Digital Place

Digital Place To be successful in life, we must important. KnowledgeSkillWillpowerHard workPatience

জনশুমারি-2022 বাংলাদেশ
27/07/2022

জনশুমারি-2022 বাংলাদেশ

 #এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি ক...
25/07/2022

#এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subcontinent''
:
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা।
আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা
--------------------------------------------------
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসীতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Ezithromycin or,cefixime or cefuroxime or levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কতো দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষধটি ১ ডোজ খাবেন সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।
:
চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।
C

হত্যা করে গরু কুরবানী করছেন না তো?সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।▶️১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের...
09/07/2022

হত্যা করে গরু কুরবানী করছেন না তো?

সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।
▶️১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা, ছোট্ট একটি ভুলের কারনে সম্পূর্নরুপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কুরবানী।
★পশু জবেহ সম্পন্ন হবার পর, একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারনা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।
এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানী বরবাদ করে দেবার জন্য যথেষ্ট।
★পশু জবেহ সহীহ হবার শর্ত হলো:-
পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরনের স্বাভাবিক ফলস্বরুপ পশুটি খুব দ্রুত মারা যায়।
★আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এটাক করে এবং মারা যায়।
অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানীর উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে, হত্যা হিসেবে পরিগনিত হয়।
★চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষনে ক্যান্সার, এইচবিএসএস, সহ অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে।
এতএব,
কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।

 #ক্যান্সার_সচেতনতাঃওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছ...
28/06/2022

#ক্যান্সার_সচেতনতাঃ

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় অনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম জলে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম জল পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সংগৃহীত

আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।এটিই একমাত্র সৌদি আরব আর বাহরাইন এই দুই দেশকে স্থলপথে যোগাযোগ করানোর জন্যে আরব সাগরের...
28/06/2022

আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।

এটিই একমাত্র সৌদি আরব আর বাহরাইন এই দুই দেশকে স্থলপথে যোগাযোগ করানোর জন্যে আরব সাগরের মধ্য দিয়ে চার লেন বিশিষ্ট ২৫ কিলোমিটার লম্বা সেতু বা কজওয়ে বানানো হয়েছিল ১৯৮৬ সনে। ৩৫ বছর আগে ৮০০ মিলিয়ন ডলারে নেদারল্যান্ডের বালাস্ট নিদাম কোম্পানি এটি বানিয়ে ছিলো।
সৌদি আরবের এমন কোন প্রবাসী বা এমন কোন মোয়াতেনিন বা দেশী মানুষ ছিলোনা যারা এটি দেখতে যাননি। লক্ষ লক্ষ দর্শনাথীদের কোনো মানুষ কোনোদিন ব্রিজের রেলিংয়ের নাটবল্টু পরীক্ষা করতে যায়নি, কেউ নামাজ পড়েনি ব্রিজে, কেউ পেশাব করেনি, আর কোনো মহিলা উদ্ভট ভঙ্গীতে নেচে ভিডিও করেনি।
এই ধরণের বিকৃত মানসিকতা প্রকাশের কারণ কি? যেকোনো কিছুর সঠিক কদর করার মানসিকতা আমাদের হারিয়ে গেছে পুরোপুরি!
C

C প্রথমআলো
28/06/2022

C প্রথমআলো

পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে, সেনাবাহিনী দিয়ে সেতু পাহারা দেয়া লাগতেছে।জাতি হিসেবে আমাদের অবস্থানটা বুঝে নিন। Post & Phot...
28/06/2022

পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে, সেনাবাহিনী দিয়ে সেতু পাহারা দেয়া লাগতেছে।

জাতি হিসেবে আমাদের অবস্থানটা বুঝে নিন।

Post & Photo copyright: সাইবার ৭১

ফেরি পারাপারের ভোগান্তি দূর হোক। যোগাযোগ ব্যাবস্থায় উন্মোচিত হোক এক অপার সম্ভাবনার দিগন্ত। অর্থনীতিতে যোগ হোক নতুন মাত্র...
25/06/2022

ফেরি পারাপারের ভোগান্তি দূর হোক। যোগাযোগ ব্যাবস্থায় উন্মোচিত হোক এক অপার সম্ভাবনার দিগন্ত। অর্থনীতিতে যোগ হোক নতুন মাত্রা।

আফ*গানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ১ হাজার নর-নারী নিহত😢😭😭=============================আফ*গানিস্তানে শক্তিশালী ভূমিকম...
23/06/2022

আফ*গানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ১ হাজার নর-নারী নিহত😢😭😭
=============================

আফ*গানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এক হাজার নর-নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে পাকতিকা প্রদেশে ব্যাপকভাবে ভূমিধস ও ঘর–বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চারদিকে কান্নার রোল, ঘরে ঘরে আর্তচিৎকার। ওগো প্রভু! আফ*গানদের ওপর আপনার একান্ত রহমতের হাতটি বাড়িয়ে দিন।

নিহতদের জন্য অন্তরের গভীর থেকে শোক প্রকাশ করছি এবং মহান মাওলার দরবারে মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস তাদের জন্য কামনা করছি।

শোক-সন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহ্‌ তা’য়ালা সবরে জামিল আ’তা করুন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনকে কঠিন এ বিপদে আফ*গানদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।
C

হার্ট - অ্যাটাক
23/06/2022

হার্ট - অ্যাটাক

২০২২-২০২৩ অর্থবছরের বাজেট
21/06/2022

২০২২-২০২৩ অর্থবছরের বাজেট

03/06/2022

#খুব প্রয়োজনীয় একটি পোস্ট।।

#একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।
সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।

#মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো- তার অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক হয়েছিল। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন।
সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়।

#অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাম্যহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটে মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।
বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।
স্ট্রোককে চিনুন...

#সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।

#সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile. রোগীকে হাসতে বলুন।
T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।

#এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)
সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।

#যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো। সুতরাং, আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!!

ঈদ মোবারক
02/05/2022

ঈদ মোবারক

কিভাবে  হ্যাকারদের থেকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া একাউন্ট নিরাপদ রাখতে পারি?https://youtu.be/FA7k-a-MHF0
30/04/2022

কিভাবে হ্যাকারদের থেকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া একাউন্ট নিরাপদ রাখতে পারি?

https://youtu.be/FA7k-a-MHF0

If you want to safe your social media account and Secure Your Facebook/Social Media Accounts from Hackers | Social Media Safety tips So Follow this Video. Mi...

 #রমজান
16/04/2022

#রমজান

বাংলাদেশ ও শ্রীলন্কা
16/04/2022

বাংলাদেশ ও শ্রীলন্কা

 #ধৈর্য_ধরে_লেগে_থাকুনএকটা হাতি আর একটা কুকুর একই সাথে প্রেগনেন্ট হলো। ৩ মাসের ব্যবধানে কুকুরটি ৩টি ছানা প্রসব করলো। ৬ ম...
27/03/2022

#ধৈর্য_ধরে_লেগে_থাকুন

একটা হাতি আর একটা কুকুর একই সাথে
প্রেগনেন্ট হলো। ৩ মাসের ব্যবধানে কুকুরটি ৩টি ছানা প্রসব করলো। ৬ মাস পরে কুকুরটি আবার প্রেগনেন্ট হলো আর নয় মাস পরে এক ডজন বাচ্চা প্রসব করলো। এই ভাবে পালাক্রমে চলতেই থাকলো। ১৮ তম মাসে, কুকুরটি হাতিটিকে বললো, "বন্ধু তুমি কি নিশ্চিত যে তুমি প্রেগনেন্ট? আমরা একই সাথে প্রেগনেন্ট হয়ে ছিলাম,আমি এর মাঝে আমি ৩ বারে ডজন খানেক বাচ্চা প্রসব করেছি,আর সেগুলো এখন প্রাপ্ত বয়স্কও হয়ে গেছে, 😕 , কিন্তু তুমি এখনও প্রেগন্যান্ট"
মা হাতিটি উত্তর দিলো, আমার পেটে কুকুর ছানা না, হাতি ছানা বেড়ে উঠছে, আমি দুই বছর পর পর বাচ্চা প্রসব করি, যখন বাচ্চাটা পৃথিবীর মাটি স্পর্শ করে, পৃথিবীর মাটি বুঝতে পারে, যখন বাচ্চাটা বড় হয়ে রাস্তা পার হয়, লোকজন দাঁড়িয়ে অবাক হয়ে দেখে, যে বাচ্চাটা আমি পেটে ধারন করি, সেটা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায়।
গল্পটা এইজন্য বলা, যখন আসে পাশের মানুষের আশা পূরণ হতে দেখবেন, তাদের সফলতা দেখবেন, হতাশ হবেন না। নিশ্চয় সৃষ্টিকর্তা আপনার জন্য উপযুক্ত সময়ে উপযুক্ত সফলতা নির্ধারণ করে রেখেছেন, যখন আপনার জন্য বরাদ্দ সেই মুহূর্ত আসবে, পৃথিবী আপনার কাজের দিকে মুগ্ধ হয়ে থাকবে।
অপেক্ষা করুন, লেগে থাকুন, পরিশ্রম করুন আর প্রার্থনা করুন। সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ।।।।

