ক্রাইম News24

ক্রাইম News24 News paper

24/03/2024

ক্রাইম News24

নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রতিবেদকঃ শেখ আলী আকবার।

14/03/2024
28/08/2023

ক্রাইম News24

যশোরে বড়বাজার হাটচান্দি সুপার মার্কেটে মধ্যরাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

ক্রাইম News24 ঘোপের সোহাগকে ছেড়ে দিয়েছে পুলিশযশোর ঘোপের সোহাগকে রাতেই ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্...
07/07/2023

ক্রাইম News24
ঘোপের সোহাগকে ছেড়ে দিয়েছে পুলিশ

যশোর ঘোপের সোহাগকে রাতেই ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতে ছেড়ে দেয়। সোহাগ পুলিশ হেফাজত থেকে বের হয়ে পাল্টা অভিযোগ করেছেন। তিনি দাবি করছেন, স্থানীয় একটি গ্রুপ তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এরআগে বৃহস্পতিবার বিকেলে ঘোপ সেন্ট্রাল রোডের নিজ অফিস থেকে শফিকুল ইসলাম সোহাগকে আটক করে পুলিশ। স্থানীদের একটি পক্ষ প্রচার করতে থাকে, অ্যাম্বুলেন্সের চালকদের জিম্মি করে রেখেছে সোহাগ। হাসপাতাল এলাকার এ্যাম্বুলেন্স থেকে তিনি নিয়মিত চাঁদা আদায় করছেন। বিষয়টি আমলে নিয়ে পুলিশ তাকে যশোর জেনারেল হাসপাতাল চত্বর এলাকায় নিয়ে গিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের কাছে জানতে চাওয়া হয়।

এ বিষয়ে শফিকুল ইসলাম সোহাগ জানান, এ্যাম্বুলেন্স মালিকদের কেউই বলেনি আমি তাদের কাছ থেকে চাঁদা চেয়েছি। তিনি আরও বলেন, মুলত তিনি রাজনীতির সাথে জড়িত। এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে। স্থানীয় প্রতিপক্ষ তাকে হেয় করতে এ অভিযোগ করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলার বিষয়ে তিনি বলেন, গত পৌর নির্বাচনে কাউন্সিলার প্রার্থী হয়েছিলেন। সেসময় এসব কারণেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক কয়েকটি মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিলো। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে। অভিযোগের বিষয়টি নিয়ে তারা আরও খোঁজখবর নিচ্ছেন বলে জানান।

30/03/2023

কিছু কথা শুনলে বুকটা ফেটে যায় 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

ক্রাইম News24  ঝিকরগাছার পিকনিকের গাড়ি ফরিদপুরের দিঘলিয়াতে মারাত্মক সড়ক দুর্ঘটনায় অনেকে হাসপাতালে।
17/02/2023

ক্রাইম News24
ঝিকরগাছার পিকনিকের গাড়ি ফরিদপুরের দিঘলিয়াতে মারাত্মক সড়ক দুর্ঘটনায় অনেকে হাসপাতালে।

ক্রাইম News24 যশোর চাড়রা পুলেরহাটের পাশের গ্রাম নাঙাগালীতে নিজ বাচ্চার হত্যা প্রচেষ্টাকারী পিতা জনতার হাতে আটক।
12/02/2023

ক্রাইম News24
যশোর চাড়রা পুলেরহাটের পাশের গ্রাম নাঙাগালীতে নিজ বাচ্চার হত্যা প্রচেষ্টাকারী পিতা জনতার হাতে আটক।

12/02/2023

ক্রাইম News24
রূপদিয়া বাজারে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

