TathyaSheba - তথ্যসেবা

TathyaSheba - তথ্যসেবা Official page of TathyaSheba - তথ্যসেবা
(1)

23/12/2024

প্রেমের টানে পাকিস্তানি যুবক খাগড়াছড়িতে

ফেসবুকে পরিচয়ের পর প্রেম। আর সেই টানে পা‌কিস্তান থেকে বাংলা‌দে‌শের পার্বত‌্য জনপদ খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় এসেছেন আলীম উ‌দ্দিন না‌মে (২৮) এক তরুণ। তি‌নি পা‌কিস্তা‌নের লা‌হোর শহ‌রের মৃত জে‌মীল উ‌দ্দিনের ছে‌লে।

আলীম উ‌দ্দিন জানান, গত ৮ মাস আ‌গে বৃ‌ষ্টির সা‌থে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে তার প‌রিচয়।‌ বৃ‌ষ্টির পু‌রো নাম তাহ‌মিনা আক্তার বৃ‌ষ্টি (২১)। সে খাগড়াছ‌ড়ি ক‌লে‌জের ব‌্যবসায় শাখার ৩য় ব‌র্ষের শিক্ষার্থী। মা‌টিরাঙ্গা উপ‌জেলার বেলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ১নং ওয়ার্ড উত্তরপাড়ার আবুল হো‌সে‌নে মে‌য়ে।

প্রেমিকার সা‌থে দেখা কর‌তে গত ১১‌ ডি‌সেম্বর পা‌কিস্তান হ‌তে চট্টগ্রা‌মে আ‌সেন আলীম। সেখা‌নে বেস্ট ও‌য়েস্টার্ণ চট্টগ্রাম হোটে‌লে প্রায় ৮‌ দিন অবস্থান ক‌রে ১৯ ডি‌সেম্বর খাগড়াছ‌ড়ি‌তে গি‌য়ে কোর্ট ম‌্যা‌রেজ ক‌রে আবার চট্টগ্রাম হো‌টেলে চলে যান। প‌রে ২২‌ ডি‌সেম্বর বেলছ‌ড়ি‌ বৃ‌ষ্টির পিত্রাল‌য়ে এলাকার গণ্যমান‌্যদের উপ‌স্থি‌তি‌তে পুনরায় বিয়ে পড়া‌নো হ‌য়ে‌ছে ব‌লে জানান মেয়ের বাবা আবুল হো‌সেন।

এ‌দি‌কে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

বর্তমা‌নে ছে‌লে মে‌য়ের বা‌ড়ি‌তে আ‌ছেন এবং মে‌য়ের পার্সপোর্ট-ভিসার কাজ সম্পূণ হলে তা‌কে নি‌য়ে দে‌শে ফির‌বেন ব‌লে জানান প্রেমিক আলীম।

মে‌য়ের সা‌থে কথা বলতে মে‌য়ে বাবা অস্বীকৃ‌তি জানা‌লে মে‌য়ের বক্তব‌্য নেয়া সম্ভব হয়‌নি।

স্থানীয় আ‌নোয়ার হো‌সেন জানান, বি‌শেষ সূ‌ত্রে জানতে পে‌রে‌ছেন ২২‌ ডি‌সেম্বর পা‌কিস্তানি এক ছে‌লে সা‌থে আবুল হো‌সেনের মে‌য়ের বি‌য়ে হ‌য়ে‌ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপ‌স্থিত থাক‌লে সে সময় উপ‌স্থিত ছি‌লেন না তি‌নি।

‌ছেলে পা‌কিস্তা‌নি হ‌লেও স‌ন্তোষ প্রকাশ ক‌রে মে‌য়ের পিতা আবুল হো‌সেন বলেন, প্রথ‌মে আমরা সম্পর্ক মেনে নি‌তে চাই‌নি। যে‌হেতু তারা উভয় প্রাপ্ত বয়ষ্ক এবং বি‌য়ে হ‌য়ে গে‌ছে তাই মে‌নে নি‌য়ে‌ছি। কোন অনুষ্ঠান না হওয়ায় বি‌য়ের কোন কাগজপত্র ও ছ‌বি নেই বলে জানান তি‌নি।

