সকালের সূর্য

সকালের সূর্য Shokalersurjo.com is one of the most Popular Bangla news Portal in Bangladesh. This news portal has
(4)

10/04/2024

আজমল গ্রেপ্তার

সূর্য ডেস্ক॥
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বায়েক ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নুরুন্নবী আজমলকে জেলা ডিবি পুলিশ গত ৮ এপ্রিল রাতে গ্রেপ্তার করেছে।জানা যায় ৫০ বস্তা চোরাই চিনিসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়।
গতকাল তার বিরুদ্ধে মামলা রুজু করে জেলখানায় পাঠানো হয়।

28/03/2024

কসবা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে
সূর্য ডেস্ক॥
বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখা কমিটি বিলুপ্ত করে দিয়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারন সম্পাদক শাহাদত হোসেন শোভন।
গত বুধবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের প্যাডে এসংবাদ জানানো হয়েছে।সংবাদ মাধ্যমে জানানো হয় দীর্ঘ পাঁচ বছর যাবত কসবা উপজেলা ছাত্রলীগের মেয়াদউত্তীর্ন আহবায়ক কমিটি ও সাংগঠনিক কাজে স্থবিরতায় জেলা কমিটির জরুরি সভায় এসিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে কমিটি বিলুপ্ত করার পর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে দীর্ঘ ১৬ বছর ছাত্ররাজনীতির অবসানে স্বস্তি প্রকাশ করে দীর্ঘ একটি স্টেটাস দেন।

13/03/2024

শিশু বিকাশে আইসিডিডিআরবির কর্মশালা অনুষ্ঠিত
সূর্য ডেস্ক ॥

স্মার্ট চাইল্ড স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে আজ(১৩ ফেব্রুয়ারি) কসবায় আইসিডিডিআরবি’র আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।উপজেলার প্রতিটি স্বাস্থ্য ও কমিউনিটি ক্লিনিকে শিশু বিকাশ শেসানে শুন্য থেকে তিন বছরের শিশুদের বুদ্ধি বিকাশ কার্যক্রমকে গতিশীল করতে এই কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় স্বাস্থ্য সহকারি ও পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন ২০ জন স্বাস্থ্য সহকারি ও পরিবার পরিকল্পনা মাঠ কর্মী।
কর্মশালা উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ নিজাম উদ্দিন।কর্মশালায় আলোচক ছিলেন আইসিডিডিআরবির সহকারি বিজ্ঞানী ড.সৈয়দা ফারদীনা মেহেরীন,সিনিয়র রিচার্স অফিসার ড.মাসুমা কাউসির।কর্মশালায় অতিথি হিসেবে আলোচনা করেন কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা।

চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (কসবা )মেধাবৃত্তি ২০২৩ এর ফলপ্রকাশঃ
12/03/2024

চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (কসবা )মেধাবৃত্তি ২০২৩ এর ফলপ্রকাশঃ

12/03/2024
05/03/2024
26/02/2024

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টিকটক করতে বাধা দেওয়ায় তানিয়া আক্তার (২৮) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ রোব...

কুটি জাজিয়ারা শ্মশান ঘাটের আশেপাশে চলছিলো মাটি উত্তোলনের মহোৎসব ।গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার ২টি ড্রেজার জব্...
26/02/2024

কুটি জাজিয়ারা শ্মশান ঘাটের আশেপাশে চলছিলো মাটি উত্তোলনের মহোৎসব ।গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার ২টি ড্রেজার জব্দ করেন।ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ।অনাদায়ে ১৫ দিনের জেল।

একুশের প্রথম প্রহর,কসবা,ব্রাহ্মণবাড়িয়া॥কসবা প্রেসক্লাবের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।এদিকে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ...
20/02/2024

একুশের প্রথম প্রহর,কসবা,ব্রাহ্মণবাড়িয়া॥কসবা প্রেসক্লাবের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।এদিকে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন ,নির্বাহী অফিসার মুহ্ম্মদ শাহরিয়ার মুক্তার উপজেলা প্রশাসনের পক্ষে,পৌরসভার পক্ষে পৌর মেয়র এম.জি হাক্কানি ,কসবা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে ইউএইচএ নড়া.নিজাম উদ্দিন শহীদ মিনারে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান।

