Islami gann

Islami gann islami gann

04/01/2023
18/12/2022

فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ۙ﴿۵﴾
ফাইন্না মা‘আল ‘উছরি ইউছরা-।
কষ্টের সাথেই তো স্বস্তি আছে।
So verily, with the hardship, there is relief,

أللّهم إغفرلي و الرحمني

30/11/2022

"অতিরিক্ত কথা বলার সর্বনিম্ন ক্ষতি অন্তর থেকে আল্লাহ তা'আলার ভয় চলে যায়। আর যে অন্তরে আল্লাহর ভয় থাকে না, সেখানে ইমানও থাকে না।"

– জুনাইদ (রহি.)
[আস-সিয়ার : ৬৮/১৪]

29/11/2022

ধৈর্যের পুরস্কার জান্নাত
— ড. ইয়াসির ক্বাদী

আল্লাহ তাঁর ক্ষমা, জান্নাত এবং জান্নাতের উচ্চ মর্যাদা পাওয়াকে ধৈর্য ধারণ করার সাথে যুক্ত করেছেন। আমি আবারো বলছি, আল্লাহ তাঁর ক্ষমাকে ধৈর্যের সাথে যুক্ত করেছেন। আল্লাহ কুরআনে বলেন- اِلَّا الَّذِیۡنَ صَبَرُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓئِکَ لَهُمۡ مَّغۡفِرَۃٌ وَّ اَجۡرٌ کَبِیۡرٌ - "তবে যারা সবর করেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্যই রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান।" (১১:১১) তাহলে আল্লাহর ক্ষমা ধৈর্যের সাথে সম্বন্ধযুক্ত।

জান্নাতে প্রবেশ এবং জান্নাতে উচ্চ মর্যাদা পাওয়াকেও ধৈর্য ধারণের সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে। আল্লাহ কুরআনে বলেন, جَنّٰتُ عَدۡنٍ یَّدۡخُلُوۡنَهَا وَ مَنۡ صَلَحَ مِنۡ اٰبَآئِهِمۡ وَ اَزۡوَاجِهِمۡ وَ ذُرِّیّٰتِهِمۡ وَ الۡمَلٰٓئِکَۃُ یَدۡخُلُوۡنَ عَلَیۡهِمۡ مِّنۡ کُلِّ بَابٍ ﴿ۚ۲۳ - "স্থায়ী জান্নাতসমূহ, যাতে তারা এবং তাদের পিতৃপুরুষগণ, তাদের স্ত্রীগণ ও তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ছিল তারা প্রবেশ করবে। আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের নিকট প্রবেশ করবে।" سَلٰمٌ عَلَیۡکُمۡ بِمَا صَبَرۡتُمۡ فَنِعۡمَ عُقۡبَی الدَّارِ - (আর বলবে) ‘‘তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা ধৈর্যধারণ করেছিলে। আখিরাতের এ পরিণাম কতই না উত্তম"। (১৩:২৩-২৪)

কল্পনা করুন, আপনি জান্নাতে আছেন। জান্নাতের আসন সমূহে হেলান দিয়ে শুয়ে জান্নাতের সৌন্দর্য উপভোগ করছেন। আর ফেরেশতারা দলে দলে এসে আপনাকে অভিনন্দন জানাচ্ছেন। তখন তাঁরা কী বলে অভিনন্দন জানাচ্ছেন? "সালামুন আলাইকুম বিমা সবারতুম- তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা ধৈর্যধারণ করেছিলে।"

তাহলে দেখা যাচ্ছে, ফেরেশতারা জান্নাতে আপনার অবস্থান এবং মর্যাদাকে এই দুনিয়ায় আপনি যে ধৈর্য দেখিয়েছেন তার সাথে যুক্ত করেছেন।
আর জান্নাতের যে কোনো জায়গা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সর্বোচ্চ ধাপের জান্নাতের কথা ধৈর্য ধারণের সাথে যুক্ত করেছেন। আল্লাহ বলেন- اُولٰٓئِکَ یُجۡزَوۡنَ الۡغُرۡفَۃَ بِمَا صَبَرُوۡا - "এদেরকেই তাদের ধৈর্যধারণের কারণে জান্নাতের সুউচ্চ স্থান দান করে পুরস্কৃত করা হবে।" (২৫:৭৫)