19/01/2023

কমরেড অমল সেনকে নিয়ে কিছু কথা

16/01/2023

ক্রাইম News24

14/01/2023

ক্রাইম News24
ঝিকরগাছা থানাধীন হাজিরালী মোড়ে জনৈক মহসিনের বাড়ির সামনে যশোর বেনাপোল মহাসড়কে ড্রাম ট্রাক( ঢাকা মেঃ ব ২৪-৭১৬১) ও রেগুলার ট্রাকের ( ঢাকা মেঃ ব ১৬- ৬২৭৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো ট্রাকই সামনে দিকে ক্ষতি গ্রস্থ হয়। রেগুলার ট্রাকের চালক আহত বাবু হোসেন (৩০) পিতা সবুর হোসেন, কিত্তিপুর ঝিকরগাছা যশোর ডান পায়ে আঘাত পান। স্থানীরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। ড্রাম ট্রাকের চালক পলাতক আছে।ঘটনাস্থলে ঝিকরগাছা থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ উপস্থিত আছে। যান চলাচল স্বাভাবিক আছে।

ক্রাইম News24  যশোর জেলার মনিরামপুর উপজেলার মনিরামপুর থানাধীন বিলকান্দ এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ সিরাজুল ইসলা...
14/01/2023

ক্রাইম News24
যশোর জেলার মনিরামপুর উপজেলার মনিরামপুর থানাধীন বিলকান্দ এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪৮), পিতা: মৃত আফের আলী সরদার, গ্রাম: চাকলা কাঠালতলা, থানা-মনিরামপুর, জেলা-যশোর কে একই সাকিনের তার আপন ছোট ভাই রেজাউল (৪৩) ছুরিকাঘাতে আহত করে।

13/01/2023

ক্রাইম News24
যশোরের সড়ক দুর্ঘটনায় গর্ভবতী এক নারী নিহত।

যশোর জেলার মনিরামপুর উপজেলার মুড়াগাছা বাজারে নামক স্থানে ইটের ভাটার একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিরিনা আক্তার কনা (২৪), স্বামী: রুহুল কুদ্দুস, গ্রাম: তাজপুর, থানা: মনিরামপুর, জেলা: যশোর নামক এক গর্ভবতী নারী গুরুতর আহত হন। অতঃপর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়াও উক্ত ঘটনায় আহত অবস্থায় রুহুল কুদ্দুস ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।

ক্রাইম News24 অভিনব কৌশলে প্রতারণার ঘটনায় পলাতক অভিযুক্ত ফারুক গাজী  খোকনকে গ্রেফতার করলো পিবিআই যশোর। পিবিআই প্রধান জনা...
12/01/2023

ক্রাইম News24
অভিনব কৌশলে প্রতারণার ঘটনায় পলাতক অভিযুক্ত ফারুক গাজী খোকনকে গ্রেফতার করলো পিবিআই যশোর।


পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত¡বধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্তে¡ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শামীম মুসা, এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমানসহ যশোর জেলার চৌকস দল কর্তৃক গত ১১/০১/২০২৩ তারিখ সন্ধ্যা অভিযুক্ত মোঃ ফারুক গাজী খোকন(৬৪), পিতা-মৃত শরিয়তুল্লাহ গাজী, সাং-কির্তিপুর, হঠাৎ পাড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, বর্তমান ঠিকানা-গাংগুলিয়া(খেদাপাড়া), থানা-মনিরামপুর, জেলা-যশোরকে তার উল্লেখিত ঠিকানা হতে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত জাকির ও ফারুক প্রথমে মোঃ রিয়াদ হোসেন রাকিব (২৩), পিং-মোঃ আমিরুল ইসলাম, সাং-পুলেরহাট, থানা-কোতয়ালী, জেলা-যশোর এর দোকানে গিয়ে নিজেদেরকে হাজী কামাল ক্যামিক্যাল কোং ঢাকার লোক পরিচয় দিয়ে তাদের কোম্পানীর কিছু মাল বিক্রয়ের জন্য রেখে আসে। পরদিন আসামি রবিউল আউয়াল ও ওবায়দুল ক্রেতা সেজে উক্ত মালগুলি বাদীর দোকান থেকে ক্রয় করে নিয়ে আসে। এরপর অভিযুক্ত জাকির ও ফারুক পুনরায় মোঃ রিয়াদ হোসেন রাকিব এর দোকানে আরো অধিক পরিমান মাল রেখে আসে। অভিযুক্ত হোসেন, মোঃ আলম মোল্লা সুশান্ত, পারভেজ ও অজ্ঞাতনামা আরো কয়েকজন ক্রেতা সেজে মোঃ রিয়াদ হোসেন এর দোকানে গিয়ে বিভিন্ন সময় অভিযুক্ত জাকির ও ফারুক এর দেওয়া মালগুলি ক্রয় করে নিয়ে আসত। সর্বশেষ তারা মোঃ রিয়াদ হোসেন রাকিব এর দোকানে গিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাল কেনার অর্ডার দেয়। মোঃ রাকিব হোসেন রাকিব অভিযুক্তদের দেওয়া অর্ডার মোতাবেক গত ২২/১২/২০২২ তারিখে অভিযুক্ত ফারুক ও অজ্ঞাতনামা পলাতক অভিযুক্তদেরকে নগদ ২,০২,০০০/-(দুই লক্ষ দুই হাজার) টাকা দিয়ে মাল ক্রয় করে দোকানে রাখে। কিন্তু অভিযুক্ত হোসেন, মোঃ আলম মোল্লা প সুশান্ত, পারভেজ, রবিউল আউয়াল ও ওবায়দুল পূর্বের অর্ডার দেওয়া মাল ক্রয় করার জন্য না আসলে মোঃ রিয়াদ হোসেন রাকিব অভিযুক্তদের দেওয়া মোবাইল ফোনে যোগাযোগ করে। কিন্তু অভিযুক্তরা তাদের অর্ডার দেয়া মাল ক্রয় না করে বিভিন্ন তালবাহানা করে মোবাইল ফোন বন্ধ করে দেয়।

উক্ত ঘটনা সংক্রান্তে যশোর কোতয়ালী মডেল থানার মামলা হয়। উক্ত মামলাটি পিবিআই যশোর জেলা ¯^-উদ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই(নিঃ) মোঃ জিয়াউর রহমান এর উপর অপ՜ণ করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকত՜া এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান ঘটনায় সন্দিগ্ধ অভিযুক্ত ১। মোঃ জাকির হোসেন(৫০), ২। মোঃ ফারুক(৩৬), ৩। মোঃ হোসেন(২০), ৪। ওবায়দুল হোসেন(৪৬), ৫। মোঃ আলম মোল্লা @ সুশান্ত(৩০), ৬। মোঃ রবিউল আউয়াল(৩৪) ও ৭। মোঃ পারভেজ হোসেন (২৩) দের গ্রেফতারপূর্বক গত ২৮/১২/২০২২ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। পরবর্তীতে তদন্তকালে মামলার তদন্তকারী কর্মকত՜া গত ১১/০১/২০২৩ তারিখ সন্ধ্যার সময় উক্ত ঘটনায় জড়িত অপর পলাতক অভিযুক্ত মোঃ ফারুক গাজী @ খোকন(৬৪), পিতা-মৃত শরিয়তুল্লাহ গাজী, সাং-কির্তিপুর, হঠাৎ পাড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, এ/পি-সাং-গাংগুলিয়া(খেদাপাড়া), থানা-মনিরামপুর, জেলা-যশোরকে তার বর্তমান ঠিকানা হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত উক্ত ঘটনার সহিত জড়িত মর্মে স্বীকার করে। অভিযুক্ত মোঃ ফারুক গাজী খোকন(৬৪) কে অদ্য ১২/০১/২০২৩ তারিখে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যহত রয়েছে।

12/01/2023

ক্রাইম News24
যশোরের বাঘারপাড়ায় অমল অধিকারী (৪৫) নামের এক চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে অমল অধিকারী (৪৫) নামের এক চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি তিনি ঋণের চাপে আত্মহত্যা করেছেন। নিহত অমল অধিকারী বাজারের দাসপাড়ার মৃত রণজিৎ অধিকারীর ছেলে।

