Amrai Agami - আমরাই আগামী

Amrai Agami - আমরাই আগামী This page was originally opened to launch a magazine, a platform for developing your talents and tal

11/11/2023

যে পদ্ধতি তোমার কাছে সহজসাধ্য মনে হয়, তুমি সেই পদ্ধতিই অনুসরণ করো।
- এডি বিশার

10/11/2023

কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত।
- গোল্ডস্মিথ

ভালোবাসা হলো আমাদের হৃদয় গহীনে অনুভূত সেই অনুভূতি যা অনুভবের মাধ্যমে সারা বিশ্বকেই জয় করা সম্ভব। হয়ত পৃথিবীকে জয়ের এটিই...
09/11/2023

ভালোবাসা হলো আমাদের হৃদয় গহীনে অনুভূত সেই অনুভূতি যা অনুভবের মাধ্যমে সারা বিশ্বকেই জয় করা সম্ভব। হয়ত পৃথিবীকে জয়ের এটিই একমাত্র এবং সর্বোত্তম উপায়। বিশ্ব সাহিত্যিক লিও টলস্টয় বলেছিলেন, "শত্রুর কাছ থেকে মুক্তি পেতে হলেও, তাকে ভালোবাসো"।

09/11/2023

জ্ঞানের প্রথম ধাম হচ্ছে আমরা যে মূর্খ এই কথা জানা।
- সিসিল

08/11/2023

আকাঙ্ক্ষিত বস্তু তিনিই পান, যিনি ধৈর্য ধরে অপেক্ষা করেন।
- স্মিথ

07/11/2023

অনুমান বা ধারণা থেকেই জ্ঞানের উৎপত্তি।
- এ্যারিস্টটল

06/11/2023

শুরু করাই কঠিন, শেষ করা নয়।
- এডমন্ড বার্ক

05/11/2023

সাধনা ও অধ্যবসায় দ্বারা মানুষ অসাধ্যকেও সাধন করিতে পারে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

04/11/2023

সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ-ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করে।
- লর্ড হ্যালিপক্স

02/11/2023

বন্ধুর আঘাতটাও বিশ্বাসী, কিন্তু শত্রুর চুম্বনটাও বিশ্বাসঘাতক।
- হযরত সোলেমান( আ:)

01/11/2023

উপদেশ দেওয়া সহজ, উপায় বলিয়া দেওয়াই কঠিন।
- রবীন্দ্রনাথ ঠাকুর

31/10/2023

যারা দক্ষ এবং অধ্যবসায়ী তাদের কাছে খুব কম জিনিসই অসম্ভব বলে মনে হয়।
- স্যামুয়েল জনসন

শুভ জন্মদিন Organising Secretary জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমার জীবন সফলতার বাগানে পরিপূর্ণ হোক। আমাদের এই ...
30/10/2023

শুভ জন্মদিন Organising Secretary
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমার জীবন সফলতার বাগানে পরিপূর্ণ হোক। আমাদের এই যে পথচলা শুরু হলো তা এক কালজয়ী উপন্যাসে পরিপূর্ণ পাক।💫💙

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবরেআমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত হাতেরেআর সেই তরুণদেরকে একসাথে নিয়ে জীবন যুদ্ধ পাড...
30/10/2023

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে
আমরা কজন নবীন মাঝি
হাল ধরেছি শক্ত হাতেরে

আর সেই তরুণদেরকে একসাথে নিয়ে জীবন যুদ্ধ পাড়ি দিতে প্রস্তুত "আমরাই আগামী"।
সততা, বিশ্বাস ও নিষ্ঠার সাথে আপনাদের সাথে আমরাই আগামীর দীর্ঘদিনের পথচলা। নতুন কিছু করাই হলো তারুণ্যের ধর্ম। আর তারই ধারাবাহিকতায় "আমরাই আগামী" আপনাদের জন্য নিয়ে এসেছে প্রতিদিন কিছু জীবন বদলানো বাণী। আগামী কাল থেকে আমরাই আগামীর পেজে আপনাদের জন্য পোস্ট করা হবে বিখ্যাত মনীষীদের কিছু জীবন বদলে দেয়া বাণী। আপনারাও নিজেদের পছন্দের বাণী আমাদের পেজের ইনবক্সে মেসেজ করে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে তুলে ধরতে পারেন সকলের মাঝে। জীবনের সকল বাঁধা পেরিয়ে তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেওয়ার লক্ষ্যকে সামনে রেখেই "আমরাই আগামীর" এ আয়োজন। আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমেই আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে সাফল্যময় করতে পারবো।❤️❤️

শুভ জন্মদিন মোহনা। গত ২ বছরে তোমার মাধ্যমেই আমরা আজ জীবিত থেকে নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার শক্তি দেখছি। আমাদের পথচলা...
21/10/2023

শুভ জন্মদিন মোহনা।
গত ২ বছরে তোমার মাধ্যমেই আমরা আজ জীবিত থেকে নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার শক্তি দেখছি। আমাদের পথচলা চলুক শত বর্ষব্যাপী৷ শুভকামনা প্রিয় নেত্রী তোমার জন্য। এগিয়ে যাও, জয় করো দুনিয়া। আমরা আছি তোমার সাথে 💙

অদম্য আগামী ২০২৩
16/10/2023

অদম্য আগামী ২০২৩

"সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।" "অদম্য আগামী ২০২৩" উপলক্ষে ১৩ ই অক্টোবরের জন্য আমরা গর্বিত আমাদের ভলেন্টিয়ার নিয়...
12/10/2023

"সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।"

"অদম্য আগামী ২০২৩" উপলক্ষে ১৩ ই অক্টোবরের জন্য আমরা গর্বিত আমাদের ভলেন্টিয়ার নিয়ে। সকলে মিলে চমৎকার সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের উপহার দিব এমনই প্রত্যাশা রইল।

10/10/2023

১৩ ই অক্টোবর রোজ শুক্রবার তাহলে “ জেলা শিল্পকলা একাডেমি “ তে দেখা হচ্ছে তো?
সকাল ৮ টা হতে ১২ টা পর্য্ন্ত সকলে মিলে এক রোমাঞ্চকর সময় পার করবো বলে আশা করছি
সকলে আমন্ত্রিত 🫶🏻

ত্রি বর্ষে ৩ গুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আসছি আগামী ১৩ ই অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে "অদম্য আগামী ২ "। উক্ত ফেস্টে ...
10/10/2023

ত্রি বর্ষে ৩ গুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আসছি আগামী ১৩ ই অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে "অদম্য আগামী ২ "। উক্ত ফেস্টে থাকছে আপনাদের জন্য:
★কুইজ প্রতিযোগিতা
★চিত্রাঙ্কন প্রতিযোগিতা
★লেখালেখি প্রতিযোগিতা
★রুবিক্স কিউব প্রতিযোগিতা।

সকাল ৮ টা ঘটিকায় শুরু হবে "অদম্য আগামী ২"। সকলের জন্য থাকছে on the spot রেজিষ্ট্রেশন ব্যবস্থাও। তাছাড়া যেকোনো সময় আপনারা সেন্ট জোসেফ্স এর গেটে এসেও রেজিষ্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। শুভ কামনা রইলো প্রিয় অদম্য দল।

বিশেষ দ্রষ্টব্য:[ ★কুইজে ৩ টি বিভাগ। যথাক্রমে:
১:দুর্দন্ত বিভাগ (৩-৫)
২:অজেয়া বিভাগ(৬-১০)
৩:প্রবল বিভাগ(১১-১২)
কুইজে পাঠ্য বই সংক্রান্ত বিষয় এবং কোনো নির্দিষ্ট বিষয় বস্তু নাই। সকলে নিজ নিজ স্বাধীনতা মতো অঙ্কন করতে পারবেন।

★ লেখালেখিতে যেকোনো বিষয়ের উপর ছোট কবিতা বা ছোট গল্প নিজের লেখা হতে হবে।

★ রুবিক্স কিউবে যে সবচেয়ে দ্রুত মিলাতে পারবেন সে হবেন বিজয়ী। ]

07/10/2023

আসছে আমাদের ৩য় বর্ষ বার্ষিকী “অদম্য আগামী ২ “

24/09/2023

This time new tea’s gonna be served in that same old cup.

শুভ জন্মদিন অর্থ সমন্বয়ক কৃষ🥳তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা। আশা করি আগামী দিনে তোমার জীবন সফলতার আনন...
06/09/2023

শুভ জন্মদিন অর্থ সমন্বয়ক কৃষ🥳

তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা। আশা করি আগামী দিনে তোমার জীবন সফলতার আনন্দে পরিপূর্ণ হোক।🌼

শুভ জন্মদিন সহ প্রতিষ্ঠাতা🤩আমাদের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত আপনি আমাদের সাথে থেকে সুখ-দুঃখ,ব্যার্থতা-সফলতায় সংগঠনের ...
08/08/2023

শুভ জন্মদিন সহ প্রতিষ্ঠাতা🤩

আমাদের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত আপনি আমাদের সাথে থেকে সুখ-দুঃখ,ব্যার্থতা-সফলতায় সংগঠনের সকলকে মিলিত করে যে কাজ করেছেন আমরা সেজন্য আমার প্রতি কৃতজ্ঞ আমরা। আশা করি আপনার আগামী দিন সফলতায় ভরা হোক। শুভ কামনা আপনার জন্য🌼

শুভ জন্মদিন প্রতিষ্ঠাতা💙আপনার প্রতিভা,নেতৃত্ব এবং অনড় ব্যক্তিত্ব এর কারণে আমাদের প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে।যখনই সময় এস...
08/07/2023

শুভ জন্মদিন প্রতিষ্ঠাতা💙
আপনার প্রতিভা,নেতৃত্ব এবং অনড় ব্যক্তিত্ব এর কারণে আমাদের প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে।যখনই সময় এসেছে নিজেকে প্রমাণ করার আপনি আপনার শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনার হাত ধরে এই সংগঠন সাফল্যের স্বর্ণ শিখরে আরোহন করবে।
আপনার ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া ও শুভকামনা 💙

শুভ জন্মদিন রওজা🎂সমন্বয়ক হিসেবে আপনি অতুলনীয়। আপনার ইতিবাচক মানসিকতা এই সংগঠনের জন্য আশা করি সুফল বয়ে আনুক। আপনার দক্ষতা...
16/06/2023

শুভ জন্মদিন রওজা🎂

সমন্বয়ক হিসেবে আপনি অতুলনীয়। আপনার ইতিবাচক মানসিকতা এই সংগঠনের জন্য আশা করি সুফল বয়ে আনুক। আপনার দক্ষতা এবং গুণগত বৈশিষ্ট্যে এগিয়ে যাক এই সংগঠন🥹! আপনার ভবিষ্যত জীবনের সর্বোচ্চ সফলতা কামনা করে এই সংগঠন সর্বদা আপনার পাশে আছে!

শুভ জন্মদিন সম্পাদক🥳🎂আপনার বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার যে গুণে আপনি গুণান্বিত তাতে করে এই সংগঠন আমার মাধ্যমে অনেক দূর এগিয়ে...
08/05/2023

শুভ জন্মদিন সম্পাদক🥳🎂

আপনার বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার যে গুণে আপনি গুণান্বিত তাতে করে এই সংগঠন আমার মাধ্যমে অনেক দূর এগিয়ে যাবে সেই বিশ্বাস আমাদের আছে। আশাবাদী আমরা আপনার হাত ধরেই সর্বোচ্চ সফলতা আসুক আমাদের। শুভকামনা রইলো দিহান আপনার ভবিষ্যৎ জীবনের জন্য। 🤗

09/04/2023

নতুন পথচলা😊! আশা করছি ভবিষ্যতে আমরা আরও নানাবিধ কার্যক্রম নিয়ে আসব আপনাদের মাঝে। ততদিন আমার সাথে থাকুক, পাশে থাকুন। আপনাদের সকলের সাপোর্ট প্রয়োজন

শুভ জন্মদিন নেত্রী। আমাদের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে এবছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত যদি কোনো মানুষ একটানা এই সংগঠনের জন...
27/03/2023

শুভ জন্মদিন নেত্রী।

আমাদের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে এবছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত যদি কোনো মানুষ একটানা এই সংগঠনের জন্য প্রতিটি মুহূর্তে কিছু করে থাকে তাহলে সেই মানুষ একমাত্র আমাদের এই নেত্রী। তিনি তার সুদুরপ্রসারি চিন্তাধারা দিয়ে আমাদের সফলতাগুলা এনে দিয়েছেন এবং বাজে সময়গুলাতে সবাইকে আশার আলো দেখিয়ে সকল সমস্যার সমাধান করেছেন। এ সকল কাজের জন্য নেত্রী ধন্যবাদ আপনাকে। "আমরাই আগামী" নামটি শুনে যে মানুষের নাম সবচেয়ে আগে সবার মাথায় আসবে সেটি ও আমাদের এই নেত্রী সানজিদা আক্তার ত্বাহা।

আজকের এই শুভ দিনে আমরা তাকে এই সংগঠনের " #অজেয়_নেত্রী " উপাধিতে ভূষিত করে তার প্রতি সম্মান জানাচ্ছি।

তবে পক্ষান্তরে বিভিন্ন বাস্তবতাকে মাথায় রেখে তিনি তার ভবিষ্যত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে সফল হতে আমাদের মাঝ থেকে নিজের প্রধানের গুরুদায়িত্ব থেকে নিজেকে বিরত রাখতে এই সংগঠন ত্যাগ করেছেন। তবুও তার ভবিষ্যৎ জীবনের প্রতি আমাদের পক্ষ থেকে শুভকামনা রইলো। আশা করি আপনি জীবনে আপনার জীবনের সকল ইচ্ছা পূরণে সফল হন। আমরা সর্বদা আপনার পাশে আছি।

জয়ী হন,জয় করেন।

স্বাধীনতা তুমি ! সেদিন স্বাধীনতা এসেছিলে, রক্তের বন্যা দিয়ে-অধিকার আদায়ে।স্বাধীনতা তুমি আজ আবারও ফিরে আসো,এই বাংলায় কৃষক...
25/03/2023

স্বাধীনতা তুমি !
সেদিন স্বাধীনতা এসেছিলে,
রক্তের বন্যা দিয়ে-অধিকার আদায়ে।
স্বাধীনতা তুমি আজ আবারও ফিরে আসো,
এই বাংলায় কৃষকের শ্রমের মূল্য দিতে।
স্বাধীনতা তুমি আজ আবারও আসো,
উচ্চ মূল্যের বিরুদ্ধে গরীবের অধিকার আদায়ে,
স্বাধীনতা তুমি আজ আবারও আসো,
অন্যায়,অবিচার, অত্যাচার রুখে দিতে।
স্বাধীনতা তুমি ফিরে আসো,
আজ যে তোমার আবারও বড্ড প্রয়োজন গরীব, খেটে-খাওয়া মানুষের উচ্চমূল্যের বিরুদ্ধে
যুদ্ধে জয়ী হওয়ার প্রেরণা হিসেবে।
স্বাধীনতা তুমি আবারও আসো।

"ব্যর্থতা বলতে সমাপ্তি নয়। ব্যর্থতা হলো সফলতার নতুন পথপ্রদর্শক।" আর এই ইতিবাচক মনোভাব নিয়েই আমরা ফিরছি আমাদের স্বরূপে। দ...
19/03/2023

"ব্যর্থতা বলতে সমাপ্তি নয়। ব্যর্থতা হলো সফলতার নতুন পথপ্রদর্শক।"

আর এই ইতিবাচক মনোভাব নিয়েই আমরা ফিরছি আমাদের স্বরূপে। দেখা হবে আবার ও আপনাদের সাথে। নতুন পথে,নতুন কাজে।আর এই পথে আগামী ১ বছর নেতৃত্ব প্রদানকারী নেতৃত্বদানকারীগণ হলেন:-

শুভ জন্মদিন আমাদের অর্থ সমন্বয়ক।
10/01/2023

শুভ জন্মদিন আমাদের অর্থ সমন্বয়ক।

নতুন বছরে হোক সবার নতুন সব মাইলফলক।শুভ হোক আগামীর পথে পথ চলা।আমরাই আগামীর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের জন্য শুভকামনা।
31/12/2022

নতুন বছরে হোক সবার নতুন সব মাইলফলক।
শুভ হোক আগামীর পথে পথ চলা।
আমরাই আগামীর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের জন্য শুভকামনা।

নতুনত্বকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলায় যখন আমাদের মূল মন্ত্র তখন আমাদের সবচেয়ে তরুণ সদস্য তাসনিমুল ইসলাম আয়ান এই মন্ত্রের অ...
22/12/2022

নতুনত্বকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলায় যখন আমাদের মূল মন্ত্র তখন আমাদের সবচেয়ে তরুণ সদস্য তাসনিমুল ইসলাম আয়ান এই মন্ত্রের অগ্রভাগের শীর্ষ নেতৃত্বের উদাহরণ। আজ আয়ানের জন্মদিন উপলক্ষে আমাদের পক্ষ দিয়ে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং আগামী দিনের জন্য শুভকামনা।

শুভ জন্মদিন আয়ান🤩💖

বিজয়ের উল্লাসে আমাদের পক্ষ দিয়ে সকলকে শুভেচ্ছা 💖
16/12/2022

বিজয়ের উল্লাসে আমাদের পক্ষ দিয়ে সকলকে শুভেচ্ছা 💖

সময় এখন স্বপ্ন পূরণের.......🦸‍♀️🦸‍♀️
02/12/2022

সময় এখন স্বপ্ন পূরণের.......🦸‍♀️🦸‍♀️

শুভ জন্মদিন সামী।🤩🥳🥳আজ আপনার জন্মদিন উপলক্ষে আমরা জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনি সবসময় সবকিছুতে যে ইত...
17/11/2022

শুভ জন্মদিন সামী।🤩🥳🥳

আজ আপনার জন্মদিন উপলক্ষে আমরা জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনি সবসময় সবকিছুতে যে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলেন সেই জিনিসটা সব সময় বজায় থাকুক। আপনার আগামী দিনে বয়ে আসুক অনেক অনেক সফলতা এই কামনাই থাকলো।

আমরাই আগামী আজকের সেই "আমরাই আগামী" হতো না যদি না আমাদের সহ প্রতিষ্ঠাতা বর্তমান পরিচালক সাদিয়া সুলতানা আঁখি সেদিন নিজের ...
13/11/2022

আমরাই আগামী আজকের সেই "আমরাই আগামী" হতো না যদি না আমাদের সহ প্রতিষ্ঠাতা বর্তমান পরিচালক সাদিয়া সুলতানা আঁখি সেদিন নিজের ইচ্ছাশক্তিকে জাগ্রত না করে নতুন কিছুর চেষ্টা না করতেন। তাই তার প্রতি সকল সাধুবাদ ই কম হয়ে যাবে আমাদের। তার জন্য একটাই কথা,"যতদিন আমরাই আগামী থাকবে ততদিন বেঁচে থাকবে আমরাই আগামী গড়ার অন্যতম কারিগর সাদিয়া সুলতানা আঁখি।"

শুভ জন্মদিন সাদিয়া।🥳🥳🥳🥳
আমাদের পক্ষ দিয়ে অনেক অনেক শুভকামনা। আগামী দিনে আপনার জীবনে বয়ে আসুক অনেক অনেক সফলতা এমনই প্রত্যাশা রইল।💖

"পরিবর্তন জীবনের অংশ"!এই পরিবর্তনের নিয়মকে সাধুবাদ জানিয়ে  আমরাই আগামী প্রকাশ করছে তাদের কেন্দ্রীয় কমিটি।
10/11/2022

"পরিবর্তন জীবনের অংশ"!এই পরিবর্তনের নিয়মকে সাধুবাদ জানিয়ে আমরাই আগামী প্রকাশ করছে তাদের কেন্দ্রীয় কমিটি।

শুভ জন্মদিন ইফতি। পরিবর্তন আনতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আপনার মত সবার অনড় সিদ্ধান্তবাদী হতে হবে। সবসময় ভালো থাকু...
11/10/2022

শুভ জন্মদিন ইফতি।

পরিবর্তন আনতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আপনার মত সবার অনড় সিদ্ধান্তবাদী হতে হবে। সবসময় ভালো থাকুন এবং জীবনে অনেক সফলতা অর্জন করুন আমাদের এই প্রত্যাশাই থাকবে আপনার কাছ থেকে।

Address

Khulna
9100

Telephone

+8801790746569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amrai Agami - আমরাই আগামী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amrai Agami - আমরাই আগামী:

Videos

Share

Category