Sydul Islam Sihab

Sydul Islam Sihab Alhamdulillah

18/10/2023

I never lose. I either win or learn.

20/09/2023

আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান সেটা আপনাকেই নির্ধারন করতে হবে।স্বপ্নটা যেমন আপনার; তেমনি স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমটাও আপনার নিজেকেই করতে হবে। আপনি চাইলেই পারেন আপনার স্বপ্নটি পূরণ করতে; নিজের সাথে কমিটমেন্ট করুন, আমি পারবো_আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে।
ইনশাআল্লাহ্ আমি আমার স্বপ্ন গুলো পূরণ করবোই.
🩶🌸

06/09/2023

জীবনের লড়াইটা একাই করতে হয়, জ্ঞান দিবে অনেকেই কিন্তু আল্লাহ ছাড়া কেউ সঙ্গ দিবে না !
আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও 🤲🏻

01/08/2023

পরিশ্রম করার আগে দেখে নিন ঠিক জায়গায়
করছেন কিনা৷ কারণ উপযুক্ত পুকুরে আপনি
বরশি দিয়ে যত গুলো মাছ পাবেন, পরিত্যক্ত নদীতে
আপনি জাল ফেলেও তার এক ভাগ পাবেন না।

24/07/2023

চেহারার মতো ব্যবহারের ও যত্ন নিতে শিখুন।
জীবন সুন্দর হবে।🥰

13/07/2023

জীবন টা আসলেই খুব সংক্ষিপ্ত।তাই জীবনে
কিছু করাটা খুব জরুরী।নিজের জন্য না হলে ও
পৃথিবীতে অনেক অনেক অসহায় মানুষ আছে
তাদের জন্য কিছু করা যায় বা পরিবারের সবাই
স্বচ্ছল হয়না তাদের জন্য ও আমরা করতে পারি।
আমরা ভাবি জীবনে কিছু চেয়েছি না পেলেই সব
শেষ। আসলে তা না আমাদের এটা মনে রাখতে
হবে না পারার মাঝেও মঙ্গল থাকে। তাই নিজের
চাওয়া টা যখন পূর্ণতা পায় না তখন পরিবারের
কথা, নিজের কথা না ভেবে আমরা নানান ভুল
সিদ্ধান্ত নিয়ে ফেলি। তখনি আমাদের উচিৎ ঘুরে
দাড়ানো।সেইসব মানুষ যারা আমাদের দিকে
চেয়ে আছে তাদের জন্য হলেও বাঁচা, তাদের
জন্য কিছু করা।পাশাপাশি অসহায় মানুষদের
সাহায্য করা।এটাও একটা বড় পূর্নতা বলে আমি
মনে করি।সব সময় নিজের জন্য কেন করতে
হবে,নিজের জীবনের ব্যর্থতার জন্য কেন
নিজেকে শেষ করতে হবে। অন্যের জন্য ও তো
কিছু করা যায়। যেহেতু জীবন আছে, কিছু করার
সামর্থ্য অর্জন করার উপায় আছে।সেহেতু সেই
সমস্ত সময়ে নিজেকে নতুন করে মানুষের তরে
বিলিয়ে দিয়ে একবার দেখেন জীবন কত সুন্দর!

23/06/2023

এক সময় আল্লাহর কাছে খুব দোয়া করতাম যেন খুব তারাতারি বড় হয়ে যাই। বড় হলে স্বাধীন হব।

ইদানিং আল্লাহ তায়ালাকে বলি, ইশ যদি বড় হওয়াটা আপাতত স্থগিত করা যেত কতই না ভালো হতো। আমি যতই বড় হচ্ছি, সাথে সাথে আম্মু আব্বুকে আরো বয়সে ভারি হয়ে যেতে দেখছি।

আমার বড় হওয়াটা থেমে গেলে আমার আম্মু আব্বুরও বয়সে আরো ভারি হয়ে ওঠাটা থেমে যেত।

আমি আল্লাহ তায়ালাকে বলি-

"হে আল্লাহ, আমি আরো শতবছর আম্মু আব্বুর শৃঙখলে আবদ্ধ থাকতে চাই। আমি তাদের থেকে স্বাধীনতা চাই না। তুমি আমার আম্মু আব্বুকে হায়াতে তাইয়্যেবা দান করো৷ তাদের সুস্থ শরীরে মুমিন হিসেবে শতবছরের বেশি সময় ধরে আমার সাথে থাকার ব্যবস্থা করে দাও।"

