Brief69 সফলতার গল্প নতুনদের অনুপ্রেরণা

21/08/2024

হাজারো মেয়ের কাশ 🤡

02/08/2024

জামালপুরের শিক্ষক, আইনজীবী ও পেশাজীবীদের ব্যানারে আন্দোলনে যোগ দিতে দ্রুত কমেন্ট করুন।

আহা ৬০+বৃদ্ধ গু'/লি বি/'দ্ধ আমার খুলনা বিশ্ববিদ্যালয়!😭
02/08/2024

আহা ৬০+বৃদ্ধ গু'/লি বি/'দ্ধ আমার খুলনা বিশ্ববিদ্যালয়!😭

02/08/2024

বিসমিল্লাহির রহমানির রাহিম

একই বাড়ীর দুই দেবরের বিরুদ্ধে আদালতে যৌন হয়রানি ও গাছ কাটার মামলা করে বিপাকে পরেছেন কামরুন নাহার নামে ৪৫ বছরের এক নারী। ...
11/08/2023

একই বাড়ীর দুই দেবরের বিরুদ্ধে আদালতে যৌন হয়রানি ও গাছ কাটার মামলা করে বিপাকে পরেছেন কামরুন নাহার নামে ৪৫ বছরের এক নারী। নারীর অভিযোগ মামলা তুলে না নিলে তাঁর ঘরে আগুন দিয়ে তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন তাঁরা। তাঁদের ভয়ে গত এক সপ্তাহ ধরে তিনি ও তাঁর বড় ছেলে পালিয়ে বেড়াচ্ছেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্বকেরোয়া গ্রামে এঘটনা ঘটেছে।
৫ আগষ্টের ঘটনায় আদালতে কামরুন্নাহারের দায়ের করা মামলাটি শুক্রবার সকালে (১১ আগষ্ট) রায়পুর থানা পুলিশ গ্রহন করেছেন।

মামলার বিবরনে জানা যায়, পূর্ব কেরোয়া গ্রামের আলাউদ্দিন বেপারি বাড়ীতে কামরুন নাহারের পুত্রবধুকে প্রায় সময় উত্তাক্ত করতো। গত শনিবার রাতে ভাঙ্গা বেড়ার ঘরে ঢুকে পুত্রবধুকে শ্লীলতাহানীর চেষ্টা চালায় একই বাড়ীর দেবর সোহেল (৩৫)। এসময় চিৎকার দিলে সোহেল পালিয়ে যায়। এঘটনা স্থানীয় লোকজনকে জানালে পরদিন সোহেল ও তার ভাই দেলোয়ার হোসেন (৪৫) কহিনুর বেগমের বসত ঘরের সামনে কয়েকটি ফলগাছ কেটে ফেলে। এতে বাঁধা দেয়ায় পরে সোহেল, দেলোয়ারসহ কয়েকজন মিলে অসহায় নারী কামরুন নাহার, তার পুত্রবধু, ছেলে ইব্রাহিম হোসেন নাঈমকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় স্বজনরা আহত গৃহবধু কামরুন নাহার ও তার ছেলেকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় গ্রামে বিচার ও অভিযুক্তদের স্বজনদের বাঁধায় পরে নিরুপায় হয়ে কামরুন নাহার বেগম বাদি হয়ে সোহেল ও দেলোয়ারকে আসামী করে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত রায়পুর থানার ওসিকে ঘটনা তদন্ত করে দ্রুত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মামলা দায়ের করার পরপরই গৃহবধু কামরুন নাহার বেগম মামলা তুলে না নিলে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ও তার বড় ছেলে নিশাদকে মেরে ফেলার হুমকি দেন এমন অভিযোগ কামরুন নাহার বেগমের। দেবরদের ভয়ে তিনি ও তাঁর বড় ছেলে পালিয়ে বেড়াচ্ছে। গত এক সপ্তাহ ধরে তাঁরা বাড়ি যেতে পারে না।

কামরুন নাহারের বড় ছেলে নিশাদ বলেন, আমি ইলেকট্রিক কাজ করি। ‘মামলা তুলে না নিলে সোহেল, দেলোয়ার ও তাঁর লোকজন ঘরে আগুন দিবে ও আমাকে এলাকায় ডুকতে দিচ্ছেনা ও মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা তাঁদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’

গৃহবধু কামরুন নাহার বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘আমি আদালতে মামলা করে বিপদে পরছি। মামলা তুলি না নিলে ঘরে আগুন দিবো ও আমার বড় ছেলেকে এলাকায় ঢুকতে দিবেনা। দুইজনের ভয়ে গত এক সপ্তাহ আলাউদ্দিন বেপারি বাড়ি যাইতে পারি না। বাপের বাড়ী ও বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় পলাইয়্যা থাহি। আমরা অসহায় মানুষ, এত যন্ত্রনা সহ্য হয় না।’ ঘরের সামনে কয়েকটি ফলগাছ জোরপূর্বক কেটে ফেলেছে। আমরা এবার বিচার চাই।’