বিষয়‌টি অবগত আ‌ছেন জা‌নি‌য়ে মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো. তৌ‌ফিকুল ইসলাম বিষয়‌টি খ‌তি‌য়ে দেখছেন। রাষ্ট্রীয় বি‌ধি মোতা‌বেক পরবর্তী ব‌্যাবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে জানান তি‌নি।

15/12/2024
03/12/2024

খাগড়াছড়ি পৌরবাসীর জন্য বিশেষ সুযোগ। ডিসেম্বর এর ১৫ তারিখ পর্যন্ত ১ বছরের নিচে সকল শিশুর জন্মনিবন্ধন ফ্রী ❤️❤️❤️ জন্মনিবন্ধন আপনার শিশুর অধিকার। একইসাথে একবছরের মধ্যে কোনও মৃত্যু নিবন্ধনও ফ্রী। ১৫ তারিখের মধ্যে আবেদন করে ফেলুন।
কি কি লাগবে?
জন্মনিবন্ধনে : শিশুর টিকা কার্ড/জন্মতারিখের প্রমাণক এবং বাবা মায়ের জন্মনিবন্ধন কপি।
মৃত্যু নিবন্ধনে: মৃত ব্যক্তির জন্মনিবন্ধন এর কপি।
যোগাযোগ : খাগড়াছড়ি পৌরসভা।

অবশেষে কমলো স্বর্ণের দামশনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২৯ সেপ্টেম্বর) থ...
28/09/2024

অবশেষে কমলো স্বর্ণের দাম

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

21/09/2024

অনিবার্য কারণে আগামীকাল ২২সেপ্টেম্বর ২০২৪ খি. রবিবার
খাগড়াছড়ি সরকারি কলেজের সকল শ্রেণিকার্যক্রম ও পরীক্ষা স্থগিত থাকবে।

20/09/2024

আগামীকাল
স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল
খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন।

16/09/2024
01/09/2024

আল্লাহ তায়ালা বলেন :(ওহে মুমিনগণ!)

আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, কেননা তারা তাদের অজ্ঞতাপ্রসূত শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালি দেবে।

(সূরা আন'আম,আয়াত:১০৮)

⚠️  সমগ্র বিশ্ব জাহানের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ও নবী করিম (সা.)- এর অবমাননাকারীর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড।১.   রাসু...
28/08/2024

⚠️ সমগ্র বিশ্ব জাহানের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ও নবী করিম (সা.)- এর অবমাননাকারীর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড।

১. রাসুল (সা.)-এর শানে বেয়াদবিমূলক মন্তব্য, বক্তব্য বা তাঁর প্রতি ঠাট্টা-বিদ্রূপকারী এবং ধর্মীয় কোনো বিধান নিয়ে ব্যঙ্গকারী ব্যক্তি উম্মতের সর্বোচ্চ ঐকমত্যে মুরতাদ বলে সাব্যস্ত হবে।

২. তার শাস্তি মৃত্যুদণ্ড।

৩. তবে মৃত্যুদণ্ড প্রদানের দায়িত্ব শাসকদের।

৪. শাসকদের জন্য আবশ্যক হলো এ ধরনের লোকদের চিহ্নিত করে আইনের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা।

সৃষ্টির সেরা : সব সৃষ্টির মাঝে মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর, সর্বাপেক্ষা জ্ঞানী ও বুদ্ধিমান এবং সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী।

কেউ ওনার ঠিকানা দিয় সহযোগিতা করুন।

🎗️জনস্বার্থে মোবাইল কোম্পানির ফ্রি অফারসাম্প্রতিক বন্যা দুর্গতদের জন্য....
22/08/2024

🎗️জনস্বার্থে মোবাইল কোম্পানির ফ্রি অফার
সাম্প্রতিক বন্যা দুর্গতদের জন্য....

Address

Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when TathyaSheba - তথ্যসেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share