08/12/2025
গ্যাসের ট্যাবলেট ভেবে ভুল করে ‘ঈদুর মারা’ ওষুধ সেবন—
দুই বেয়াইয়ের মর্মান্তিক মৃত্যু
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের তারটিয়া বানিয়া পাড়ার কানকু নিয়া (৪২) এবং পোড়াভিটার কমল হক (৫৩)—
দুঃখজনকভাবে এই ভুলের কারণে প্রাণ হারান।
পুলিশের আইনী প্রক্রিয়া শেষে
তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আল্লাহ তাঁদের মাগফিরাত দান করুন। আমিন।
সবাইকে অনুরোধ—ঔষধ ব্যবহার নিয়ে সতর্ক থাকুন, ভুল তথ্য প্রাণঘাতী হতে পারে।