খুবির গল্পগুচ্ছ

খুবির গল্পগুচ্ছ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খুবির গল্পগুচ্ছ, Magazine, Khulna.

This magazine is a platform whare you can share your memories and experiences gathered durning your Khulna University life.May the beautiful experiences spent at the University and the beautiful times spent with your friends live forever.

07/03/2023

“এক কাপ চায়ে চুমুক দিয়ে যাই
ক্লান্তি অবসাদের অবসান চাই।”

আড্ডায় গানে আপনাদের সকলের মন মাতাতে ভৈরবী আসছে “এক কাপ চা-সিজন ৪ " নিয়ে।
আগামী ৯ই মার্চ,বৃহস্পতিবার, সন্ধ্যা ৬.০০ টায়, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায়।
আপনারা সবান্ধব আমন্ত্রিত।
ভৈরবী নিবেদিত” এক কাপ চা সিজন -৪ " Sponsor By Yogic Rhythm.
Photography Partner Khulna University Photography Society( KUPS).



23/09/2022


Khulna University Research Society is going to arrange its first ever workshop for assisting and developing their thesis senses. So, what are you waiting for??? Register first....


: 𝐇𝐨𝐰 𝐘𝐨𝐮𝐫 𝐓𝐡𝐞𝐬𝐢𝐬 𝐒𝐡𝐨𝐮𝐥𝐝 𝐁𝐞
Date: 26/09/2022 [Monday]
Time: 01:30 PM

𝐂𝐡𝐢𝐞𝐟 𝐆𝐮𝐞𝐬𝐭: DR. MAHMOOD HOSSAIN (Honorable Vice-Chancellor, Khulna University)
𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐆𝐮𝐞𝐬𝐭: MD. SHARIF HASAN LIMON (Director of Student Affairs, Khulna University)
𝐊𝐞𝐲𝐧𝐨𝐭𝐞 𝐒𝐩𝐞𝐚𝐤𝐞𝐫: DR. MD. MONIRUL ISLAM [AD Scientist Rank: 1st(Khulna University), Rank: 5th (Bangladesh)]

-

https://forms.gle/ezG3iZ6z3JKfUd8V6

সমাধান পেয়েছেন কি?
23/06/2022

সমাধান পেয়েছেন কি?

১৩ মার্চ,কটকা ট্রাজেডিখুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবসস্থাপত্য ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের '০৩ ব্যাচ পযর্ন্ত সবাই ১৩ই ম...
12/03/2022

