News kalaroa

News kalaroa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News kalaroa, Media/News Company, kalaroa, Khulna.

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ পুলিশ সদস্য চাকরিচ্যুত : এস পিনিউজ কলারোয়া।।বিভিন্ন অপরাধমূলক ও বিভাগীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে যু...
31/08/2021

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ পুলিশ সদস্য চাকরিচ্যুত : এস পি

নিউজ কলারোয়া।।

বিভিন্ন অপরাধমূলক ও বিভাগীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২৫ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।
তিনি বলেছেন, পুলিশ বিভাগে কোনো অপরাধীর জায়গা নেই। আমি ২৫ জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এদের মধ্যে কনস্টেবল, সহকারী উপ-পরিদর্শক ও উপ-পরিদর্শক রয়েছেন। আরও ১০০ জনকে বড় ধরণের শাস্তি দিয়েছি। আমার হাত এক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি। এই ঘর অবশ্যই অপরাধমুক্ত হবে।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে তার কার্যালয়ে জেলা পুলিশের অ্যাপস ভিত্তিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, তদারককারী অফিসাররা সিডিএমএস অ্যাপসের মাধ্যমে যে কোনো স্থান থেকে থানার কার্যক্রম তদারকি করতে পারছেন। দিতে পারছেন প্রয়োজনীয় নির্দেশনা। টহল পার্টি কোথায় কী অবস্থায় দায়িত্ব পালন করছে তাও দেখা যাচ্ছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে জেলার সকল থানার সামগ্রিক কার্যক্রম ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
তিনি আরও বলেন, এজন্য প্রত্যেক থানার প্রবেশ গেট, ডিউটি কর্মকর্তা, সেরেস্তা, বেতার অপারেটরের বসার জায়গা, থানা হাজত করিডোর এবং থানা কম্পাউন্ডে আটটি করে সিসিটিভি স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে থানায় সেবা নিতে আসা লোকজন কোনোরকম হয়রানিতে পড়ছে কি-না, দালাল-তদবিরবাজরা ঘুরে বেড়াচ্ছে কি-না এবং থানা পুলিশ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে কি-না, হাজতের অবস্থাসহ সবকিছুই পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।

31/08/2021

জাতীয়

সিনোফার্মের প্রায় ৫৬ লাখ ডোজ টিকা দেশে এলো



নিউজ কলারোয়া ডেস্ক:

চীনের সিনোফার্ম থেকে কেনা প্রায় ৫৬ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। সোমবার রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা এসে পৌঁছায়।

মঙ্গলবার সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক।

তিনি বলেন, সিনোফার্মের ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা সোমবার রাত ২টা ১০ মিনিটে দেশে পৌঁছেছে। এয়ারপোর্ট থেকে ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো বেক্সিমকোতে নিয়ে যাওয়া হবে। সেখানে এ ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে।

এর আগে, সিনোফার্মের ২০ লাখ টিকা আসার কথা জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

রায়টার মাঠের ভিতরে পাকা রাস্তাটির কিছু অংশো ভেঙ্গে যাবায় বিপাকে হাজার হাজার মানুষ।
28/08/2021

রায়টার মাঠের ভিতরে পাকা রাস্তাটির কিছু অংশো ভেঙ্গে যাবায় বিপাকে হাজার হাজার মানুষ।

শাহজাদপুরে ট্যাংকলড়ি-সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ৫ জননিউজ কলারোয়া:সিরাজগঞ্জের শাহজাদপুরে গাড়াদহ বকুলতলা মহাসড়কে ট্যাংকলড়ি-...
18/08/2021

শাহজাদপুরে ট্যাংকলড়ি-সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ৫ জন

নিউজ কলারোয়া:

সিরাজগঞ্জের শাহজাদপুরে গাড়াদহ বকুলতলা মহাসড়কে ট্যাংকলড়ি- সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদীপাড়া গ্রামের মওলানা আবদুল খালেক (৬০) এবং একই ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাবু মিয়ার পুত্র শুভ হোসেন (১৪)।নিহত দুইজনই সিএনজির যাত্রী ছিলেন বলে জানা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ইনচার্জ শাহজাহান আলী জানান, বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় একটি সিএনজি অটোরিকশা অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় একটি ট্যাংকলড়ি সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন সিএনজি যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় আরও কয়েকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

18/08/2021

Mehedi Hasan's dead body under the trunk of a jute tree, a shadow of mourning in Damodarkati village

Md. Alihosen Kalaroa Satkhira.
Mohammad Mehedi Hasan, 6, son of Mohidul Islam of Damodarkati village in Helatla union of Kalaroa upazila of Satkhira district, was found missing on Tuesday afternoon.
After much searching, the child was not found.
Suddenly, at around 2 pm on Wednesday, some people saw the dead body of a child under a jute tree on the side of Damodarkati Mat Road.

Death or murder while playing it?

The idea of ​​the locals is that the child may have slipped and fallen under the jute tree while playing and could not get up and may have died there.

কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ বাজারের পাকা সড়কটি ভেঙ্গে যাচ্ছে বেতনা নদীতেদেখার কেউ নেই।
18/08/2021

কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ বাজারের পাকা সড়কটি ভেঙ্গে যাচ্ছে বেতনা নদীতে
দেখার কেউ নেই।

Address

Kalaroa
Khulna
@@@ALI

Telephone

+8801788735274

Website

Alerts

Be the first to know and let us send you an email when News kalaroa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Media/News Companies in Khulna

Show All