Sarif Talk

Sarif Talk Digital creator

অনেকেই মনে করছেন ড. ইউনুস এখনো গ্রামীণ ব্যাংকের মালিক এবং একারনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেউ কেউ আবার এটা ভাবছেন যে এই ...
12/10/2024

অনেকেই মনে করছেন ড. ইউনুস এখনো গ্রামীণ ব্যাংকের মালিক এবং একারনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেউ কেউ আবার এটা ভাবছেন যে এই সিদ্ধান্তের ফলে ড. ইউনুস প্রচুর ধান্ধাবাজি করে মালকড়ি কামাবেন 😁 অথচ, আসল ব্যাপারটা কিন্তু অনেকেই ইচ্ছেকৃত ওভারলুক করছেন। তারা ঠিকই জানেন গ্রামীণ ব্যাংক এখন কোন ব্যাক্তির মালিকানাধীন প্রাইভেট প্রতিষ্ঠান নয়, এটা রাস্ট্রের স্বায়ত্তশাসিত বিশেষায়িত আর্থিক প্রতিষ্টান। এসব সিদ্ধান্তে কারোই ব্যাক্তিগতভাবে লাভবান হওয়ার ন্যুনতম কোন সুযোগ নেই।

📌তুমি পাহাড়ি, তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পার, চাকরি করতে পার, পড়ালেখা করতে পার। তাহলে সমতলের, আমি কেন তোমা...
25/09/2024

📌তুমি পাহাড়ি,
তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পার, চাকরি করতে পার, পড়ালেখা করতে পার।
তাহলে সমতলের,
আমি কেন তোমার পাহাড়ে ঘুরতে গেলে আর্মির পাহারা লাগে? আমি কেন সেখানে ইচ্ছেমতো ঘুরতে পারিনা? আমি কেন পার্বত্য চট্টগ্রামে যেতে হলে বারোইয়ারহাটে অনেক বাস একসাথে হয়ে বিজিবির কর্ডনে যেতে হয়? তাও আবার বিকেলের মধ্যেই আমাকে ঢুকতে হবে!!
তুমি পাহাড়ি, কিন্ত তুমি এদেশের যেকোন জায়গায় থাকতে পার, বাড়ি করতে পার।
কিন্ত আমার পাহাড়ে থাকার অধিকার কেন তুমি মানো না??🤔

একটা মেসের সদস্য সংখ্যা ৩০ । শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হবে, বানানো হবে বললে আসলে ভুল হবে উনি নিজেই ম্যান...
25/09/2024

একটা মেসের সদস্য সংখ্যা ৩০ । শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হবে, বানানো হবে বললে আসলে ভুল হবে উনি নিজেই ম্যানেজারের পদ সিস্টেমে দখল নিলেন । পদটা তো আর মাগনা না, বেতন আছে,আলাদা রুম আছে, সাথে অন্যান্য সুযোগ সুবিধা ।

মাসে মাসে সবাই যে টাকা পয়সা দেয়, সেই অনুপাতে বাজার সদাই করা হয়, ইন্টারনেট বিল , বিদ্যুৎ বিল,বাবুর্চি বিল প্রভৃতি দেয়া হয়। ওমা কিছু দিন পর দেখি ম্যানেজার বলা শুরু করছে, আমি তোমাদের খাওয়াই, দাওয়াই। বেশী তেরি বেরি করলে খাওন বন্ধ করে দিবো, বিদ্যুৎ, পানি বন্ধ করে দিবো। যাই হোক শেষ মেশ বিক্ষুব্ধ মেসের সদস্যদের দৌড়ানি খেয়ে ম্যানেজার হোস্টেল ছেড়েই পালালো।

সবাই মিলে শলাপরামর্শ করে নতুন একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিলেন। নতুন তত্ত্বাবধায়ক হোস্টেলের সদস্যদের জন্য বাজার করতে গিয়ে দেখে, দোকানদারের কাছে আগের ম্যানেজারের লাখ লাখ টাকা বাকী। তারা নতুন করে সদাই দিবেন না। পরদিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো হোস্টেলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার জন্য। বিদ্যুতের লোকজন জানালো, আগের বিল সব বকেয়া। সেসব শোধ না করলে বিদ্যুৎ মিলবে না৷

হোস্টেলের সদস্যরা এখন খেয়ে না খেয়ে আধা পেটে অন্ধকার জীবন যাপন করছেন। ওদিকে ঘুটঘুটে অন্ধকার থেকে সাবেক সুদানি ম্যানেজারের চ্যালা, চামুণ্ডা, চাটার গুষ্টি এই বলে,
হুঁক্কা হুয়ো ডাক তুলছে

"আগেই ভালো ছিলাম, বলছিলাম না, উনার কোনও বিকল্প নাই"

পাগল সেজে মন্দিরে ভাংচুর:সঞ্জিত বিশ্বাস গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ফরিদপুরের হরি ও কালি মন্দিরে প্রবেশ করে সেখানকার মূ...
17/09/2024

পাগল সেজে মন্দিরে ভাংচুর:

সঞ্জিত বিশ্বাস গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ফরিদপুরের হরি ও কালি মন্দিরে প্রবেশ করে সেখানকার মূর্তি ভাংচুর করে। সঞ্জিতের বাড়ি ভারতের নদীয়া জেলায়। পিতার নাম নিশিকান্ত বিশ্বাস।

সারাদেশে হি ন্দুদের প্রতি এরকম যত ঘটনা ঘটছে তার ৯৯.৯৯% ঘটাচ্ছে এদেশে থাকা র এজেন্টরা। ইটস সিম্পল।

একেই বলে গণতন্ত্র (Democracy)❗কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জ...
20/08/2024

একেই বলে গণতন্ত্র (Democracy)❗
কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।

অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।

ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।

বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন

ফলাফল, সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো...!

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে। 💯

ভালো লাগলে পোস্ট টা শেয়ার করে দিন ❤️
゚ #সংগৃহীত #বিবেক

ইলিশের দাম কমছে শুনে বাজারে গেছিলাম।দোকানি যে দাম চাইলো তা আগের চেও বেশী।অবাক হয়ে জিজ্ঞেস করলাম,দাম নাকি কমেছে?দোকানি হা...
15/08/2024

ইলিশের দাম কমছে শুনে বাজারে গেছিলাম।দোকানি যে দাম চাইলো তা আগের চেও বেশী।অবাক হয়ে জিজ্ঞেস করলাম,দাম নাকি কমেছে?
দোকানি হাসিমুখে মাছ পাতিলে ভরতে,ভরতে বললো
"আপনার মতো অনেকেই ফেসবুকে দাম কমেছে শুনে দৌঁড়ে ইলিশ কিনতে আসছে,তাই দাম বাইড়া গেছে😂

13/08/2024
13/08/2024

একলা চলছে।।।

06/08/2024

এ অর্জন এত সহজে আসে নাই, হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার সন্তান তার বাবা হারিয়েছে, হাজার বোন তার স্বামীকে হারিয়েছে। এত কষ্টের অর্জন এতো সহজে যেন বিলুপ্ত না হয়, নতুন কোন হায়নার আক্রোশের থাবার শিকার আমার সোনার দেশ না হয়।


ভিজা বিরাল
25/06/2024

ভিজা বিরাল

কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, গানটার কথা মনে পড়ে গেল।
02/06/2024

কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, গানটার কথা মনে পড়ে গেল।

আমরা যখন একঘেয়ে জীবন থেকে হাপিয়ে উঠি তখনই ভ্রমনে বেরিয়ে পড়া উচিত। হোক সেটা পাশের জেলাতেই কিংবা নিজে দেশের কোন স্থান।
01/06/2024

আমরা যখন একঘেয়ে জীবন থেকে হাপিয়ে উঠি তখনই ভ্রমনে বেরিয়ে পড়া উচিত। হোক সেটা পাশের জেলাতেই কিংবা নিজে দেশের কোন স্থান।

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!Shadoy Rahman, Nardia Sigar
29/05/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Shadoy Rahman, Nardia Sigar

বিবাহিত জীবনের নয় বছর পার হয়ে ১০ বছরে পদার্পণ,  সুখ হাসি দুঃখ কান্না,  অফুরন্ত ভালোবাসা, রাগ, অভিমান কত কিছুই ঘটলো, সা...
26/05/2024

বিবাহিত জীবনের নয় বছর পার হয়ে ১০ বছরে পদার্পণ, সুখ হাসি দুঃখ কান্না, অফুরন্ত ভালোবাসা, রাগ, অভিমান কত কিছুই ঘটলো, সারা জীবন একে অন্যের হাত ধরে রাখার প্রত্যয়, মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, মৃত্যুর আগ পর্যন্ত একসাথেই থাকতে পারি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করেন আমিন♥️♥️ শুভ বিবাহ বার্ষিকী SanjiDa Priya বউ

22/05/2024

শেষ পর্যন্ত শুনুন আশা করি ভালো লাগবে,
আর কমেন্টে বলে জান আমার বন্ধু দুটি কেমন গাইলো

22/05/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Nardia Sigar

গতকাল চা খাওয়া নিয়া ব্যস্ত ছিলাম,  তাই আজ সবাইকে জানাই বিশ্ব চা দিবস এর শুভেচ্ছা
22/05/2024

গতকাল চা খাওয়া নিয়া ব্যস্ত ছিলাম, তাই আজ সবাইকে জানাই বিশ্ব চা দিবস এর শুভেচ্ছা

দুই দিকে পাহাড়,  মধ্য দিয়ে প্রবাহিত নদী,  আর তাহার মাঝে আমরা, কলমে আঁকা এক ছবি, যার কোন অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় ন...
22/05/2024

দুই দিকে পাহাড়, মধ্য দিয়ে প্রবাহিত নদী, আর তাহার মাঝে আমরা, কলমে আঁকা এক ছবি, যার কোন অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না ।

Address

Tootpara Khulna
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarif Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarif Talk:

Videos

Share