Shatu apaa

Shatu apaa Alhamdulillah

24/09/2024

ভারতে একই সাথে ন্যাক্কারজনক ও দারুণ ঘটনা ঘটেছে। অথচ এটা নিয়ে মিডিয়া প্লাটফর্মগুলো একেবারেই নিশ্চুপ।

ভারতের এক হি.ন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে। ইসলাম ও মুসলিম বিদ্বেষী সংগঠন বি.জিপির এক নেতা আবার সেটাকে সমর্থন করেছে।

এই ন্যাক্কারজনক কর্মের প্রতিবাদে পুরো ইন্ডিয়ার মুসলিম সমাজ ফুসে উঠেছে।

মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিলের আহ্বানে আজকে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইয়ের দিকে যাত্রার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং শাতেমদের বিচার দাবি করেছে।

আপনারা জানেন, এর আগেও ২০২২ সালে বিজিপির এক নেত্রী নুপুর শর্মা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করেছিল এবং বিজেপির আরেক নেতা এর সমর্থন করেছিল। তখন পুরো মুসলিম বিশ্ব ফুসে উঠেছিল। বিশেষত আরব দুনিয়ায় ভারত চরম প্রতিবাদ ও বয়কটের শিকার হয়। এতে ভারতের ভীত কেঁপে উঠেছিল এবং তারা ক্ষমাও চেয়েছিল।

কিন্তু এবারের ঘটনা বহির্বিশ্বে প্রচার হয়নি তেমন। তবে ভারতীয় মুসলিমরা ব্যাপক জমায়েত করে এর বিচার দাবি করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং শাতেমের মৃত্যুদণ্ড দাবি করছি। রাসুলের ইজ্জতের উপর আঘাতকারীর কোন ক্ষমা নেই।

10/09/2024

আবদার🦋
ছোটবেলায় খুব করে বড়বেলার জীবনটা চেয়েছিলাম।
এখন এই বড়বেলায় খুব করে চাই___
সেই ছোট্ট, নিষ্পাপ, ধুলোমাখা, এলোমেলো শৈশবটাই আবার ফিরে আসুক!💗

~একদিন ছুটি হবে🌻

06/09/2024

Mood swing তো হয় কিন্তু তার থেকে বেশি food swing হয় আমার।🥴 কিছুক্ষণ পরপর এটা সেটা খাইতে মন চায়🥲

04/09/2024

আচ্ছা সারাদিন গরুর মতোন খায়েও চিকন থাকার উপায় টা কেউ একটু বলবেন প্লিজ!?🥲
খুব চিকন হইতে মন চায় কিন্তু জিহ্বাটা তো মানতে চায় না ওর তো ভালো ভালো খাবার না হলে আবার মুখে রোচে না।
উফফফ!!!কি যে করি!!!🤧

কখনো চকলেট,আবার কখনো আইসক্রিম। মাঝে মধ্যে মুড়িমাখা,ডিমচপ,পিয়াজু,সিঙ্গাড়া এসব।প্রায় বিকেলে একটু গ্রামটাকে নিত্যনতুন ঘুরে ...
02/09/2024

কখনো চকলেট,আবার কখনো আইসক্রিম। মাঝে মধ্যে মুড়িমাখা,ডিমচপ,পিয়াজু,সিঙ্গাড়া এসব।প্রায় বিকেলে একটু গ্রামটাকে নিত্যনতুন ঘুরে দেখা আর ফুসকা চটপটি খাওয়াতে নিয়ে যাওয়া।ঘাসের ওপরে যে হলুদ ফুল হয় সেগুলো একটা একটা করে একগুচ্ছ বানিয়ে আনে নাহলে হাতের কাছে যেমন ফুল পায় টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসে আমার জন্য। ব্যস এটুকুই। হ্যা এগুলোর মধ্যে তার অনেক ভালোবাসা জড়ানো।💗
এসব হয়ত অনেক এক্সপেন্সিভ কিছু না তবুও আমার কাছে এগুলোই এখন অনেক মূল্যবান।
এই যে হাওয়াই মিঠাই!! এটা তার সামনে পরলে সে এটা কিনবেই আমার জন্য। কারন আমার এটা ভীষণ পছন্দ ❤️
Älmãmüñ Hössïñ Täsïn 🫰💗

28/08/2024

আমার ধর্মগ্রন্থ ছিড়ে ফেললে আমার কিছুই ক্ষতি হবে না, আমার ধর্মগ্রন্থ অবিকৃত ভাবে স্মরণে রাখার জন্য কোটি কোটি হাফেজ আছে।

যাদের কাছে আমার ধর্ম অপমান করে, আমার বিশ্বাস অপমান করে ভালো লাগে, আমার তাদের জন্য বরং মায়া লাগে, কত স্যাড কত ক্ষুদ্র তাদের জীবন, আল্লাহও তাদের এবানডন করে দিছেন, সেই আল্লাহ যার দয়া, ক্ষমা অসীম। সেই অসীম রহমত যে ট্যাপ করতে পারে না, যে ভাবে কুরান ছিড়ে, নবীকে গালি দিয়ে সে খুব সুপেরিয়র হিউম্যান হয়ে গেলো, তার অহংকারে আমার মায়াই লাগে। অহংকারীর পরিনাম কি হয় সেটা এক স্বৈরাচার এর পতনেই দেখা হয়েছে বলে বিশ্বাস আমার। তাও এই ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবনে এদের কত অহংকার, আহা!

মায়াই লাগে এদের জন্য।

©Ahmed Rifat kabir

22/08/2024

আপনারা কি ভাবে দেখতেছেন জানিনা।
আমি চোখের সামনে একটা দেশকে বদলে যাইতে দেখতেছি!

আমি কোনদিন ভাবতেও পারিনাই বাংলাদেশে

ম্যাট্রিকে ফেইল করা / কোন রকমে পাশ করা , চাকরি বাকরি নিয়ে মাথা না ঘামানো,
একটা অদ্ভুত সাহসী মেয়ে পুলিশের গুলির সামনে মাথা উচু করে দাড়ায়া বলবে কোটায় আমার কিছু যায় আসেনা, কোটা দিয়ে আমি করমু,
কিন্তু ওরা আমার ভাইরে মারলো কেন এই জবাব দিতে হবে!

কোনদিন ভাবিনাই কোন একদিন এই দেশে

পুরা শহরের সবাই মিলে হৈ রৈ করে
রাত জেগে ডাকাত ধরতে বইসা থাকবে!

কারো বাসায় ডাকাত পরলে সবাই মিলে এইভাবে ছুইটা যাবে!

ফেনীর বন্যার কথা শুনে
ক্লাস ফাইভের বাচ্চাটাও তার জমানো টাকা বের করে দিবে সাহায্য করার জন্য!

যার যা আছে, তা নিয়েই দৌড়ে যাবে বন্যা আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য!

আমি বাংলাদেশকে কোনদিন
এইরকম শক্ত, ত্যাগী,
যে কোন প্রয়োজনে মানুষের পাশে দাড়ানোর জন্য প্রস্তুত এইরকম ভয়ংকর ইউনাইটেড দেখিনাই!

কোথায় যেন একটা ভয় কেটে গেছে মানুষের।
সত্য ইমোশন প্রকাশ করবার একটা স্বাধীনতা যেন এসেছে মনে!

সবকিছু দেখে মনে হচ্ছে,
বহুদূর যাবে বলে প্রস্তুত হচ্ছে একটা দেশ।।

Imran Kais কৃতজ্ঞতা

22/08/2024

বয়কট ইন্ডিয়ান সকল পন্য সামগ্রি 🇮🇳


22/08/2024

وَقِیلَ یَـٰۤأَرۡضُ ٱبۡلَعِی مَاۤءَكِ وَیَـٰسَمَاۤءُ أَقۡلِعِی...
"আদেশ হল, হে জমীন তোমার পা‌নি গি‌লে ফেল, হে আকাশ, পা‌নি বর্ষণ বন্ধ ক‌রো!"
(সূরা হূদ : ৪৪)
-
হে আল্লাহ! আপ‌নি হযরত নূহ আ.-এর প‌ক্ষে আকাশ ও জমীন‌কে যেভা‌বে আদেশ ক‌রে‌ছেন, আমা‌দের প‌ক্ষেও সেরূপ রহম করুন!
আমিন।
-
সংগৃহীত

22/08/2024

ফেনী এই মুহূর্তে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন৷ বিদ্যুৎ একেবারেই নেই, মোবাইল নেটওয়ার্কও কাজ করছেনা। পানির যা স্রোত তাতে ভলান্টিয়ারদের জন্য টিকে থাকার পরিস্থিতি নেজ। এই মুহুর্তে ইমিডিয়েটলি জয়েন্ট রেস্কিউ অপারেশন দরকার।

বাসার ছাদ বা ঘরের চালে যারা আশ্রয় নিয়েছিলো, তারাও আর যোগাযোগ করতে পারছেনা। তাদের লোকেশনও শেয়ার করতে পারছেনা আর।

