)'র সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় ১২ হাজার ৫১২টি পারমাণবিক অস্ত্র আছে।
দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল।

এই তালিকায় পাকিস্তানের নাম থাকলেও ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিলো না।

কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবী করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে।

এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরণের অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি।

সামরিক বিশ্লেষকরা অবশ্য বলে থাকেন যে পারমাণবিক অস্ত্র যুদ্ধের ক্ষেত্রে অনেকটা ডেটেরেন্ট বা নিবৃত্তকরণের উপাদান হিসেবে কাজ করে, কারণ শেষ বিচারে এ ধরণের অস্ত্র কেউ ব্যবহার করতে চাইবে না।
সূত্র: #বিবিসি বাংলা

17/01/2024


ব্যাক টু ব্যাক ✅
সবাই সবার পাশে থাকলে ১০/২০ K হওয়া কোন ব্যাপার না ✅

13/01/2024

"If there is no opposition,
there is no democracy "
-Ivor Jennings

01/01/2024

বিপদের চূড়ান্ত পর্যায়ে আসে আল্লাহর সাহায্য!

(সূরা ইউসুফ:১১০)

কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো,তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃ/ত্যুর চেয়ে কঠিন মনে হবে।- হূমায়ুন ফরিদী
31/12/2023

কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো,
তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃ/ত্যুর চেয়ে কঠিন মনে হবে।

- হূমায়ুন ফরিদী

31/12/2023

ডিপজল-দিলদারের সিনেমায় গান গাওয়া নিয়ে যা বললেন আগুন

31/12/2023

সুবাহানাল্লাহঃ জাপানের গ্রামে মফস্বলে 'মসজিদ'

30/12/2023

বেকার বলে আমার বউ কে দিয়ে বুয়াগিরি করাচ্ছো তোমরা

30/12/2023

টাকা ছাড়া জীবন ভয়ংকর অসুন্দর ! শুধু টাকার কাছে হেরে যায় সকালের রাজসিক ঘুম, বিকেলের মাঠে খেলা, প্রিয় মানুষের বিয়ে, বন্ধুত্বের আবদার, বাবার চিকিৎসা, মায়ের ছেড়া শাড়ি, নিজের শখ- আহ্লাদ। ভালো থাকার স্বপ্ন। টাকা জীবন নয়। তবে টাকা ছাড়া একটা জীবন ভয়ংকর অসুন্দর, অপ্রাপ্তির, অসহায়ত্বের, দীর্ঘস্বাস লুকিয়ে বেঁচে থাকার !

লেখা- মেহেদী হাসান শুভ্র

স্কুলের বন্ধুদের সাথে যদি এখনো আপনার কথা হয় , তাহলে আপনার শৈশব অনেক ভালো ছিলো।এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।©️ ...
29/12/2023

স্কুলের বন্ধুদের সাথে যদি এখনো আপনার কথা হয় , তাহলে আপনার শৈশব অনেক ভালো ছিলো।

এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

©️ Rifat

29/12/2023

একটা বস্তা টাকা দাও....

28/12/2023

লাখ টাকা কামানো শিখাচ্ছেন মাহি...

28/12/2023

কু'য়াতে ফাইসা গেছে মতি মিয়াঁ আর ফুলি 😂 মতি মিয়ার মনে বেজায় দুঃখ😂😂

নাটক -আজ রবিবার (হুমায়ূন আহমেদ )

Address

Bajitpur
Kishoreganj
2337

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajib's Reverb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies