সুন্দরবন....... মৌয়ালদের সাথে একদিন।
ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবের এক সপ্তাহ পর ফের কয়রা উপজেলায়, সংবাদ সংগ্রহের কাজে।
(বিস্তারিত প্রথম কমেন্টে)
সুন্দরবন..........
মায়ের মতন.....
উপকূলে ঘুর্নিঝড় রিমালের খবর নিয়ে সারাদিন........
২০০৯ সালের এইদিনে ঘূর্ণিঝড় আইলা আঘাত এনেছিল উপকূলে। তখন আমি একুশে টেলিভিশনে। লন্ডভন্ড উপকূলের অনেক রিপোর্ট করেছি। ১৫ বছর পর আবার একটি ঘূর্ণিঝড়ের হুমকির মুখে এই উপকূল। ।
গিয়েছিলাম উপকূলে, বেড়িবাধ ভাঙ্গনের খবর নিতে। পেয়ে গেলাম আরো খবর।
বিস্তারিত কমেন্টে।
শিবসা নদী ধরে দক্ষিনে এগুলে প্রথমেই নলিয়ান ফরেষ্ট অফিস। এরপর শিবসা ক্যাম্প পেরিয়ে, আদাচাই ফরেস্ট অফিস। তারপরে শেখের টেক। সুন্দরবনের গহীনে প্রাচীন বসতিচিহ্নের একটি শেখের টেক। যার ধংসস্তুপ এভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে শিবসা নদীর দক্ষিনের শেষ প্রান্তে।
ইতিহাস ঘেটে যতদুর জানা যায়, এটি ছিলো মহারাজ প্রতাপাদিত্যের শিবসা দুর্গ । যা কালক্রমে পরিচিতি পায় শেখেরটেক হিসেবে। ১৫৮৫ খৃষ্টাব্দে ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ের পর তা এভাবেই চাপা পড়েছে ঘন নিবিড় জঙ্গলে। সুন্দরবনের বিভিন্ন অংশে প্রাচীন সভ্যতার এমন ধংসস্তুপ রয়েছে।
শিবসা নদীর ভাঙ্গনে হুমকির মুখে খুলনার দাকোপ উপজেলার সুতারখালি ইউনিয়নের কালাবগি গ্রামের সদ্য নির্মিত শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কিছু ভবন