তাহলে ধৈর্য আপনাকে জান্নাতের সুউচ্চ লেভেল পর্যন্ত পৌঁছিয়ে দিবে।
এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা স্বয়ং আপনাকে অভিনন্দন জানাবেন আপনি যে ধৈর্য প্রদর্শন করেছেন তার জন্য। আক্ষরিক অর্থেই কুরআনে এসেছে- اِنِّیۡ جَزَیۡتُهُمُ الۡیَوۡمَ بِمَا صَبَرُوۡۤا ۙ اَنَّهُمۡ هُمُ الۡفَآئِزُوۡنَ - "আজ আমি তাদেরকে পুরস্কৃত করলাম তাদের ধৈর্য ধারণের কারণে, আজ তারাই তো সফলকাম।" (২৩:১১১)

এখানে আল্লাহ ফাস্ট পার্সনে কথা বলছেন। তিনি সাধারণত এভাবে কুরআনে কথা বলেন না। আল্লাহ সাধারণত থার্ড পার্সনে কথা বলেন। "আমরা করব বা তাদের প্রতি আশীর্বাদ করা হবে..." কিন্তু এই আয়াতে তিনি ফাস্ট পার্সনে কথা বলছেন। তিনি আমাদের সরাসরি সম্বোধন করে বলছেন- "ইন্নি জাজাইতুহুমুল ইয়াওমা বিমা সবারু- নিশ্চয় আমি তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম।"

তাহলে আল্লাহ নিজে ধৈর্যশীলদের পুরস্কৃত করবেন। তারপর আল্লাহ বলেন, আন্নাহুম হুমুল ফা-ইজুন- এরাই হলো তারা যারা জিতে গেছে।
কুরআনে জান্নাত জিতার একটা রূপক ব্যবহার করা হয়েছে। প্রতিযোগিতায় জয় লাভ করার একটা রূপক ব্যবহার করা হয়েছে। কারা সত্যিকারের জয় লাভ করেছে? আল্লাহ বলেন- আন্নাহুম হুমুল ফা-ইজুন- এরাই হলো তারা যারা জিতে গেছে।"
----------------- * ---------------
ধৈর্য ধরার মানে কি?

১। 'ই'রাদ।' কুরআনে এই বিষয়ে বার বার আলোচনা করা হয়েছে। 'ই'রাদ' অর্থ উপেক্ষা করা, মুখ ফিরিয়ে নেয়া, এড়িয়ে চলা। যখনি আপনি এমন কিছু দেখেন যা আপনাকে ডিস্টার্ব করছে বা মর্মাহত করছে, সেটা উপেক্ষা করুন।

২। লক্ষ্য পানে অটুট থাকা, পিছু না হটা, সন্দেহে পতিত না হওয়া এবং নিজ বিশ্বাসে অটুট থাকা। সবর বলতে বুঝায় আপনি বিভ্রান্ত হন না। অধ্যবসায় বা আরবিতে দাওয়াম ইঙ্গিত করে যে আপনি বিভ্রান্ত হন না। আপনার একটি লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, আপনাকে আপনার সেই লক্ষ্য অর্জন করতে হবে। যাত্রাপথে বিভিন্ন জিনিস আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, বিভ্রান্ত হবেন না; আপনার লক্ষ্য পানে অটুট থাকুন।

৩। ধৈর্য মানে কোনো কিছু না করা, নিষ্ক্রিয়তা। কোন ক্ষেত্রে? যখন কোনো কিছুতে বিরক্ত হয়ে পড়েন, রেগে যান, কষ্ট পান, শোকাহত হয়ে পড়েন তখন মনে হয় কিছু একটা করা দরকার। ধৈর্য মানে সে সময় নিজেকে দমন করা, আটকিয়ে দেওয়া এমন কিছু করা থেকে যা আল্লাহ পছন্দ করেন না। ধৈর্য মানে— কোনো কারণে ভেতরে ভেতরে আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনি তা বাহিরে প্রকাশ হতে দিচ্ছেন না। শোক, রাগ, ক্ষোভ, হতাশা, যেটাই হউক না কেন আপনি তা গিলে ফেলেছেন, বাহিরে প্রকাশ হতে দিচ্ছেন না।

