Md Amdad

Md Amdad এটা একটা ইসলামী পেজ,,,

15/12/2023
15/12/2023

আফগানিদের তৈরি পামির কোলা,এগিয়ে যাক আফগানিস্তান

20/11/2023

আল্লাহর আযাব এসে গেলে কে আমাদের সাহায্য করবে?

19/11/2023

অন্তর শীতল করা কুরআন তিলাওয়াত
সুবহানাল্লাহ!!

17/11/2023
17/11/2023
17/11/2023
16/11/2023
I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
15/11/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

14/11/2023

উন্নয়নের চিপায় পড়ে আমরা
সাধারণ জনগণ নিজের
দেশে নিজেই অসহায়।

স পরিবার কক্সবাজার ভ্রমণ 🥰হেপি ফ্যামেলী, 😁
12/11/2023

স পরিবার কক্সবাজার ভ্রমণ 🥰
হেপি ফ্যামেলী, 😁

12/11/2023
মনে মনে হলেও জবাব দিন।এইটা ওয়াজিব।
11/11/2023

মনে মনে হলেও জবাব দিন।
এইটা ওয়াজিব।

07/11/2023

বিএনপির ডাকা প্রথম তিন দিনের অবরোধ চলাকালে গত ২ নভেম্বর ফেনীতে চিনির ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবলীগ ন...

05/11/2023

সূরা হুজরাত

😄😄
05/11/2023

😄😄

বিএনপির ডাকা হরতাল ঠেকাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা ২ হাজার প্যাকেট বিরিয়ানী বিতরণ করেছেন

05/11/2023

ইমাম সাহেবকে যথাযথ মর্যাদা না দিয়ে
(বেতন পরিশোধ না করে)৫০ হাজার টাকা দিয়ে বক্তা এনে ওয়াজ করার মানে হলোমাকে ভাত না দিয়ে শাশুড়িকে হজ্ব করানোর মত।

01/11/2023
31/10/2023

হামাসকে সন্ত্রাসীগোষ্ঠী নয় বলে মন্তব্য ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতিমালা মেনে চলে বলে হামাসকে নিয়ে এমন বিশ্বাসের কথা জানালেন ল্যাটিন আমেরিকার বৃহৎ দেশটির প্রধান।

29/10/2023

ঘোড়ার পিঠে রাইফেল হাতে করে ইতালিয়ানদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া ৭০ বছর বয়সী বৃদ্ধ ওমর আল-মুখতারকে আটক করার পর ইতালিয়ান জেনারেল গ্র্যাজিয়ানি তাকে জিজ্ঞেস করেছিল, তারা আসলেই ইতালির মতো পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার আশা করত কিনা।

উত্তরে ওমর বলেছিলেন, “যুদ্ধ করাটা আমাদের কর্তব্য, আর বিজয় আসবে আল্লাহ্‌র কাছ থেকে।”

৬ বছর প্রবাস জীবন পার করার পর যখন দেশে ফিরলাম তখন বাবা মা খুব করে চাইলেন আমি যেন বিয়ে করি। আমিও ভেবে দেখলাম বয়স তো কম হল...
24/10/2023

৬ বছর প্রবাস জীবন পার করার পর যখন দেশে ফিরলাম তখন বাবা মা খুব করে চাইলেন আমি যেন বিয়ে করি। আমিও ভেবে দেখলাম বয়স তো কম হলো না। তাই বিয়ে করার জন্য রাজি হলাম।

আমার খালাতো ভাই সুজনকে সাথে নিয়ে এক জায়গায় মেয়ে দেখতে গেলাম। মেয়ে দেখার আগেই মেয়ের বাবা আমায় বললো,
-" সিঙ্গাপুর তো তোমার রেস্টুরেন্টের ব্যবসা আছে তাই না?”
আমি মুচকি হেসে বললাম,
--বিদেশে রেস্টুরেন্টের ব্যবসা করা অনেক ব্যয়বহুল। নিজে ব্যবসা করার মত এতো টাকা আমার এখনো হয় নি।
মেয়ের বাবা অবাক হয়ে বললো,
-”ঘটক যে বললো তোমার সেখানে নিজের রেস্টুরেন্ট আছে?”
আমি তখন বললাম,
--উনি মিথ্যা বলেছেন।বিদেশে আমার নিজের কোন রেস্টুরেন্ট নেই বরং আমি একটা রেস্টুরেন্টে কাজ করি।
মেয়ের বাবা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বললো,
-”আমি আমার মেয়েকে কোন কামলার কাছে বিয়ে দিবো না।সাহস কত বড়! বিদেশ গিয়ে কামলাগিরি করে দুইটাকা ইনকাম করেছে বলে আমার মেয়েকে বিয়ে করতে আসছে। তোমরা এখন আসতে পারো।”
আমি চুপচাপ মাথা নিচু করে চলে গেলাম।

বাসায় আসার পর মা আর খালা যখন জিজ্ঞেস করলো মেয়ে কেমন দেখেছি তখন পাশে দাঁড়িয়ে থাকা আমার খালাতো ভাই মুচকি হেসে বললো,
-” মেয়ে দেখার আগেই মেয়ের বাবা পাত্রকে কামলা উপাধি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে”

আমি মন মরা হয়ে মাকে বললাম,
--মা, নেক্সট টাইম এত বড়লোক ঘরের মেয়ে না দেখে আমাদের মত নিন্মমধ্যবিত্ত ঘরের মেয়ে দেখো।তাহলে হয়তো এতোটা অপমান করবে না।

খালা তখন আমায় বললো,
-” কামলাকে তো কামলায় বলবে। আমার ছেলের মতো ভালো করে পড়াশোনা করলে আজ বিদেশ গিয়ে কামলা খাটতে হতো না। তুই পরেরবার মেয়ে দেখতে গেলে আর আমার ছেলেকে সাথে নিয়ে যাস না যে। তোর জন্য আমার ঢাকা ভার্সিটিতে পড়ুয়া ছেলে অপমানিত হোক সেটা আমি চাই না”

আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ নিজের রুমে চলে গেলাম।

কয়েকদিন পর অর্পা নামের একটা মেয়েকে দেখতে যায়। মেয়ে আমার খুব পছন্দ হলে মেয়ের সাথে আমাকে একা কথা বলতে বলে। আমি আর মেয়ে যখন আলাদা রুমে যায় তখন মেয়ে সাথে সাথে দরজা লাগিয়ে আমার দিকে রাগী চোখে তাকিয়ে বললো,
-” আপনাদের মত প্রবাসীদের এই এক সমস্যা। বিদেশে গিয়ে সুইপারের কাজ করবে আর দেশে এসে টাকার ফুটানি দেখিয়ে মধ্যবিত্ত পরিবারের সুন্দরী আর শিক্ষিতা মেয়েকে বিয়ে করতে চাইবে। আপনার টাকা পয়সা দেখে আমার বাবা মা গলে গেলেও আমি গলবো না। আপনি আমায় বিয়ে করলে আমি আমার পছন্দের ছেলের সাথে বিয়ের পরের দিন পালাবো বলে দিলাম।তাছাড়া আপনার সাহস কতবড় নিজে ইন্টার ফেল করা ছেলে হয়ে অনার্সে পড়া মেয়েকে বিয়ে করতে চাইছেন?”

