SPtv পাইকগাছা

SPtv পাইকগাছা SPtv পাইকগাছা সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে করা। আমরা সত্যের পথে সদা সর্বক্ষণ।

31/12/2023

😂🥲2023🥲😂
বিদায়
❤️💚2024💚❤️
আসবে
সবাই কে SPtv পাইকগাছা পক্ষ থেকে নতুন বছরের অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

05/08/2023

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।
*************************************
এফ, এম বদিউজ্জামান।। পাইকগাছায় স্বাধীনতার স্হপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল হোসেনের ৭৪তম জন্মবার্ষিকী উপজেলা প্রসাশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রসাশন স্মৃতি স্তম্ভে মাল্যেদান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম,যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রন্জন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার সরকার, আঃ গফুর। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যুবকদের মধ্যে চেখ ও গাছের চারা বিতরণ করেন। পল্লী সঞ্চয় ব্যাংকের।

29/07/2023

ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চলছে,,

22/07/2023

খুলনার পাইকগাছা পুরাতন ঈগল কাউন্টার মোড়ে প্রতি দিন এখানে এমন জ্যাম লেগে থাকে কারণ,পাইকগাছা টু খুলনা ছোট মিনিবাস গুলো প্রতিদিন এখানে ১০,১৫টা বাস, ঘুরাতে নিয়ে আসে তাতে করে সেই সময়ে অনেক যানবাহন সেই সময়ে জ্যামে পড়ে যায়,অতিরিক্ত হর্ণ বাজিয়ে গাড়ি ঘুরাঘুরি করতে থাকে এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে,তাই বিষয় টা দেখার জন্য,উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

20/07/2023

পাইকগাছায় ৪ শ্রমিকে কলম দিয়ে খুচিয়ে আহত করলো সহকারী ডাঃ মামুন
***********************************
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা।।
পাইকগাছার বিতর্কিত সহকারী মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন কর্তৃক চার শ্রমিকে কলম দিয়ে খুচিয়ে রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে।
বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে পাইকগাছা এসডি পরিবহনের ম্যানেজার শহিনুর রহমান আসাদুল সানা নামে এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগে ভর্তি করাতে নিয়ে আসেন। এসময় জরুরী বিভাগের কক্ষে রোগীর চেয়ারে বসালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন রোগী ও তার স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। রোগীর স্বজন শ্রমিক নেতা শাহিননুর রহমান প্রতিবাদ করলে তাকে শারিরিক ভাবে তাকে লাঞ্চিত করে। খবর পেয়ে অন্য শ্রমিক নেতা গোলাম বারী খোকন, নুর আলী, শাহদুল ইসলাম হাসপাতালে এলে তাদের উপর আবারো হামলা করে আহত করে। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে অন্য শ্রমিরা হাসপাতালে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইতিপূর্বে এই চিকিৎসক আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে একইভাবে সাংবাদিকদের উপর হামলা করে আহত করে এবং ৪জন সাংবাদিকসহ ৫ জনের নামে মামলাও করেন। যার নাং ২১/২৩ ইং। বারবার একই ধরণের কর্মকান্ডে লিপ্ত থাকায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের প্রত্যাহার ও তাকে ডোব টেষ্ট করার দাবী জানান শ্রমিক নেতার। পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার মন্ডল উপস্থিত আহত ব্যক্তিদের উদ্দেশ্য বলেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার খুলনায় মিটিংয়ে আছেন উনি এসে বিষয়টি ব্যবস্থা গ্রহণ করবেন। উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদারের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি এবং উপজেলা পঃ পঃ কর্মকর্তার সাথে ফোনে কথা বলেছি। তিনি বিষটি নিরোশনের আশ্বাস দিয়েছেন। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

SPtv পাইকগাছা পক্ষ থেকে সবাই কে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।
28/06/2023

SPtv পাইকগাছা পক্ষ থেকে সবাই কে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।

৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ৪ দলীয় সোলাদানা ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩****************************...
02/06/2023

৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ৪ দলীয় সোলাদানা ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩
************************************
স্থানঃপাইকগাছা ব্রীজ সংলগ্ন বালুর মাঠ।তারিখ-২জুন২০২৩ রোজ শুক্রবার সময় সকাল ৯টা। প্রধান অতিথি,জনাব আলহাজ্ব আক্তরুজ্জামান বাবু এমপি মাননীয় জাতীয় সংসদ সদস্য খুলনা ৬ কয়রা পাইকগাছা,বিশেষ অতিথি,জনাব মোঃআনোয়ার ইকবাল মন্টু চেয়ারম্যান উপজেলা পরিষদ পাইকগাছা ,জনাব মমতাজ বেগম,উপজেলা নির্বাহী অফিসার পাইকগাছা ,জনাব মোঃরফিকুল ইসলাম,অফিসার ইনচার্জ পাইকগাছা,জনাব মোঃরবিউল ইসলাম রবি,সদস্য জেলা পরিষদ খুলনা,জনাব শিয়াবুদ্দিন ফিরোজ বুলু,জনাব লিপিকা ঢালী, এম এম আজিজুল হাকিম,বাবু শেখর ঢালী, ১২৩ নাম্বার ওয়ার্ড সদস্য নাছিমা বেগম,জনাব আসমা বেগম,মোঃ আসাদুজ্জামান মিঠুন,মোঃ রমজান সরদার,সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভাপতিত্ব করবেন,জনাব মোঃ আব্দুল মান্নান গাজী,চেয়ারম্যান ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদ,আয়োজনে ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদ,সার্বিক সহযোগিতা করেন,মোঃ আজিজুল রহমান লাভলু,প্যালেন চেয়ারম্যান ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদ ও মোঃআবুল কালাম আজাদ,২নং ওয়ার্ড সদস্য।

07/05/2023

হালকা বিনোদন আমাদের সভাপতি

22/03/2023

খুলনা পাইকগাছায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা- ২০২৩ শুরু হয়েছে

৫নং সোলাদানা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের************************************ পশ্চিম কাইনমুখ গ্রামের সোলাদানা ইউনিয়ন মটর সাইকেল...
06/03/2023

৫নং সোলাদানা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের
************************************
পশ্চিম কাইনমুখ গ্রামের সোলাদানা ইউনিয়ন মটর সাইকেল চালক শ্রমিক সমিতির, সদস্য (সুনাম সরদার)এর পিতা বার্ধক্য জনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাইকগাছা উপজেলার ৫নং সোলাদানা ইউনিয়ন মটর সাইকেল চালক শ্রমিক সমিতির।সভাপতি শেখ মনিরুজ্জামান,সাধারণ সম্পাদক বাবু রাজিব কুমার সরদার সমিতির সকল সদস্য বিন্দু আরো সমিতির সদস্য রবিন বাছাড় সুভাষ দাদা,মৃত্য সংবাদ শুনে সভাপতি শেখ মনিরুজ্জামান,বাবু রাজিব কুমার সরদার,তার বাড়ীতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

22/02/2023

আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ রহমতে
অবশেষে হারিয়ে যাওয়া ছোট্ট অবুঝ শিশু রাকিব ফিরে পেলো তার পরিবার। পিতার সাথে ফিরে গেল নিজ গৃহে মায়ের কোলে।

ধন্যবাদ।
মোঃ জিয়াউর রহমান
অফিসার ইনচার্জ পাইকগাছা থানা, খুলনাকে।

২১এর প্রথম প্রহরে ৫ নং সোলাদানা ইউনিয়ন মটর সাইকেল চালক শ্রমিক সমিতি,চারবান্ধায় শহিদ মিনারে ৫২'র ভাষা শহীদের প্রতি,৫নং সো...
21/02/2023

২১এর প্রথম প্রহরে ৫ নং সোলাদানা ইউনিয়ন মটর সাইকেল চালক শ্রমিক সমিতি,চারবান্ধায় শহিদ মিনারে ৫২'র ভাষা শহীদের প্রতি,৫নং সোলাদানা ইউনিয়ন মটর সাইকেল চাকল শ্রমিক সমিতি,এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন মুহূর্তে,,,,,

৫নং সোলাদানা ইউনিয়ন মটর সাইকেল চালক শ্রামিক সমিতি,পাইকগাছা খুলনা।
21/02/2023

৫নং সোলাদানা ইউনিয়ন মটর সাইকেল চালক শ্রামিক সমিতি,পাইকগাছা খুলনা।

২১এর প্রথম প্রহরে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ৫২'র ভাষা শহীদের প্রতি মানবাধিকার সাংবাদিক ফোরাম(এমএসএফ)পাইকগাছা...
20/02/2023

২১এর প্রথম প্রহরে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ৫২'র ভাষা শহীদের প্রতি মানবাধিকার সাংবাদিক ফোরাম(এমএসএফ)পাইকগাছা এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন মুহূর্তে,,,,,

পাইকগাছায় ২১ শে ফেব্রুয়ারী উদযাপনে এমএসএফ'র প্রস্তুতি সভা।*************************************এফ, এম বদিউজ্জামান।। খুলন...
19/02/2023