১৩ মার্চ,
কটকা ট্রাজেডি
খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস
স্থাপত্য ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের '০৩ ব্যাচ পযর্ন্ত সবাই ১৩ই মার্চ'২০০৪ এ কটকায় হারিয়ে যাওয়া এই মানুষগুলোকে কমবেশী চিনেছিলো তাই এই কষ্ট আর অনুপ্রেরণাগুলো ০৪'ব্যাচ থেকে পরবর্তী ব্যাচের সবার সাথে শেয়ার করার জন্য লিখে রাখলাম।
সাগরের গর্জনে নিজের চিৎকারের শব্দ নিজেই শুনতে পারছিনা। ডানপাশে তখনও কয়েকজন দল বেধে বল নিয়ে হাঁটুপানিতে খেলছে। যারা কোনমতে বেঁচে ফিরে এসেছে তারা বালুর উপর শুয়ে পড়ে হাপাচ্ছে আর বমি করছে। আমরা যারা সাগরপাড়ে হাটাহাটি করছিলাম তারা ছোটাছুটি করে সবাইকে একজায়গায় করছি।
কিছুক্ষনের মধ্যে সবাই ব্যাপারটা বুঝতে পারলো। বামপাশে তখন এক অসহনীয় দৃশ্য। একটু দূরে সাগরের ঢেউয়ের উপর কালো কালো কয়েকটা মাথা দেখা যাচ্ছে আর তাদের উঁচু করা বাঁচতে চাওয়া হাতগুলো ভাটার টানে ভেসে যাচ্ছে আরো গভীরে। আমার আর সহ্য করার ক্ষমতা নেই। মুখ থুবড়ে পড়ে যাই বালুর উপর। গলা দিয়ে আর কোন শব্দ বের হয় না। চারপাশে সব ফাঁকা আর সাদা হয়ে যাচ্ছে। কতক্ষন এভাবে আছি জানিনা। শুধু মনে আছে সাদিক আমাকে টেনে একটু উঁচু জায়গায় রেখে আবারো পানির দিকে ছুটে গেল।
একটুপর উঠে দাড়ালাম। নিঝু আপুকে পানি থেকে টেনে আনলো কয়েকজন। অনেক পানি বের হলো আপুর মুখ দিয়ে। সবার মুখ ফ্যাকাশে, ভাবলেশহীন। কাউসার ভাইকে কারা যেন পানি থেকে ধরাধরি করে উঠিয়ে আনলো। রূপা আপুকেও নিয়ে আসা হয়েছে। রূপা আপু ততক্ষনে আর নেই, ওখানেই জেনে গেলাম। কাউসার ভাইয়েরও কোন সাড়াশব্দ নেই।
সাগরে ভাসতে থাকা মাথাগুলো আর দেখাও যাচ্ছেনা। গাছের ডাল আর লুঙ্গি দিয়ে স্ট্রেচার বানিয়ে কাউসার ভাই আর রূপা আপুকে নিয়ে সবাই ফিরতে শুরু করলাম লঞ্চঘাটের দিকে। অসহ্য সময়, চুপচাপ কিন্তু ফুপিয়েঁ ফুপিয়েঁ সবাই কাঁদছে, তখনও কেউ সঠিক জানিনা পেছনে কতজনকে হারিয়ে এসেছি। একটু আগেও কটকার যে বুনো পথ দিয়ে হাসি ঠাট্টা করতে করতে এসেছিলাম, সেই পথেই আবার ফিরে যাচ্ছি নি:শব্দে।
অনন্তকাল পার করে লঞ্চে ফিরলাম। শুরু হল কষ্টের আরেক অধ্যায়।একজন একজন করে নাম ধরে খোঁজা হয়, খুজেঁ না পেলে বুঝে যাই সে নেই। তাকে হারিয়ে এসেছি সাগরে। কেউ কাউকে স্বান্তনা দিতে পারেনা কিন্তু সবাই সবার কাছে স্বান্তনা খোজেঁ। খুলনার দিকে লঞ্চ চলা শুরু করে। নীচ তলায় রূপা আপু আর কাউসার ভাই চাদরে মুখ ঢেকে নিথর। আমরা সবাই চুপচাপ বসে, শুয়ে বা রেলিঙে হেলান দিয়ে ফেলা আসা সময়টাকে একটা দু:স্বপ্ন বানাতে শূন্যতা চোখে নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। যারা ঢেউ থেকে বেঁচে এবং বাচিয়েঁ ফিরে এসেছে তারা ডুকরে উঠছে মাঝে মাঝে।
লঞ্চের শব্দ ছাড়া পৃথিবীতে আর কোন শব্দ নেই যেন।
কষ্টের এই স্মৃতি ঝাপসা হয়না। অপু ভাই, নিপুন ভাই, শুভ ভাই, কুশল ভাই, বাকী ভাই, তোহা ভাই, কাউসার ভাই, রাসেল ভাই, রূপা আপু, শাকিল ভাই, সামিউল ভাই- এই ১১ জনের হাসিমাখা মুখ এখনও সারাক্ষন সাথে থাকে। ২০০৪ সাল থেকে এই অবয়বগুলো বুকের ভেতর নিয়ে ঘুরে বেড়াই।
সময়ের প্রতি কতটা দায়বদ্ধ হলে উদীচি হামলার পরপরই অসাধারণ একটা কবিতা লিখে ফেলতে পারতেন নিপুন ভাই। আর হুমায়ুন আজাদ আহত হওয়ার সাথে সাথে খুবি ক্যান্টিনে লাল রং মাখানো একটা সাদা ফতুয়া নিয়ে অপু ভাই সবাইকে জড় করে 'সব কিছু নষ্টদের অধিকারে যাবে' শিরোনামে একটা তাৎক্ষনিক জমায়েত তৈরী করে ফেলতে পারতেন তা আমরা হা হয়ে দেখতাম। যে কোন দু:সময়ে এখনও অপু ভাই আর নিপুন ভাইয়ের হাসি আমাকে সাহস যোগায়।
আমড়া, পেয়ারা মাখানো খেলে বা আর্কিটেক্চারের নতুন কোন বইয়ের মলাট খুললেই কেন যেন রূপা আপুর হাসিমাখা মুখটা সবার আগে ভেসে ওঠে।
কোন critical section বা detail drawing স্কেঁচ করতে গেলে কাউসার ভাইয়ের হাতটা এখনও কাধে পাই, বলে, 'দুর! চিন্তা করোনা তো, আমি দেখিয়ে দিচ্ছি।'
খুব মাথা ব্যাথা হলে বাকী ভাইয়ের যাদুর হাতটা এখনও কপালে বুঝতে পারি।
তোহা ভাই, the god must be crazy- মুভিটা দেখলেই আপনি পাশে এসে বসে থাকেন আর হা হা করে হাসতে থাকেন। জেমসের গান আর জেমসের গলায় ভালো লাগেনা ভাই, আপনি গেয়ে দেন না প্লিজ।
কুশল ভাই, কোন তত্বীয় দর্শনের কোন আগামাথা যখন বুঝিনা তখন আপনার হাসিমাখা ঝাড়িটা খুব কাজে দেয়, আমি আবার চেষ্টা করি প্রথম থেকে।
শুভ ভাই আপনার দুষ্টুমি মাখা সিরিয়াসনেসের গুনটা হাজারবার ফলো করেও রপ্ত করতে পারিনি, শেষে এসে ঠিকই হেসে ফেলি ।
রাসেল ভাই, হলে আমার একটা রূম পরেই আপনি ছিলেন, কুষ্টিয়া যাওয়ার প্ল্যানটা এখনও ঠিক আছে, যদিও লালন মেলা প্রতি বছরই আসে আর যায়।
সামিউল ভাই আর শাকিল ভাই, আপনারা দুজন বুয়েট থেকে এসেছিলেন আমাদের গেস্ট হয়ে কিন্তু ট্যুরে কখনই মনে হয়নি যে আপনারা আমাদের গেস্ট। পরে জেনেছি বুয়েটে আপনারাও ছিলেন আড্ডা মাতানোর ওস্তাদ।
[আমি আগেই বলেছি যে অনেকদিন চেষ্টা করেও এই লেখাটা লিখতে পারিনি বা চাই নি। কিন্তু ইদানিং কষ্টের তীব্রতার পাশাপাশি এই মানুষগুলোর হাসিমাখা মুখ, এদের ব্যক্তিত্ব, এদের বৈশিষ্ট বিভিন্নভাবে খুব প্রেরণা যোগায়। তখন এদের জন্য গর্ব আর নিজেকে সৌভাগ্যবান মনে হয় কেননা তিন বছরেরও বেশী এদেরকে অভিভাবক হিসেবে পেয়েছিলাম।]