পুলিশ জানায়, আজ সকালে দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হন অমল। বাড়ি থেকে একাধিকবার তাঁর মোবাইল ফোনে কল দেওয়া হয়। তিনি কল রিসিভ না করায় আনুমানিক পৌনে ০৯০০ টার দিকে অমলের ভাই শিমুল দোকানে এসে শাটার বন্ধ দেখেন। এ সময় তিনি ভেতর থেকে মোবাইল ফোনের রিং বাজতে শোনেন। তাৎক্ষণিক শিমুল শাটার উঁচু করে দেখেন দোকানঘরের আড়ায় রশিতে ফাঁস লাগানো অমলের মরদেহ ঝুলছে। পরে পুলিশকে জানালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনেরা জানান, অমলের চা বিক্রি করে যা আয় করেন, তা দিয়ে কোনো রকমে সংসার চালাতেন। এর মধ্যে এনজিওর ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে পড়েন অমল। যে কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।

12/01/2023

ক্রাইম News24
যশোরে পিকআপের ধাক্কায় নসিমন চালক নিহত

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় আলমগীর শেখ (৪০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুররে যশোর-চুকনগর মহাসড়কের চালকিডাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আলমগীর শেখ কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাংঙ্গা গ্রামের নুরুল শেখ এর ছেলে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মনিরুজ্জামন বিষয়টি নিশ্চিত করেছেন।
মনিরুজ্জামন বলেন, যশোর থেকে বিচলী বোঝাই ইঞ্জিন বাহিত নসিমনে বাড়ি ফিরছিলেন আলমগীর। পথিমধ্যে চালকিডাঙ্গা বাজারে পৌঁছালে পেছন থেকে মাছ বাহি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে নসিমন ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। এতে নসিমন দুমড়ে-মুচড়ে যায় এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলমগীর। পরে নিহতের মণিরামপুর হাসপাতালে ও দুর্ঘটনা কবলিত নসিমন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

12/01/2023

ক্রাইম News24
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি'র) শেখ হাসিনা হলে ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি'র) শেখ হাসিনা হল প্রশাসনের বিরুদ্ধে উক্ত হলের অভ্যন্তরে ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মিছিলে বাধা দেওয়ার প্রতিবাদে শেখ হাসিনা হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। জানা যায়,

শেখ হাসিনা হলের অভ্যন্তরে ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করবার উদ্দেশ্যে ছাত্রলীগ, যবিপ্রবি শেখ হাসিনা হল শাখার উদ্যোগে ছাত্রলীগ কর্মী স্বর্ণা ইয়াসমিন এর নেতৃত্বে প্রতি সপ্তাহের ন্যায় একটি মিছিল বের করেন। এ সময় উক্ত হলের প্রভোস্ট ড. শিরিন নিগার হলের সাধারণ ছাত্রীরা ভীতসন্ত্রস্ত হচ্ছে উল্লেখ করে তাদের হলের অভ্যন্তরে মিছিল করতে নিষেধ করেন। এ কারণে ছাত্রলীগ নেতাকর্মীরা শেখ হাসিনা হলের সামনে অবস্থান নেন ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিশ্বিবদ্যালয়ের প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরান ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এরপর যবিপ্রবি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. শিরিন নিগার হলের অভ্যন্তরে শুধুমাত্র ছাত্রলীগ নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন। তবে কর্মকর্তাগণ সাধারণ ছাত্রীদের যেন জোরপূর্বক ছাত্রলীগের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাপ সৃষ্টি করা না হয় সে ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ার ব্যাপারে উক্ত হল প্রভোস্ট ড. শিরিন নিগার জানান, হলের অভ্যন্তরে ছাত্রলীগের মিছিলে সাধারণ ছাত্রীরা ভীতসন্ত্রস্ত হচ্ছে মর্মে হলের একজন সাধারণ ছাত্রী তাকে ফোনে জানান। এ কারণে তিনি হলের অভ্যন্তরে মিছিল করতে নিষেধ করেন।