Copy past # #

27/03/2022
There are lots of freelance projects our there for independent pros like you — and many pay big. 💰🎉 Here are some of the...
27/03/2022

There are lots of freelance projects our there for independent pros like you — and many pay big. 💰🎉 Here are some of the highest-paying

এই সেই বোতল... যার এক বোতল পানির মূল্য,          => সাধারণ দোকানে ১৫/- টাকা।            => বাসে বিক্রি করে ২০/- টাকায়।  ...
09/03/2022

এই সেই বোতল...
যার এক বোতল পানির মূল্য,

=> সাধারণ দোকানে ১৫/- টাকা।

=> বাসে বিক্রি করে ২০/- টাকায়।

=> ফাইভ ষ্টার হোটেলে ২০০/- টাকা
এবং
=> এয়ারপোর্টের ভিতরে ৩০০/- টাকা।

বোতল কিন্তু একই এবং ব্রান্ড সেটাও একই পরিবর্তন শুধু স্থানের।

ভিন্ন ভিন্ন জায়গায় সেই একই জিনিসের দাম ভিন্ন ভিন্ন।

নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয়...
তবে একই স্থানে না থেকে, জায়গা পরিবর্তন করে দেখুন...

সাহস যোগাড় করে, নিজের গন্ডি পরিবর্তন করুন। এমন স্থানে যান যেখানে মানুষ আপনাকে, গুরুত্ব প্রদান করে...

নিজেকে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান, যারা আপনার মূল্য বুঝে আপনার কাজে উৎসাহ প্রদান করে...।

নিজেকে এমন প্লাটফর্মে নিয়ে যান যেখানে আপনার মূল্যটা হয়ে যাবে আপনার স্বপ্নের সমান।

 #সফলতা ১."আমি পারবো না"!!!আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না ?২.সব শেষ হয়ে গেছে"!!!আপনি শুরুটা কো...
01/03/2022

#সফলতা

১."আমি পারবো না"!!!
আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না ?

২.সব শেষ হয়ে গেছে"!!!
আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন ?

৩.আমাকে কেউ সাহায্য করে না"!!!
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কার এত সময় আছে যে আপনাকে সাহায্য করবে ?

৪.আমার চেহারা খারাপ"!!!
কখনো মাকাল ফল দেখেছেন? মাকাল ফলের বাইরের চেহারা কিন্তু খুব সুন্দর। কিন্তু তবু মাকাল ফল কেউ পছন্দ করে না, কারণ তার ভিতরটা কুৎসিত। মাকাল ফলের কথা ভেবেও তো আপনার অনেক কিছু শেখার আছে।

৫.আমার কপালই খারাপ"!!!
কোন আয়নাই দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন ?

৬.অনেক টাকার দরকার। তাহলেই সফল হবো।"!!!
টাকা হাতেই জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন !
নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়-পরের টাকাই সাহায্য হতে পারে, কিন্তু বড় হওয়া যায় না!