লিখেছেনঃ মুনির হোসেন সজল ভাই।

12/02/2022
সূত্রঃ খুবিসাস।
21/12/2021

সূত্রঃ খুবিসাস।

18/12/2021

#চলছে_তাণ্ডব
loading 🤟

মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩
16/12/2021

মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩

বৃষ্টির দিনেও এক্সাম। 🙂
05/12/2021

বৃষ্টির দিনেও এক্সাম। 🙂

অনলাইন না অফলাইন?  ©তুলি,আইন'১৯
04/12/2021

অনলাইন না অফলাইন?

©তুলি,আইন'১৯

আসছে....সত্যম ১৭!
01/12/2021

আসছে....
সত্যম ১৭!

'সত্যম' [শোত্ তো ম্] অর্থ সৃষ্টিশীল, আধুনিক, সক্রিয়, আনন্দদায়ক, উদার, বন্ধুত্বপূর্ণ, ভাগ্যবান।

কেন আমরা সত্যম?
জীবন যাত্রায় চলার পথে ক্যাম্পাসের চার বছর একবারই আসে। এ পথে সবার উপাখ্যান বদলায় পরাবাস্তবতার ভাঙা গড়ায়। জীবন থমকে যায় কোন এক অপ্রত্যাশিত মহামারীর ছোবলে। তবুও থেমে থাকে না সৃষ্টিশীলতার উল্লাস, আনন্দ। আর দিন শেষে ঝুলিতে থেকে যায় কিছু গল্প, কিছু মানুষ। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের '১৭ ব্যাচের প্রত্যেকেই সক্রিয় কণার মতো প্রচন্ড বেগে বাধা পেরিয়ে ছুটে চলি এই সমাজে। এই নাম আমাদের প্রতিচ্ছবি, এই মঞ্চ আমাদের কণ্ঠ। এই নাম আমাদের সক্রিয়তার স্বরূপ।

এই যাত্রার উন্মাদনায় আমরা সত্যম, আমরা ভাগ্যবান। এই যাত্রায় এক সাথে আছি আমরা এক সাত। আমাদের তাণ্ডব চলছে এবং চলবে।

শুভ কামনা 🙃এতো মুভি /সিরিজ না দেখে পড়তে বস!!
01/12/2021

শুভ কামনা 🙃
এতো মুভি /সিরিজ না দেখে পড়তে বস!!