পাইকগাছায় ২১ শে ফেব্রুয়ারী উদযাপনে এমএসএফ'র প্রস্তুতি সভা।
*************************************
এফ, এম বদিউজ্জামান।। খুলনার পাইকগাছায় একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মানবাধিকার সাংবাদিক ফোরাম(এমএসএফ)এর উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ফেব্রুয়ারি)বিকাল সাড়ে ৫টায় পৌরসদরের জেলা সুপার মার্কেটস্হ সংগঠনের অস্হায়ী কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি এফ,এম বদিউর জামান এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ আলাউদ্দীন রাজা। সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় উপস্হিত ছিলেন, মানবাধিকার সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি মোঃ জিয়াউদ্দীন নায়েব,কোষাধ্যক্ষ পাক্ষিক গনমিছিলের বিশেষ প্রতিনিধি দেব প্রসাদ মন্ডল(শিক্ষানবিশ আইনজীবি), দপ্তর সম্পাদক দৈনিক প্রজন্মের ভাবনা প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পাক্ষিক গনমিছিলের উপজেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার দাশ,স্বাস্হ্য বিষয়ক সম্পাদক পাক্ষিক গনমিছিলের ইনফরমার হেকিম এস,এম খলিলুর রহমান, কার্যকরী কমিটির দৈনিক খুলনা টাইমসের কপিলমুনি প্রতিনিধি ইকবাল হোসেন,দৈনিক সংযোগ প্রতিদিন প্রতিনিধি এস,এম হাবিবুর রহমান আবু মুছা,জাতীয় দৈনিক আমাদের বার্তা প্রতিনিধি আসাদুজ্জামান মিঠুন,বেলাল হোসেন ও হারুন অর রশিদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য,সভার শুরুতে মহান ভাষা আন্দোলনে শহীদ ভাষা সৈনিক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্টিত সভায় বক্তারা বিগত বছরগুলোর মতো এবারও জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান।

মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি সহ তার পরিবারের নামে তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করায় প...
28/01/2023

মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি সহ তার পরিবারের নামে তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত...............................................................................
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি ।। খুলনার পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি মানবাধিকার কর্মী এডঃ এফ এম এ রাজ্জাক ও তার পরিবারের নামে তদন্ত ছাড়াই মামলা রেকর্ড, থানায় আদালত বসানো সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে শনিবার মানবাধিকার সাংবাদিক ফোরাম অস্হায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা ফোরামের সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আলাউদ্দীন রাজা। বক্তব্য রাখেন মহানন্দ অধিকারী মিন্টু দৈনিক ভোরের পাতা, আব্রাহাম সরকার পাক্ষিক গণমিছিল, ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ দৈনিক আজকের দর্পন,এ কে আজাদ দৈনিক প্রতিদিনের কথা,, খলিলুর রহমান পাক্ষিক গণমিছিল, জিয়াউদ্দিন দৈনিক বাংলাদেশের আলো, উজ্জ্বল কুমার দাস দৈনিক প্রজন্ম ভাবনা, হাবিবুর রহমান সংযোগ প্রতিদিন, জালাল হোসেন দৈনিক গ্রামের কন্ঠ, ইকবাল হোসেন দৈনিক খুলনা টাইমস, মুজিবুর রহমান মল্লিক অপরাধ তথ্য,বেলাল হোসেন, মশিউর রহমান, আছাদুজ্জামান মিঠুন, উজ্জ্বল কুমার দাস, প্রমূখ। প্রতিবাদ সভায় থানার ওসির বিরুদ্ধে তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লিফলেট বিতরণ, মানববন্ধন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার সিদ্ধান্ত গ্রিহীত হয়।

হবে কি এক সুন্দর মানুষ? যে মানুষটি তার নিজের জন্যকিছু প্রত্যাশা না রেখে সাজাবে এক সুন্দর পৃথিবী!যে পৃথিবীটা  তোমার পূর্ব...
27/01/2023

হবে কি এক সুন্দর মানুষ?
যে মানুষটি তার নিজের জন্য
কিছু প্রত্যাশা না রেখে সাজাবে এক সুন্দর পৃথিবী!
যে পৃথিবীটা তোমার পূর্ব পুরুষের, তোমার,তোমার পরবর্তি প্রজন্মের??

সেখানে তোমার বিরল কৃতকর্ম লেখা হবেনা
তোমার কোন পাওনাও নেই,
আছে কেবল দেবার?

তোমাকে তোমার সকল শ্রমের অর্জন
হাসি মুখে ঢেলে দেবে,
অথচ কেউ তোমার নাম করল কি করলো না
তা নিয়ে তুমি কিঞ্চিৎ সময় নষ্ট করবেনা?

