Md Nurujjaman Naim

Md Nurujjaman Naim আমি জয় বাংলার লোক

We are sorry.......Shakib Al Hasan 😶😞
26/09/2024

We are sorry.......
Shakib Al Hasan 😶😞

20/09/2024

আমার জন্মভূমিতে বৈষম্যহীন শান্তির বাতাস! মসজিদ, মন্দির, শিক্ষাঙ্গন,হিন্দুর বাড়ী,ক্ষুদ্র নৃগোষ্ঠী কেউ বাদ পড়েছে না।

15/09/2024

শেখ হাসিনার পাসপোর্ট ভিসা নিয়ে যাদের ঘুম নেই
শেখ হাসিনার লাল পাসপোর্ট, ভারতে ভিসা স্ট্যাটাস এসব নিয়ে একেকজনের ঘুম নেই! ভারত কেনো তাকে আশ্রয় দিলো, পয়তাল্লিশ দিন পেরিয়ে গেলে তিনি কী করে ভারত থাকবেন, এ চিন্তায় একেকজন প্রায় কেঁদেই ফেলছেন! আমি তাদের লেখা পড়ি আর কথাবার্তা শুনে মনে মনে হাসি আর বলি, শেখ হাসিনার শাসনামলে এরা দেশে কী দারুন অভিনয় করে কাটিয়েছেন! এখন লেজ বেরিয়ে পড়েছে! এই লেজ আগামীতে কাটাও পড়বে।
শেখ হাসিনাকে চক্রান্ত করে গণভবন থেকে অপসারন করা হয়েছে। এরপর তাকে বাধ্য করা হয়েছে দেশত্যাগে। ইনারা এটিকে বড় সোহাগে উচ্চারন করেন পালিয়ে গেছেন! আপনি কোথাও পালালে নিজের গাড়ি বা কোন যানবাহন ব্যবহার করেন! আর শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে বিমান বাহিনীর হেলিকপটারে। ঢাকা থেকে হেলিকপটারে দিল্লি যাওয়া সম্ভব নয়। এরজন্য পিছু পিছু গেছে বিমান বাহিনীর একটি হারকিউলিস বিমান। সংগে গেছেন সেনা ও বিমান বাহিনীর সাত কর্মকর্তা। একজন পালিয়ে গেলে তার সংগে এমন হেলিকপটার, বিমান সহ সাত কর্মকর্তা যান, তাইনা? এত বুদ্ধি নিয়েও আপনাদের যে রাতে ঘুম হয় এটিতো চমৎকার ব্যাপার!
বিদেশে থাকায় এরা শেখ হাসিনকে পঁচাত্তরের ১৫ আগষ্ট মারতে পারেনি। মারতে চেয়েও আল্লাহর দয়ায় ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলায় প্রানে বেঁচে গেছেন বংগবন্ধু কন্যা। এবার সেনাবাহিনী দেখলো শেখ হাসিনা দেশে থাকলে তাকে মেরে ফেলা হতে পারে। এরজন্য তারা তাঁকে নিরাপদে ভারতে পৌঁছার ব্যবস্থা করা হয়েছে। সামরিক বাহিনী কেনো তাঁর জীবন রক্ষা করলো এটি বলতে লিখতে প্রশ্ন করতে কী আপনাদের বুক কাঁপে?
অত:পর জানা গেলো শেখ হাসিনার সংগে বিমান বাহিনীর হেলিকপটার, বিমান, সাত সামরিক কর্মকর্তা কেনো গিয়েছেন! কারন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। প্রধানমন্ত্রীর পদে থেকে ভারত যাওয়ায় হেলিকপটার, হারকিউলিস বিমান, সাত কর্মকর্তা যাওয়া অশুদ্ধ হয়নি। এমন তাড়াহুড়ায় তাকে গণভবন থেকে বের করা হয়েছে যে পদত্যাগ করানোর কথা সবাই ভুলেই গেছেন! অথবা কৌশলে পদত্যাগের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। পদত্যাগ পত্র থাকলে দেশি মুন্সিরা কবে তা প্রকাশ করতেন! রাষ্ট্রপতির ভাষনে আছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহন করেছেন! রাষ্ট্রপতিকে যা লিখে দেয়া হয়েছে তা তিনি পড়েছেন! কেউ কিছু লিখে দিলে রাষ্ট্রপতিকে তা পড়তে হয়। আর এখানেতো পিছনে তাঁর তাক করা বন্দুক ছিল। বিশাল একটি পরিদর্শন বইতে স্বাক্ষরের ছবি ব্যবহার করে বলা হয়েছে এটিই নাকি পদত্যাগ! মানে বাংলাদেশের যখন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সবাই এই বিশাল বইতে তা লিখেছেন! আসলেই আপনাদের মস্তিষ্ক অনেক উর্বর😁
সেই মুক্তিযুদ্ধের সময় থেকে ভারতের সংগে আওয়ামী লীগের সখ্য কোন লুকোচাপার বিষয় নয়। তাই এবারও ভারতের সর্বদলীয় বৈঠকে সেই বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশটির নিরাপদ আতিথেয়তা দেয়া হয়েছে। যেমন পাকিস্তান গেলে আপনাদেরও এমন আতিথেয়তা দেয়া হবে। যদি যেতে পারেন। পাকিস্তান তাদের জন্য জানপ্রান দেয়া বিহারীদের একজনকেও নেয়নি। আপনাদের দেশটা এমনই নিষ্ঠুর!
