Sabbir's Creation

Sabbir's Creation Tali-Ofice, Hazaribagh, Dhaka: 1209, Bangladesh.
(3)

ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা অসাধারণ এই ব্রিজ টি  হচ্ছে সিলেটের  #জাফলংয়ে অবস্থিত  💚🌿চলোনা ঘুরে আসি টিম যাচ্ছে আগ...
08/10/2023

ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা অসাধারণ এই ব্রিজ টি হচ্ছে সিলেটের #জাফলংয়ে অবস্থিত 💚🌿

চলোনা ঘুরে আসি টিম যাচ্ছে আগামী ১২ই অক্টোবর, আরো আকর্ষণীয় স্পট থাকছে #জাফলং ও #লালাখাল 😃
💥 মাত্র ১,৪৯৯/- টাকায় ভ্রমণ করুন (সকল খরচ অন্তর্ভুক্ত)

🔰 এই খরচে থাকছেঃ
👉 ঢাকা-সিলেট-ঢাকা Non A/C চেয়ার কোচ বাস।
👉 সকাল, দুপুর এবং রাত মোট ৩ বেলা খাবার।
👉 লালাখালের ট্রলার খরচ।
👉 সকল প্রকার ট্রান্সপোর্ট ফি।
👉 সকল প্রকার স্পট ফি।

🟥 এখনই আপনার সিটটি #বুকিং করে রাখুন -
📞 01314673607 (সাব্বির)

07/10/2023

বয়ফ্রেন্ডের জন্য পাঞ্জাবি কিনার পর পাঞ্জাবিটা দিতে পারেন-নি, ব্রেকাপ হয়েগেছে! এরকম পাঞ্জাবি কম দামে বিক্রি করলে জানাবেন।😊

06/10/2023

Sympathy nah Shompotti lagbe>>

মাত্র ১,৫৯৯/- টাকায় লাল পাহাড়ের দেশ  #রাঙ্গামাটি ভ্রমণ করুন আগামী ২৮শে সেপ্টেম্বর রাতে রওনা  ===========================...
25/09/2023

মাত্র ১,৫৯৯/- টাকায় লাল পাহাড়ের দেশ #রাঙ্গামাটি ভ্রমণ করুন আগামী ২৮শে সেপ্টেম্বর রাতে রওনা

=================================
>>> আমাদের ভ্রমণ স্থানসমূহ :
> কাপ্তাই লেক,
> পলওয়েল পার্ক,
> ঝুলন্ত ব্রিজ,
> বৌদ্ধ বিহার,
> শুভলং ঝর্ণা,
> আদিবাসীদের গ্রাম।

=================================
>>> ইভেন্ট ফি-তে থাকছে :
📍 ‌ঢাকা-রাঙামাটি-ঢাকা (Non A/C চেয়ার কোচ বাস)
📍 ‌সকাল, দুপুর ও রাত মোট ৩ বেলা খাবার।
📍 ‌কাপ্তাই লেকের ট্রলার খরচ।
📍 ‌সকল স্পটের টিকেট ফি।
📍 ‌গাইড খরচ।

>>> আমাদের কোনো হিডেন চার্জ নেই

Visiting mohera jomidar bari..📸 HriDoy KHan
02/09/2023

Visiting mohera jomidar bari..

📸 HriDoy KHan

31/08/2023

তোমরা যারা আমার সাথে দাম দেখাও সবার দাম কমাবো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব।

31/08/2023

যে জাতি ১০ টাকা কেজি চাল খেতে চেয়েছিল। সে জাতিই আজ ১৮ টাকা দামের বেনসন সিগারেট খায় !

30/08/2023

বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেখানে আপনি টাকা হাওলাত দেওয়ার পর ফেরত পাওয়ার জন্য কি কারনে টাকা লাগবে সেটা পাওনাদারকে ব্যাখ্য করতে হয়।

মাত্র ১,৫৯৯/- টাকায় ভ্রমণ করুন সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর, রাতারগুল, চা বাগান ও মাজার।>> যাত্রা তারিখঃ ৭ই সেপ্টেম্বর বৃহ...
28/08/2023

মাত্র ১,৫৯৯/- টাকায় ভ্রমণ করুন সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর, রাতারগুল, চা বাগান ও মাজার।

>> যাত্রা তারিখঃ ৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেটের উদ্দেশ্য রাতে রওনা।

>> ফেরার তারিখঃ ৮ই সেপ্টেম্বর শুক্রবার সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য রাতে রওনা।

–––––––––––––––––––––
–––––––––––––––––––––
>>> আমাদের ভ্রমণ স্থানসমূহ :
> ভোলাগঞ্জ সাদা পাথর জিরো পয়েন্ট;
> রাতারগুল সোয়াম্প ফরেস্ট;
> মালনীছড়া চা বাগান;
> হযরত শাহ জালাল (রাঃ) মাজার;
> হযরত শাহ পরান (রাঃ) মাজার।