এঘটনায় বৃহস্পতিবার বিকালে মামলার আসামি সোহেল ও দেলোয়ারের বাড়ীতে গেলে তাদের বসতঘর তালাবদ্ধ পাওয়া যায়। তবে তারা কহিনুর ও তার ছেলেকে হুমকির কথা অস্বীকার করে বলেন, ‘ আমাদের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা এবং হয়রানি করা হচ্ছে।’

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া বলেন, আদালতের নির্দেশ মতে শুক্রবার সকালে কামরুন নাহারের মামলা গ্রহন করা হয়। তদন্ত করে দ্রুত প্রতিবেদন পাঠানোর জন্য একজন এসআইকে নির্দেশ দেয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত।ব্রাহ্মণবাড়িয়ায় বেপরোয়া বাসের চাপায় আইয়ূব (২২) নামে এক মাটরসাইকেল আরোহী ন...
11/08/2023

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত।

ব্রাহ্মণবাড়িয়ায় বেপরোয়া বাসের চাপায় আইয়ূব (২২) নামে এক মাটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ১১-০৮-২০২৩ইং শুক্রবার দুপুর সদর উপজলার কোড্ডা ব্রীজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আইয়ূব সদর উপজলার বাসুদব ইউনিয়নের দতাইসার গ্রামের মৃত জানু ভূইয়ার ছেলে।

পুলিশ ও স্হনীয়রা জানান, আইয়ূব মাটর সাইকেল চালিয়ে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে বিপরীত দিক থেকে আসা আখাউড়ামূখী দিগন্ত পরিবহন একটি বাস মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্হনীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন জানান, নিহতর মরদেহ সদর হাসপাতাল রয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

জামালপুরে হারল্যান শো-রুমের উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস!জামালপুর পৌরসভার পাঁচরাস্তার মোড় সংলগ্ন সর্দারপাড়ায় বি...
11/08/2023

জামালপুরে হারল্যান শো-রুমের উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস!

জামালপুর পৌরসভার পাঁচরাস্তার মোড় সংলগ্ন সর্দারপাড়ায় বিশ্বমানের অরিজিনাল কসমেটিকস ও স্কিন কেয়ার পন্য সরবরাহকারী প্রতিষ্ঠান
"হারল্যান নিউইয়র্ক" এর শো-রুমের শুভ উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ফিতা কেটে এ শো- রুমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে উপস্থিত
সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের বিশ্বাস যে ভালোবাসা আমার প্রতি আছে, সেই বিশ্বাসের জায়গা থেকে বলতে চায় হারল্যানের প্রডাক্টগুলো খুবই ভালো। এখানে ফ্রেশওয়াশ, ফ্রেশজেল এবং মেকাপ প্রডাক্টগুলো আপনারা পাবেন। অপু বিশ্বাস আরও বলেন, হারল্যানের প্রডাক্টগুলো আপনারা বেশি বেশি ক্রয় করবেন। কারন এটা আমি নিজেও ব্যবহার করি। চলতি মাসের জন্য তিনি ২০% ডিসকাউন্টের কথাও জানান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হারল্যান নিউইয়র্ক কোম্পানীর এক্সিকিউটিভ মার্কেটিং ডিরেক্টর মো. জামাল উদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আমিন শিমুল ও হারল্যান নিউইয়র্ক জমালপুর অঞ্চলের ডিলারশীপ মো. রহুল আমীন পলাশ প্রমুখ। এদিকে চিত্র নায়িক অপু বিশ্বাসকে একনজর দেখতে জনতার উৎসুক ভীড় দেখা যায়।

বাংলাদেশের সাইবার জগতে হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের একটি দল। দলটি সম্ভাব্য হামলার তারিখ হিসেবে ১৫ আগস্টের কথা উল্লেখ ক...
04/08/2023

বাংলাদেশের সাইবার জগতে হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের একটি দল। দলটি সম্ভাব্য হামলার তারিখ হিসেবে ১৫ আগস্টের কথা উল্লেখ করেছে। এই হুমকির পরিপ্রেক্ষিতে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) থেকে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে।

আজ শুক্রবার (৪ আগস্ট) বিজিডি ই-গভ সার্ট (CIRT) প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, গত ৩১ জুলাই একটি হ্যাকার দল জানিয়েছে, ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে সাইবার আক্রমণের ঝড় আসবে। এর পরিপ্রেক্ষিতে বিজিডি ই-গভ সার্ট সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সব ধরনের সরকারি ও বেসরকারি সংস্থার সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্ক করেছে। পাশাপাশি নিজেদের অবকাঠামো রক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই হ্যাকার দলটি নিজেদের ‘হ্যাকটিভিস্ট’ দাবি করে এবং তারা বাংলাদেশ ও পাকিস্তানকে হামলার লক্ষ্য বানিয়েছে।