জুম্মার দিনে এটাই চাওয়া🥰

14/06/2023

পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যা আমরা পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমরা চাইলেই আমাদের নিজেদের মাইন্ড কে নিজেরা কন্ট্রোল করতে পারি।
তাই নিজেদের মাইন্ড কে নেগেটিভ দিকে না নিয়ে,

সবসময় পজিটিভ রাখার চেষ্টা করুন,
তাহলেই জীবনে সুখী হতে পারবেন।

হয়তো আজকে আপনি চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, তারমানে আপনার জীবন আপনার পরিকল্পনা অনুযায়ী হয় নি।
আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। তো নিশ্চয়ই আপনার চেয়ে আপনার রবের পরিকল্পনা উত্তম।

14/06/2023

বই আপনাকে কখনো
সিদ্ধান্ত নেওয়া শিখাবে না,
বই আপনাকে শিখাবে
সিদ্ধান্ত কখন নিতে হয়।

13/06/2023

পৃথিবীর সবাই সফল হয় না।কারণ সবার নিজ নিজ দায়িত্ব আছে।

কিছু মানুষের দায়িত্ব হলো নিজেদের যোগ্যতা প্রমানের জন্য কাজ করে যাওয়া।

আর কিছু মানুষের দায়িত্ব হলো সফল ব্যাক্তিদের সাফল্যের জন্য করতালি দেয়া।

13/06/2023

প্রত্যেক মানুষের জয়ী হবার ইচ্ছে আছে কিন্তু খুব কম লোকই জয়ের জন্য প্রস্তুতি নেওয়ার ইচ্ছে আছে।
_Vince Lombardi
উদ্দেশ্য+আদর্শ+পরিকল্পনা+ অনুশীলন+অধ্যবসায়+ধৈর্য্য+আত্বগৌরব=প্রস্তুতি

11/06/2023

বেপর্দা কোনো ছবিতে "মাশা আল্লাহ" শব্দটা লিখবেন না! কারণ "মাশা আল্লাহ" শব্দের অর্থ আল্লাহ যেমন চেয়েছেন!

আর একটা বেপর্দা ছবিতে 'মাশা আল্লাহ' লিখে কি বুঝাতে চান!? যে আল্লাহ চেয়েছেন মেয়েটা বেপর্দা ভাবে চলুক!

নাউজুবিল্লাহ! 🚫

11/06/2023

এই কঠিন লগ্ন হবে পার
সফল সেই হবে ধৈর্য্য আছে যার!

10/06/2023

ভদ্রলোকের সাথেই
অভদ্র আচরণ বেশি হয়।
বেয়াদবকে তো শয়তান ও ভয় পায়।

09/06/2023

'কোন জিনিস হারিয়ে গেলে আমরা 'ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন' পড়ি। আমাদের জীবন থেকে প্রতিদিন একটি করে মূল্যবান দিন হারিয়ে যাচ্ছে। আচ্ছা, জীবন থেকে হারাতে থাকা এই সময়গুলোর জন্য আমরা কি কখনো ইন্নালিল্লাহ পড়ি?'

08/06/2023

রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় একজন অপরিচিত ব্যক্তিকে বললাম- "আল্লাহ আপনার ওপর শান্তি বর্ষণ করুন।"

অপরিচিত ব্যক্তিটিও একই কথা বললো।

সম্ভাবনা আছে, সেই লোকটির সাথে জীবনে আমার দ্বিতীয়বার দেখা হবে না। কিন্তু, একে ওপরের জন্য দু'আ করলাম।

ব্যাপারটা ভেবে দেখেছেন?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা পরিচিত-অপরিচিত সবাইকে 'সালাম' দাও।

08/06/2023

মানুষ হলো তার চিন্তার সমান বড়!
আপনি যদি ভাবেন আপনি কাজটি করতে পারবেন, সারা পৃথিবী না বল্লেও আপনি কাজটি ঠিকই করতে পারবেন।
তবে আপনি যদি ভাবেন আপনি কাজটি করতে পারবেন না, সারা পৃথিবী আপনাকে সাপোর্ট দিলেও আপনি কাজ টি করতে পারবেন না।

08/06/2023

একটা ভাঙ্গা মানুষ যখন,
২য় বার নিজেকে গড়ে তোলে;
এর থেকে শক্ত আর কিছু হয় না পৃথিবীতে।