ক্রাইম News24 যশোর মনিরামপুর সড়ক দূর্ঘটনায় ০১ জন নিহত।  মনিরামপুর উপজেলায় চালকিডাঙ্গা বাজারস্থ কেশবপুর-যশোর সড়কে একজন ...
12/01/2023

ক্রাইম News24
যশোর মনিরামপুর সড়ক দূর্ঘটনায় ০১ জন নিহত।

মনিরামপুর উপজেলায় চালকিডাঙ্গা বাজারস্থ কেশবপুর-যশোর সড়কে একজন অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি ট্রলিতে বিচালী বোঝাই করে যশোরের দিক হতে মনিরামপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মনিরামপুর উপজেলাধীন চালকিডাঙ্গা বাজারস্থ স্থানে পোঁছালে যশোরের দিক হইতে আসা মিনি ট্রাক (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১২-৪৫৩৪) চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিচালী বোছাই ট্রলির পিছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রলির ড্রাইভার অজ্ঞাত ব্যক্তি রাস্তার ওপরে ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে ট্রলির চালককে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক মিটি ট্রাকটি কেশবপুর থানা পুলিশ আটক করেছে বলে জানা যায়। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় সনাক্তে কাজ করছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

12/01/2023

ক্রাইম News24
যশোর জেলার চৌগাছায় সড়ক দুর্ঘটনায় একজন মহিলা নিহত হয়েছেন

যশোর জেলার চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় সুফিয়া খাতুন (৬০), স্বামী-নবাব আলী, হাজরাখানা, চৌগাছা, যশোর নিহত হয়েছেন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে রেফার্ড করা হয়েছে।

ক্রাইম News24 মনিরামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।  যশোর মনিরামপুর উপজেলা পরিষদের হল রুমে মনিরামপুর উপজেল...
12/01/2023

ক্রাইম News24
মনিরামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।

যশোর মনিরামপুর উপজেলা পরিষদের হল রুমে মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম এর সভাপতিত্বে মনিরামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন মনিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ক্রাইম News24 যশোর চালকিডাঙ্গা বাজার সংলগ্নে সড়ক দুর্ঘটনায় রাজীব ২৩ নামে এক যুবকের মৃত্য।
12/01/2023

ক্রাইম News24
যশোর চালকিডাঙ্গা বাজার সংলগ্নে সড়ক দুর্ঘটনায় রাজীব ২৩ নামে এক যুবকের মৃত্য।

ক্রাইম News24  বিদেশি পিস্তল সহ ১ জন আটকযশোর জেলা ডিবিপুলিশের হাতে
12/01/2023

ক্রাইম News24
বিদেশি পিস্তল সহ ১ জন আটক
যশোর জেলা ডিবি
পুলিশের হাতে

ক্রাইম News24 বাংলাদেশ কৃষক সমিতির যশোর জেলা সম্মেলন অনুষ্ঠিত।  যশোর টাউন হল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ কৃষ...
11/01/2023

ক্রাইম News24
বাংলাদেশ কৃষক সমিতির যশোর জেলা সম্মেলন অনুষ্ঠিত।



যশোর টাউন হল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে যশোর জেলা কৃষক সমিতির জেলা সম্মেলন ( শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. এস এম এ সবুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আবিদ হোসেন, কৃষক সমিতি যশোর জেলা সম্মেলন পরিষদের আহ্বায়ক অ্যাড. আমিরুল ইসলাম হিরু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যশোর জেলা শাখার সভাপতি অ্যাড. আবুল হোসেন সহ প্রমুখ। উক্ত সম্মেলনে বাংলাদেশ কৃষক সমিতির যশোর জেলার নতুন কমিটির সভাপতি হিসেবে মোঃ আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক হিসেবে মফিজুর রহমান নান্নুকে নির্বাচিত করা হয়।

ক্রাইম News24 ভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার ৫ জন বাংলাদেশী যুবক যুবতী তিন মাস থেকে ৬ মাস পর্যন্ত জেল খেটে বেনাপোল ...
11/01/2023

