আমরা সবাই এন জি কর্মী

আমরা সবাই এন জি কর্মী আপনার জীবনকে অভিজ্ঞতা দিয়ে পূর্ণ করুন, জিনিস দিয়ে নয়। বলার মতো গল্প আছে, দেখানোর মতো জিনিস নয়। Truthfulness on achievements.

Having mentality to take extra work load
Dedication and responsible to work and also Sensible on time and values
Self-motivated and problem solving capacity with participatory manner. Willingness for necessary field travel

সময় এসে গেছে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের।মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় ...
22/08/2024

সময় এসে গেছে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের।
মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাধ ছেড়ে দিয়ে ভারতীয়রা আজীবনই পৈচাশিক আনন্দ পায়।
তারা বর্ষায় যা পানি দেবে এই ৪০ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে কারন তাদের বাধের উচ্চতা ৭৩৫০।
আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায়না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিবো।

তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাধ নির্মাণের। আমরা চাইলেই সামনে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি।

বিদেশে পাচারকৃত টাকা গুলো দ্রুত ফিরিয়ে এনে এই কাজ কার হোক

কর্মক্ষেত্রে মানুষরূপী গাধা ও বুদ্ধিমান মানুষ এর পার্থক্য :“ভাই পড়ুন, পড়ার কোন বিকল্প নাই। খালি শর্টকার্ট খুঁজেন না,  ...
09/07/2024

কর্মক্ষেত্রে মানুষরূপী গাধা ও বুদ্ধিমান মানুষ এর পার্থক্য :
“ভাই পড়ুন, পড়ার কোন বিকল্প নাই। খালি শর্টকার্ট খুঁজেন না, বুদ্ধিহীন হয়ে যাবেন।”
খুবই কর্মঠ, কাজ পাগলা চাইনিজরা শনি ও রবি দুইদিন ছুটি দেয়; দুপুরে লাঞ্চের পরে ঘুমানোর জন্য ১ ঘন্টা সময় দেয়। শুধু তাই নয়, সবাই যাতে ভালোভাবে ঘুমাতে পারে তার জন্য বিশেষ ধরনের চেয়ার দেয়, পরিবেশ বানিয়ে দেয়।
কেন?
তারা কি বোঝেনা যে ৭ দিনে ৬ দিন ১০/১২ ঘন্টা করে কর্মী কে খাটালে আউটপুট বেশি পাওয়া যাবে?
এই প্রশ্নটি আমি এক চাইনিজ কে করেছিলাম; তিনি উত্তর দিয়েছিলেন ৭ দিনে ৬ দিন ১২/১৪ ঘন্টা খাটিয়ে তুমি শুধু গা-ধা পালবে; কোয়ালিটি পেতে চাইলে তোমাকে মানুষ পালতে হবে, যার ব্রেনকে তুমি যত বৈচিত্র দিতে পারবে, প্রয়োজনমত রেস্ট দিতে পারবে ; ক্রিয়েটিভ আউটপুট পাবে।
তোমার কোম্পানির কাজ যদি গা-ধার কাজ হয় ; মানে বুদ্ধিমত্তা দরকার নাই শুধুমাত্র মাল বহন করতে পারলেই হলো, তাহলে ৭ দিনে পারলে ৭ দিনই কাজ করাও; যখন আর মাল বহন করতে পারবেনা তখন একটিকে বাদ দিয়ে আরেকটিকে নিয়ে নাও।
কিন্তু যদি বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, তাহলে তাকে দুইদিন ছুটি, দুপুরে ঘুম, পেইড ভ্যাকেশন ইত্যাদি দিতে হবে।
সংগৃহীত পোস্ট।
(বি:দ্র: কষ্ট করে পড়ুন পড়ার অভ্যাস করুন, ধন্যবাদ)

সপ্ন
24/04/2024

সপ্ন

28/03/2024
19/12/2023

শীতকালে গরম জলে স্নান করলে কোন রোগ ভালো হয়? - general knowledge - Bangla Quiz - Bangla Gk - IQ test

17/12/2023

এনজিও কি?। What is NGO?। NGO ।what is ngo in bengali ।

Address

Khulna, Khulna Division
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when আমরা সবাই এন জি কর্মী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা সবাই এন জি কর্মী:

Videos

Share

Category

Nearby media companies