পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চাওয়া কুকি-চিন আর্মির জন্ম কি একদিনেই হয়েছে_ । Enayet Chowdhury
Video Credit: Enayet Chowdhury
#Chittagong #CHT #Rangamati #khagrachari #Bandarban #Bangladesh
ফটিকছড়ি কাঞ্চন নগরে বাসার খাটের নিচে টিসিবির চোরাই তেলের সন্ধান মিলেছে,
বাংলাদেশ যৌথ বাহিনী পার্বত্য চট্টগ্রামে জংঙ্গী সংগঠনের সাড়াশি অভিযান, নির্মূল করার মাস্টার প্লান নিয়ে সময়োপযোগী সাড়াশি অভিযান শুরু করেছে, এ পর্যন্ত অনেকটা সফল হয়েছে। kuki-chin National Front (KNF) যারা পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত দেশ হিসেবে দাবি করছে ইতিমধ্যে তাদের অনেক গুলো আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে। KNF ইতিমধ্যে ভিডিও বার্তা দিয়ে পিছু হটার ঘোষণা দিয়েছে।
পার্বত্য চট্টগ্রামে জংঙ্গী সংগঠনের উপর সাড়াশি যৌথ বাহিনীর অভিযান।
পার্বত্য চট্টগ্রামে জংঙ্গী সংগঠনের উপর সাড়াশি যৌথ বাহিনীর অভিযান।
পার্বত্য চট্টগ্রামে জংঙ্গী সংগঠনের সাড়াশি অভিযান
নির্মূল করার মাস্টার প্লান নিয়ে সময়োপযোগী সাড়াশি অভিযান শুরু করেছে, এ পর্যন্ত অনেকটা সফল হয়েছে। kuki-chin National Front (KNF) যারা পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত দেশ হিসেবে দাবি করছে ইতিমধ্যে তাদের অনেক গুলো আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে। KNF ইতিমধ্যে ভিডিও বার্তা দিয়ে পিছু হটার ঘোষণা দিয়েছে।
আপনারা যুদ্ধ করতে চাইলে আসুন যুদ্ধ করি, ৩০ মিনিটও টিকতে পারবেন না।
আপনারা যুদ্ধ করতে চাইলে আসুন যুদ্ধ করি, ৩০ মিনিটও টিকতে পারবেন না: পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের উদ্দেশ্যে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাঙামাটির সুখী নীলগঞ্জে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পার্বত্য আঞ্চলিক দপ্তর ও ৩ পার্বত্য জেলায় তিনটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের ভিত্তি প্রস্তুর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে দেয়া বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন।
স্বাধীনতা বিরোধী সশস্ত্র সন্ত্রাসী শন্তু লারমাকে আইনের আওতায় আনতে হবে
স্বাধীনতা বিরোধী সশস্ত্র সন্ত্রাসী শন্তু লারমাকে আইনের আওতায় আনতে হবে: কাজী মজিবুর রহমান
বাংলাদেশের ম্যাক্সিমাম নেতারা দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত । Bangla Exclusive Interview
.
#Interview
#Exclusive_Interview
#Viral
#Viral_News #viral #viralvideo #viralnews #Bangladesh #newpost
লক্ষীছড়ি উপজেলা ৩টি ইউনিয়নে মুজিব বর্ষ উপলক্ষে মোট ৭০০ টি ঘর উপহার ইতি মধ্যে চাবি বুঝিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব. ইয়াসিন, এই উপহার পেয়ে খুশি গৃহহীন পরিবাররা কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে,
Reported মোঃ আলমগীর
#news
লক্ষীছড়ি উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ইয়াসিন-এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।
My TV Report
লক্ষীছড়ি ইউএনও এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
================================
লক্ষীছড়িতে ইউএনও এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি ও স্থানীয় বাঙালী, পাহাড়ি জনসাধারণ।
আজ (৫ জানুয়ারি) বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন অনেক ভালো মানুষ, তিনি গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে থেকে তাদের সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা দিয়েছেন। তিনি ভূমিহীন ও আশ্রয়হীনদের মুজিবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাকা বাড়ি সুন্দর ভাবে বন্টন এবং বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। বাঙালী, পাহাড়ি জনসাধারণের দাবী লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহার করতে হবে।
এ সময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্য