Freelancer Shahanur

Freelancer Shahanur My professional skills include Lead generation, Facebook and YouTube monetization, and Canva design

ফ্রিল্যান্সিং কি..? কিভাবে শুরু করবো? ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!💸আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যরিয়ার বানাতে পারব...
25/04/2024

ফ্রিল্যান্সিং কি..?
কিভাবে শুরু করবো?
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!💸
আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যরিয়ার বানাতে পারবো ?🤔

1. ফ্রিল্যান্সিং কি..?

✊ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত বা স্বাধীনপেশা, আর যিনি ফ্রিল্যান্সিং করেন তিনি হলেন একজন 💎ফ্রিলান্সার।

যিনি বি​ভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নিজ দক্ষতা ( ডিজিটাল মার্কেটিং,গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন) অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।

2. কিভাবে শুরু করবো?🤔

আমরা প্রত্যেকেই জানি কোনো একটা কাজ শুরু করতে গেলে আগে সেটা শিখতে হয়। এর ক্ষেত্রেও বিকল্প নেই। আমরা প্রথমে একটা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারি, তবে তার আগে যে এই বিষয়ে অভিজ্ঞ তার নিকট অবশ্যই পরামর্শ নিয়ে যেতে হবে।

3.ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!🤔

আমার প্রশ্ন তাদের প্রতি যে আপনি কতো টাকা আয় চান! 🤔 ফ্রিল্যান্সিং সেক্টরে ততোই আয় করা সম্ভব।

কিন্তু তার জন্য একটা জিনিস অবশ্যই প্রয়োজন ⚡,
তা হলো আপনার পরিশ্রম আর ধৈয্য।

4. আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যরিয়ার বানাতে পারবো ? 🤔

ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, যেই সেক্টরের কাজ কখনো শেষ হবে না, বরং প্রযুক্তি যতো উন্নত হচ্ছে ততোই এই সেক্টরের কাজ বেড়েই চলেছে 🔥(100% ক্যরিয়ার)।


20/03/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিনথিয়া আক্তার লিজা পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে লিজা’র মাসে আয় চার লাখ টাকা 💵💵। #

Basic Card Design Using Photoshop
20/03/2024

Basic Card Design Using Photoshop

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এবং এর গুরুত্বঃ সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) হল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ...
20/03/2024

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এবং এর গুরুত্বঃ সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) হল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে মার্কেটিং করাকে বুঝায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং কৌশল যার মাধ্যমে (ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, পিনটারেস্ট ও ইউটিউব সহ অন্যান্য) এই সব অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অডিয়েন্সদের টার্গেট করে কোন ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার-প্রচারণা করা হয়।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) হল একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যা ব্যবসার তাদের টার্গেট অডিয়েন্সদের সাথে সংযোগ স্থাপন, ব্র্যান্ড সচেতনতা তৈরি করা, গ্রাহকদের সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং ব্যবসার গ্রাহক ও বিক্রয় বাড়াতে সহায়তা করে।

আজকের বিশ্বে, সোশ্যাল মিডিয়া একটি অপরিহার্য অংশ। বিশ্বব্যাপী 4.62 বিলিয়ন অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রয়েছে, যা বিশ্বের জনসংখ্যার প্রায় 60%। এই ব্যবহারকারীদের মধ্যে অনেকেই তাদের পছন্দের পণ্য বা সার্ভিস সম্পর্কে তথ্য খুঁজতে এবং কেনার সিদ্ধান্ত নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে।

এই কারণে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবসায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সঠিকভাবে করা হলে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবসার তাদের টার্গেট অডিয়েন্সদের কাছে পৌঁছাতে, তাদের ব্র্যান্ডের প্রচার করতে এবং তাদের ব্যবসার প্রসার করতে সহায়তা করে।

গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন? তাহলে সেরা সুযোগ অপেক্ষা করছে আপনার জন্য। 😍✅ প্রিয় শিক্ষার্থীবৃন্দ,আগামি ১০ই ফেব্রুয়ারি,...
03/02/2024

গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন? তাহলে সেরা সুযোগ অপেক্ষা করছে আপনার জন্য। 😍

✅ প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আগামি ১০ই ফেব্রুয়ারি, শনিবার, রাত ৮টায় গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাসে যুক্ত থাকবেন ফিউচার আইটির গ্রাফিক্স ডিজাইন ইন্সট্রাক্টর ফাহিম আহম্মেদ রিয়াদ স্যার।

ডিজাইন শিখে ক্যারিয়ার গড়ার এটাই সুযোগ। বছরের প্রথম থেকে শুরু হোক আপনার সফলতার যাত্রা। 💪

ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার কেন গড়ব?তোমরা যারা ৯ টা থেকে ৬ টা রুটিনে চাকরি করতে আগ্রহী নও, পেশা হিসেবে বেছে নিতে পারো ফ্রি...
10/11/2023

ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার কেন গড়ব?

তোমরা যারা ৯ টা থেকে ৬ টা রুটিনে চাকরি করতে আগ্রহী নও, পেশা হিসেবে বেছে নিতে পারো ফ্রিল্যান্সিং কে।

ফ্রিল্যান্সিং-এর দুনিয়ায় কাজ করতে পারবে নিজের পছন্দমতো সময়ে। যথাযথ দক্ষতা অর্জনের মাধ্যমে গড়তে পারবে পেশাগত নেটওয়ার্কিং, এবং টাকার বদলে ডলারে আয় করার সুযোগ তো থাকছেই।

তাই দক্ষতা অর্জন করে তুমিও হয়ে যেতে পারো একজন দক্ষ ফ্রিল্যান্সার।

Address

Jessore

Telephone

+8801672032321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Shahanur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Shahanur:

Videos

Share