ডিসেম্বরের শহরে, টার্ম ফাইনাল পোর্সিলিন। 🙃
27/11/2021

ডিসেম্বরের শহরে, টার্ম ফাইনাল পোর্সিলিন। 🙃

খুলনা বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা। 🌼💕
24/11/2021

খুলনা বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা। 🌼💕

মহামারীর কারণে এই দীর্ঘ বিরতির পর চারুকলা প্রাঙ্গণে প্রিন্টমেকিং ডিসিপ্লিনে "চারু চা উৎসব" এর আয়োজন করেছে প্রিন্টমেকিং ২...
22/11/2021

মহামারীর কারণে এই দীর্ঘ বিরতির পর চারুকলা প্রাঙ্গণে প্রিন্টমেকিং ডিসিপ্লিনে "চারু চা উৎসব" এর আয়োজন করেছে প্রিন্টমেকিং ২০ ব্যাচের শিক্ষার্থীরা!

--ইসরাত জাহান মীম

আবার জেগেছে ক্যাফেটেরিয়া। BAD BBQ 💥
19/11/2021

আবার জেগেছে ক্যাফেটেরিয়া।

BAD BBQ 💥

কতই রঙ্গ দেখি দুনিয়ায়...
17/11/2021

কতই রঙ্গ দেখি দুনিয়ায়...

এখানে নির্জন অনিকেত প্রান্তর.... 💜সূত্র : প্রথম আলোছবি : Uzzal Saha
15/11/2021

এখানে নির্জন অনিকেত প্রান্তর.... 💜
সূত্র : প্রথম আলো
ছবি : Uzzal Saha

Random KU Posting. Van mama to the rescue! (Havinng no time for personal interests :( did this rough thingy within an ho...
10/11/2021

Random KU Posting.

Van mama to the rescue!

(Havinng no time for personal interests :( did this rough thingy within an hour.. No reference taken..)
__Tianna Ashik Prapti

হাদী চত্বরে আজ প্রাণের মেলা হয়েছে। প্রায় দু'বছর পর আমার চেনা ক্যাম্পাস বোধ হয় আজ সন্ধ্যায়ই খুললো।  নতুন পুরনো মুখ, গান, ...
04/11/2021

হাদী চত্বরে আজ প্রাণের মেলা হয়েছে। প্রায় দু'বছর পর আমার চেনা ক্যাম্পাস বোধ হয় আজ সন্ধ্যায়ই খুললো। নতুন পুরনো মুখ, গান, কবিতা, আড্ডা, স্মৃতি মিলে মঙ্গলদ্বীপের আলোয় এরকমই চিরযৌবনা থাকুক খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস❤️

–Sumon Mozumdar
© Asha

স্টেডিয়াম। #হলরোড ছবিঋণ: Noman Retake.
24/10/2021

স্টেডিয়াম।
#হলরোড

ছবিঋণ: Noman Retake.

৩১শে অক্টোবর থেকে খুবিতে স্বশরীরে সকল বর্ষের ২য় টার্মের রিভিউ ক্লাস শুরু হচ্ছে। আর ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে ২য় টার্ম...
14/10/2021

৩১শে অক্টোবর থেকে খুবিতে স্বশরীরে সকল বর্ষের ২য় টার্মের রিভিউ ক্লাস শুরু হচ্ছে।
আর ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে ২য় টার্মের পরীক্ষা।

উৎসবে আনন্দে মাতোয়ারা হোক প্রতিপ্রান।
12/10/2021

উৎসবে আনন্দে মাতোয়ারা হোক প্রতিপ্রান।

কিছু নিঃশব্দ!
09/10/2021

কিছু নিঃশব্দ!

🙂
08/10/2021

🙂

02/10/2021

নীল আকাশের নীরব কথা... 💙
শরতের ক্যাম্পাস
খুলনা বিশ্ববিদ্যালয় ❤️
ভিডিও: ইশতিয়াক মজুমদার।

01/10/2021

দিনশেষে আমাদের কাছে হলরোড মানেই গলা ছেড়ে গান,আড্ডা আর শতশত প্রানের উল্লাস। যেখানে চায়ের কাপে কাপে মিশে আছে আবেগ, মায়া,বন্ধুত্ব, সু সম্পর্ক।

মনটারে.....
হলরোডে,খুলনা বিশ্ববিদ্যালয়।

ভিডিও: অর্না।

Relatable??
01/10/2021

Relatable??

খুবির হলগুলো খুলছে ১৮ অক্টোবর।
29/09/2021

খুবির হলগুলো খুলছে ১৮ অক্টোবর।

এক অভিমানী নতুন পথ।
28/09/2021

এক অভিমানী নতুন পথ।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when খুবির গল্পগুচ্ছ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category