ভারতকে শেখ হাসিনার বিষয়ে নতুন কোন সিদ্ধান্ত নিতে গেলে আবার সর্বদলীয় বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে। ভারত একটি বহু রাজ্য ভিত্তিক যুক্তফ্রন্টীয় দেশ। এরজন্য এক রাজ্য পশ্চিমবংগের আপত্তির কারনে তারা বাংলাদেশকে তিস্তার পানিও দিতে পারেনি। এটা আপনাদের জাতীয় প্রেসক্লাবের ব্ল্যাক বলের মতো। কোন একজন সদস্য নতুন কোন সদস্য আবেদন প্রার্থীর বিরুদ্ধে ব্ল্যাক বল প্রয়োগ করলে সে আর প্রেসক্লাবের সদস্য হতে পারেনা। অতএব শেখ হাসিনার ব্যাপারে সর্বদলীয় সর্বসম্মতভাবে ভারত কী সিদ্ধান্ত নেবে না নেবে তা নিয়ে আপনাদের কান্না না করলেও চলবে।
এখন লাল পাসপোর্টের পয়তাল্লিশ দিনের ভিসা প্রসংগে আসি। শেখ হাসিনা কী বাংলাদেশ ভারতের কোন স্থল বা বিমান বন্দর দিয়ে ভারতে গেছেন? কেউ কোন স্থল বা বিমান বন্দর দিয়ে গেলেই তার পাসপোর্টে এক্সিট এবং এট্রি সিলছাপ্পর পড়ে। বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনার প্রান বাঁচাতে যেভাবে হেলিকপটারে ভারত পাঠানো হয়েছে সেখানে প্রথম আগরতলা বা পরে দিল্লির কোন ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়েতো সে দেশে যাননি। কাজেই তাঁর তখন পাসপোর্ট কী রঙের ছিল, ভিসার মেয়াদ কতদিনের এসব প্রসংগতো এখানকার কাঁদো কাঁদো লোকজনের উর্বর মস্তিষ্কের কল্পনা।
আর বাংলাদেশের মোটা বুদ্ধির ইউনুস সরকারের লোকজন আওয়ামী লীগ সভানেত্রীর ভারতে নিরাপদ থাকার ব্যবস্থা করে দিয়েছেন! পাসপোর্ট বাতিলের পর তাকে রাষ্ট্রবিহীন করে দেয়া হয়েছে। রাষ্ট্রবিহীন লোকজনকে শরণার্থী মর্যাদায় আশ্রয় দেয়া হয়। যেটা বিলাতে তারেক রহমানকে দেয়া হয়েছে। তারেক রহমানকে কী আওয়ামী লীগ সরকার বিলাত থেকে আনতে পেরেছে? কোন শরণার্থীকে তার দেশে ফেরত পাঠালে জীবন বিপন্ন হতে পারে এমন আশংকা থাকলে তাকে কেউ জোর করে পাঠাতে পারেনা। এটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক আইনের পরিপন্থী। ভারত সরকার তার সর্বদলীয় অতিথিকে কখনোই পাঠাবেননা। বা পাঠাতে চাইলেও পারবেনা। সে দেশে এ নিয়ে মামলা হয়ে যাবে। তারেক রহমানকে যে বিলাত রাজনৈতিক আশ্রয় দিয়েছে এটা কী তারা ঘোষনা দিয়ে বলেছে? এটা কোথাও ঘোষনা দিয়ে বলা হয়না। ভারতও দেবেনা। এটাই সাধারন রীতি।
যদিও শেখ হাসিনাকে আনা বিচারের সম্মুখীন করা, ফাঁসি দেয়া এদের খুব দরকার! কারন শেখ হাসিনা ফিরলে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে কার কী সমস্যা হবে এটি মোহাম্মদ ইউনুস সহ অনেকে ভালো জানেন। ইউনুস সাহেবকে আমেরিকা আশ্রয় দেবে। অন্যদের আশ্রয় হতে পারে বনে বাদাড়ে। শেখ হাসিনার নামে ঢালাও হত্যা মামলা দিয়ে এরমাঝে তাদের নিয়তকে খেলো করা হয়েছে!
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে কাকে কিভাবে হত্যা করে ইস্যু বানানো হয়েছে সে তদন্ততো আগে হবে। দেশের মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়ে আবু সাঈদের কবরে বীর শ্রেষ্ঠ সাইনবোর্ড লাগিয়েছেন! তার ড্রাগ টেস্ট কী করা হয়েছে? ড্রাগ টেস্ট যেকোন সময় হাড়গোড় পরীক্ষা করে এখন নিশ্চিত করা যায়। একদিন এসব টেস্ট হবে। আগে হবে এভাবে পুলিশ মেরে পুলিশকে বেপরোয়া করার বিচার। পুলিশের বিরুদ্ধে এগ্রেসিভ বিহেভিয়ার কোন সভ্য দেশ অনুমোদন করেনা।
পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমন করে এই বাহিনীর মনোবল ভেংগে দেয়া হয়েছে। আর সবকিছুতে দোষ দেয়া হচ্ছে শেখ হাসিনাকে! আগেতো তেল মারতে এমন করতেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও লজ্জা পেতেন। এখন ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে নওমুসলিম সাজতেও আপনাদের লজ্জা করেনা! বংগবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরবেন। আপনারাই তখন পালাবার পথ পাবেননা। এ নিয়ে এখনই আহাজারি শোনা যায়। মনে রাখবেন আওয়ামী লীগ একদিনে সৃষ্টি হয়নি। এক বিনাশ যারা চিন্তা করেন তাদের বসবাস মূলত মূর্খের স্বর্গে।
C. Fazlul Bari Vhai.