৭.আমি হতাশায় ভুগছি!!
হতাশা থেকে কতবার বেরোতে চেয়েছেন?
নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন , "কেন এমন হল !"
কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনও ভেবেছেন? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন , "নিজের হাতেই নিজেকে আবার গড়তে হবে- নতুন করে- নতুন ভাবে।"

কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, সৃষ্টিকর্তা সবসময় আপনার পাশে আছেন। তাই আজ থেকেই নতুন করে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিন।
বিশ্বাস করুন, আপনি অবশ্যই জয়ী হবেন।

আমি বিশ্বাস করি সফলতা কোনো গিফট নয় যে অন্য কেউ এসে দিয়ে যাবে। এটা অর্জন করতে হয় চেষ্টা, শ্রম ও সাধনা দিয়ে।

বিঃদ্রঃ আমি ও তেমন কিছু করিনি কিন্তু হাল ছাড়িনি
সবাই আমার জন্য দোয়া করবেন

Surais Gazi

 #হ্যাকার_থেকে_সাবধানশুধু Link এ ক্লিক করার মাধ্যমে হ্যাক করা যায় ❓Ans: হ্যা যায়‼️আগে দেখি আপনার ডিভাইসের কি কি হ্যাক হত...
01/03/2022

#হ্যাকার_থেকে_সাবধান

শুধু Link এ ক্লিক করার মাধ্যমে হ্যাক করা যায় ❓
Ans: হ্যা যায়‼️
আগে দেখি আপনার ডিভাইসের কি কি হ্যাক হতে পারে শুধু লিংকে Click করার মাধ্যমে!
★হ্যাকার আপনার Contact list, message, location, Camera access পেতে পারে।
★আপনার Device এ Autometicly Spyware install হয়ে সেটা Execute হয়ে আপনার প্রায় পুরো ডিভাইস হ্যাক হতে পারে।
★যদি Execute না হয়,তাহলে লিংকে ক্লিক করতেই অটু ভাবে একটা picture,pdf,doc file, বা যেকোনো ধরনের ফাইল Download হতে পারে,এবং সেটাতে শুধু Click করার মাধ্যমেই আপনার Device এ Virus ডুকে যেতে পারে।
★হ্যাকার যদি Browsee exploit use করে, যেমন Beef! তাহলে আপনি Link এ ক্লিক করলে আপনার Browser এ Saved password হ্যাকার পেতে পারে। আপনার Location,contact list পেতে পারে,(যদি Password সেইভ না থাকে তাহলে আপনাকে Advance Phishing পেইজে নিয়ে আপনার Id pass hack হতে পারে।
★হ্যাকার Link Exploit Use করলে সেটার মাধ্যমেও আপনার কম্পিউটার হ্যাক হতে পারে।
আরো অনেক ভাবেই হতে পারে,,এখন চলুন বিস্তারিত আলোচনায় ডুকি। আমি শুধু ৪-৫ টা স্টেপ উল্লেখ করবো।
★আমাদের ফোনে অনেক সময় মেসেজ আসে "১০ জিবি ফ্রি নিনে নিন Mygp বা অন্য কোনো App link দিয়ে বলে Download দিতে"
এই কাজটা হ্যাকারও করতে পারে Bulk Sms বা sms spoofing করে। ,App এর ভিতরে Virus Bind করে দিবে! আপনি App Download দিবেন সেটা ঠিক ভাবেই চলবে,এবং ভাইরাসও ডুকে থেকে যাবে। App uninstall দিলেও ভাইরাস অন্য কোনো নামে ডিভাইসে রয়ে যাবে। (যদি Embed থাকে তাহলে অন্য কথা) আর আপনি হয়ে যাবেন হ্যাকড!!
★আমাদের কাছে ইমেইল আসে অনেক, বড় বড় কোম্পানি গুলো প্রতিদিনই ইমেইল চ্যাক করে। ধরুন কোনো কাস্টমার ইমেইল করলো,উনি কোনো ডেমু দিলো। বা লিংক দিলো বিস্তারিত জানার জন্য। কোম্পানি থেকে ইমেইল অপেন করতেই অটু একটা ফাইল Download হয়ে যাবে আর auto execute হয়ে যাবে,,,! এমনটা না হলে কোনো Error আসবে Display তে,সেটা Cancel বা ok যেটাই দিন। Execute হবেই ভাইরাস। ব্যাস,Pc hacked. Data leaked. অথবা মোটা অঙ্কের টাকা দাবি করে। অথবা Ransomeware Attack এ সব Data encrypted!
এভাবেই বড় বড় কোম্পানি গুলো হ্যাক হয় প্রতিনিয়ত। Freelancer রাও হ্যাক হয়। কারন সবাই Windows user

Address

Jhenaidah Khulna
Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Place posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Place:

Share