–––––––––––––––––––––
–––––––––––––––––––––
>>> ইভেন্ট ফি-তে থাকছে :
→ ঢাকা - সিলেট - ঢাকা (Non A/C চেয়ার কোচ বাস)
→ সকাল, দুপুর ও রাত মোট ৩ বেলা খাবার।
→ ভোলাগঞ্জের ট্রলার খরচ।
→ রাতারগুলের নৌকা খরচ।
→ সকল স্পটের টিকেট ফি।
→ গাইড খরচ।

>>> আমাদের কোনো হিডেন চার্জ নেই > ইভেন্ট ফি-তে থাকছে না :
× কোনো প্রকার ব্যক্তিগত খরচ।
× হাইওয়ে বিরতিতে কোন প্রকার খরচ।
× প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
× প্যাকেজর বাহিরে খাবার খেলে অতিরিক্ত চার্জ দিতে হবে।

–––––––––––––––––––––
–––––––––––––––––––––
>>> আমাদের খাবারের তালিকা :
> সকালের নাস্তা : ডিম খিচুড়ি।
> দুপুরের লাঞ্চ : ভাত, চিকেন, সবজি, ভর্তা, ডাল।
> রাতের ডিনার : বারবিকিউ / গ্রিল, নান / পরোটা।

–––––––––––––––––––––
–––––––––––––––––––––
>>> ভ্রমনের খরচ :
> জনপ্রতি মাত্র ১,৫৯৯ টাকা

–––––––––––––––––––––
–––––––––––––––––––––
>>> যোগাযোগ :
📞 01314-673607 (সাব্বির)

–––––––––––––––––––––
–––––––––––––––––––––
>>> ভ্রমনের সময় :
> যাত্রার তারিখঃ ৭ই সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার।
> যাত্রা সময়ঃ রাত ১১.০০ মিনিট
> যাত্রা স্থানঃ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার।
> ফেরার তারিখঃ ৮ই সেপ্টেম্বর ২০২৩ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য রওনা।
৯শে সেপ্টেম্বর, শনিবার ভোরে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।

>> কনফার্ম করার ডেডলাইন > চলোনা ঘুরে আসি এর ফেসবুক গ্রুপ লিঙ্কঃ
https://www.facebook.com/groups/1391283814380510/?ref=share

কিছুই বলার নাই.... চুরির একটা লিমিট আছে!!!চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করল।এই সংবাদ জানবার পর ব...
27/08/2023

কিছুই বলার নাই.... চুরির একটা লিমিট আছে!!!

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করল।এই সংবাদ জানবার পর বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের মতামত জানাচ্ছে, তেমনি কিছু মতামত এখানে দিলাম--

১- আপনি জানেন কি, আমেরিকার নাসা (NASA) বা ভারতের ইসরো( ISRO) এর মতই বাংলাদেশে মহাকাশ গবেষণার জন্য একটি সংস্থা আছে,
যার নাম স্পারসো; ( SPARRSO)।

নাসায় কি হয় আমরা সবাই জানি। ভারতের ইসরো আজকে চাঁদে চন্দ্রযান-৩ পাঠালো। আর বাংলাদেশের স্পারসো এর সর্বশেষ দুইটি কাজ হলো,
- শেখ রাসেল দিবস উপলক্ষে মিলাদ আয়োজন।
-শোক দিবস উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা।

২-ভারত মাত্র ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) খরচ করে চন্দ্র বিজয় করেছে। আর ঢাকার দুই সিটিতে ১৩০০ কোটি টাকা খরচ করে মশা মারতে পারে না।

৩- চন্দ্রযান ৩ ৩.৮৪ লাখ কিমি দূরে চাঁদে পাঠাতে ভারতের সর্বসাকুল্যে বাংলাদেশী টাকায় ৯০০ কোটি টাকা (৬১৫ কোটি রুপি) খরচ হয়েছে।

আর ,বঙ্গবন্ধু স্যাটেলাইট ৩৫ হাজার কি.মি. উপরে পৃথিবীর অরবিটে পাঠাতে বাংলাদেশের খরচ গেছে ৩০০০ হাজার কোটি টাকা!

৪-চন্দ্রযান-৩ মিশনে ভারতের বাজেট ছিলো ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) আর আমাদের ফরিদপুরের ছাত্রলীগ নেতা নিশান একাই বিদেশে পাচার করেছে ২০০০ কোটি টাকা!

৫- চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে ভারতের খরচ হয়েছে ৯০০ কোটি টাকা।
চট্টগ্রাম কক্সবাজার চার লেনের মহাসড়ক উন্নীত করতে কি.মি. প্রতি বাংলাদেশের খরচ হবে মাত্র ২৭৫ কোটি টাকা।

সর্বশেষ, ভারত ৯০০ কোটি টাকায় চাঁদ জয় করে।
আর বাংলাদেশ সরকার বিমানবন্দর থেকে জিয়ার নাম মুছে ফেলতে খরচ করে ১২০০ কোটি টাকা।

অথচ এই দেশ, মুক্তিযুদ্ধ,জয় বাংলা নিয়ে আমাদের কত গর্ব !