এয়ারফোর্স, আর্মি এবং RAB এর যেসব হেলিকপ্টার আছে সেগুলো দিয়ে আক্রান্ত এলাকার ওপর থেকে মনিটর করা উচিৎ এজন্য যে কোন কোন বাসার ছাদ এবং টিনের চালে মানুষ আছে। সেটা ট্রেস করার পর বোটের সাহায্যে বা হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা প্রয়োজন।

ওপর থেকে এইটা মনিটর না করা হলে, অনেক জায়গায় যে মানুষ আটকে আছে, এই খবরটাই হয়ত ফিল্ডের রেসকিউ টিম জানতে পারবেনা। কারণ যোগাযোগ ইতোমধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর পানির পরিমাণও বেড়েই চলেছে।

আমি বরাবরই বলি, মানুষ এখনো বন্যজীবনেই রয়ে গেছে, সভ্য হয় নাই। সভ্য যেটুকু হয়েছে সেটা ইটকাঠপাথর দিয়ে শহর নির্মাণ, ইটবালু দ...
19/08/2024

আমি বরাবরই বলি, মানুষ এখনো বন্যজীবনেই রয়ে গেছে, সভ্য হয় নাই। সভ্য যেটুকু হয়েছে সেটা ইটকাঠপাথর দিয়ে শহর নির্মাণ, ইটবালু দিয়ে সড়ক নির্মাণ, নদী বিদীর্ণ করে সেতু নির্মাণ কিংবা শীততাপনিয়ন্ত্রিত ঘরে থেকে টাই পরা শিখে পেশি টানটান করে হাঁটা শিখেছে। আর কিছুই নয়।
©

সারাদিন খুব বৃষ্টি তাই আমার একটু গরম গরম স্যুপ চাই❤️ ゚viralシ2024fyp
18/08/2024

সারাদিন খুব বৃষ্টি তাই আমার একটু গরম গরম স্যুপ চাই❤️

゚viralシ2024fyp

নাগা মরিচ, পোড়ানো শুকনো ঝাল দিয়ে বেশ ঝালঝাল লেবু মাখা😋🫰উফ্ফ এখন আবার খেতে মন চাচ্ছে😑
16/08/2024

নাগা মরিচ, পোড়ানো শুকনো ঝাল দিয়ে বেশ ঝালঝাল লেবু মাখা😋🫰
উফ্ফ এখন আবার খেতে মন চাচ্ছে😑

15/08/2024

আমার মনে হয় না আমরা কোনো সুস্থ পৃথিবীতে আছি। হ্যা, একটা অসুস্থ পৃথিবীতে আমরা। চারদিকে কি হচ্ছে দেখছেন না আপনারা?? কেমন লাগছে!!
গাজাবাসীদের দেখে কেমন লাগছে আপনাদের??কোরবানীর গোস্তের মতোন ভাগ হয়েছে মানুষের গোস্ত। এক বাবা তো তার ছেলের ৬ বছর বয়স বলে ১৮ কেজি মানুষের গোস্ত পেয়েছেন দাফন করার জন্য। কি বিভৎস তাই না!! যদিও তাদের মৃত্যুকে শহীদি মৃত্যু বলেই ঘোষণা করা হয়। আল্লাহ রহমত করে তাদের জান্নাতের সর্বোচ্চ মকাম দান করুক আমার এটাই চাওয়া।

আর অন্যদিকে কলকাতার মৌমিতা। কি মাথায় কাজ করছে না তাই না ঘটনাটা শোনার পর!!🙃
আর আমাদের দেশ তো এখনও স্বাভাবিক নয় পুরোপুরি।

তো চারদিকের অবস্থায় আপনার কি মনে হয় আপনি একটি সুস্থ পৃথিবীতে আছেন? আমাদের সমাজ, আমাদের দেশ, আস্তে আস্তে আমাদের পৃথিবীটাই আমার কাছে অসুস্থ করে তুলছে আমাদের মধ্যে থাকা কিছু মানুষরূপী জানোয়ার।
জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়।

14/08/2024

আচ্ছা আপনারা একটা বিষয় লক্ষ করেছেন!!
পৃথিবীতে অসংখ্য প্রানী আছে কিন্তু রুজিরোজগারের চিন্তা শুধুমাত্র মানুষদের। অথচ মানুষ ছাড়াও বাকি যতগুলো প্রানী আছে তারা কেউ কিন্তু অভুক্ত থাকে না, তাদের পেট সৃষ্টিকর্তা কোনো না কোনো ভাবে ঠিক পূর্ণ করে রেখেছেন।❤️

゚viralシ2024fyp

বৃষ্টি মানেই খিচুড়ি 🫰😋
12/08/2024

বৃষ্টি মানেই খিচুড়ি 🫰😋

13/07/2024

🥹❤️




Address

Sonadanga
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shatu apaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies