Jh creations

Jh creations Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jh creations, Digital creator, Jhenida.

31/07/2024

যদি হও চামচা তবে তুমি বেশ।
যদি কর প্রতিবাদ তবে তুমি শেষ।
এইটাই আমার সোনার বাংলাদেশ
🩸🩸🩸

13/03/2024

Cpoy to Facebook post
আলোর পথ

01/09/2023

আমি মারা গেলে,
আমার মুখের উপর থেকে কাফন সরিয়ে মন ভরে দেখে নিও আমার চোখগুলো,
কত কাদাইছ🥹
কেননা তারপর আর কখনোই দেখতে পারবে না।
চলে যাব না ফেরার দেশে!😅

কি যে বলেন না! এইটা হাইব্রিড জোনাকি৷ আরে ভাই হ্যা,দেখছেন না লাইট জ্বলছে ৪০ওয়াট এর🤭🫣🤣
05/08/2023

কি যে বলেন না! এইটা হাইব্রিড জোনাকি৷ আরে ভাই হ্যা,দেখছেন না লাইট জ্বলছে ৪০ওয়াট এর🤭🫣🤣

কিছু ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে চলার পথে এমন ভাবে আটকে যায়,তখন একমাত্র ভেঙ্গে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকেনা
26/07/2023

কিছু ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে চলার পথে এমন ভাবে আটকে যায়,তখন একমাত্র ভেঙ্গে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকেনা

22/07/2023

সব দোষ নিজের উপর নিয়ে ভালোবাসতে চেয়েছি তোমাকে, সেই তুমিই তো ছেড়ে গিয়েছো আমাকে...!
😢🥹💔🖤
Jh creations

14/07/2023

কেও একজন ছিলো যার সাথে প্রতিদিন কথা হতো 🥹😢

09/07/2023

নিজের চোখের পানি নিজেই মুছে,নিজেকে মিথ্যা সান্তনা দেওয়ার মতো সুন্দর মুহুর্ত!কারো জীবনে না আসুক.!

আসলে এইটা কোন ছোট সাইজের এ্যানাকন্ডার বাচ্চা না🤣🤣🤣🫣🫣🫣😄😄😄
01/07/2023

আসলে এইটা কোন ছোট সাইজের এ্যানাকন্ডার বাচ্চা না🤣🤣🤣🫣🫣🫣😄😄😄

টাকা কিন্তু সবসময় জিবনে আনন্দ বয়ে নিয়ে আসে না৷ মাঝেমধ্যে এই টাকায় আমাদের জিবনটাও শেষ করে দেয়,বাংলাদেশি টাকাই প্রাই ৩(তিন...
23/06/2023

টাকা কিন্তু সবসময় জিবনে আনন্দ বয়ে নিয়ে আসে না৷ মাঝেমধ্যে এই টাকায় আমাদের জিবনটাও শেষ করে দেয়,বাংলাদেশি টাকাই প্রাই ৩(তিন) কোটি টাকা খরচ করে একএক জন গিয়েছিলো টাইটানিকের ধংশাবশেষ দেখতে, ভাগ্যের কি নির্মমতা ৪(চার)দিনের রুদ্ধশ্বাস অভিজানের পর সবমেরিন টির কিছু ধংশাবষেশ উদ্ধার করেছে আমেরিকার রোবোটিক ডুবুরি
এই সাবমেরিনটা আমাদের কি সুন্দর,ভয়ংকর সত্য একটা জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো।
পৃথিবীর সবচেয়ে মূল্যবান,সবচেয়ে ক্ষমতাবান জিনিস টাকা এই ছোট্ট সাবমেরিনটার ভিতরে মূল্যহীন।
তাদের সামনে যদি অপশন রাখা হতো,সারা জীবনের সব অর্জিত সম্পদ,নাকি উপরে ভেসে উঠে আকাশের দিকে তাকিয়ে বুক ভরা তাজা বাতাস এর নিশ্বাস ।
তারা এক সেকেন্ডও চিন্তা না করে বাতাস বেছে নিবে।
সামান্য বাতাসের কাছেও টাকা মূল্যহীন।

মাছ খেলে নেশা কাটে না ৩৬ ঘণ্টা, অদ্ভুত স্বপ্ন দেখেন মানুষ, কানে আসে বিকট শব্দ।আরবিতে সালেমা পর্জিকে বলা হয়, ‘যে মাছ স্বপ...
23/06/2023

মাছ খেলে নেশা কাটে না ৩৬ ঘণ্টা, অদ্ভুত স্বপ্ন দেখেন মানুষ, কানে আসে বিকট শব্দ।

আরবিতে সালেমা পর্জিকে বলা হয়, ‘যে মাছ স্বপ্ন দেখায়’। মনে করা হয় রোমান সম্রাটেরা এই মাছ খেয়ে নেশা, আমোদ করতেন।

পলিনেশীয়রা উৎসব-অনুষ্ঠানে এই মাছ খেতেন।
নাম সারপা সালপা। জনসাধারণের কাছে পরিচিত সালেমা পর্জি নামে।

দেখে নিরীহ মনে হলেও সালেমা পর্জি কিন্তু ততটাও নিরীহ নয়। বলা হয়, এই মাছ খেলে নেশা থাকে প্রায় ৩৬ ঘণ্টা। এলএসডি (লাইসারজিক অ্যাসিড ডিথাইলামাইড) খেলে যেমন নেশা হয়, এই মাছ খেয়েও নাকি তা-ই হয়। আফ্রিকা উপকূল সংলগ্ন আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর এই মাছের বাসস্থান।

অনেক বিজ্ঞানীই আবার মনে করেন, এই মাছ খেলে সকলের যে নেশা হবে, তা নয়। অনেকেরই শরীরে এই মাছের কোনও প্রভাব পড়ে না। যদি সকলেরই নেশা হত, তা হলে এই দিয়ে মাদক তৈরি হত।

তথ্যসূত্রঃ Anandabazar Patrika

22/06/2023

যে তোমাকে ভালোবাসবে!❤️
সে সব সময়, সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবে।
🥰❤️🖤🥀

Address

Jhenida

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801789141512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jh creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share