©

Leader 🔥
23/08/2023

Leader 🔥

23/08/2023

কূল নাই কিনাড় নাই
নাইকো দরিয়ার পানি
সাবধানে চালাইয়ো মাঝি.....

৪/৫ বছর পুরনো ভিডিও

22/08/2023

আল্লাহ; ট্যাকা-পয়সা চাইছিলাম দাও নাই, স'মস্যা নাই ২টা চাকরিজীবী বউ দিও! 🙂

22/08/2023

Lover boy জায়েদ খান🥱

২৪শে আগস্ট  #টাঙ্গুয়ার_হাওর ট্যুরের অসাধারণ তিনটি স্পট  #নীলাদ্রি_লেক,  #লাকমাছড়া ও  #বারেক্কা_টিলা। এছাড়াও থাকছে শিমুল ...
21/08/2023

২৪শে আগস্ট #টাঙ্গুয়ার_হাওর ট্যুরের অসাধারণ তিনটি স্পট #নীলাদ্রি_লেক, #লাকমাছড়া ও #বারেক্কা_টিলা। এছাড়াও থাকছে শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওর ওয়াচ-টাওয়ার, টেকেরঘাট, যাদুকাটা নদী ও মেঘালয় পাহাড়ের সাইড সিন

🔴 মাত্র ৩,৫০০/- টাকায় টাঙ্গুয়ার হাওর ৩ রাত ২ দিন ভ্রমণ করুন ২৪-২৭শে আগস্ট ২০২৩।

🟢 প্যাকেজে থাকছেঃ
📌 ঢাকা-সুনামগঞ্জ-ঢাকা (Non A/C চেয়ার কোচ বাস)
📌 ২ দিনের ৬ বেলা খাবার।
📌 ২ দিনের জন্য রিজার্ভ বোট।
📌 রিজার্ভ লেগুনা খরচ।
📌 সকল স্পটের টিকেট ফি।
📌 বাবুর্চি ও গাইড খরচ।

🟥 বুকিং করুন 🟥
📞 01314673607(সাব্বির)

21/08/2023

সোসাল মিডিয়ার কল্যানে ঘড়ের খবর পরে জানে,
কিন্তু ঘড়ের মানুষ জানে না।
হুট করে হাসতে হাসতে থাকা বন্ধু দেখলেন,
ফেসবুকে এত্তবড় একটা স্যাড স্টোরি দিয়ে দিলো।
কিংবা দুঃখী অনাহারি অর্থকস্টের গল্প করা বন্ধু,
রেস্টুরেন্টে বসে বলছে ফ্রাইড চিকেনে সেভেন আউট অফ টেন।
বা আইফোন নিয়ে গ্লাসে দাড়িয়ে বলছে, গুচি তার ফেবরিট।
পাশ করবে কিনা বলতে থাকা বান্ধবি দেখলেন, জিপিএ-৫ পেয়ে গেলো।
সিঙ্গেল বন্ধুর ও হুট করে রিলেশনসিপ স্টাটাস দেখে,
নিচে লিখলেন কন্গ্রাচুলেশন, অথচ বেস্ট ফ্রেন্ড হয়েও কিছু জানেন না।
যদিও সব কথা শেয়ার করা উচিত না,
তবে যা নিজের মানুষদের বলতে পারবেন না,
সবাইকে তা বলার ভেতর কোন বিশেষত্ব নাই।

মেট্রো রেলওয়েতে স্প্রে চলছে...😉
20/08/2023

মেট্রো রেলওয়েতে স্প্রে চলছে...😉

পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে। একদল শরিফুল রাজ, আরেকদল বাপ্পারাজ। আর পরীরা সবসময় শরিফুল রাজদের কাছেই ফিরে।
19/08/2023

পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে। একদল শরিফুল রাজ, আরেকদল বাপ্পারাজ। আর পরীরা সবসময় শরিফুল রাজদের কাছেই ফিরে।

খাইতেই পারি না আবার গোসল😏
19/08/2023

খাইতেই পারি না আবার গোসল😏

18/08/2023

প্রেম-ভালোবাসা জীবনে অনেক পাইছি, এখন দরকার কোটি কোটি টাকা!

17/08/2023

মানুষজন চেঞ্জ হবেই! খারাপ সময় আসবেই! দুনিয়া অশান্তির মনে হবেই! তবুও ভেঙ্গে পড়া যাবেনা৷ খারাপ সময়ের মতো ভালো সময় ও আসে। সব ই মেনে নিতে হবে, মানতেই হবে। জীবন ভয়ংকর রকমের সুন্দর!🤍

17/08/2023

সারাদিন অনলাইনে থেকে;

রিক্সায় বই পড়তে পড়তে পরীক্ষা দিতে যাওয়া বিদ্যাসাগরের নাতি-নাতনিগন!🙂

ছাদ বাগান❤️ ❤️🌱
17/08/2023

ছাদ বাগান❤️
❤️🌱

17/08/2023

ব্রেইন টা এমনিতে বালোই শুধু পড়ালেকার বেলায় সাপোর্ট করে না।

Address

Jigatala

Telephone

+8801314673607

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabbir's Creation:

Videos

Share

Nearby media companies