08/06/2023

অ্যাকচুয়াল নলেজ হচ্ছে, এক্সপেরিয়েন্স 🔥

বডি বিল্ডিং করেন, মার্কেটিং করেন, ব্যবসা করেন কিংবা অনলাইন থেকে ইনকাম — যাদের অভিজ্ঞতা নাই; তাদের কথা শোনা বাদ দেন! ❌

07/06/2023

এসএসসি/এইচ এস সি পাশ করার পর একজন স্টুডেন্টের লেখা পড়ার পাশাপাশি নিচের ৫ টি স্কিলের মধ্যে কমপক্ষে ৩ টা স্কিল আয়ত্ত করা উচিৎ।

★ স্পোকেন ইংলিশে দক্ষতা।

★ ফ্রিল্যান্সিং।

★ বেসিক কম্পিউটার।

★ কমিউনিকেশন স্কিল।

★ড্রাইভিং।

কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এগুলোকে পরোয়া করেনা, সার্টিফিকেটের জন্য দৌড়ায়। লেখা পড়া শেষ হওয়ার পর এরাই চাকরির জন্য দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় করে।

মনে রাখবেন, এখন আর শুধু সার্টিফিকেট দেখে জব হয়না

স্কিল আর এক্সপেরিয়েন্স দেখে জব হয়। তাই সময়কে অযথা নষ্ট না করে যত পারেন নিজেকে
স্কিলফুল করার চেষ্টা করুন।




04/06/2023

আমরা স্কিল ডেভেলপমেন্ট এর বয়সে ঘুমাই,
আর বয়স শেষ করে আসি স্কিল ডেভেলপমেন্ট করতে।
দুইটা শুধু সময়ই নষ্ট হয়, আর কিছু না।

01/06/2023

কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন। ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমান করলে হেসে চলে আসবেন। যত বোঁকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কারণ প্রতিবন্ধীর কোনো শত্রু নেই। 🌸❤️

28/05/2023

আপনি যতক্ষণ পর্যন্ত না "গতকাল" কে ভুলতে পারবেন আপনি ততক্ষণ পর্যন্ত "আগামীকাল" কে নিয়ে চিন্তা করতে পারবেন না।

🔥আগামী পাঁচ বছরে যেসব দক্ষতার চাহিদা বাড়বে ও কমবে এবং আগামি তে পুরো পৃথিবী যে সেক্টর নেতৃত্ব দিবে। তাই বসে না থেকে চাইল...
26/05/2023

🔥আগামী পাঁচ বছরে যেসব দক্ষতার চাহিদা বাড়বে ও কমবে এবং আগামি তে পুরো পৃথিবী যে সেক্টর নেতৃত্ব দিবে। তাই বসে না থেকে চাইলেই শুরু করতে পারেন দক্ষতা উন্নয়ন। তা নাহলে পিছিয়ে থাকবেন আগামীর এ।
এটি #প্রথমআলো পত্রিকার রিপোর্ট

26/05/2023

কোন অবস্থান নেওয়ার জন্য দৃঢ় বিশ্বাসের প্রয়োজন। যদি বিশ্বাসের সঙ্গে কাজের সংযোগ না ঘটে তবে সে বিশ্বাস এক ধরনের ভ্রান্তি। বিশ্বাস অলৌকিক ঘটনার ফলশ্রুতি নয়; বিশ্বাস অলৌকিক ফলাফল সৃষ্টি করে।
"যদি মনে কর তুমি পারবে,কিংবা মনে কর তুমি পারবে না; এই দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক"
_হেনরি ফোর্ড_

"ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি”– ডেল কার্নেগী
23/05/2023

"ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি”
– ডেল কার্নেগী

20/05/2023

জীবনে বড় যদি হতে চান তাহলে আপনাকে স্বপ্ন বড় দেখতে হবে। আর নিজেকে ভাবতে হবে আপনার স্বপ্নের চেয়েও বড়।

