Ovi's Memory

Ovi's Memory মুরুব্বী মুরব্বি মুরব্বি

এই মুহূর্তে যেটা প্রয়োজন অফুরন্ত পানি
11/09/2024

এই মুহূর্তে যেটা প্রয়োজন অফুরন্ত পানি

29/08/2024

দানবীয় গ্রপার মাছ কাটিং স্কিল ও স্টেক।
゚viralシ2024fyp

29/08/2024

ওরা খায় চা

21/08/2024

Amazing Baby

ওরা আমায় এভাবে কেনো মারল মা??.........মা আমি তো যেমন ডিউটিতে  যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজ...
15/08/2024

ওরা আমায় এভাবে কেনো মারল মা??.........

মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন!! আমি তো আমার জুনিয়র দের সাথে একসাথে কতো গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম, জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা,ওটাই আজ খেয়েছিলাম, তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া , এটাই শেষ গল্প ..... ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতাম মা, সারাজীবনের মতো বিশ্রামে চলে যাবো, তখন ভোররাত আমি ওয়ার্ডে একা তখন, ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদর টা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু,,, সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে..... ছিঃ!!! মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেক বার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম " বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও!!" কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানোতো মা, আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো..... খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা!!! আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো, আমি এটাও বললাম যে " আমাকে ছেড়ে দাও,দয়া করে, ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলব না, আমাকে যেতে দাও..." কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিলো না, দিলো না তোমার কোলে শেষ বারের মতো মাথা রাখতে দিতে, দিলো না শেষবার তোমার হাসি ভরা মুখ টা দেখার সুযোগ , দিলো না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড়ো ডাক্তার হওয়ার কাহানী কে সত্য করতে !!! আমার গলা টিপে ধরে নিজেদের সর্ব শক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবান ও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়...ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্র ভাবে..... সকালে সবাই আসে ,কিন্তু একি!! আআআ মি কারোর সাথে কথা কেনো বলতে পারছিনা? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেনো পারছোনা মা, আমার ডাক?? ওওও মা, মা গো এইতো দেখো দেখোনা মা, ও মা এইতো আমি, তুমি কাঁদছো কেনো?? কি হয়েছে তোমার?? ও মা!!! দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে, লাশটার মুখ দেখতে পেয়ে আআআমি শিউরে উঠি.... এ কিহ!!! এটা যে আমারই নিথর দেহ!!! আমি কি তবে মারা গেছি?? আমিও কাঁদতে শুরু করলাম, সবাই আমার এই মৃত্যু তে শোকাহত.... সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে!!! কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম!! আমার শেষটা তো আরো ভালো হতে পারত বলো মা?? দেখো না মা ওরা আমার মুখের, দেহের কী বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা!! আমার চিৎকার করতে ইচ্ছে করছে!!! কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না, আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি,কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না!! কেউ না........ (সংগৃহীত)
😭😭
.

18/07/2024

আজ ঢাবির চত্তরে পকেট রাউটারের ব্যাবস্থা করা হয়েছে , দুপুর ১টা থেকে রাত ১২ টা পর্যন্ত এখানে সবাই ওয়াইফাই পাবেন, ৮ হাজার জিবি কেনা হয়েছে।
Username :- Save Students
Password :- Free
( Post copy from telegram group )

18/07/2024

সিনেমার মত পুলিশ প্রশাসন সকল ফোর্স যদি হঠাত সরকারের বিপক্ষে দাঁড়িয়ে বলে উঠতো, আমরা এখন আর আপনার গোলাম নই, আমরা জনসাধারণের পক্ষে।

18/07/2024

কে ছাত্রলীগ, কে ছাত্রদল কে ছাত্র শিবির এটা দেখার সময় নাই, ছাত্ররা পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে সবাই ঐক্যবদ্ধ হন।✊🙏

17/07/2024

17/07/2024

বাংলাদেশে মোবাইল ডাটা থেকে ফেসবুকে প্রবেশ 'ব্লক' করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সর্বোচ্চ পর্যায় থেকে অপারেটরদের নির্দেশ দেয়া হয়। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এটি কার্যকর হতে পারে। একই সাথে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত বিভিন্ন এপও ব্লক করার সম্ভাবনা রয়েছে। বিকল্প যোগাযোগের ব্যবস্থা/মাধ্যম তৈরি রাখুন।।

17/07/2024

রাত ২.০০ ঢাকা বিশ্ববিদ্যালয়
১৮ জুলাই ২০২৪

Address

Khulna
Jessore
7400

Telephone

+8801302990029

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ovi's Memory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ovi's Memory:

Videos

Share