আমি মাথা নিচু করে মেয়ের কাছে হাত জোর করে বললাম,
--আমি জানতাম না আপনি অনার্সে পড়েন। জানলে আমি আসতাম না।দয়া করে আমায় আর অপমান করেন না যে।
এই কথা বলে মেয়ের বাসা থেকে বের হয়ে আসলাম।

রাতে নিজের বাসায় ফিরে এসে দেখি মা, খালা আর খালাতো ভাই সোফাই বসে আছে। মা আমায় দেখে বললো,
-”কিরে, মেয়ে পছন্দ হয়েছে?”
আমি তখন মাকে বললাম,
--শুধু আমার একা পছন্দ হলে তো হবে না। আমাকেও তো মেয়ের পছন্দ হতে হবে। মেয়ে আমার মত ইন্টার ফেল করা প্রবাসী ছেলেকে বিয়ে করতে পারবে না।

এই কথা শুনে মায়ের পাশে বসে থাকা খালা আর খালাতো ভাই হেসে দিলো।হাসতে হাসতে খালাতো ভাই আমায় বললো,
-”তোমার কপালে আর বউ জুটবে না।”
খালা তখন মুখ বাঁকিয়ে বললো,
-”বউ জুটবে কি করে, বিদেশ গিয়ে রেস্টুরেন্টের থালা বাসন ধুলে কি আর বউ পাওয়া যাবে”

আমি সচরাচর বড়দের মুখের উপর কথা বলি না। কিন্ত খালার বারবার অপমান করে কথা বলা আমার সহ্য হচ্ছিলো না। তাই একটু রেগে গিয়েই খালাকে বললাম,
--হার্ট ব্লক হয়ে যখন হাসপাতালে পড়ে ছিলেন তখন এই কামলায় কামলাগিরি করে আপনাদেরকে দুইলাখ টাকা পাঠিয়েছিলো অপারেশনের জন্য। আপনার ছেলের আইফোনের শখ পূরণ করেছিলো এই কামলায় কামলাগিরি করে। আমি জানি এই দেশের মানুষের চোখে আমরা সকল প্রবাসীরা কমলা। তাই দয়া করে বারবার কামলা কামলা বলে সেটা মনে করিয়ে দিতে হবে না

আমার কথা শুনে খালাতো ভাইটা রেগে গিয়ে বললো,
-” দুইলাখ টাকা আর একটা আইফোন দিয়েছো বলে আমার মাকে যা তা বলে অপমান করতে পারো না। সময় হলে তোমার টাকা আর ফোন তোমার মুখে ছুড়ে মারবো।”

আমি আমার খালাতো ভাইকে কিছু না বলে শুধু একটু হাসলাম। পরদিন সকালে মাকে ডেকে বললাম,
--মা, আমি এখন বিয়ে করবো না। আরো কয়েকবছর প্রবাসে কামলাগিরি করে আসি তারপর একেবারে দেশে এসে বিয়ে করবো।
---
-----
৪বছর পরের ঘটনাঃ-

আমি দেশে এসেছি শুনে আমার খালা আর খালাতো ভাই আমার সাথে দেখা করতে এসেছে। খালা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললো,
-” তুই যেখানে জব করিস সেখানে সুজনের একটা কাজের ব্যবস্থাব করে দিতে পারবি। পাস করার পর তিন বছর ধরে বেকার ঘুরছে কোথাও কোন চাকরি পাচ্ছে না।”
আমি হেসে খালাকে বললাম,
--তোমার শিক্ষিত ছেলে বিদেশ গিয়ে কামলাগিরি করবে তোমার খারাপ লাগবে না? পরে তো নিজের ছেলের জন্য বউ খুঁজে পাবে না।
খালা আমার কথা শুনে চুপ হয়ে আছে।আমি তখন খালাতো ভাইটাকে বললাম,
--নিজে যখন কষ্ট করে টাকা ইনকাম করবি তখন অন্য কারো মুখে টাকা ছুড়ে ফেলবার ইচ্ছে হবে না। খালা আর খালাতো ভাইটা আমার কথা শুনে মাথা নিচু করে আছে। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম।

একটা বিষয়ে পরামর্শের জন্য এক পরিচিত উকিলের কাছে গেলাম। গিয়ে দেখি ঐ আংকেল যার মেয়েকে আমি বিয়ে করতে গিয়ে ছিলাম বলে আমাকে অপমান করে বের করে দিয়েছিলো উনি উলিকের সাথে কথা বলছে।

