Voice of Mr. & Mrs.

Voice of Mr. & Mrs. This is my official page. I will try to make my words known to you. Everyone's love and support is greatly appreciated.Like and follow the page.

"প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্য হলো ফুল "
10/09/2024

"প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্য হলো ফুল "

ফুল হলো সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালারে সুন্দরতম সৃষ্টিযা পৃথিবীকে আরোও অনেক সুন্দর করে তোলে।
27/08/2024

ফুল হলো সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালারে সুন্দরতম সৃষ্টি
যা পৃথিবীকে আরোও অনেক সুন্দর করে তোলে।

07/07/2024

আসা যাওয়ার এই স্বল্প সময়ের মাঝে আমরা অনেক স্বপ্নের জাল বুনি!

তাদের মধ্যে কিছু স্বপ্ন হয়তো পূরণ হয় আবার কিছু স্বপ্ন অপূর্ণ থেকে যায়!কেউ হয়তো এই দুনিয়ার মায়াজালে অত্যাধিক জড়িয়ে পড়ে আবার কেউ এই দুনিয়ার জীবনে অতিষ্ঠ, যেন এর থেকে মুক্তি পেলেই বাঁচে!কেউ অনেক অনেক টাকা কামানোকেই সুখ ভাবে আবার কেউ অল্প হোক হালাল রুজিতেই শান্তি লাভ করে!

কেউ ভালোবেসে সব বিলিয়ে দিচ্ছে শুধু দিনশেষে নিজের একটা পারমানেন্ট মানুষ থাকুক এই ভেবে!আবার কেউ শত শত ভালোবাসা উপেক্ষা করে ছেড়ে যাওয়ার বাহানা খুজছে শুধু আমি সুখে নেই এই অজুহাতে!

ধনীরা যাকাত দিতে চায়না,অন্যদিকে একজন স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ সেও স্বপ্ন দেখে কোন একদিন সে গরিব অসহায়দের পাশে দাঁড়াবে!কেউ জুলুম করছে আবার কেউ নির্যাতিত হচ্ছে!অবশেষে আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।আর এই আসা যাওয়ার মাঝখানে আমাদের কর্ম ভালো কিংবা মন্দ সেগুলো যেমন এই দুনিয়ায় থেকে যাবে তেমনি পরকালে ও এর ফল আমাদের ভোগ করতে হবে!🥀💝

25/06/2024
23/06/2024

নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না।
ওমর ইবনুল খাত্তাব রাঃ

22/06/2024

হৃদয় যখন এত দৃঢ়তার সাথে কিছু কামনা করে, তখন যুক্তি অসহায় পর্যবেক্ষক ছাড়া আর কিছুই হয়ে ওঠে না।
— কর্ণেলা ফুঙ্কে।

09/06/2024

এ পার্থিব জীবন তো খেল-তামাশা আর ক্ষণিকের মন ভুলানো উপকরণ ছাড়া কিছুই নয়। আখিরাতের জীবনই অনন্ত-প্রাণবন্ত প্রকৃত জীবন; যদি ওরা জানতো।

[সূরা আল-আনকাবুত, আয়াত : ৬৪]

08/06/2024

- অসুস্থ হলে বুঝা যায়"😔
- সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত"
যখন সুস্থ থাকি তখন পুরো পৃথিবীটা আমার/আপনার।🌸

- আর যখনি শরিরটা খারাপ লাগে তখন বুঝা যায়
- পৃথিবীর কাছে আমি/আমরা কত" অসহায়।🥺

হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও এবং অসুস্থ নেয়ামত থেকে সুস্থতার নেয়ামত দান করুন আমীন 🤲

এই ফুল গাছের নাম কি?
06/06/2024

এই ফুল গাছের নাম কি?

বৃষ্টি ভেজা ফুল আর বৃষ্টি ভেজা এই তুমি,দুজনের সৌন্দর্যের যেনো কখনো কোনো তুলনা দেওয়ার মতো নয়। দুজনেই অপরূপা।
02/06/2024

বৃষ্টি ভেজা ফুল আর বৃষ্টি ভেজা এই তুমি,
দুজনের সৌন্দর্যের যেনো কখনো কোনো তুলনা দেওয়ার মতো নয়। দুজনেই অপরূপা।

01/06/2024

পৃথিবীতে কেউ স্থায়ী হয় না...

31/05/2024

প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।

গোলাপ আমার পছন্দের একটা ফুল, গোলাপের সৌরভে সবসময় মনের কোণে দোলা দিয়ে বার বার মনে করিয়ে দেয় তুমি ভুলতে চাইলেও পারবেনা ভুল...
30/05/2024

গোলাপ আমার পছন্দের একটা ফুল, গোলাপের সৌরভে সবসময় মনের কোণে দোলা দিয়ে বার বার মনে করিয়ে দেয় তুমি ভুলতে চাইলেও পারবেনা ভুলে যেতে 🌹🌹

28/05/2024

কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি । তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাইনা, বুঝতে পারি ও পারিনা, অনুভব করতে পারি ও পারিনা, সে বড় রহস্যময় সময় ।
—- হুমায়ূন আহমেদ

28/05/2024

এই বৃষ্টি ভেজা রাতে.....

Waking up with perfect view 🥰
26/05/2024

Waking up with perfect view 🥰

25/05/2024

প্রতিবার বৃষ্টি হলে, মাটি প্রতি ফোঁটা গণনা করে এবং প্রতিটি পৃথক বৃষ্টির ফোঁটার জন্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করে।

25/05/2024

আমার ভাগিনা রামিম। নিজের কণ্ঠে একটি গজল পরিবেশন করেছে । তার জন্যে সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে বড় আলেম হওয়ার তাওফীক দান করেন, সে যেন মানুষের সেবা করতে পারে।

25/05/2024

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করো না , তাকে সঙ্গে নিয়ে চলো , স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।

24/05/2024

শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।
“হযরত মুহাম্মদ সা:”

24/05/2024

বৃষ্টিতে ধুয়ে যাক উষ্ণতা, ধুয়ে যাক ভয়, ধুয়ে যাক সংশয়।

Address

Khulna City
Khulna
9201

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Mr. & Mrs. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Mr. & Mrs.:

Videos

Share


Other Digital creator in Khulna

Show All