Desh Today24 Tv

Desh Today24 Tv deshtoday24.com Official page of deshtoday24, a Tv Channel national daily from Bangladesh, established on February 27, 2020.

We serve complete truth to our readers, not the half.

সাপ্তাহিক চাকরির পত্রিকা ০১/১২/২০২৩
02/12/2023

সাপ্তাহিক চাকরির পত্রিকা
০১/১২/২০২৩

14/11/2023
জনগণ সাথে না থাকলে চোরাগোপ্তা হামলায় সরকার ফেলা যাবে না: প্রধানমন্ত্রীজনগণ সাথে না থাকলে অগ্নি সন্ত্রাস ও চোরাগোপ্তা হাম...
12/11/2023

জনগণ সাথে না থাকলে চোরাগোপ্তা হামলায় সরকার ফেলা যাবে না: প্রধানমন্ত্রী

জনগণ সাথে না থাকলে অগ্নি সন্ত্রাস ও চোরাগোপ্তা হামলা করে সরকার পরিবর্তন করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে স্থানীয় মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে নরসিংদীতে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী দলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, '১৩-১৪ সালে কিছু করতে না পেরে আবারও মাঠে নেমেছে। তারা দেশে শিক্ষার্থীদের লেখাপড়া চায় না বলেই সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও নভেম্বর মাসে অবরোধ ডাকে।'

এসময় অগ্নি সন্ত্রাসীদের কাউকে ধরতে পারলে তাকে ওই আগুনেই ফেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএনপি ধ্বংস করে। থাকে লন্ডনে, সন্ত্রাস করে বাংলাদেশে। সাহস থাকলে দেশে আসুক, আমরা দেখি। বিএনপি জামায়াত অ্যাম্বুলেন্স, হাসপাতালে হামলা চালাচ্ছে। তারা দেশের, মানুষের অগ্রগতি চায় না। আপনারাই বিবেচনা করে দেখুন, নৌকায় যখনই ভোট দিয়েছেন তখনই দেশের উন্নয়ন হয়েছে।'

৫৬ ভাগ মজুরি বাড়ানো হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'গত ১৫ বছরে পোশাক শ্রমিকদের বেতন ৮০০ টাকা এখন সাড়ে ১২ হাজার টাকায় আওয়ামী লীগ সরকারই উন্নীত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।'

প্রধানমন্ত্রী বলেন, 'খালেদা জিয়া ভোট চুরি নির্বাচন করে বঙ্গবন্ধুর খুনি, যুদ্ধাপরাধীদের সংসদে নিয়ে গেছেন, ক্ষমতার অংশীদার করেছেন। খুনি, যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়া যে লক্ষ্য নিয়ে দেশে ফিরে এসেছিলাম, মানুষকে পাশে পেয়েছি, আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ।'

এছাড়া আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, 'যাকে দলের প্রার্থী করা হবে তার বিরুদ্ধে কাজ করা যাবে না।'

এর আগে দুপুর পৌনে ১টার দিকে নরসিংদীর পলাশে পরিবেশবান্ধব 'ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা' উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে কারখানায় বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

উদ্বোধন শেষে বিকেলে স্থানীয় মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন শেখ হাসিনা। সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। দিনে ২ হাজার ৮ শ মেট্রিক টন ও বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে কারখানাটিতে।

নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিলেন মির্জা আব্বাসসম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিজের পক্ষে নিজে...
12/11/2023

নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিলেন মির্জা আব্বাস

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিজের পক্ষে নিজেই সাফাই সাক্ষ্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তা শাহজাহান মিয়া ও কাজী শিফাউর রহমান হিমেলও তাঁর পক্ষে সাক্ষ্য দেন।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে শাহজাহান মিয়া ও কাজী শিফাউর রহমান হিমেলের সাক্ষ্য শেষ হয়। তবে মির্জা আব্বাসের সাক্ষ্য শেষ হয়নি। আদালত আগামী ১৫ নভেম্বর সাফাই সাক্ষ্যের পরবর্তী তারিখ ধার্য করেছেন।

৮ নভেম্বর অ্যাডভোকেট এ কে এম শাহজাহান ও এনআরবি ব্যাংকের চার্টার্ড অ্যাকাউনটেন্ট নুরুল হোসেন খান মির্জা আব্বাসের পক্ষে সাফাই সাক্ষ্য দেন।

সংশ্লিষ্ট আদালতে উচ্চমান বেঞ্চ সহকারি জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৩১ অক্টোবর মামলাটি সাফাই সাক্ষ্যের জন্য ছিল। কিন্তু ওইদিন মির্জা আব্বাস আদালতে হাজির হননি। কোনো সাফাই সাক্ষীও আদালতে উপস্থিত হননি। আদালত জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে শাহজাহানপুর থানার একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিন তাঁকে আদালতে হাজির করা হয়।

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপপরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তাঁর বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

20/06/2023

এটা একটা সতর্কতা পোস্ট- বিদ্যুৎ লাইনে গাছ কাটবেন কি কাটবেন না সেটা আপনার ব্যাপার,,(একটু সতর্ক হোন, নিজে বাঁচুন অন্য কে বাঁচান)

12/06/2023

বরিশাল সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে হাতপাখার প্রার্থীর কর্মীদের হাতে হাতে লাঠিসোটা

07/06/2023

সিদ্ধ ডিমে রয়েছে প্রচুর প্রোটিন

07/06/2023

গরমে তাল বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো।

07/06/2023

স্পেশাল চা! তৈরি করা হয় গরুর দুধ, কাট বাদাম, লাল চিনি ইত্যাদি

07/06/2023

গাছ পাকা আম খাওয়ার স্বাদই অন্যরকম। বাজারে বিক্রি হচ্ছে ফরমালিন।

06/06/2023

এই গরমে আম ভর্তা

27/05/2023

সাপ্তাহিক চাকরির খবর | বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরি। Weekly job news Various government and private jobs.

27/05/2023

গাজীপুরে কেন এমন হলো!

#বাংলাদেশ #গাজীপুরসিটিনিবার্চন #দেশটুডে২৪

27/05/2023

নতুন মার্কিন ভিসা নীতি নির্বাচন নিয়ে কি বার্তা দিচ্ছে?

27/05/2023

সাপ্তাহিক চারকির খবর

Job Apply
26/05/2023

Job Apply

25/05/2023

পাকা কাঁঠাল | Ripe jackfruit

25/05/2023

তালের বিচি | Palm Beach

24/05/2023

Khichuri and chicken meat on a rainy day | বৃষ্টির দিনে খিচুড়ি ও মুরগির মাংশ

24/05/2023

সবজি বাজারে দাম ভয়াবহ অবস্থা | Prices in the vegetable market are dire

24/05/2023

বয়লার মুরগী ২০৫ টাকা কেজি | Chicken 205 taka per kg

Address

1419/12-A
Khilgaon
1219

Alerts

Be the first to know and let us send you an email when Desh Today24 Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desh Today24 Tv:

Videos

Share

Category