14/01/2024

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নাছিমা আক্তার (৩৫) নামে কসবায় গৃহবধুর লাশ উদ্ধার ॥ পরিবারের দাবী
সূর্য প্রতিবেদক॥
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নাছিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের একটি ব্রীজের নীচ থেকে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
নাছিমা আক্তার মুলগ্রাম ইউনিয়নের নিবড়া গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মনাড়িয়া সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে তার মায়ের পরিবারের নিকট লাশ হস্তান্তর করে।জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের দাবী তার স্বামী লিটন নাছিমাকে হত্যা করে ব্রীজের নীচে ফেলে দিয়ে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছে পুলিশ।
নিহতের বড় বোন জামিয়া বেগম জানান, নাছিমার স্বামীর বাড়ি সদর উপজেলার সুলতানপুর গ্রামে। প্রায় দুই যুগ আগে তার বিয়ে হয়। তাদের দুটি সন্তানও রয়েছে। বেশ কয়েক বছর ধরে স্বামীর পরকীয়ার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা চলে আসছিলো। স্বামীর সাথে বনিবনা না হলে বাবার বাড়িতে না গিয়ে অধিকাংশ সময় আমার বাড়িতেই থাকতো।
জামিয়া বেগমের বাড়ি আখাউড়া উপজেKhan লার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে। গত বৃহস্পতিবার তার বাড়িতে নাছিমার স্বামী লিটন আসে । এখানেও স্বামী-স্ত্রী তর্কের এক পর্যায়ে নাছিমা বাড়ি থেকে বেরিয়ে যায়।
কিছুক্ষন পর তার স্বামী লিটন মিয়াও বেরিয়ে চলে যায়। এরপর কেউই ফিরে আসেনি। সকালে লোকজনের মুখে শুনে গিয়ে দেখতে পান মুলগ্রাম ব্রীজের নীচে পড়ে আছে ফাঁস লাগানো তার বোনের লাশ। তাদের সন্দেহ পরকীয়ার জের ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহের কারনে তার স্বামী তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে ব্রীজের নীচে ফেলে চলে গেছে।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মনাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে গিয়ে তার গ্রামেরই নাছিমা আক্তারের লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেন।
নাছিমার স্বামী লিটন মিয়া জানান, তার বোনের বাড়িতে তাকে আনার জন্য গিয়েছিলাম। তার বড় বোন আমার সাথে আসতে বলায় নাছিমা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আমিও আমার বাড়িতে চলে আসি।
সকালে শুনেছি সে মারা গেছে। কিভাবে কি হয়েছে আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে তারা।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহাম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে। পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে অভিযোগ ও ভিসেরা রিপোর্ট অনুযায়ী আইনানুগ উপজেKhan লার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে। গত বৃহস্পতিবার তার বাড়িতে নাছিমার স্বামী লিটন আসে । এখানেও স্বামী-স্ত্রী তর্কের এক পর্যায়ে নাছিমা বাড়ি থেকে বেরিয়ে যায়।
কিছুক্ষন পর তার স্বামী লিটন মিয়াও বেরিয়ে চলে যায়। এরপর কেউই ফিরে আসেনি। সকালে লোকজনের মুখে শুনে গিয়ে দেখতে পান মুলগ্রাম সেতুর নিচে লাশ পাওয়া যায়।

08/01/2024

নিজেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা করছেন কুটি ইউনিয়ন চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন। ——-সূর্য ফটো

কুটি ইউনিয়ন থেকে আওয়ামীলীগের কসবা উপজেলা সহ সভাপতি ছাইদুর রহমান স্বপনের আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ...
08/01/2024

কুটি ইউনিয়ন থেকে আওয়ামীলীগের কসবা উপজেলা সহ সভাপতি ছাইদুর রহমান স্বপনের আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন স্থানীয় জনগণ।

06/01/2024

কসবা রেলওয়ে স্টেশন অপরুপ রুপে শোভিত।

#সকালেরসূর্য
#কসবা



কসবায় জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতিসম্পন্নসূর্য প্রতিবেদক॥আজ রবিবার (৭ জানুয়ারি)উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংস...
06/01/2024