19/05/2023

আমাদের দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেভাবে ডাক ঢোল পিটিয়ে প্রতিবছর খেলাধুলার বাহারি আয়োজন করা হয়, সেভাবে যদি কম্পিউটারের বেসিক বিষয় যেমন- টাইপিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের উপর প্রতিযোগিতার আয়োজন করা হতো! তবে বেকারত্ব কমে যেতে অনেকাংশে!
আমাকে যদি কোনদিন অনেক বড়ো কোন মঞ্চে জিগ্যেস করা হয়, আমার জীবনের টার্নিং পয়েন্ট কী? আমি অবলীলায় বলবো, কম্পিউটারে বাংলা এবং ইংরেজি টাইপিং করতে পারা!
সিরিয়াসলি, এই ”টাইপিং” আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি যখন টাইপিং করি, বিশ্বাস করুন, মনে আনন্দে যেন ঢেউ খেলে যায় !
আল্লাহর রহমতে আজকে আমার যে অবস্থান, সেটা টাইপিং শেখার মধ্যদিয়েই অর্জিত হয়েছে।
বিশ্বাস করুন, ছোট্ট একটা স্কিল জীবনের মোড় ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট। যার বাস্তব প্রমাণ আমি নিজে।
বিনীত অনুরোধ, সময় থাকতে হাতে কলমে কিছু শিখুন। আল্লাহ চাইলে এই সামান্য উছিলায়, জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

©️সাকিব আল বাসেদ (ভাইয়া)

17/05/2023

# কন্টেন্ট মার্কেটিং কি?

কন্টেন্ট মার্কেটিং (Content Marketing) মূলত কন্টেন্টকে প্রকাশ করার একটি মাধ্যম হিসেবে কাজ করে। কোন প্রতিষ্ঠান তাদের পণ্য সমূহের উপকারিতা, ব্যবহার উপযোগিতা, কোন তথ্যবহুল বিষয়, কিংবা কোন মজাদার অভিজ্ঞতার কথা যে মাধ্যমে তাদের টার্গেট অর্ডিয়েন্সের কাছে শেয়ার করে থাকে তাকে বলা হয় কন্টেন্ট মার্কেটিং।
#
# কন্টেন্ট এর চারটি ধাপ রয়েছে। তা হল:
# 🔸লিখিত মাধ্যম।
# 🔸অডিও।
# 🔸ভিডিও।
# 🔸ছবি।

একটা বিষয়, সব সময় মনে রাখা উচিত যে, আপনার কাজ বা আপনার চাকরি যেন আপনার জন্য লাভ-দায়ক হয়। কারণ যদি এমন কোন কন্টেন্ট বানানো হয়, যেখানে কোন অর্ডিয়েন্স কে কন্টেন্ট আকৃষ্ট করলেন না, সেই ধরণের কন্টেন্টের কোন মূল্য তারা দেবে না। তাহলে সেই কন্টেন্ট তৈরি করা পুরোপুরি অনর্থক।

আপনার লক্ষ্য হওয়া উচিত, তাদের সাহায্য করা, তাদের দৈনন্দিন জীবনধারায় পরিবর্তন, আপনাকে একজন লিডার হিসেবে নিজেকে তুলে ধরা। যার কারণে আপনার টার্গেট অর্ডিয়েন্স চোখ বন্ধ করে আপনাকে ভরসা করতে পারবে। যেকোনো ধরনের জীবনধারা পরিবর্তন করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে কন্টেন্ট মার্কেটিং।

12/05/2023

জীবনে সবার কথা শুনতে গেলে নিজের কথা শুনবেন
কখন? তাই আগে নিজের কথা শুনুন, সময় থাকলে
অন্যের কথা শুনার ভান ধরুন।

09/05/2023

বেতন হচ্ছে একটা ফাঁদ, যা আপনার স্বপ্ন'কে
কিনে নেয় না, আপনার স্বপ্ন ভুলে থাকার জন্য
আপনাকে টাকা দেয়৷

09/05/2023

সময় নষ্ট করে ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই।
ভাগ্য আপনাকে ঠিকই সময় দিয়েছে,
আপনিই সময়কে গুরুত্ব দেন নি।

02/05/2023

একজন যুবকের জন্য বেকার বসে না থেকে যেকোনো একটি স্কিল শিখে জীবিকার্জন করা কতোটা গুরুত্বপূর্ণ, সেটা বুঝা যায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা থেকে।

উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো সুস্থ যুবককে দেখলে জিজ্ঞেস করতেন, তুমি কী করো? তোমার পেশা কী? তুমি কিভাবে জীবিকার্জন করো?

যুবকটি যদি বলতো, আমি কিছুই করি না, আমার কোনো পেশা নেই, আমি বেকার, তাহলে খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, "সে আমার সুদৃষ্টি থেকে সরে গেছে!"

