Mr. BondhoN

Mr. BondhoN �Feel The Chill�

(3)

চলবে!!
12/01/2025

চলবে!!

12/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

মাওয়া ঘাট😋খাইলেই মজা।
05/10/2024

মাওয়া ঘাট😋
খাইলেই মজা।

 #হাসনাহেনাকার কার ভালোলাগে?🥰
19/08/2024

#হাসনাহেনা
কার কার ভালোলাগে?🥰

05/08/2024

-আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যখন তারা জুলুম করেছিল।
- সূরা ইউনুস, আয়াত :১৩

05/08/2024

"হে আরশের মালিক, আপনি এ দেশের মানুষের সহায় হোন। আমাদের প্রতি অনুগ্রহ করুন"
মজলুমের কষ্ট চিরকাল থাকে না, কিন্তু জালিমের প্রতি মানুষের ঘৃণা চিরকাল থাকে।
-শায়খ আহমাদুল্লাহ

04/08/2024

আমাদের সাহস এখানেই বাড়ে।

-The Rise of People❤️🇧🇩
04/08/2024

-The Rise of People❤️🇧🇩

15/07/2024

ছোটবেলাটা যাদের জন্য খুব সাদামাটাভাবে কাটায় দিসেন, বছরে মাত্র দুইবার জামা কিনতে পারসেন, কখনো ভাল জায়গায় ট্যুর দিতে পারেন নাই, দামি জায়গায় খাইতে পারেন নাই, সাইকেল কেনার শখ পূরণ করতে পারেন নাই - এরা আপনার জীবনের ভিলেন না। এরাই রিয়েল হিরো। হালাল ইনকামে আপনের বাপ-মায়ে যা খাওয়াইসে, যা পরাইসে ধীরে ধীরে বুঝবেন এটাই ছিল আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া।
এই যে সারাজীবন মধ্যবিত্তের মত জীবন পার কইরা দেয়ার ব্যাপারটা- এইটাতে একটুও অস্বস্থি নাই, অমর্যাদা নাই। অন্যের হক মারার টাকায় পোলাও-কোরমার চেয়ে হালাল টাকার ডাল ভাত খাওয়া অনেক আনন্দের। অন্তত রাতে ঘুম ভাল হয়।আল্লাহ আমাদের সবার রিজিক বৃদ্ধি করে দিন❤️

13/07/2024

কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম, "আল্লাহ দিতে দেরিও করেন না, তাড়াতাড়িও করেন না, আল্লাহ সঠিক সময়ে দেন।" ❤️
অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাইনা; তখন এই লেখাটা আমাকে প্রচন্ড অনুপ্রেরণা দেয়। আল্লাহ হয়তো একদিন দিবেন। সঠিক সময়েই দিবেন। ইনশাআল্লাহ!🥰

12/07/2024

এমন শান্ত জীবন কে চেয়েছিলো মাবুদ। উৎসবে আনন্দ লাগে না, শোকে কান্না আসে না। আঘাতে দুঃখ লাগে না, দুঃখে অবাক লাগে না। বাইশ গজ নিচে নলকূপের জলের মতো, এমন শান্ত জীবন তো চাইনি কখনো। আমারে নদীর জলের মতো বানাইতে পারতা। বাতাসে ঢেউ হইতাম, মানুষ আসতো, দেখতো, জোয়ার-ভাটার মতো খোঁজ খবর নিতো। আমারে মানুষ বানাইলা, বুকে ব্যথার পাহাড় দিলা, শুধু খোঁজ নেয়ার মানুষ দিলা না🙂

12/07/2024

আপনার মন কি বেশি নরম? অতি অল্পতেই মানুষ কে ভালোবেসে ফেলেন? ভালোবেসে ফেললে সেখান থেকে সরে আসতে পারেন না?

তাহলে আপনি একাই থাকেন! এটাচমেন্ট জিনিস টা আপনার জন্য না! আপনি একাই কষ্ট পাবেন, আপনি অভ্যাস থেকে বের ও হতে পারবেন না! ভালোবাসা জিনিস টা আপনার জন্য না৷ আপনি এইসব থেকে দূরে থাকেন, একবার ভালোবেসে ফেললে সেখান থেকে ফিরতে না পারলে যেই কষ্ট টা পাবেন🙂

12/07/2024

মেয়েটা ঝগড়া করবে তবু হাত খামচে শক্ত করে ধরে থাকবে। মেয়েটা সন্দেহ করবে তবু সবাই যখন অবিশ্বাসী তাকেই তখন পাশে পাবে।
মেয়েটা সময় পাওয়ার জন্য চেঁচামেচি করবে তবু জীবন যুদ্ধের সময় সেই বলবে তুমি নিজেকে তৈরি করো, আমি আছি পাশে সারাজীবন।
মেয়েটা আপনাকে ঘিরেই পাগলামি করবে প্রতি মুহূর্তে তবু প্রতিটা ভুলবোঝাবুঝি যে ম্যাচুরিটির সাথে সামলাবে তা দেখে নিজেই অবাক হবেন।
সঠিক নারী জীবন গড়ে দেয়, সঠিক নারী পাশে থাকে, সঠিক নারী পুরুষকে রাজা বানিয়ে রাণী হয়। সঠিক নারীর সাথে জীবন সত্যিই সুন্দর😍

06/07/2024

#এমন কাউকে বিয়ে করুন যে আপনাকে উৎসাহিত করবে, তার ভালোবাসা দিয়ে আপনার রাগ নিয়ন্ত্রণ করবে। আপনার ঈমান উন্নত করবে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনাকে আল্লাহর নিকটবর্তী করবে।

উত্তম আখলাক ও দ্বীনদার কাউকে বিয়ে করুন, বাকি সব মাধ্যমিক!যে কেউ আপনার চেহারা ভালবাসতে পারে, কিন্তু আপনার হৃদয় এবং আপনার ব্যক্তিত্বই কাউকে আপনার সাথে শেষ পর্যন্ত থাকতে বাধ্য করবে।❤️‍🔥🦋

06/07/2024

সাইকোলজি বলে-

যখন আপনি বিপদের সময় কোনো বিপরীত লিঙ্গের মানুষকে আপনার পাশে পাবেন , তখন সম্ভাবনা আছে যে , আপনি তার প্রেমে পড়ে যেতে পারেন ! অথবা সাময়িক ভাবে তার প্রেমেও পড়ে যাবেন ...🥰🦋

এরকম টি হ‌ওয়ার কারন হলো কঠিন পরিস্থিতিতে কাউকে কাছে পেয়ে আপনার মস্তিষ্ক নিজেকে সুরক্ষিত মনে করে এবং সেই মানুষটির প্রতি আকৃষ্ট হয় ...!❤️‍🔥

Address

Jhenaidah, Khulna
Jhenida
7300

Telephone

+8801997867356

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. BondhoN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share