Maybe today or tomorrowI will meet you....😀
09/09/2024

Maybe today or tomorrow
I will meet you....😀

03/09/2024

Congratulations team Bangladesh
1st time bangla wash to Pakistan team

Dr. Asif Nazrul sir
15/08/2024

Dr. Asif Nazrul sir

গন্তব্য জানি না; জীবন যে পথে নিয়ে চলেছে ,সেই পথেই চলেছি ।
11/08/2024

গন্তব্য জানি না;
জীবন যে পথে নিয়ে চলেছে ,
সেই পথেই চলেছি ।

03/08/2024
Sheikh Tonmoy ভাই❤️
17/07/2024

Sheikh Tonmoy ভাই❤️

Sheikh Tonmoy ভাই🌸
06/07/2024

Sheikh Tonmoy ভাই🌸

Sheikh Tonmoy ভাইয়ের আগমন❤️
06/07/2024

Sheikh Tonmoy ভাইয়ের আগমন❤️

05/07/2024

❤️🧡🧡❤️

Congratulations
05/07/2024

Congratulations

যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন টিউলিপ সিদ্দিক। টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় টিউলিপ সিদ্দিককে অভিনন্দন।

শুভ জন্মদিন তারুণ্যের অহংকার 🌸Sheikh Tonmoy ভাই 🧡মাননীয় সংসদ সদস্য বাগেরহাট -২
29/06/2024

শুভ জন্মদিন তারুণ্যের অহংকার 🌸
Sheikh Tonmoy ভাই 🧡
মাননীয় সংসদ সদস্য বাগেরহাট -২

  🌸
20/06/2024

🌸

Address

Khulna
9241

Alerts

Be the first to know and let us send you an email when Md Nurujjaman Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share