24/09/2024
ভারতে একই সাথে ন্যাক্কারজনক ও দারুণ ঘটনা ঘটেছে। অথচ এটা নিয়ে মিডিয়া প্লাটফর্মগুলো একেবারেই নিশ্চুপ।
ভারতের এক হি.ন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে। ইসলাম ও মুসলিম বিদ্বেষী সংগঠন বি.জিপির এক নেতা আবার সেটাকে সমর্থন করেছে।
এই ন্যাক্কারজনক কর্মের প্রতিবাদে পুরো ইন্ডিয়ার মুসলিম সমাজ ফুসে উঠেছে।
মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিলের আহ্বানে আজকে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইয়ের দিকে যাত্রার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং শাতেমদের বিচার দাবি করেছে।
আপনারা জানেন, এর আগেও ২০২২ সালে বিজিপির এক নেত্রী নুপুর শর্মা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করেছিল এবং বিজেপির আরেক নেতা এর সমর্থন করেছিল। তখন পুরো মুসলিম বিশ্ব ফুসে উঠেছিল। বিশেষত আরব দুনিয়ায় ভারত চরম প্রতিবাদ ও বয়কটের শিকার হয়। এতে ভারতের ভীত কেঁপে উঠেছিল এবং তারা ক্ষমাও চেয়েছিল।
কিন্তু এবারের ঘটনা বহির্বিশ্বে প্রচার হয়নি তেমন। তবে ভারতীয় মুসলিমরা ব্যাপক জমায়েত করে এর বিচার দাবি করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং শাতেমের মৃত্যুদণ্ড দাবি করছি। রাসুলের ইজ্জতের উপর আঘাতকারীর কোন ক্ষমা নেই।