Jagoran News TV

Jagoran News TV Jagoran News TV is a news and media. its a media house that broadcast all types of news and story.

mainly its covered social, economical, political, commercial and business, agricultural, livestock, fisheries, health, energy, law and order, development

30/10/2024

শুভ দীপাবলীর আলোয় আলোকিত হোক...

25/10/2024

সনাতন ধর্মাবলম্বীদের ৮দফা দাবীতে বীর চট্রলায় জনসমুদ্র......


24/10/2024

ঘূর্ণিঝড় বানা'র প্রভাবে উপকুলীয় এলাকায় প্রবল বৃষ্টি, ঝড়ো বাতাস ও পানির চাপে প্লাবিত, দূর্ভোগে মানুষ....

23/10/2024

এনজিওগ্রাম করলে সবই হালাল বলে মনে হচ্ছে...

20/10/2024

বাংলাদেশের ইতিহাস আনসার বাহিনীর গানে গানে......দারন গেয়েছেন তারা

-vdp

19/10/2024

বাস্তবতা উপলব্ধি হোক সবার মাঝে......
roy
song

https://youtu.be/rZlodXNfeCw # Robot Rakib,  # Fultala, Khulna # Viral Video # School Student Rakib
19/10/2024

https://youtu.be/rZlodXNfeCw
# Robot Rakib,
# Fultala, Khulna
# Viral Video
# School Student Rakib

ভ্যান চালিয়ে রোবট তৈরী করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে খুলনার ফুলতলার দামোদর মুক্তময়ী মাধ্যমিক স্কুলের ৯ম শ্র.....

19/10/2024

ইংরেজিতে যেমন বলে না,
আ রোজ ইজ আ রোজ!
মানে গোলাপকে যে নামেই ডাকো, সে গোলাপই থাকে।’

স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো : কবি নির্মলেন্দু গুণ হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,শিশু পার্কের রঙিন দোলনায়...
17/10/2024

স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো : কবি নির্মলেন্দু গুণ

হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,
শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি
একদিন সব জানতে পারবে; আমি তোমাদের কথা ভেবে
লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প৷
সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর৷
না পার্ক না ফুলের বাগান, — এসবের কিছুই ছিল না,
শুধু একখন্ড অখন্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত
ধু ধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়৷
আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল
এই ধু ধু মাঠের সবুজে৷

কপালে কব্জিতে লালসালু বেঁধে
এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক,
লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক,
পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক৷
হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত,
নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানী, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে
আর তোমাদের মত শিশু পাতা-কুড়ানীরা দল বেঁধে৷
একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল
প্রতীক্ষা মানুষের: “কখন আসবে কবি?’ “কখন আসবে কবি?’

শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হদৃয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷

13/10/2024

বিজয় দশমী ও ভাষান যাত্রা.......সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা

05/10/2024

এই আমাদের বাংলাদেশ..... এগিয়ে চলুক সংগ্রাম সকল দূষ্কৃতকারী, হামলা ও মামলাবাজ, উপাসনালয় ও ঘরবাড়ি ভাংচুরকারী এবং মিথ্যা অবমাননার নামে হত্যাকারী ও সহযোগীরা নিপাত না যাওয়া পর্যন্ত।
সুরক্ষার আন্দোলন চলবেই.....অসুর বিনাশে

31/08/2024

গুমের শিকারদের ফিরিয়ে দেয়ার দাবীতে খুলনায় মানববন্ধন অধিকারের.....৩০ আগষ্ট-২০২৪

29/08/2024

খুলনা নগরীর সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সভাপতি সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের কার্যালয় ঘেরাও....... বুধবার ২৮আগষ্ট শিক্ষার্থীদের ঘেরাওয়ের অংশ বিশেষ...

27/08/2024

খুলনা জেলা পরিষদে গত ০৫ আগষ্ট_২০২৪ তারিখে ভাংচুর ও আগুন দেয়ার সময় জেলা পরিষদ থেকে লুটপাট করে নিয়ে যাওয়া মালামাল ফেরত দিতে ২দিনের সময় দিয়ে আজ ২৭আগষ্ট মহানগরীতে জেলা পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

03/08/2024

খুলনায় ছাত্র নামধারীরা পুলিশ সদস্য সুমন ঘরামীকে এভাবে পিটিয়ে হত্যা করে......এ নরপশুদের বিচার হোক কঠিন শাস্তি

স্বাধীনতা বিরোধীদের নির্মূল করার শপথই হোক শোকের মাসে....জয় বাংলা
02/08/2024

স্বাধীনতা বিরোধীদের নির্মূল করার শপথই হোক শোকের মাসে....জয় বাংলা

10/07/2024

বিষয়টা নিয়ে ভাববার আছে বলে মনে হচ্ছে..........প্রতারণা নয়...

# # মেধাবী কোটা নামে ৪৪% কিন্তু বাস্তবায়নে ৬৬.২%
# # অন্যদিকে মুক্তিযোদ্ধা কোটা নামে ৩০% কিন্তু বাস্তবায়নে ৮.৭%

=================================
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন রিপোর্ট-২০২০ অনুসারে বিগত ৩৫ - ৩৯তম বিসিএস ৫টা নিয়োগ পরীক্ষা পরিসংখ্যান:

১। মোট নিয়োগ - ১৪,৮১৩ জন

২। মেধা কোটা - ৯,৮১৮ জন (৬৬.২%)

৩। জেলা কোটা - ২,১২৪ জন

৪। মহিলা কোটা - ১,৪২৬ জন

৫। মুক্তিযোদ্ধা কোটা - ১,২৯৮ জন (৮.৭%)

৬। ক্ষুদ্র নৃ- গোষ্ঠী কোটা - ১৩১ জন

৭। প্রতিবন্ধী কোটা - ১৬ জন

👉৫ টা বিসিএস নিয়োগে মুক্তিযোদ্ধা কোটাধারীরা সব স্তরের পরীক্ষায় পাশ করে ৮.৭% ভোগ করল! কিন্তু অপবাদ কাধে নিয়ে আছে ৩০% কোটার! বাকি কোটাধারীরা চুপচাপ!
অথচ সেই তথাকথিত মেধাবী ৬৬.২% দিয়ে সবগুলো পূরণ করা হল! মুক্তিযোদ্ধা কোটা কি ফাঁকা রাখা আছে? নিশ্চয় নেই..

👉১৯৭২ থেকে ১৯৮৯ পর্যন্ত মাত্র ২৫ জন মুক্তিযোদ্ধা কোটায় 'বিসিএস ক্যাডার' হিসেবে চাকরি পেল। তাও সব স্তরের পরীক্ষায় পাশ করার পর। আর কত ফটকাবাজও মেধাবী বলে চিল্লাচিল্লি!

👉১৯৭১ আগ পর্যন্ত মেধা কোটা ছিল ২০%, আর বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনতা করার পর মেধা কোটা বাস্তবায়ন ৬৬.২% হল? অবশ্যই বেড়েছে!

👉কোটা কি শুধু মুক্তিযোদ্ধা কোটা! বিসিএস ক্যাডারের সংখ্যা হল ২৭ টা। তার মধ্য প্রশাসন ক্যাডারের জন্য হল ৭০-৭৫% কোটা, তার মানে কোটা নাই কোথায়?

-দেশে মাঝে মধ্যে অদ্ভুত চরিত্র দেখা যায়! অনেকে আবার মুখে মুখে তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী! আবার নিজেদের মেধাবী বলে! ভণ্ডামি!
-অনেকের আবার মুক্তিযুদ্ধের কোটা নিয়ে Allergy! আবার তলে নিজেদের কোটা ঠিক রাখে!
-দেশ বিদেশে কোটা কি নেই? গোপনে এবং প্রকাশ্য তাদের কোটা! Website and Google search দিলে সব ডকুমেন্টস বের হয়ে আসে।
কিন্তু মাঠ গরম করে সরকার পতন ঘটাতে চেষ্টা করে একটা পক্ষ! সেদিন মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দলোনে অনেককে দেখলাম! কার অবস্থান কতটুকু? আসুন আশেপাশে তাদেরকে আবার স্মরণ করি এবং চিনে রাখুন! সেই তথাকথিত মেধাবী চেতনাবাজদের! যাতে খন্দকার মোশতাক চিনতে নতুন প্রজন্মের কষ্ট না হয়!

# মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিতর্ক :

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিতর্কিত মন্তব্য বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতার সামিল। আজ যারা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিতর্ক বা উচ্চকণ্ঠিত কিন্তু যখন -

# ৭৫ থেকে ২০০৮ পর্যন্ত (মাঝখানে ৯৬ থেকে ২০০১ পর্যন্ত সময় বাদে) মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধুর নাম, মুক্তিযোদ্ধারা কোন অবস্থায় ছিলো?? তৎকালীন রিপোর্ট কি বলে?

# কেমন ছিলো-কেমন আছে সাত বীরশ্রেষ্ঠের স্বজনেরা! কালের কণ্ঠ ডেস্ক, ১৬ ডিসেম্বর, ২০১৭

# মুক্তিযোদ্ধারা যখন নিগৃহীত, বাস্তুহারা, ভিক্ষা করে, রিক্সা চালায়, চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে!

# অযত্ন-অবহেলায় মুক্তিযোদ্ধাকেও কেন বেছে নিতে হয় আত্মহননের পথ!!

# রাজাকারেরা যখন মুক্তিযোদ্ধার সনদ নিলো!

# আলবদর প্রধানের গাড়িতে যখন জাতীয় পতাকা উঠলো!

# মুক্তিযোদ্ধাদের আজো পিঠে লাথি খেতে হয়, আজো তাদের মার খেতে হয় রাজাকারদের হাতে !

তখন তারা এই মেধাবাজরা কোথায় ছিলেন?
-প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারকে সর্বোচ্চ সুবিধা দিয়ে তাদের রক্তঋণ শোধ করা বাঙালি জাতির কর্তব্য। অন্য কোটা নিয়ে খুববেশি মাতামাতি হয় না!! কেবল মুক্তিযোদ্ধা কোটা!
-আমাদের সকলের প্রত্যাশা দ্রুত বিষয়টির যৌক্তিক নিষ্পত্তি হবে। অন্যথায় সে ফাকিস্থানি এবং অপশক্তির হাতে দেশ চলে যাবে! সে সুযোগ আর দেয়া যাবে না! আসুন সবাই সতর্ক এবং সাবধান থাকি।

✍️আসুন আইন বিধি এবং সঠিক তথ্যে দিয়ে বিচার বিশ্লেষণ করি। 🇧🇩🇧🇩
# কপি সংগৃহীত।

15/01/2024

খুলনার ৬টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন......

Address

Khulna

Telephone

+8801712680702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagoran News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jagoran News TV:

Videos

Share

Category


Other TV Channels in Khulna

Show All