কসবায় জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি
সম্পন্ন
সূর্য প্রতিবেদক॥
আজ রবিবার (৭ জানুয়ারি)উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ
নিবার্চনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিবার্চনে ৩ জন প্রার্থী
প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীগন হচ্ছেন;বাংলাদেশ আওয়ামীলীগ আইনমন্ত্রী আনিসুল
হক (নৌকা),ন্যাশনাল পিপলস পার্টি থেকে
শাহীন খান ( আম) এবং বাংলাদেশ তরিকত ফেডারশন
সৈয়দ জাফরুল কুদ্দুস (ফুলের মালা)।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা র্নিবাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার
জানান, নির্বাচনী এলাকায় পৌরসভা ২ টি ,ইউনিয়ন ১৫ টি,ভোট কেন্দ্রের সংখা
১১৮টি, ভোট কক্ষের সংখা ৮৮০ টি, মোট ভোটর সংখ্যা ৪লাখ ২ হাজার ৫৯০ জন।এর মধ্যে
পুরুষ ২ লাখ ৭ হাজার ৮৪৭ জন, মহিলা ১ লাখ ৯৪ হাজার ৭৩৯ জন এবং তৃতীয় লিঙ্গ ৪ জন ।
তাছাড়া নির্বাচনী দায়িত্বে রয়েছেন ; প্রিজাইডিং অফিসার ১১৮ জন,সহকারী
প্রিজাইডিং অফিসার ৮৮০ জন এবং পুলিং অফিসার ১৭৬০ জন।
এদিকে শান্তি শৃক্ষলার দায়িত্বে রয়েছেন ম্যাজিট্র্যাট ৬ জনসহ প্রয়োজনীয় সংখ্যক
আইন শৃক্ষলা বাহিনীর সদস্যগন। অপর দিকে কসবা উপজেলার ১১টি ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ
হিসেবে চিহিৃত করা হয়েছে।

04/01/2024

৭ জানুয়ারি আমাকে ভোট দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিবেন
আপনারা আমাকে ভালোবাসেন———আইনমন্ত্রী আনিসুল হক

03/01/2024
সিডিসি স্কুল বই উৎসব -২০২৪
01/01/2024

সিডিসি স্কুল বই উৎসব -২০২৪

31/12/2023
30/12/2023

আইনশৃঙ্খলা কমিটির সভা

20/12/2023

রেজভি একটা মিথ্যাবাদী—-আইনমন্ত্রী আনিসুল হক
॥১৯ ডিসেম্বর,কসবা ॥
আইনমন্ত্রী আনিসুল হক আজ কসবায় দুপুরে সড়ক দূর্ঘটনায় নিহত বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের ছাত্রলীগ নেতা নুরে আলমের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সংগে দেখা করে তাদের সমবেদনা জানান।পরে তিনি কসবা আড়াইবাড়ি গ্রামে পীরে কামেল সুফি সাধক মাওলানা আজগর আহম্মদের মাজার জিয়ারত করেন।
পরে সন্ধায় কসবা পৌরসভা আওয়ামীলীগ আয়োজিত কসবা মহিলা মাদরাসা প্রাঙ্গনে জনসভায় পৌর আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আইনমন্ত্রী আনিসুল হক তার প্রথম নির্বাচনী জনসভাস্থলে এসে পৌঁছলে শত শত নারী পুরুষ তাঁকে ফুল দিয়ে বরন করে নেন।
মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন;
২০১৪ সালে বিএনপি জামাত নির্বাচনে বাধা দিয়েছিলো।জনগন তাদের প্রত্যাখ্যান করেছে তাই তারা সারা দেশে সন্ত্রাস করেছে।২০১৮ সালে তারেক জিয়া টাকা নিয়ে কসবা-আখাউড়ায় ৪ জনকে নমিনেশন দিয়েছিলো লন্ডনে বসে টাকা নিয়ে।এখন আবার নির্বাচনে না এসে সন্ত্রাস শুরু করে দিয়েছে।
তারা রেল লাইন কেটে ফেলে বলে আমরা নাকি রেল লাইন কাটি।রেজভি একটা মিথ্যাবাদী।তাকে চোখে দেখা যায় না।বিএনপি চিহ্নিত সন্ত্রাসী দল।বাংলার মানুষ এখন বিএনপিকে সন্ত্রাসীদের দল হিসেবে জানে।এরা সর্বদাই মিথ্যা কথা বলে।
তিনি উপস্থিত নারী পুরুষকে উদ্দেশ্য করে বলেন,আমি জানি আপনারা আমাকে ভালো বাসেন।আমিও আপনাদের অনেক ভালোবাসি।সত্যিই যদি আমাকে ভালোবাসেন তাহলে ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিয়ে আমার প্রতি ভালোবাসা প্রমান করবেন ।আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই।
আপনারা আমার নিকট কোনো কিছু দাবী করবেন না বরং যে কোনো কিছু চাইবেন।
মন্ত্রী ২০০১ সাল থেকে ২০০৬ সালের দেশের ভয়াবহ পরিস্থিতির অবস্থা উল্লেখ করে বলেন ৬৪ জেলায় বোমা হামলা,১০ ট্রাক অস্রের কথা আমরা কেউ ভোলেনি।২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো।
বাংলাদেশকে জংগী গোষ্ঠী থেকে উদ্ধার করে জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রুল মডেল বিনির্মান করেছেন।আমিও কসবা আখাউড়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখছি।
তিনি বলেন আপনারা আমার উপর আস্থা রাখবেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কসবা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ কসবা উপজেলা সাধারন সম্পাদক
রাশেদুল কাওসার ভুইয়া জীবন,
উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা পৌরসভা মেয়র এম.জি হাক্কানী,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী আজহারুল ইসলাম।অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা আফজাল হোসেন রিমন।