আংকেল চলে গেলে আমি উকিলকে জিজ্ঞেস করলাম,
--উনি এইখানে এসেছিলো কেন?
উকিল তখন বললো,
-"উনার মেয়ের ডিভোর্সের বিষয় কথা বলতে। অনেক বড় ঘরে মেয়েকে বিয়ে দিয়েছিলো কিন্তু জামাইটা নেশাখোর।মেয়েকে অত্যাচার করে বলে মেয়ে সংসার করতে চাইছে না"

তার কয়েকদিন পর বাসায় বসে খবরের কাগজ পরছি। হঠাৎ একটা লেখা দেখে চোখটা আটকে গেলো।
“স্বামীর পরকীয়ার জের ধরে স্ত্রীর আত্মহত্যা” ফ্যানে ঝুলন্ত লাশটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা অর্পা। আমি প্রাবাসী দেখে যে মেয়েটা আমায় অপমান করেছিলো।

তারপর কাগজের পেপারটা ভাজ করে পাশে রাখলাম। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে ভাবলাম, এসব খবর আমাদের প্রবাসিদের পড়ার জন্য না।
কারন২০২০ সালে করনা মহামারীতেও আমরা বাংলাদেশের প্রবাসীরা ২২বিলিয়ন ডলার অর্জন করে দেশের অর্থনীতি সচল রাখছি।
তবুও দেশে জন্য আমরা প্রবাসিরা বোঝা।

প্রবাসীর_আত্মকথা
সংগৃহীত।

18/10/2023

"ঐ ব্যক্তি মুমিন নয় যে পেট-ভরে খায় অথচ তার পাশেই প্রতিবেশী না-খেয়ে থাকে।"

(মুসনাদে আবু ইয়ালা, হাদীস ২৬৯৯)
"হে আবু যর, তুমি ঝোল (তরকারি) রান্না করলে তার ঝোল বাড়িয়ে দিও এবং তোমার প্রতিবেশীকে তাতে শরিক করো।"

(সহীহ মুসলিম,হাদীস ২৬২৫)
"তোমাদের খাদেম যখন তোমাদের জন্য খানা প্রস্ত্তত করে নিয়ে আসে তখন তাকে যদি সাথে বসিয়ে খাওয়াতে না-ও পার তাকে দু এক লোকমা হলেও দাও।

(সামান্য কিছু দিয়ে হলেও তাকে এই খানায় শরিক কর) কারণ, সে-ই তো এই খানা প্রস্ত্তত করার কষ্ট ও আগুনের তাপ সহ্য করেছে।"

(সহীহ বুখারী, হাদীস ৫৪৬০)
"হে মুসলিম নারীগণ! তোমাদের কেউ যেন প্রতিবেশীকে হাদিয়া দিতে সংকোচবোধ না করে। যদিও তা বকরীর খুরের মত একটি নগন্য বস্ত্তও হয়।"

(সহীহ বুখারী ৬০১৭)
"(জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে) কোন বিষয়টি তোমাদেরকে ‘ছাকার’ নামক জাহান্নামে ঠেলে দিয়েছে?

(তারা উত্তরে বলবে) আমরা নামায পড়তাম না এবং দরিদ্রকে খানা খাওয়াতাম না।"

(সূরা মুদ্দাছ্ছির ৪২-৪৪)
"হযরত আয়েশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম-আমার দুই প্রতিবেশী। এদের কাকে হাদিয়া দিব?

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তোমার বেশি নিকটবর্তী।"

(সহীহ বুখারী হাদীস ৬০২০)
"যে তার ভাইয়ের প্রয়োজন পুরা করে আল্লাহ তার প্রয়োজন পুরা করেন।"

(সহীহ বুখারী,হাদীস ২৪৪২)

আলহামদুলিল্লাহ!!!

Address

Kachua

Telephone

+8801817616623

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Amdad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Amdad:

Videos

Share