অর্থাৎ, উমর রাদিয়াল্লাহু আনহু ভাবতেন সে তার যৌবনটা আল্লাহর ইবাদাত, জীবিকার্জনের পেছনে ব্যয় করছে। যদি তা না হয়, তাহলে তিনি ভাবতেন, সে লোকটার মধ্যে কোনো কল্যাণ নেই।

02/05/2023

নেই বলতে কিছুই নেই। যা আছে তা দিয়েই শুরু করো; যা নেই তাও পেয়ে যাবে 🌸

🔵বিলগেটস তার বিজনেস আইডিয়াটি প্রস্তাবনা  করেছিলেন মোট ১২০০ জন ব্যাক্তির কাছে..🤗☞ এর মধ্যে হ্যা বলেছিলো ৩০০-জন।☞ যোগাযোগ ...
28/04/2023

🔵বিলগেটস তার বিজনেস আইডিয়াটি প্রস্তাবনা করেছিলেন মোট ১২০০ জন ব্যাক্তির কাছে..🤗
☞ এর মধ্যে হ্যা বলেছিলো ৩০০-জন।
☞ যোগাযোগ করেছিলো ৮৫-জন।
☞ রাজী হয়েছিলো ৩৫-জন।
☞ কাজ শুরু করে আবার চলে গিয়েছিলো ২৪ জন।
☞ ফাইনালি তার বিজনেস আইডিয়াটিতে কাজ করে ১১ জন।🥰
এই ১১জন ব্যাক্তিকে নিয়েই বিলগেটস আজ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী..
★ এই ১১জন ব্যাক্তিই সৌভাগ্যবান।
★ এই ১১জন ব্যাক্তিই প্রতিষ্ঠিত।
আপনার আশেপাশে ১১৮৯ জন ব্যাক্তির সংখ্যাই বেশি। যারা তামাশা করবে/সমালোচনা করবে/স্বার্থপরতা দেখাবে/সুবিধা নিবে.!!☝️
আপনি যখন কোন একটা কাজ শুরু করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে কাজটা আমি সম্পূর্ণ করব মাঝপথে কখনোই হাল ছেড়ে দেবো না। আর পরিকল্পনা যদি সঠিক হয় দেরিতে হলে ও সফলতা আসবেই।✊
আপনার পরিকল্পনা ঠিক রেখে ধৈর্য ধারণ করলে, আপনিই হবেন আগামীর সৌভাগ্যবান ব্যক্তি।

27/04/2023

জীবনে যারা সফল হয়েছেন তাদের প্রায় সবাই লম্বা সময় মানে বছরের পর বছর সময় দিয়ে সাধনা করে গেছেন৷ এর ব্যতিক্রম নেই।

এটাতেই অনেকে বিশ্বাস করেন না এবং ঝরে যান।

26/04/2023

স্বপ্নপূরণে ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না। ব্যর্থতার পরই আসবে সফলতা। যেমনিভাবে রাত পোহালেই আসে দিন। আর ব্যর্থতায় মর্মাহত লোকদের সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন, তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ করো না। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও।

(সূরা আলে ইমরান : ১৩৯)

24/04/2023

শুধুমাত্র সাফল্যের গল্প মানুষকে
উচ্চাভিলাষী করে,
আর ব্যর্থতার গল্প মানুষকে
বাস্তববাদী বানায়।

24/04/2023

সুখের সবচেয়ে গোপন রহস্য হলো,
চিন্তা, কথায় এবং কাজে,
বিশুদ্ধ আর পবিত্র থাকা।

পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ🤔জীবনে ৯৫% ক্ষেত্রে আমরা পরাজিত হই, কারণ আমরা পরাজিত হওয়ার আগেই পরাজিত হওয়ার ভয়ে ভীত ...
20/04/2023

পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ🤔

জীবনে ৯৫% ক্ষেত্রে আমরা পরাজিত হই, কারণ আমরা পরাজিত হওয়ার আগেই পরাজিত হওয়ার ভয়ে ভীত হই 🙏

একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

তাই আমাদের প্রয়োজন Winning attitude তৈরি করা। শেষ মুহুর্ত পর্যন্ত জয়ের জন্য লড়াই করার মানসিকতা যে কোন পরিস্থিতি আপনার অনুকূলে নিয়ে আসবেই।
এটাই Fighting spirit 🥰

Address

Kachua
3633

Telephone

+8801703180636

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sydul Islam Sihab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sydul Islam Sihab:

Share