আমাকে খুশি করার জন্য নয়!
তুমি আমার কাছে কোন ঋণী নও,
ঋণ সমগ্র মানুষের এই পৃথিবীর কাছে!
তাকে সুন্দর রাখার দায়ীত্ব সবার।

সবাই সেটা বোঝেনা
তুমি কি বুঝবে?

তুমি তোমার জন্য জন্মাওনি
কেউ তার নিজের জন্য জন্মায়না
এটা এখানে এসে সবাই ভুলে যায়!
তুমি এই সত্যতা পারবে লালণ করতে?
পারবে কি তোমার জন্ম থেকে আজ অবধি
তোমার পূর্বপুরুষ, তোমার পিতামহ,পিতা মাতা,
তোমার প্রতিটি নিশ্বাষের ঋণ শুধিতে???????

তুমি কি ফুল পেয়েছো?
পাখি পেয়েছো?
গাছ পেয়েছো? সুস্হতা পেয়েছো?
জীবন পেয়েছো?
তাহলে কিছু রেখে যেও সেই সম মুল্যের।।

পাইকগাছায় অজ্ঞান পার্টির বিভাগীয় প্রধান ওহত্যা মামলার আসামী রেজাউল গ্রেপ্তার--------------------------------------------...
17/01/2023

পাইকগাছায় অজ্ঞান পার্টির বিভাগীয় প্রধান ও
হত্যা মামলার আসামী রেজাউল গ্রেপ্তার

---------------------------------------------------------------
স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা থানা পুলিশ বিভাগীয় অজ্ঞান পার্টির মূল হোতা ও হত্যা-ডাকাতি সহ একাধিক মামলার আসামী রেজাউল গাজী (৪২) কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। ১৩ জানুঃ গভীর রাতে ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে এস আই আনজীর হোসেন,তাকবীর হোসাইন, মোস্তাফিজ সহ সঙ্গীয় ফোর্স গড়ইখালীর বগুড়ারচকের শাহদত গাজীর বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে লোহার রড ও ১৮০ পিস চেতনা নাশক ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। রেজাউল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের বরকাতুল্লাহ গাজীর ছেলে। পুলিশ মোবাইল সিডিআর যাচাই করে রেজাউল সহ ইতোপুর্বে ডুমুরিয়ার দু'বাড়ীতে অজ্ঞান করে সর্বস্ব চুরির ঘটনায় জড়িত এ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরন করেছেন। জানাগেছে, গত ৩ জানুয়ারী রাতে পাইকগাছার গদাইপুরের পুরাইকাটি গ্রামের প্রভাত বিশ্বাস ( ভোলা)'র বাড়ীর সদস্যদের খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে সকলকে অজ্ঞান করে স্বর্ন, টাকা সহ ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রভাত বাদী হয়ে থানায় মামলা করেন,যার নং- ১৪, তাং ১০-১-২৩। পুলিশের তদন্তে জানাগেছে, পাইকগাছায় গ্রেপ্তারকৃত দুর্ধর্ষ রেজাউল ও ডুমুরিয়ায় থানায় গ্রেপ্তারকৃতরা পুরাইকাটির প্রভাত বিশ্বাসের বাড়ীতে সংগঠিত ঘটনার সন্ধিগ্ধ আসামী। এ চক্রটি দীর্ঘদিন ধরে সাতক্ষীরা, খুলনা, যশোর সহ বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত ভাবে চুরি-সহ নানাবিধ অপরাধ করে আসছিল। এ চক্রটি ভারতীয় ২ মিঃ গ্রাম চেতনা নাশক ঔষধ বা ট্যাবলেট রান্না ঘরের পাত্রে রাখা হলুদের সাথে মিশিয়ে দিয়ে ওথ পেতে থাকে। রাতের খাবার খেয়ে ঐ পরিবারের সকলে অজ্ঞান হয়ে পড়লে এ চক্রটি বাড়ীর স্বর্ন, টাকা সহ সহায় সম্পদ চুরি করে পালিয়ে যায় । এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, পাইকগাছাসহ বিভিন্ন স্থানের বাড়িতে অজ্ঞান করে সর্বস্ব চুরির ঘটনায় জড়িত মূলহোতা রেজাউল গংদের জড়িত থাকার পর্যাপ্ত প্রমান রয়েছে। তিনি আরোও জানান, রেজাউল গাজীর বিরুদ্ধে সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যা, চুরি-ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়া ডুমুরিয়া থানায় গ্রেপ্তরকৃতদের পাইকগাছা থানায় প্রভাত বিশ্বাসের দায়ের করা মামলায় শোন এ্যারেস্ট দেখানো হয়েছে।

