কসবা রেলওয়ে স্টেশন ও প্রাসঙ্গিকতা
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছাইদুর রহমান স্বপন
নিজেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা করছেন কুটি ইউনিয়ন চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন। ——-সূর্য ফটো
কসবা রেলওয়ে স্টেশন অপরুপ রুপে শোভিত।
#সকালেরসূর্য
#কসবা
#BangladeshRailway
#Brahmanbaria
#kasba
#everyone
৭ জানুয়ারি আমাকে ভোট দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিবেন
আপনারা আমাকে ভালোবাসেন———আইনমন্ত্রী আনিসুল হক
আজ ব্রাহ্মণবাড়িয়া জনসভায় যোগ দিতে কসবা আওয়ামীলীগ॥
নির্বাচনী প্রচারনায় আইনমন্ত্রী আনিসুল হক
কসবা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক
আওয়ামীলীগ নেতা মরহুম সামশুল আলম কাওসারের বাড়ির দেয়াল ভাঙলো দুর্বৃত্তরা।থানায় মামলা
#খাড়পাড়া
# কসবা
জিএম কাদেরের ভাই এরশাদ সাহেবই মার্শাল ল দিয়ে বাকস্বাধীনতা হরন করেছিলেন—-আইনমন্ত্রী
জিএম কাদেরের ভাই এরশাদ সাহেবই মার্শাল ল দিয়ে বাকস্বাধীনতা হরন করেছিলেন—-আইনমন্ত্রী
#আইনমন্ত্রী
#কসবা
জীবন মৃত্যুর সন্ধিক্ষনে কসবার গোপিনাথপুর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী॥
শেষ হলো মসজিদ নিয়ে কুটিতে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা॥অভিযুক্তদের পাঁচ লাখ টাকা জরিমানা
সূর্য ডেস্ক॥
বীরমুক্তিযোদ্ধা মহসীন মুলুকের উপর হামলার ঘটনায় গত সোমবার বিকেলে অনুষ্ঠিত সালিশে হামলাকারি নিয়ামুলগংদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।জাজিয়ারা মসজিদের কমিটি ভেংগে পুনরায় আওয়ামীলীগ নেতা সোহরোয়ার্দী সাহেবকে সভাপতি করে পুনরায় কমিটি গঠন করা হয়।উক্ত সালিশ সভায় কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাশেদুল কাওসার ভুইয়া জীবন মুখ্য ভূমিকা পালন করেন।
স্থানীয় ইউনিয় পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে উপজেলার শীর্ষ মুক্তিযোদ্ধা ,সাংবাদিক ও পুলিশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অভিযুক্তরা মুক্তিযোদ্ধা মহসীন ও তাঁর ভাইয়ের নিকট ক্ষমা চেয়েছেন।অভিযুক্ত নিয়ামুলকে উপস্থিত করতে ব্যর্থতার জন্য উবায়দুল মেম্বার সালিশীদের নিকট ক
কসবার মেহারীতে ষড়যন্ত্রমুলক মিছিল ও মানববন্ধনের প্রতিবাদে চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদের হাজার হাজার সমর্থকদের বিক্ষোভ ও মানববন্ধন
সূর্য ডেস্ক॥
কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পর্ষদ চেয়ারম্যান মোশারফ হোসেনের মোর্শেদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনিয়নের কয়েক হাজার মানুষ আজ সকালে মানববন্ধন ও বিক্ষোভ করে।
বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন;মেহারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদ ,মেহারী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শরীফ সামশুল হক,সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য
শানু মিয়া,খেওড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আল হেলাল ভুইয়া,মেহারী ইউনিয়ন সহ সভাপতি অনন্ত সুজন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ইকবাল আহমেদ ,আওয়ামীলীগ নেতা আমির হামজা প্রমুখ।বক্তাগণ বলেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচ