Voice Of LaxmiChari

Voice Of LaxmiChari দুর্গম পাহাড়ি জনপথ ও সারা দেশের সংবাদ বা তথ্য পেতে, "Voice of Laxmichari" পেইজে লাইক দিয়ে সাথে থাকুন, ধন্যবাদ।

সুখবর! সুখবর! সুখবর!
22/06/2023

সুখবর! সুখবর! সুখবর!

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি থেকে রাজধানী ঢাকার সাথে সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে বলে জানা গেছে। খাগড়াছড়ি শান্ত....

Incredible Photography 📸 AfricaPhoto source: Social Media
14/06/2023

Incredible Photography 📸 Africa

Photo source: Social Media

লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি উপকরণ বিতরণতারিখ: ১৪/০৬/২০২৩ খ্রি.
14/06/2023

লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি উপকরণ বিতরণ
তারিখ: ১৪/০৬/২০২৩ খ্রি.

08/06/2023

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন সুলতানা রাজিয়া। ৭ জুন বুধ.....

30/01/2023

মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্রী ম....

আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২২, স্থানঃ লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠ।উ...
27/12/2022

আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২২, স্থানঃ লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠ।
উদ্বোধনী ম্যাচ খেলবেন
(ময়ুরখীল একাদশ Vs জুর্গাছড়ি জুনপ্রহর ক্লাব)
এতে আপনাদের সকলকে খেলা দেখার জন্য আমন্ত্রিত।

বিজয়ের উদযাপন লক্ষ্মীছড়ি উপজেলা।
16/12/2022

বিজয়ের উদযাপন লক্ষ্মীছড়ি উপজেলা।

"আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ" ও "বেগম রোকেয়া দিবস-২০২২" এবং "আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২" উপলক্ষে ল...
09/12/2022

"আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ" ও "বেগম রোকেয়া দিবস-২০২২" এবং "আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২" উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলায় যথাযথ মর্যাদায় আয়োজিত ও পালিত হলো "মানববন্ধন,জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা"।উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ(তদন্ত),লক্ষ্মীছড়ি থানা,মহিলা বিষয়ক কর্মকর্তা,সহকারী তথ্য আপা'সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ছিলেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান, জনাব বাবুল চৌধুরী স্যার এবং সভাপতিত্ব করেছেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার,জনাব মোঃ ইশতিয়াক ইমন।

বিজয়ের মাস বরণ উপলক্ষে আজ লক্ষ্মীছড়ি উপজেলাতে পালিত হয়"বিজয় শোভা যাত্রা ২০২২"আয়োজনে, উপজেলা প্রশাসন লক্ষ্মীছড়ি
01/12/2022

বিজয়ের মাস বরণ উপলক্ষে
আজ লক্ষ্মীছড়ি উপজেলাতে পালিত হয়
"বিজয় শোভা যাত্রা ২০২২"
আয়োজনে, উপজেলা প্রশাসন লক্ষ্মীছড়ি

খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনেকাবাডি প্রতিযোগিতা ২০২২বালিকা চ্যাম্পিয়ান- দুল্যাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়রানার আপ- চাইল...
30/11/2022

খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে
কাবাডি প্রতিযোগিতা ২০২২
বালিকা চ্যাম্পিয়ান- দুল্যাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়
রানার আপ- চাইল্ড কেয়ার স্কুল, মহালছড়ি
বালক- চ্যাম্পিয়ান লক্ষীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
রানার আপ- দুল্যাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়।

11/11/2022

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন কমান্ডারর্স কাপ ফুুটবল টুর্নামেন্ট-২২ উদ্বোধন করা .....

প্রতারক চক্র সাবধান!আজ লক্ষ্মীছড়ি উপজেলায় ভূয়া এনজিও প্রতিষ্ঠানের ২জনকে চাকুরী দেয়ার নামে প্রতারণা করার সময় হাতেনাতে আটক...
08/11/2022

প্রতারক চক্র সাবধান!

আজ লক্ষ্মীছড়ি উপজেলায় ভূয়া এনজিও প্রতিষ্ঠানের ২জনকে চাকুরী দেয়ার নামে প্রতারণা করার সময় হাতেনাতে আটক করা করা হয়। জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থা নামক কথিত এই এনজিও-টি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন আছে এই মর্মে লক্ষ্মীছড়ি উপজেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছিলো। ১ দিনের প্রশিক্ষণ ও তার পরবর্তীতে লোভনীয় বেতনে চাকুরি দেয়ার নাম করে মানুষের সরলতার সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিলো এই চক্রটি।

গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রের ২জনকে হাতেনাতে ধরা হয়। লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ অন্যান্য জনপ্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যাচাই-বাছাই ছাড়া এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্য এবং এ ধরনের সন্দেহজনক কিছু জানামাত্র উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনার জন্য লক্ষ্মীছড়িবাসীর প্রতি অনুরোধ রইলো।
News Source: উপজেলা প্রশাসন লক্ষ্মীছড়ি

আজ সারা দেশে ছোট বড় ১০০ টি সেতু তার মধ্যে খাগড়াছড়িতে (৪২) টি সেতু ও লক্ষীছড়িতে ৬ টি সেতুর, শুভ উদ্বোধন করেন "মাননীয় প্রধ...
07/11/2022

আজ সারা দেশে ছোট বড় ১০০ টি সেতু তার মধ্যে খাগড়াছড়িতে (৪২) টি সেতু ও লক্ষীছড়িতে ৬ টি সেতুর, শুভ উদ্বোধন করেন "মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

06/11/2022
লক্ষ্মীছড়ি জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট। আয়োজন করা হচ্ছে আগ্রহী গন দ্রুত যোগাযোগ করতে পারেন(01824-213506)
02/11/2022

লক্ষ্মীছড়ি জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট। আয়োজন করা হচ্ছে আগ্রহী গন দ্রুত যোগাযোগ করতে পারেন
(01824-213506)

31/10/2022

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্মিত ৪২টি গার্ডার সেতুর উদ্বোধন করবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরক...