04/10/2022

খুলনার পাইকগাছা সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা। থেকে আমুড়কাটা বাজার থেকে সোনাখালি খেয়াঘাট পুর্যন্ত।এরাস্তা টা সত্যি দেখার কি কেউ নেই?রাস্তা তো না যেনো মরনফাঁদ আজ সন্ধায় যেয়ে দেখি সত্যি রাস্তা তো না যেনো মরনফাঁদ,মানুষের মুখে বলতে সুনি বছরের সব থেকে বড় শারদীয় দূর্গাপূজা আজ শুভ নবমী,তাও আজ মানুষ ঠিক মতো পূজা দেখতে,যেতে পারছে না যাওয়ার এক মাত্র রাস্তা মোটরসাইকেল কিন্তু বৃষ্টিকারনে রাস্তা হয়েগেছে মরনপূরী,এলাকাবাঁশি,তাদের একটা চাওয়া তাদের এই রাস্তা টা যেনো খুব দ্রুত কাজ হয়,জনপ্রতিনিধিরা তাদের কথা দেয়,কিন্তু কেউ তাদের কথাটা পরে আর মূলয়ান করে না।ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রাস্তা তো না যেনো সত্যি মৃত্যুপূরী।

14/09/2022

#পাইকগাছা ফানিভিডিও

04/09/2022

#পাইকগাছা,ফুটবলের জাদু।

03/09/2022

দু' উপজেলার সেতুবন্ধন
পাইকগাছায় প্রীতি ফুটবল ম্যাচে কয়রা চ্যাম্পিয়ন
-------------------------------------------------------------------- পাইকগাছায় সাবেক কৃতি ফুটবলারদের সমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচে কয়রা উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দু'উপজেলার কৃতি ফুটবল টিমের মধ্যে ৯০ মিনিটের খেলা গোল শুন্য অবস্থায় শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে ২গোলে কয়রা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। আয়োজক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী দল, রানার্স আপ দল সহ শ্রেষ্ট খেলোয়াড়ের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ । উপজেলা পরিষদ, থানা ও পৌরসভা আয়োজিত অনুষ্ঠেয় খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,ওসি জিয়াউর রহমান,সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী,প্রধান শিক্ষক অজিতকুমার সরকার,বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা,কয়রা ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ গাজী,প্রভাষক শাহনেওয়াজ শিকারী,পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, ষোলআনা সভাপতি জি,এম শুকুরুজ্জামান প্রমুখ। অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্যোর পর বিজয়ী দলের পক্ষে ট্রপি গ্রহন করেন অধিনায়ক ও আমাদী ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জুয়েল,কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস,এম বাহারুল ইসলাম এবং রানার্স আপ দলের পক্ষে ট্রপি গ্রহন করেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু,অধিনায়ক আজিবর রহমান সহ উভয় দলের খেলোয়াররা। সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহন করেন সাবেক কৃতি ফুটবলার ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু।প্রধান ম্যাচ রেফারি ছিলেন অবঃ প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র সানা, সহকারি একরামুল ইসলাম ও এ্যাড,মঞ্জুরুল ইসলাম। ধারা বর্ননায় ছিলেন নুরুজ্জামান টিটু ও আশরাফুল ইসলাম।

02/09/2022

#পাইকগাছা রাতে পূনীমা চাঁদের অপরূপ সৌন্দর্য।

01/09/2022

#পাইকগাছা শিববাটী ব্রিজ রোড়।

31/08/2022

পাইকগাছা,সোলাদানা ইউনিয়ন,ভিলেজ পাইকগাছা।
জান্নাতুন বাকী কবরস্থান,এই পৃথিবীতে কিসের এতো অহংকার সব কিছুই তো এই যায়গায় শেষ,আল্লাহ সবাই কে তৌফিক দান করুক আমিন।

27/08/2022

পাইকগাছা প্রেসক্লাবে,Hero নিলয় মটরস্ লিমিটেডের সৌজন্য,টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিময়

25/08/2022

#পাইকগাছা,ডাক্তার ভাই ও আম্মুর সাথে সুন্দর সুন্দর কিছু মুহূর্তের ছবি সত্যি অনেক সুন্দর।

22/08/2022

#পাইকগাছা,হালকা একটু বিনোদন।

Address

পাইকগাছা
Khulna
9280

Website

Alerts

Be the first to know and let us send you an email when SPtv পাইকগাছা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SPtv পাইকগাছা:

Videos

Share


Other Khulna media companies

Show All