৪। পাপ করা থেকে এবং আল্লাহর অবাধ্য হওয়া থেকে নিজেকে বিরত রাখা।

৫। সময় নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখা। উপকারী কিছুতে নিজেকে ব্যস্ত রাখা এবং আল্লাহর ইবাদাতে নিজেকে আটকিয়ে রাখা। আর এটা সর্বোচ্চ লেভেলের ধৈর্য। অতিরিক্ত বেহুদা কাজে, সময় নষ্ট হওয়ার কাজে যুক্ত হওয়া থেকে নিজেকে বিরত রাখা। এবং নিজের জন্য বেশি উপকারী কাজে যুক্ত থাকা। যেমন—বেশি বেশি কুরআন অধ্যয়ন করা, মুখস্ত করা, নামাজে সেগুলো তিলাওয়াত করা, অতিরিক্ত জিকির করা, অতিরিক্ত দান করা।

(আকরাম নদভী, নোমান আলী খান ও ইয়াসির কাদির আলোচনা থেকে)

আল্লাহুম্মাগফিরলী! اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ حُسْنَ الْخَاتِمَةِ.(আল্লহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ-তিমাহ)অর্থ:- হে...
29/11/2022

আল্লাহুম্মাগফিরলী!

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ حُسْنَ الْخَاتِمَةِ.
(আল্লহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ-তিমাহ)
অর্থ:- হে আল্লাহ! আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই।

Courtesy: Qalbun Saleem - قلب سليم

“This is the Book about which there is no doubt, a guidance for those conscious of Allah.” Q2 (Al-Baqara): Verse 2
05/11/2022

“This is the Book about which there is no doubt, a guidance for those conscious of Allah.”

Q2 (Al-Baqara): Verse 2

24/10/2022

اللهم اكتب لنا عمرة قريبة تذهب هموم قلوبنا، وتغفر ذنوبنا يارب العالمين 🤲❤️

কাউকে আকর্ষণ করার কিযে এক ক্ষমতা এই ফুলের!❤️🫠
24/10/2022

কাউকে আকর্ষণ করার কিযে এক ক্ষমতা এই ফুলের!❤️🫠

এই ছবিটার কোথাও কিন্তু একজন 'মায়ের' উপস্থিতি নেই, কিন্তু সবকিছু ছাপিয়ে এই ছবিতে যেটা সবচেয়ে বেশি মুখ্য আর সৌন্দর্যের বিষ...
24/10/2022

এই ছবিটার কোথাও কিন্তু একজন 'মায়ের' উপস্থিতি নেই, কিন্তু সবকিছু ছাপিয়ে এই ছবিতে যেটা সবচেয়ে বেশি মুখ্য আর সৌন্দর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে তা হলো— দ্বীন পালন এবং সন্তান লালনে একজন মায়ের একনিষ্ঠতা।
মা 💚

কথায় আরিফ আজাদ

20/10/2022

ভাত খেতে বসে মুখে ভাত থাকাকালীন চোখে পানি চলে আসা, সেই মুহূর্তে মুখের ভাত টুকু গিলতে না পারার মত কষ্ট মধ্যবিত্ত ছাড়া ক'জন বুঝবে?😔

অল্প বয়সেই আল্লাহ তা'য়ালা মাওলানা মামুনুল হক সাহেবকে অনেক বড় পরিক্ষার সম্মুখীন করেছেন এবং বিজয়ী ও করবেন ইনশাআল্লাহ। মুফত...
20/10/2022

অল্প বয়সেই আল্লাহ তা'য়ালা মাওলানা মামুনুল হক সাহেবকে অনেক বড় পরিক্ষার সম্মুখীন করেছেন এবং বিজয়ী ও করবেন ইনশাআল্লাহ।

মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ।

সোনালী সে দিনগুলি।
07/10/2022

সোনালী সে দিনগুলি।

07/10/2022

মা-বাবা যেমনি হোক, মা-বাবা আছে মানেই তুমি পূর্ণ 🥰💗

True friend is the one who reminds you to pray Salah, who reminds you when you’re doing wrong, because a true friend wan...
07/10/2022

True friend is the one who reminds you to pray Salah, who reminds you when you’re doing wrong, because a true friend wants Jannah for you.