31/10/2022

পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চাওয়া কুকি-চিন আর্মির জন্ম কি একদিনেই হয়েছে_ । Enayet Chowdhury
Video Credit: Enayet Chowdhury

লক্ষ্মীছড়িতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউ এনও, ইশতিয়াক ইমন।খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্...
24/10/2022

লক্ষ্মীছড়িতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউ এনও, ইশতিয়াক ইমন।

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পশ্চিম জুর্গাছড়ি এলাকায় পৌছার আগেই আমন্ত্রীত অতিথিগণ, বর পক্ষের লোকজন ও কাজি পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে বাল্যবিয়ে হবে না মর্মে ইউপি সদস্য মো: জয়নাল আবেদিনের জিম্মায় কনেকে রাখা হয়। কনের পিতা মো: সোলেয়মান মেয়ের বিয়ের বয়স হয়নি বলে স্বীকার করেন। তার আরো ৪ মেয়ে ও ১ছেলে রয়েছে। বাকি মেয়েদের বিয়ে হয়েছে আগেই। পরিস্থিতির শিকার হয়ে বিয়ের আয়োজন করতে হয়েছিল বলে কনের পিতা জানান।

সবাইকে শতর্ক করে ইউএনও বলেন, কোনো অবস্থায় বাল্যবিয়ে হবে না। আইন মেনে চলার পরামর্শ দেন তিনি। এসময় থানার অফিসার ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ, উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া, তথ্যসেবা কর্মকর্তা মনিরা বেগম, তথ্যসেবা সহকারী নাইম্রাচিং মারমা, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

সূত্র জানান, তিনট্যহরি এলাকার মো: মুন্সী মোবাইলে মেয়ের সাথে কথা বলতো এমন অভিযোগের ভিত্তিতে গ্রাম্য শালিসে এ বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। ঘটনাটি জানার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করেন।

22/10/2022

ফটিকছড়ি কাঞ্চন নগরে বাসার খাটের নিচে টিসিবির চোরাই তেলের সন্ধান মিলেছে,

21/10/2022

পার্বত্য চট্টগ্রামে জংঙ্গী সংগঠনের উপর সাড়াশি যৌথ বাহিনীর অভিযান।

পার্বত্য চট্টগ্রামে জংঙ্গী সংগঠনের সাড়াশি অভিযান

নির্মূল করার মাস্টার প্লান নিয়ে সময়োপযোগী সাড়াশি অভিযান শুরু করেছে, এ পর্যন্ত অনেকটা সফল হয়েছে। kuki-chin National Front (KNF) যারা পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত দেশ হিসেবে দাবি করছে ইতিমধ্যে তাদের অনেক গুলো আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে। KNF ইতিমধ্যে ভিডিও বার্তা দিয়ে পিছু হটার ঘোষণা দিয়েছে।

পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে ৭ জঙ্গি ও সেনাসৃষ্ট  তিনজন বমপার্টি সন্ত্রাসী গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে র...
20/10/2022

পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে ৭ জঙ্গি ও সেনাসৃষ্ট তিনজন বমপার্টি সন্ত্রাসী গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ
উদ্ধার করেছে র‌্যাব
________________

বান্দরবান পার্বত্য জেলায় যৌথবাহিনীর অভিযানে আরও ৭ জঙ্গি সহ সেনাসৃষ্ট বমপার্টির ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে তৃতীয় দফায় মোট ১৯ জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হলো।বৃহস্পতিবার র‌্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, বান্দরবান ও রাঙামাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি পার্বত্যাঞ্চলে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আস্তানা তথ্য জানায় র‌্যাব। আগের দুই দফাসহ তৃতীয় দফায় গ্রেফতার সাতজন এই সংগঠনের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

লক্ষ্মীছড়ির সোনার কন্যা Monika Chakma 'কে আগামীকাল ০২/১০/২০২২ তারিখ, বিকাল ৪.০০ ঘটিকায় লক্ষ্মীছড়ির উপজেলা পরিষদের মুক্তম...
01/10/2022

লক্ষ্মীছড়ির সোনার কন্যা Monika Chakma 'কে আগামীকাল ০২/১০/২০২২ তারিখ, বিকাল ৪.০০ ঘটিকায় লক্ষ্মীছড়ির উপজেলা পরিষদের মুক্তমঞ্চে সংবর্ধনা দেয়া হবে।

সবাইকে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ রইল ।

সাফ জয়ী 🏆Monika Chakma লক্ষ্মীছড়ি উপজেলা আগমনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন  💐🌼পুরো লক্ষ্মীছড়ি উপজেলা বাসীর আনন্দ-উল্লাস, আ...
30/09/2022

সাফ জয়ী 🏆
Monika Chakma
লক্ষ্মীছড়ি উপজেলা আগমনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন 💐🌼
পুরো লক্ষ্মীছড়ি উপজেলা বাসীর আনন্দ-উল্লাস, আর্রার লক্ষ্মীছড়ি মাইয়া ❤️❤️

Address

1No Laxmichari Sadar
Khagrachhari
4470

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of LaxmiChari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of LaxmiChari:

Videos

Share


Other News & Media Websites in Khagrachhari

Show All

You may also like