09/12/2023

চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার ফরম পূরন করে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কসবা উপজেলার সরকারি বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুল অংশ নিতে পারবে।
সকল শ্রেণিতে মাত্র ১২০.০০ টাকা পরীক্ষা ফি।সিডিসি ভবন
যোগাযোগঃ০১৭২২৯৯৪৪৮১

29/11/2023
কসবায় ২০ লাখ টাকা ব্যয়ে অপ্রয়োজনীয় কালভার্ট নির্মাণের প্রস্তুতিতে জনমনে অসন্তোষ॥সূর্য ডেস্ক॥কসবায় প্রয়োজন নেই এমন একটি ...
22/11/2023

কসবায় ২০ লাখ টাকা ব্যয়ে অপ্রয়োজনীয় কালভার্ট নির্মাণের প্রস্তুতিতে জনমনে অসন্তোষ॥
সূর্য ডেস্ক॥
কসবায় প্রয়োজন নেই এমন একটি বক্স কালভার্ট নির্মাণের প্রস্তুতি চলছে সীমান্তবর্তী মাদলার নন্দন নগর গ্রামে।এলজিইডি ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন কনস্ট্রাকশনোর মাধ্যমে ওই বক্স কালভার্টের নির্মাণ মূল্য ১৯ লাখ ৪১ হাজার টাকা।
গ্রামীন সড়কে প্রয়োজন নেই এমন একটি অপ্রয়োজনীয় কালভার্ট নির্মাণের প্রস্তুতির ফলে মাদলা, নন্দন নগরসহ ৩/৪টি গ্রামের মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে ।
স্থানীয়রা সরকারের এই অর্থ অহেতুক ব্যয় না করার জন্য দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা মৌজার নন্দন নগর গ্রামীণ সড়কে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে একটি বক্স কালভার্ট নির্মাণ করার জন্য ঠিকাদার বিশাল গর্ত করেছেন ডাইভারশন পথ না করেই।কালভার্ট নির্মাণ করার দুপাশে কোন খাল বা নালা নেই। বাড়িঘর, একাধিক পুকুর, কবরস্থান রয়েছে কালভার্টের দুপাশে।
বায়েক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একই গ্রামের বাসিন্দা জাকির হোসেন ,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম জানান, ৩০ /৩৫ বছর আগে পাহাড়ি ঢলের পানি এদিকে একটি নালা দিয়ে প্রবাহিত হতো। আশেপাশে সবই মালিকানা ভূমি। এখন এ সকল ভূমিতে বাড়িঘর, পুকুর ইত্যাদি নির্মাণ হয়েছে। বর্তমানে এদিক দিয়ে পানি প্রবাহের সুযোগ নেই। তাই গ্রামবাসী মনে করছেন ভরাট জায়গা কেটে সেতু নির্মাণের কোনো প্রয়োজন পড়ে না বরং এখানে একটি পাইপ দিলেই যথেষ্ট অথবা না দিলেও সমস্যা নেই।
গ্রামীন ওই পাকা সড়ক ও প্রস্তাবিত কালভার্ট সংলগ্ন বাড়ির মালিক ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি আলফু মিয়া।
তিনি বলেন ,এখানে সেতুর কোন প্রয়োজন নেই। একই সড়কে মাদলা বাজারের পাশে একটি সেতু ভেঙ্গে গেছে সেখানে ওই সেতুটি নির্মাণ করলে ভালো হয়।
সরকারের অর্থ যথাযথ স্থানে ব্যবহার করলেই আমাদের ভাবমূর্তি রক্ষা হয়।

কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন বলেন, যেখানে জনস্বার্থ নিহীত সেখানেই কালভার্ট নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে আমি আইনমন্ত্রী আনিসুল হক এম.পি মহোদয় ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলবো।
গত সোমবার বিকালের দিকে সাংবাদিকদের উপস্থিতি দেখতে পেয়ে গ্রামবাসী দলমত নির্বিশেষে মিছিল করতে থাকে । তাদের দাবি এখানে তারা কালভার্ট নির্মাণ করতে দিবে না। এই কালভার্টের সড়কে মাদলা বাজারের পাশে ভাঙ্গা সেতুটি সরকার নির্মান করলে জনগণ উপকৃত হবে।সেই সেতু নির্মাণের দাবী জানান তারা।
উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলামের সংগে যোগাযোগ করলে তিনি জানান বায়েক ইউনিয়ন সাবেক চেয়ারম্যানের সুপারিশে ও পূর্বে একটি অকেজু কালভার্ট থাকায় নতুনভাবে ৪১৯ মিটার আরসিসি বক্স কালভাট নির্মাণ করতে ১৯ লক্ষ ৪১ হাজার টাকা ব্যয়ে আমরা প্লানটি পাস করি।তিনি বলেন, গ্রামীন ৪৫০ মিটার সড়কসহ এই বক্স কালভার্টের মোট ব্যয় ধরা হয় ৩৯ লাখ ৩০ হাজার টাকা।

31/10/2023

অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের উদ্যোগে
কসবায় ক্যান্সারে আক্রান্ত শিশুর জন্য মানবিক সাহায্য
নেপাল চন্দ্র সাহা

​গত রবিবার (২৯ অক্টোবর) বিকেলে কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী মোঃ আলমগীর মিয়ার শিশু কন্যা ক্যান্সারে আক্রান্ত আদিবা বেগমের চিকিৎসার জন্য সহায়তা প্রদান ও অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সামাজিক কর্মকান্ডে ১৫০ পূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​সহায়তা প্রদান অনুষ্ঠানে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভূইয়া এলমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান ও গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন: কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুর রহমান, কসবা প্রেস ক্লাব সহ- সভাপতি নেপাল চন্দ্র সাহা, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সহ- সভাপতি মোঃ তুহিন মিয়া ভূইয়া, সংগঠনের সদস্য মোঃ মাহবুব ও সংগঠনের সদস্য মোঃ সাইফুল ইসলাম সাঈদ।
​প্রধান অতিথির বক্তব্যে গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, মানব কল্যানে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এলাকায় কাজ করে সুনাম অর্জন করে যাচ্ছে। তিনি অসুস্থ্য আদিবা বেগমের সুচিকিৎসার জন্য ব্যক্তিগত ভাবে ১০ হাজার টাকা সহায়তা প্রদানের কথা ঘোষনা করেন এবং মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এমপি মহোদয় সহ এলাকার বিত্তবানদের সহযোগিতা করার আহ্বান জানান।
​অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভূইয়া এলমান বলেন, মানবিক কল্যানে কাজ করাই আমাদের মূল লক্ষ। তিনি বলেন, অসুস্থ্য আদিবা বেগমের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের ১৫০তম অনুষ্ঠানের কেক কাটা হলো। তিনি অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের মানবিক কাজে এলাকার প্রিয় অভিভাবক সফল আইনমন্ত্রী জননেতা আনিসুল হক এমপি মহোদয় সহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Address

CDC School Kasba Upazila Brahmanbaria
Kasba
3460

Alerts

Be the first to know and let us send you an email when সকালের সূর্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সকালের সূর্য:

Videos

Share

Category



You may also like