ক্রাইম News24
ভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার ৫ জন বাংলাদেশী যুবক যুবতী তিন মাস থেকে ৬ মাস পর্যন্ত জেল খেটে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে।
বুধবার বেলা ২ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে হস্তান্তর করেন। ফেরত আসলেন যারা, নরসিংদী জেলার হাবিবুল্লাহ বাহার এর ছেলে আজিম ভুইয়া (২৭) ময়মনসিং জেলার আবুল মুনসুর এর ছেলে আল ফাহাদ (২৯) গোপাল গঞ্জ জেলার দবির মোল্যার ছেলে টুটুল মোল্যা (২৫) যশোর জেলার সিদ্দিক শেখের মেয়ে মুনিয়া খাতুন (২৭) ও রাজবাড়ি জেলার আমির উদ্দিন এর মেয়ে মুস্সাত মমতা। এদের মধ্যে পুরুষ তিন জন ছিল ভারতের মোম্বাই কারাগারে এবং নারী দুই জন ছিল নাগপুর একটি বেসরকারী শেল্টার হোমে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, ফেরত আসাদের ইমিগ্রেশন আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, ফেরত আসাদের থানার আনুষ্টানিকতা শেষে জাস্টিন এন্ড কেয়ার নামে একটি বেসরকারী এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।
জাস্টিন এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, এদের যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদরে হাতে তুলে দেওয়া হবে।

11/01/2023

ক্রাইম News24
যশোরের মনিরামপুরে ইজিবাইকের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে ফাঁস লেগে মারিয়া খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার ঢাকুরিয়া তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারিয়া ঢাকুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। সে স্থানীয় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

জানা গেছে, একই গ্রামের ওকিল উদ্দিন (মনু কুদা) ছেলে মফিজুর রহমান এর ইজিবাইকে করে পার্শ্ববর্তী ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবার সময় ঢাকুরিয়া-কুয়াদা সড়কের পথিমধ্য ঢাকুরিয়া তালতলা মোড়ে গেলে এ ঘটনা ঘটে। মারিয়া ইজিবাইরেক ভেতরে বসে ছিলো। এসময় তার গায়ের চাদর ইজিবাইকের ইঞ্জিনে জড়িয়ে যায় এবং গলায় ফাঁস লেগে তার মৃত্যু ঘটে।

তার পরিবার ও স্থানীয়রা জানান, মফিজুর প্রতিদিন ভাড়া চালাতে যশোরে যায়। মফিজুর ও শিক্ষার্থীর বাড়ি একই জায়গায় হওয়ায় প্রায়ই মফিজুরের বাইকে তারা স্কুলে যায়।

মণিরামপুর থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই সালমা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ক্রাইম News24 অস্বাস্থ্যকর জেলি পুশ করা ১২শ’ কেজি চিংড়ি উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা ধ্বংস করেছে র‌্যাব-৬ য...
11/01/2023

ক্রাইম News24
অস্বাস্থ্যকর জেলি পুশ করা ১২শ’ কেজি চিংড়ি উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা ধ্বংস করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

একটি যাত্রীবাহী বাসে করে এসব চিংড়ি সাতক্ষীরার শ্যামনগর থেকে যশোর হয়ে শেরপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত যশোর শহরের মণিহার মোড়ে তারা অস্থায়ী চেকপোস্ট বসান। এক পর্যায়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১২শ’ কেজি চিংড়ি উদ্ধার করেন। পরে সেগুলোতে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে এসব চিংড়িতে অস্বাস্থ্যকর জেলি পুশ করা। আইন অনুযায়ী এসব চিংড়ি তারা জব্দ করেন এবং পরিবহণের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায়ও করা হয়।

পরে যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, র‌্যাব যশোরের সিনিয়র কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সামনে এসব চিংড়ি ধ্বংস করা হয়।

Address

Jessore

Telephone

+8801911309040

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্রাইম News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্রাইম News24:

Videos

Share

Category