02/10/2022

আলহামদুলিল্লাহ❤️
আমি এমন কোন রবের ইবাদত করি না, যে নিজেই নিজের ভারসাম্য রক্ষা করতে পারে না!
আমি সেই রবের ইবাদত করি, যিনি কোন কিছুর মুখাপেক্ষী নন।
[সূরাঃকাফিরুন]

08/09/2022

اللّهم إن كان رزقي في السماء فأنزله
وإن كان رزقي في الأرض فأخرجه 🤲

07/09/2022

(সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) 🌸

05/09/2022

রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবেন।
— আরিফ আজাদ।

05/09/2022

"দুঃখ আপনাকে ভাঙতে আসেনা
জীবনে একটা সুন্দর আকৃতি দিতে আসে"
- আরিফ আজাদ 💚🌼

05/09/2022

কেউ ঠকাবে, কেউ মন ভেঙে দিবে, কেউ ভালোবাসা বন্ধ করে দিবে, কিছুই মন মতো হবে না, খুব খারাপ লাগবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়া চলবে না, তবুও মানুষ কে বলতে হবে 'ভালো আছি! আমাকে ভালো থাকতে হয়।
আলহামদুলিল্লাহ
---✍️৷ মানু ষ

النية الطيبة لا تجر معها إلا كل جميل..فكن كما انت بطهارة قلبك وصفاء نيتك ولا تتأثر بأحد ..فعلى نياتكم ترزقون♥️
04/09/2022

النية الطيبة لا تجر معها إلا كل جميل..
فكن كما انت بطهارة قلبك وصفاء نيتك ولا تتأثر بأحد ..
فعلى نياتكم ترزقون♥️

04/09/2022

যে ব্যাক্তি,,
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছু ত্যাগ করে,,
আল্লাহ তাকেতার চাইতে উত্তম কিছু দ্বারা প্রতিস্থাপন করবেন।💖🥀

---[মুসনাদে আহমাদ,২২৫৬৫]🖤

03/09/2022

শায়খুল ইসলাম ইমাম ইবনু তায়মিয়াহ রহিমাহুল্লাহ বলেন:

"আহলুস সুন্নাহর কেউ মারা গেলেও তার স্মরন চলতেই থাকে। অপরপক্ষে বিদয়াতী কেউ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্মরনও বিস্মৃত হয়ে যায়।

কেননা, আহলুস সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নিয়ে এসেছেন তা-ই পুনরুজ্জীবিত করেন। ফলে আল্লাহ তাঁর রাসূলকে যে ওয়াদা দিয়েছেন তার কিছু অংশ এ ব্যক্তিরও পাওনা হয়ে যায়। আল্লাহ বলেন: "আর আমরা আপনার স্মরনকে অনেক মহিমান্বিত করেছি"। -(সুরা ইনশিরাহ:৪)

পক্ষান্তরে, বিদয়াতীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক আনীত বিষয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে। ফলে সে আল্লাহর এই ওয়াদার ভাগী হয়ে থাকে। আল্লাহ বলেন: "নিশ্চয়ই (হে রাসূল) আপনার প্রতি বিদ্বেষ পোষণকারিরা নির্বংশ"। -(সুরা কাউছার:৩)

--মাজমূ' ফতোয়া:১৬/৫২৮

03/09/2022

Ya Allah Reham Farma hm Par 💔

03/09/2022

প্রকৃতির অদ্ভূত মায়া আমায় অদৃশ্য ভাবে টানে.!🪷🤍

17/07/2022

- আল্লাহর উপর ভরসা থাকলে.!🌸

- অসম্ভব ও সম্ভব হয়ে যায়.!❤️🥀

10/06/2022

এই পৃথিবীর সব কিছু আমার কাছে তুচ্ছ।

#নূর নবী মোস্তফা (ﷺ) মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ 🖤🥀

Address

Jessore
7400

Telephone

+8801762368979

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami gann posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like