বিজিডি ই-গভ সার্ট জানিয়েছে, তাদের সাম্প্রতিক গবেষণায় একই মতাদর্শে প্রভাবিত বেশ কয়েকটি হ্যাকার দলকে চিহ্নিত করা হয়েছে। যারা অবিরাম বাংলাদেশের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে নিয়মিত সাইবার-আক্রমণ পরিচালনা করে আসছে।

বিজিডি ই-গভ সার্ট তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে যে স্ক্রিনশট দিয়েছে তাতে দেখা যায়, হুমকিদাতারা নিজেদের ভারতীয় হ্যাকারগোষ্ঠী বলে দাবি করেছে। এই হ্যাকারগোষ্ঠীর সঙ্গে সাদৃশ্য আছে এমন বেশ কয়েকটি হ্যাকার গ্রুপের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিচালিত অন্তত ছয়টি সাইবার হামলা শনাক্ত করেছে বিজিডি সার্ট।

গত ২০ জুন থেকে ১ আগস্ট সময়ের মধ্যে এই সাইবার হামলাগুলো করা হয়।
এসব হামলার মধ্যে আছে বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য ব্যাংকের পেমেন্ট গেটওয়ে বন্ধ করা (১ আগস্ট), পরিবহন সেবা সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ডিডস আক্রমণ করে ওয়েবসাইট বন্ধ রাখা (৩ জুলাই), একটি সরকারি কলেজের ওয়েবসাইটে হামলা করে তথ্য নেওয়া (২৭ জুন), স্বাস্থ্যসেবাসংক্রান্ত একটি সংস্থার ওয়েবসাইটে হামলা করে তথ্য নেওয়া (২৪ জুন), সামরিক সংস্থার ওয়েবসাইটে ডিডস আক্রমণ (২১ জুন) এবং রাষ্ট্রায়ত্ত একটি বিনিয়োগকারী কম্পানির ওয়েবসাইটে আক্রমণ করে এক লাখ বিনিয়োগকারীর ও বিনিয়োগ পাওয়ার জন্য আবেদনকারীদের তথ্য হাতিয়ে নেওয়া (২০ জুন)।

সাইবার হামলা এড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কিছু পরামর্শ দিয়েছে সার্ট। ১) ২৪ ঘণ্টা বিশেষ করে অফিসসূচির বাইরের সময়ে নেটওয়ার্ক অবকাঠামোতে নজরদারি রাখা এবং কেউ তথ্য সরিয়ে নিচ্ছে কি না, তা খেয়াল রাখা। ২) ইনকামিং এইচটিটিপি/এইচটিটিপিএস ট্রাফিক বিশ্লেষণের জন্য ফায়ারওয়াল স্থাপন এবং ক্ষতিকারক অনুরোধ এবং ট্রাফিক প্যাটার্ন ফিল্টার করা।

৩) ডিএনএস, এনটিপি এবং নেটওয়ার্ক মিডলবক্সের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা সুরক্ষিত রাখা। ব্যবহারকারীদের ইনপুট যাচাই করা। ৪) ওয়েবসাইটের ব্যাকআপ রাখা। ৫) এসএসএল/টিএলএস এনক্রিপশনসহ ওয়েবসাইটে এইচটিটিপিএস প্রয়োগ করা। ৬) হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা এবং সন্দেহজনক কোনো কিছু নজরে এলে বিজিডি ই-গভ সার্টকে জানানো।

©সংরক্ষিত

পঞ্চগড়ে মধ্যরাতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ফিরোজ আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিজের অস্ত্র দিয়েই মাথায় গুলি কর...
04/08/2023

পঞ্চগড়ে মধ্যরাতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ফিরোজ আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিজের অস্ত্র দিয়েই মাথায় গুলি করেন বলে সহকর্মীদের সূত্রে জানা যায়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) গভীর রাতে জেলা শহরের সোনালী ব্যাংকের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ আহমেদ (২৫) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর আবতাবগঞ্জ এলাকার আবু সাঈদের ছেলে। পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের।

পুলিশ জানায়, অন্য দিনের মতো পঞ্চগড় সোনালী ব্যাংকে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ফিরোজ। একপর্যায়ে নিজের চায়না রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। গুলির শব্দ পেয়ে অন্য সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিটি তার থুতনির নিচ থেকে মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে। এর আগে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তাকে ঝগড়া করতে দেখেন অন্য পুলিশ সদস্যরা। তিনি পঞ্চগড় শহরে স্ত্রীসহ বসবাস করতেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সাইদতুল ইসলাম ফয়সাল বলেন, পুলিশ সদস্যরা গুলিবৃদ্ধ অবস্থায় ফিরোজকে হাসপাতালে নিয়ে আসেন। মৃতের গলায় গর্ত, কান মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুলেট দিয়ে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের একটি বিশেষ টিম এসে এটি তদন্ত করে দেখবেন। এই মুহূর্তে এর বাইরে তেমন কিছু বলা যাচ্ছে না।

©সংরক্ষিত।

Address

Jamalpur Sadar Upazila
2000

Telephone

+8801866517997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brief69 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brief69:

Videos

Share